Tag: বিতরণ

  • সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ১৫০ জন হরিজন সম্প্রদায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে নগদ অর্থ বিতরণ করা হয়।

    বুধবার ( ৪ আগষ্ট ) দুপুরের অফির্সাস ক্লাবে ১৫০জন হরিজন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ,পরাগ সাহা, মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা কর্মহীন অসহায় দুঃস্থ হরিজন সম্প্রদায়ের মাঝে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। টিকা দিতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে কঠোর বিধিনিষেধে কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।

    তাড়াশে কঠোর বিধিনিষেধে কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ‘কোভিড ১৯’র সরকারের ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পরা ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায়, রিক্সা-ভ্যান- চালক, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

    ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর  বাজারে ৮ম দিনের এ খাদ্য বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর  লকডাউন থাকায় মানুষ যখন কর্মহীন হয়ে পরেছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর উপহার হিসেবে এই সকল মানুষদের পাশে রান্না করা খাদ্য বিতরণ করছেন ৬৪ সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    জানা যায় গত ২৭ জুলাই  মঙ্গলবার থেকে তার আসনে  এই খাদ্য বিতরণ করছেন। ৮ম দিনে  ইউনিয়ন পর্যায়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, জাতীয় সংসদ সদস্যর ছোট ভাই মাকরশোন জহির উদ্দিন টেকনিক্যাল কলেজের  অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বাবুল আকতার।

  • সিরাজগঞ্জে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ ফুড প্যাকেজ বিতরন।

    সিরাজগঞ্জে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ ফুড প্যাকেজ বিতরন।

    জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বা‌র্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে দ‌রিদ্র ও কর্মহীন ও তাঁ‌তীগোষ্ঠী ৫’শতাধিক পরিবারের মাঝে কোম্পা‌নি’র ঈঝজ কার্যক্রমের আওতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসনের আয়োজনে জেলার দরিদ্র ও কর্মহীন ৫’শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন কার্যক্রমের সহযোগিতায় ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

    ফুড প্যাকেজের মধ্যে ছিলো চাউল-১০ কেজি, আলু-২ কেজি, সয়াবিন তৈল -১লিটার, প্যাকেট লবণ ২টা -২ কেজি, ২টা সাবান ।

    মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার সময় পৌরশহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন, সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ।

    বিশেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্যে রাখেন,বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব শ‌ফিকুল ইসলা‌ম, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পা‌নি লিমিটেডের প‌রিচালক মোঃ আবু নাসের,ও ব্যবস্থাপক প্রশাসন মোঃ মাসুদুর রহমান।

    অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্য বলেন, করোনা ভাইরাস রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে,মাস্ক পড়তে হবে, টিকা নিতে হবে। ঘনঘন সাবান/ ডিটারজেন পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় আরো অন্যানের মধ্যে উপ‌স্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্,বাংলাদেশ তাঁতী লীগের সহ-সভাপ‌তি এম, জি মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এর আগে সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে সিরাজগঞ্জের ১৩৫ জন তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

  • করোনা সংক্রমণ রোধে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের মাস্ক বিতরণ।

    করোনা সংক্রমণ রোধে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের মাস্ক বিতরণ।

    সারা দেশে করোনা ভাইরাস মহামারি রূপ ধারণ করায় জনগণকে স্বাস্থ্য সচেতন করতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। ২ আগস্ট সোমবার সকালে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অসচেতন মানুষের মধ্যে এ সমস্ত মাস্ক বিতরণ করা হয়।

    মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাস মহামারিতে রূপ নেওয়ায় দেশে সরকার লকডাউন ঘোষণা করেছে। এতে খাদ্য ও চিকিৎসা সংকটে পড়েছে সমাজের কর্মহীন মানুষ।

    তাই জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতন করতে সোমবার সকালে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মহল্লায় মাস্ক বিতরণ করা হয়।

    মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান-শওকাত ওসমান।

    যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান-শওকাত ওসমান।

    ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ এই প্রত্যয় নিয়ে যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।

    শনিবার সকালে সোনতলা ক্লাবে ইউনিয়নের প্রতিটি গ্রামের বিভিন্ন মহল্লার শতাধিক খেলোয়াড়ের মধ্যে এই সমস্ত খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

    চেয়ারম্যান শওকাত জানান, মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশের সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকায় শিক্ষার্থী ও যুব সমাজ ঘর বন্দী হয়ে পড়েছে। ফলে মোবাইল গেমস, মাদক ও অসামাজিক কর্মকান্ডের দিকে ঝুঁকে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। একমাত্র খেলাধূলাই পারে তাদেরকে এ পথ থেকে উত্তরণ করতে।

    যুব সমাজই আমাদের আগামী দিনের সম্পদ। তাই যুব সমাজের অবক্ষয়রোধে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ইউনিয়নের প্রতিটি গ্রামের বিভিন্ন মহল্লায় প্রায় শতাধিক খেলোয়াড়ের মধ্যে জার্সি, বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। তারা অবসর সময়ে স্বাস্থ্য বিধি মেনে খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলতে পারে।

    এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ মশিউর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য সেখ জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

  • সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দরিদ্রদের খাবার বিতরণ।

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দরিদ্রদের খাবার বিতরণ।

    বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে রানী গ্রাম বাজার এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৫’শ প্যাকেটকৃত খাবার বিতরণ করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম ( সজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার পেকেট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান (ভারপ্রাপ্ত) সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।

    সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জেহাদ আল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইমেলদা হোসেন দীপা,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন,মোঃ নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন,যুগ্ন- সাধারন সম্পাদক বিজয় কুমার দত্ত(অলক)জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ জাকিরুল ইসলাম (লিমন)সদর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন তালুকদার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগে সদস্য শেখ সাইফুল্লাহ ( সাদী) পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল হাসান,সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম (রাজু) সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর পর সন্ধায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠান আয়োজন করে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক
    লীগ।

  • তাড়াশে লকডাউনে কর্মহীন ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য বিতরণ।

    তাড়াশে লকডাউনে কর্মহীন ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে কোভিড ১৯’র কারনে  লকডাউনে কর্মহীন হয়ে পরা ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায়, রিকসা-ভ্যান- চালক, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই বুধবার দুপুরে তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজ গেটে ২য় দিনের এ খাদ্য বিতরণ করা হয়।

    মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর  লক ডাউন ঘোষনা দেওয়ায় মানুষ যখন কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর উপহার হিসেবে এই সকল মানুষদের পাশে দাড়িয়েছেন ৬৪ সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    জানা গেছে  গত ২৭ জুলাই  মঙ্গলবার দুপুরে ও ২শ জনকে এ খাদ্য দেওয়া হয়েছে। ২য় দিনে  রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ামলিীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, তাড়াশ পৌর সভা আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইবুর রহমান রাজন,সেক্রেটারী সিরাজুর ইসলাম ও উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী বৃন্দ।

    এমপি প্রতিনিধি ও বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার বলেন, যতদিন লক ডাউন থাকবে ততদিন  এই  আসনের ৬০০ জন মানুষকে একবেলা রান্না করা খাবার সরবরাহ করা হবে। চাহিদা বেশী হলে আরো বেশী খাবারের ব্যবস্থা করা হবে।

  • সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ইজিবাইক শ্রমিকদের নগদ অর্থ বিতরণ।

    সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ইজিবাইক শ্রমিকদের নগদ অর্থ বিতরণ।

    সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ২’শতাধিক ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে সোমবার (২৬জুলাই)সকালে অফির্সাস ক্লাব ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ তুলে দেন, অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

    এ সময়ে উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,মোঃ রেদওয়ান আহমেদ রাফি,মোঃ আফিফান নজমু, পরাগ সাহা,মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।

    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে,মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে টিকা নিতে হবে।এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম সাময়িক স্থগিত।।

    মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম সাময়িক স্থগিত।।

    সারাদেশে ঈদ পরবর্তী সময়ে কঠোর বিধিনিষেধ আরোপের কারনে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ও ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ বিতরণের কার্যক্রম সাময়িক স্থগিত আদেশ দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষ।

    রোববার ২৫ জুলাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছেন। এ অফিস আদেশে বলা হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ গত ১৩ জুলাই জরি করা বিধিনিষেধ সংক্রান্ত এক পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ও ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক স্থগিত করা হলো।

    এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার,উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষ অফিসার সহ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সিরাজগঞ্জে”সুখ পাখি”সংগঠনের উদ্যোগে মাংস, তেল ও মসলা বিতরন।

    সিরাজগঞ্জে”সুখ পাখি”সংগঠনের উদ্যোগে মাংস, তেল ও মসলা বিতরন।

    মহামারী করোনা’র দ্বিতীয় ধাপ মোকাবেলা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের “সুখ পাখি সংগঠনের উদ্যোগে গরীব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন ১২০টি পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস,রান্নার জন্য তেল ও মসলা বিতরন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ-স্বাস্থ্য বিধি মেনে-এ সকল সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন,“সুখ পাখিচ্-সংগঠনের পরিচালক সদস্য ও রেড প্রধান সমন্বয়ক রাসেল রহমান, সদস্য – আব্দুল মোমিন, মামুন, সোহেল,আরমান, জয়,তমাল,আশরাফুল, সবুজ, রায়হান,ডিওন, সজীব, উৎস, সাগর, রাব্বী,হাসান আদনান, সুজন প্রমুখ।

    “সুখ পাখি” প্রতিষ্ঠাতা শেখ রজব আলী, সহকারি প্রতিষ্ঠাতা আশরাফুল আলম, পরিচালক সদস্য-ডাঃ গোলাম কিবরিয়া, রাসেল রহমান, মিলন সেখ, মাসুদুল কবীর, ইঞ্জিনিয়ার আবু তালহা, হাসান ইমাম, হারুন-অর- রশীদ, সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্যরা কর্মকর্তারা নিষ্ঠার সহিত সার্বিকভাবে সহযোগিতা ও দায়িত্ব পালন করে আসছেন ।