Tag: ব্যবসায়ী

  • সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা,হেরোইন ও ফেন্সিডিলসহ ৭ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

    আটকককৃতরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া পুরাতন দক্ষিণপাড়া মহল্লার মৃত আমিরুল ইসলামের ছেলে মোঃ কাওছারুজ্জামান (৩৫), মোঃ আক্তারুজ্জামান (৪০), বাঁখুয়া মহল্লার মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৭), ঘোষগাঁতি মহল্লার সুধির কর্মকারের ছেলে সজল কর্মকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার পাটুয়াকান্দি এলাকার মৃত আব্দুল জুব্বারের ছেলে মোঃ ওসমান গনি (৩৮), আব্দুল হকের ছেলে মোঃ আল আমিন (২৪), মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৫)।

    র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১০টার সময় উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামস্থ আকবর আলী কলেজের পূর্ব পাশের্ব তালুকদার ষ্টেশনারী এলাকার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় ২ গ্রাম হেরোইন ও এক বোতল ফেন্সিডিলসহ কাওছারুজ্জামান,আক্তারুজ্জামান,সাইফুল ও সজল নামের ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭’শ ৮০ টাকা উদ্ধার করা হয়।

    অপরদিকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১১টার সময় গোপন সাংবাদের ভিত্তিত্তে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার অগ্রহণী ব্যাংক লিঃ এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করপ ৫’শ ৮৪ পিচ ইয়াবাসহ ওসমান গনি, আল আমিন ও আলম হোসেন নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭’শ টাকা জব্দ করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া ও শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মাধবপুরে প্রাইভেটকারে গাঁজা বহনের সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    মাধবপুরে প্রাইভেটকারে গাঁজা বহনের সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে গাঁজা পরিবহন করে নিয়ে যাওয়ার সময় থানার পুলিশ তিনজন পাচারকারিকে আটক করেছে।
    পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  হরষপুর তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির হোসেন এর নেতৃত্বে  একটি পুলিশ ফোর্স টিম উপজেলার নোয়াহাটি সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে হেফাজতে গুচ্ছিত থাকা ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক পাচারকারিকে আটক করে পুলিশ। এসময় নিষিদ্ধ মাদক পরিবহনের দায়ে প্রাইভেট গাড়িটিও জব্দ করা হয়েছে বলে আরো জানায় পুলিশ।
    আটককৃত মাদক পাচারকারিরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মৃত জহির আলীর ছেলে কবির আহমেদ (৩৭) একই উপজেলার বরইছড়া গ্রামের আতিকুল ইসলাম এর ছেলে আকাশ (২০) ও মৃত আব্দুল খালেক এর ছেলে আতিকুল ইসলাম (৪৪)।
    উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
  • দেওয়ানগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    দেওয়ানগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

     জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন পাথরেরচর বাজার সংলগ্ন থেকে ১ হাজার পিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ প্রশাসন।
    জানা যায় ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রৌমারী হতে ঢাকা গামী বাসে রৌমারী টু বকশিগঞ্জ রোডে যাত্রী সেজে ইয়াবা নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আফতাব হোসেন,উপপরিদর্শক  আব্দুল খালেক,উপপরিদর্শক  সেলিম,উপপরিদর্শক সোহেল রানা সহ পুলিশ টিম ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বাজারে তল্লাশি চকি বসিয়ে বাসে তল্লাশি করেন। এসময় ওই মাদক ব্যবসায়ী মোঃবানবাসী (৩৩) এর দেহ তল্লাশি করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বানবাসী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী বন্ধুরচর গ্রামের আবু তালেবের ছেলে।
    সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান বলেন- আসামী বানবাসীকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
    মাদকদ্রব্য দমনে নিরলস ভাবে কাজ করার জন্য সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান সচেতন মহল।
  • মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মোটরসাইকেল আরোহী পাচারকারিকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
    গত বৃহস্পতিবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী ভারতীয় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহী ইসমাইল মিয়া (২৩) ও আব্দুল ওয়াহেদকে (৪৮) আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে।
    শুক্রবার তাদের আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।ধৃত ইসমাইল ভৈরবের কালিপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে ও আব্দুল ওয়াহেদ সুনামগঞ্জের গদারচর দক্ষিন পাড়ার আব্দুর রহিমের ছেলে।
    এই বিষয়ে কথা হয়” মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি  জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
  • মাধবপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণ বিতরণ ।

    মাধবপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণ বিতরণ ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে সমাজসেবা ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ৬২ জনের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ প্রদান করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুদমুক্ত ঋণের টাকা উপকার ভোগীদের হাতে তুলে দেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী। এসময় উপজেলার দেবপুর, তুলশীপুর, মঙ্গলপুর, আনন্দ গ্রাম, সুলতানপুর, মৌজপুর, তেলিপাড়া গ্রামের ৬২ জন ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্যজীবী, মনোহরীর মত উদ্যেক্তাদের কে ২৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে।
  • মাধবপুরে ফেনসিডিলসহ দুই নারী মাদক ব‍্যবসায়ী গ্রেপ্তার।

