Tag: বিতরণ
-
রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।সোমবার(২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে লিফলেট বিতরণ শেষে রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও সহ-সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।আশিকুর রহমান আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক ছাত্রদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, শাহাজালাল গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন, ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মঈনুল ইসলাম মঈন, খাঁন জিল্লুর রহমান, শেখ হাফিজ, আরিফ হাসান গজনবী, শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু তালেব, মেহেদী হাসান সাব্বির, মোঃ মিলন, শামীম প্রিন্স, মারুফ, মহিদুল ইসলাম, মোঃ ইকরামুল সরদার, বাদল, আশিকুজ্জামান, জুবায়ের, আব্দুল কুদ্দুস প্রমুখ। -
উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ মঙ্গলবার আসন্ন রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।
-
রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান ও শেখ শফিকুল ইসলাম(সোহাগ) রামপাল সদর ইউনিয়নের নিউমার্কেট জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ বিতরণ করেছেন।
শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৫.০০ টায় সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগ শ্রীফলতলা নিউমার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল ওহাবের হাতে দানের এ ২০ হাজার টাকার চেক তুলে দেন।এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার, ত্রাণ এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হ্জ্ব, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। তাই আমি ও আমার ভাই প্রতি বছর রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকি। বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকা ও বাইরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করে থাকি। আমরা সকলের দোয়া চাই, আমরা যেন ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন। -
রামপাল রক্তদান ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রামপাল রক্তদান ক্লাব’র পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে সুবিধাভোগীর বাড়িতে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এসময় তারা শতাধিক মানুষের বাড়িতে এ সামগ্রী পৌঁছে দেন।সংগঠনের এক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমাদের এ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের প্রতিটি উপহারের প্যাকেটে থাকছে চাউল, চিনি, সেমাই, তেল ও ডাল।সংগঠনের আরেক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে খাদ্য সামগ্রী, শীত মৌসুমে শীত বস্ত্র, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদানসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ। -
উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়ার ও সলঙ্গার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম(শফি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন(সুমী),উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক প্রমুখ।
এ সময় কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন জানান, এ বছর উফশি আউশ জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় উপজেলার ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার ৫ কেজি করে উফসি আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে।
-
রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে গরীব, দুঃস্থ ও অসহায় দুইশত ২৫ জনের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাশিপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চৌরাচালান এসব বন্ধে গ্রামবাসীকে বিজিবি’র সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ওই এলাকার অসহায় মানুষ। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিরা। -
গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে দারুল ক্বিরাআতের পুরস্কার বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান উপলক্ষে মুসলিম শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে “আল খলিল কুরআন শিক্ষা বোর্ড” কর্তৃক অনুমোদিত দারুল ক্বিরাআতের একটি শাখা শ্রীমঙ্গলের গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে বিশুদ্ধ কুরআন শিক্ষা আয়োজন করা হয়েছে।রবিবার ০৭ এপ্রিল ২০২৪ ইং, যোহরের নামাজের পর গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের কমিটির উদ্যোগে দারুল ক্বিরাআতের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।এ সময় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও উক্ত মসজিদের অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মোঃ আরিফুর ইসলাম রহমত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মোঃ রোকন উদ্দিন, আয়ারল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ জুয়েল ভূইয়া, উক্ত মসজিদের সভাপতি মোঃ খলিল মিয়া, দুবাই প্রবাসী (সংযুক্ত আরব আমিরাত) বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলাল ভূইয়া, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মাওলানা মুফতি হাফিজ মোঃ আজিজুর রহমান শরিফ, হাফিজ মোঃ রিয়াজ উদ্দিন, হাফিজ মোঃ আদনান আহমদ, হাফিজ মোঃ মাহবুবুর রহমান শাফে, মোঃ আব্দুর নুর, মোঃ হানিফ মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু তাহের-সহ মসজিদ কমিটির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রমুখ।অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী। -
নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃশ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার ০৬ এপ্রিল ২০২৪ ইং, (২৬ রমজান) দুপুর ২টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে ও নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য মোঃ ফখরুল আহমেদ, মোঃ জাফর আহমেদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, ক্বারী মাওলানা মোঃ নোমান আহমেদ। অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী।উক্ত অনুষ্ঠানে নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক শতাধিক গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। -
ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে ভিজিএফ’র চাউল বিতরণ।
রাজবাড়ী প্রতিনিধিঃপবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া অসহায় দিনমজুর হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়।উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ট্যাগ অফিসার লক্ষন কুমার রায়, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম সরদারসহ উজানচর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার চার ইউনিয়ন পরিষদে ৭ হাজার ৭৩৫ জন দুস্থ হতদরিদ্র নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।