সিরাজগঞ্জের কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন কৃষকদের মধ্যে বিনা সুধে ঋন বিতরন করেছে।
২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলার তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১২ জন কৃষকদের মাঝে নগদ ৬০ হাজার টাকা কৃষিঋণ বিতরন করা হয়।
নদী সিকস্তি এসব ভূমিহীন কৃষকদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে কোন প্রকার মুনাফা বা সুধ ছাড়াই চাহিদামত ঋন দেওয়া হয়।
উল্লেখ্য,প্রথম পর্যায়ে একই এলাকার ২২জন হতদরিদ্র কৃষক-কৃষানীর মধ্যে এক লক্ষ পনের হাজার টাকা ঋন বিতরন করা হয়।
গ্রামীন হতদরিদ্র, অসহায়,নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে সুধা স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋন বিতরনের পাশাপাশি ছাগল বিতরন,সেলাই মেশিন বিতরন সহ নানাবিধ জনকল্যাণমুখী সেচ্ছােসেবী কাজ করে আসছে।
সুধা স্বনির্ভর প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদারের ব্যক্তিগত অর্থায়ন ও দিকনির্দেশনায় জনকল্যাণ মুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছেন শাহাদাত তালুকদার সহ একদল সেচ্ছােসেবী।