    মাধবপুরে ফেনসিডিলসহ দুই নারী মাদক ব‍্যবসায়ী গ্রেপ্তার।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর থেকে ২’শ ২৭ বোতল ফেনসিডিল ও নগদ টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির আমারজমিনকে জানান,গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হরষপুর বাজারের তিন রাস্তা মোড়ে হরষপুর বিওপির হাবিলদার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২’শ ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৭ হাজার ৮’শ ৪২ টাকাসহ বি বাড়ীয়া জেলার আখাউড়া এলাকার তাজুল ইসলাম এর স্ত্রী হালিমা খাতুন(৬০) এবং  একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৫০)কে গ্রেপ্তার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
  • পীরগঞ্জে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পলায়ন থানায় মামলা।

    পীরগঞ্জে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পলায়ন থানায় মামলা।

    ঠাকুরগাঁজ জেলার পীরগঞ্জ উপজেলায় হাতকড়াসহ পালিয়ে গেছে জাহিদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সোমবার রাতে পীরগঞ্জ থানায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর পুকুরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা ট্যবালেট  পাওয়া যায় এবং জাহিদুরকে আটক করে হাতকড়া পড়ানো হয়।
    পরে জাহিদুরকে থানায় নেয়ার পথে সে  হাতকড়া সহ পালিয়ে যায়। এঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং হাতকড়াসহ পালানোর জন্য পৃথক দুটি মামলা করা হয়েছে। জাহিদুরের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।
    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুরের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।
  • মাধবপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুরে পুলিশে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হরষপুর পুলিশ ফাড়ির সদস্যরা। এ সময় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
    উপজেলার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর, ও উপপরিদর্শক জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে সুরমা চা বাগানের ২০’নং লালটিলার সামনে থেকে শনিবার রাত সাড়ে ১২ টার সময় অভিযান চালিয়ে ৬’টা প্লাস্টিকের মোড়ানো বস্তা থেকে ৪৬’ কেজি ভারতীয় গাঁজাসহ সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান (২৫) রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা (২২)ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
    আটকের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আমারজমিনকে জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।এ সময় তিনি আরোও বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
  • গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে ৩৬০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজুর রহমান(২৯)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক রবিবার (২০ ডিসেম্বর) দিবাগত-রাত ৮টা ৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সামনে অপারেশন পরিচালনা করা হয়েছে।

    অপারেশন চলাকালীন সময় ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক আসামী মোঃ আজিবুর রহমান (২৯)কে আটক করেন।

    অপারেশন চলাকালীন সময় ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সামনে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

    আসামী মোঃ আজিবুর রহমান (২৯), পিতা- মৃত মুজিবুর রহমান, সাং-গোদাগাড়ী বাগানবাড়ী (ওয়ার্ড নং-০৪), থানা- গোদাগাড়ী, জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • লক্ষ্মীপুরে চেক আটকের মাধ্যমে প্রতারণা করে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ।

    লক্ষ্মীপুরে চেক আটকের মাধ্যমে প্রতারণা করে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নে বাজারের আবাবিল কো অপারেটিভ সোসাইটি লি: এর বিরুদ্ধে চেক আটক করে প্রতারণার মাধ্যমে আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

    ১৯ ডিসেম্বর (রোববার) বিকেলে লক্ষ্মীপুরের স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তেওয়ারীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এই অভিযোগ করেন।

    তিনি বলেন, গত ৪/৫ বছর পূর্বে আবাবিল কো অপারেটিভ সোসাইটি লি: থেকে ঋণ গ্রহণ করি এবং তা সময় মতো পরিশোধ করি। এসময় আমার কাছ থেকে স্বাক্ষরিত ১৫০ টাকার দুটি অলিখিত স্ট্যাম্প ও অগ্রনী ব্যাংকের ১৭নং ভবানীগঞ্জ শাখার একটি সাদা চেক জামানত হিসেবে নেন। কিন্তু ঋণ পরিশোধ করার পরও সোসাইটি লোকজন স্ট্যাম্প ও চেক ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন এই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতিকে অবগত করেন। এরই মধ্যে সম্প্রতি আবুল কালাম আজাদের ভাই নুরুল আমিনের সাথে সোসাইটির ম্যানেজার দিদার হোসেন ও পরিচালক মো. টিপু, আনোয়ার হোসেন ফটিক এবং বাজারের একটি দোকান ভিটিকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।

    এই বিরোধের জের ধরে মো. দিদার হোসেন এবং টিপু প্রতারণার আশ্রয় নিয়ে আবুল কালাম আজাদের জমাকৃত চেকে ৯ লাখ ৫০ হাজার টাকা লিখে ব্যাংকে জমা দেন। পরে চেকটি ডিজওনার করে আইনজীবির ম্যাধ্যমে নোটিশ করে ব্যবসায়ী আজাদ কে। পরে এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি ওমর হুসাইন ইবনে ভুলু চেকটি ফেরৎ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু বিষয়টি মিমাংসা না হওয়ায় আবুল কালাম আজাদ ওই তিনজনেক আসামী করে গত ১৪ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। তিনি এ ব্যাপারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

    অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি ওমর হোছাইন ইবনে ভুলু বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি সমাধান করার চেষ্টা করেছি সম্ভব হয়নি।