Tag: বিতরণ

  • উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩৩ জন নারী পুরুষের মাঝে ৫ লাখ ৯৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    চেক বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা প্রমূখ।

     

  • তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী পরিবারকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করলো ভিলেজ ভিশন বাংলাদেশ নামের স্থানীয় একটি সংগঠন। ওই পরিবারের পিতা পুত্র দুজনেই প্রতিবন্ধী ।

    উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল আবেদীন (৭০) বস্তুল ইহাসাক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ১৫ বছর আগে স্ট্রোক করে শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছেন আর ছেলে হৃদয় হোসেন (২৫) জন্মগত ভাবেই সেরিব্রাল পলসি (সিপি) শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্ম গ্রহন করে বসবাস করছেন। একই পরিবারে ২জন প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে চলছে সংসারের দর্বিসহ জীবন। এমন পরিস্থিতিতে ভিলেজ ভিশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শরিফ খন্দকার ও ওই সংগঠনের ভলান্টিয়ারগন ওই পরিবারে গিয়ে পাশে দাড়ায়।

    মানবতার কাজে সবার পাশে এই শ্লোগান নিয়ে ছেলে হদয় হোসেনকে ১টি হুইল চেয়ার দেওয়ার ওয়াদা করেন। সেই প্রেক্ষাপটে ফেসবুক বন্ধুদের কাছে আবেদন করলে অর্থের যোগান হয়। হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট’র তত্বাবধানে প্রচেষ্ঠা (সবার পাশে) এই চেয়ার প্রদান করেন।

    গতকাল ৮ আগষ্ট বিকালে ভিলেজ ভিশনের অর্থায়নে ওই পরিবারে গিয়ে হৃদয় হোসেন (সিপি শারীরিক) প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট এর প্রচেষ্ঠা (সবার পাশে) এর পরিচালক পরিচালক শাহাবাজ খান সনি। এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, ডাক্তার রাজু আহমেদ,ভলান্টিয়ার সুলতান মাহমুদ, সাকিল আহমেদ,সিয়াম ।

     

  • মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

    মাধবপুরে জাগ্রত-জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।


    হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে বন্যা পরবর্তী সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বে রত সাংবাদিক মাসুদ লস্কর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন,ইফফাত জামান রুপা, জাগ্রত হিরু মাঈনুদ্দীন,মোঃ ফাহিম, আবদুল বাশার বাসেত,মোঃ মনির হোসেন, জাগ্রত হিরু আবুল হাসেম সুমন,নজরুল ইসলাম শান্ত স্হানীয় সাং বাদিক শাহাদাত ইসলাম মামুন,সার্বিক সহযোগিতা করেন এক্তিয়ারপুর গ্রামের উদিয়মান সংগঠক ডা,মোঃ শাহ আলম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান বলেন, আমরা এ পর্যন্ত প্রায় কয়েক হাজার অনাহারী ও বন্যা কবলিত দূর্গতদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ লস্কর বলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার ন্যায় ই প্রেস ক্লাবের অংগ সংগঠন ই প্রেস হেলথ কেয়ার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করে আসছে।

    তিনি আরও বলেন এলাকার ধনাঢ্য ব্যাক্তি গন যদি নিজস্ব উদ্যোগে ত্রান বিতরণ করেন তাহলে দেশের এক জন ব্যাক্তি ও না খেয়ে মরবে না। সভাপতির বক্তব্যে ইফফাত জাহান রুপা সুশৃঙ্খল ভাবে ত্রান গ্রহন ও বিতরনে সহায়তা করায় এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • কানাইঘাটে কাউন্সিলর জমির উদ্দীনের ঈদ উপহার বিতরণ।

    কানাইঘাটে কাউন্সিলর জমির উদ্দীনের ঈদ উপহার বিতরণ।

    কানাইঘাটে কাউন্সিলর জমির উদ্দীনের ঈদ উপহার বিতরণ।


    সিলেটের কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও কানাইঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দীন এর নিজ অর্থায়নে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ৭নং ওয়ার্ডের ১২০ টি দরিদ্র অসহায় শ্রমজীবী পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

    এসময় তিনি বলেন পবিত্র ঈদুল আযহা প্রতিটি মুসলমানের জন্য একটি পবিত্র দিন।পবিত্র ঈদুল আযহা হচ্ছে ত্যাগের মহিমায় নিজেকে মহিমান্বিত করার দিন।আসুন,আমরা পবিত্র এই দিনের তাৎপর্যকে উপলব্ধি করে আমরা ত্যাগের মহীমায় উদ্বোদ্ধ হই।ত্যাগ করতে শিখি।ভোগে সুখ নয়,ত্যাগেই প্রকৃত সুখ।

    তিনি আরো বলেন সবাই সুস্থ সুন্দর থাকুন।পবিত্র ঈদ বহে আনুক দেশ ও জাতীর জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধি। আমার প্রিয় ৭ নং ওয়ার্ডবাসী সহ সমগ্র কানাইঘাট পৌরবাসীর জন্য আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।পরিশেষে দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানান।

  • ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে নগদ অর্থ বিতরণ।


    পাগাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কখনও কারো পক্ষে পোষিয়ে নেয়া সম্ভব নয়। বন্যা আসার পর কয়েক লাখ মানুষ যখন পানিবন্দি ও নিরাপদ আশ্রয়ে ঠাঁই হয় তখন খাদ্যসহ বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়।

    এসময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠন এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি কমার সাথে সাথে মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে।

    এবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখা। প্রথম বারের মতো এ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

    নগদ অর্থ বিতরণী উপলক্ষে( গত ০৮জুলাই)শুক্রবার বিকেলে উপজেলার বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাস্টার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর ইউআরসি মোস্তফা আহসান হাবীব।

    বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা আবদুস সামাদ, শিক্ষক কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক প্রধান শিক্ষক মানিক মিয়া, প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, বিপ্লব দাশ, আবদুল বাছিত, আলমগীর হোসেন, মোজাম্মেল আলী, রেজ্জাদ আহমদ, আলকাছ আলী, আবদুস সহিদ, আবদুর রব, আলা উদ্দিন, আবদুল করিম, আসকর আলী, রহিমা বেগম, ফারজানা বেগম, রাজিয়া শিরিন, ফাতেমা বেগম, রুকেয়া বেগম, সাফিয়া বেগম ও আছমা বেগম খাঁন প্রমুখ।

    সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় সকল শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

  • নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে আসন্ন ইদুল আযহা উপলক্ষে গরীব অসহায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।

    থালতা মাঝগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলীর উপস্থিতিতে ২ হাজার ১’শ ৭৭ জন উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়।

    বৃহস্পতিবার (৭ই জুলাই) সকাল ১০ টার সময় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির সহ ইউনিয়ন পরিষদের  সদস্যবৃন্দ।

  • বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে  রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম উপকারভোগীদের লাইন সোজা করে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে বলেন। এতে কিছু উপকারভোগী ক্ষিপ্ত হয়ে যান।
    এ নিয়ে উপকারভোগী ও মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। পরে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করে কালিদাসখালী চরের উপকারভোগী বাবলু শিকদারের ছেলে রাকিবুল ইসলাম ও নান্নুর হোসেনের ছেলে একরামুল হক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা চাল নিয়ে কালিদাসখালী চরের নুরজামানের মোড়ে পৌছলে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম ও তার লোকজন তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।
    পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে।
    আটকৃতরা হলো-৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সোনাম হোসেন, আবদুস সামাদের ছেলে ইউনুস আলী।
    এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম বলেন, চাল বিতরণের সময় লাইন আকাবাকা দেখে উপকারভোগীদের লাইন সোজা করতে বলা হয়। কিন্তু তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেনে। পরে ইউনিয়ন পরিষদের বাইরে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমার ছেলেসহ তিনজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
    এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, চাল বিতরণের সময় সকালে লাইনে দাড়ানো নিয়ে উপকারভোগী ও পরিষদের মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। এ নিয়ে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।
  • বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    রাজশাহীর বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার(৭ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে এই মিষ্টি খাওয়ানো হয়। আব্দুর রহমান বিএম কলেজ অধ্যক্ষ মো. সামরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে  উপস্থিত সকলের মুখে মিষ্টি তুলে খাওয়ান তিনি।
    উপস্থিত সকলে আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মোজাহার আলী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির ,সিরাজুল ইসলাম মুন্টু, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ।
  • নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।

    নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।

    নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।


    টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী নিজে উপস্থিত থেকে ঈদকে সামনে রেখে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

    মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ন্যায় নাগরপুরেও ১০ কেজি হারে চাল বিতরণ হয়েছে। এতে সদর ইউনিয়নে অন্তত ৫ হাজার উপকারভোগী জনসাধারণ চাল পেয়েছে।

    নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, সারা দেশের ন্যায় নাগরপুর ইউনিয়নে চাল বিতরণ করেছি আমরা।

    আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠ তদারকির মাধ্যমে চাল বিতরণ করেছি। সেই সাথে সকল গরীব অসহায়দের সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • দক্ষিণ সুরমায় প্রজন্মদলের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় ত্রান সামগ্রী বিতরণ।

    দক্ষিণ সুরমায় প্রজন্মদলের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় ত্রান সামগ্রী বিতরণ।

    দক্ষিণ সুরমায় প্রজন্মদলের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় ত্রান সামগ্রী বিতরণ

    বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রজন্ম দলের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের দিকনির্দেশনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার বন্যা কবলিত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার ০৫ জুলাই ২০২২ ইং, বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালবাজারে দুই’শ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    উপজেলা লালাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান চৌধুরী সিফতা এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন রশিদ এর সঞ্চালনায়।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাবিব, জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা সম্পাদীকা ও বরগুনা জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদীকা মোছাঃ তহুরা আক্তার মিলি।
    এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল নেতা মোঃ সাজন আহমেদ, জেলা ছাত্রদল নেতা মোঃ লুৎফুর আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আব্দুর রহমান, লালাবাজার ইউনিয়ন সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ ফাহিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান মোহন, লালাবাজার ইউনিয়ন ছাত্রদল ১ম যুগ্ম সম্পাদক মোঃ মিলাদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।