Tag: বিতরণ

  • বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নিসচার উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ।

    বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নিসচার উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ।

    বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নিসচার উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ।


    বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শিক্ষক শুভাশিস দে শুভ্র, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক ব্যবসায়ী মোহাম্মদ হানিফ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন সুমন ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সদস্য তোফাজ্জল হোসেন শান্ত, শুভাকাঙ্ক্ষী বাহার উদ্দিন।এসময় ১০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

    পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।

  • শ্রীমঙ্গলে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    শ্রীমঙ্গলে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    শ্রীমঙ্গলে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ মার্চ ২০২২ইং, রবিবার বিকেলে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, লেখক ও কলামিস্ট সাংবাদিক মোঃ ইসমাইল মাহমুদ।
    এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোশাহিদ চৌধুরী এবং এভান্টস আইটি’র স্বত্বাধিকারী শাহ মোস্তাফিজুর রহমান (রাসেল)। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কামারুন মনিরা, লিপি ভট্টাচার্যসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
    উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় ১ম তানহা আক্তার মীম, ২য় মোছাঃ শারমিন আক্তার, ৩য় সাইদ আরাফাত, কবিতা আবৃত্তিতে ১ম তানহা আক্তার, ২য় সাইদ আরাফাত ও ৩য় সুমাইয়ার হাতে পুরস্কার তুলে দেন।
  • সিরাজগঞ্জে কালিয়াহরিপুর ইউপিতে কার্ডধারীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    সিরাজগঞ্জে কালিয়াহরিপুর ইউপিতে কার্ডধারীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    সিরাজগঞ্জে কালিয়াহরিপুর ইউপিতে কার্ডধারীদের মাঝে ভাতা বহি বিতরণ।


    সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১৩৫২ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয় ।

    শনিবার (১২ মার্চ) সকালে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে -সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সদর সমাজসেবা বাস্তবায়নে ও কালিয়া হরিপুর পরিষদের আয়োজনে, সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য জননন্দিত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র অত্যান্ত স্নেহভাজন , সিরাজগঞ্জের আধুনিক রূপকার জন সাধারণ আস্থাশীল জননেতা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    দুঃস্থ ও অসহায় সুবিধা ভোগীদের মাঝে ২০২২ইং সনের ভাতা বহিপ্রদান কালে, প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন। কালিয়া হরিপুর ইউনিয়নের বরাদ্দ যাতে বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। ইতিমধ্যে এ ইউনিয়নে রাস্তা-ঘাট, কালভার্ট নির্মাণ করা হয়েছে, মুজিব কেল্লা তৈরি করা হয়েছে, বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

    এ সময় ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, রেজাউল করিম, সাইফুল ইসলাম, ফারুক আহাম্মেদ,আবু বক্কর রকিবুল,মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ নুরুল নুরু সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য, কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

  • মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের পক্ষথেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পুন্ন।

    মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের পক্ষথেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পুন্ন।

    মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের পক্ষথেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পুন্ন।


    সিলেটের কানাইঘাট বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টার প্রাইজ এর পক্ষ থেকে প্রতি বছরের মত এবার ও কানাইঘাটে গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও মিলন ক্লান্তি দাস এর পরিচালনায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে গত শুক্রবার দুপুর ২টার সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    এসময় সেরা গ্রাহকদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ,এল ইডি টিভি সহ অর্ধশতাধিক আকর্ষণীয় পণ্য সামগ্রী পুরষ্কার বিতরণ করা হয়েছে হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ৬ নং সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সুলতান করিম,কানাইঘাট পাবলিক হাই স্কুল এর স্বনামধন্য প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া।

    উক্ত অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে বয়স্ক বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতাবহি বিতরণ।

    সিরাজগঞ্জে বয়স্ক বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতাবহি বিতরণ।

    সিরাজগঞ্জে বয়স্ক বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতাবহি বিতরণ।


    সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয় ।

    সোমবার (৭ মার্চ)সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সদর সমাজসেবা বাস্তবায়নে ও কাওয়াকোলা পরিষদের আয়োজনে, সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য জননন্দিত জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র অত্যান্ত স্নেহভাজন সিরাজগঞ্জের আধুনিক রূপকার জন সাধারণ আস্থাশীল জননেতা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    দুঃস্থ ও অসহায় সুবিধা ভোগীদের মাঝে ২০২২ইং সনের ভাতা বহিপ্রদান কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    সিরাজগঞ্জকে তিনি নদী ভাঙ্গন রোধে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের পথে। দারিদ্র্য বিমোচনে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    কোওয়াকোলা সিরাজগঞ্জ সদরের মধ্যে নদী ভাঙ্গন কবলিত বিধ্বস্ত ও দূর্গম চরাঞ্চল ইউনিয়ন সেক্ষেত্রে এ ইউনিয়নের বরাদ্দ যাতে বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

    ইতিমধ্যে এ ইউনিয়নে রাস্তা-ঘাট,কালভার্ট নির্মাণ করা হয়েছে,মুজিব কেল্লা তৈরি করা হয়েছে,বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও সঞ্চনালয় ও স্বাগত বক্তব্য রাখেন,কোওয়াকোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন,সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত আলী মুন্সী, সাবেক কাওয়াকোলার ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূঁইয়া,মৎস্যজীবী সমিতির সভাপতি সুরুতজামান,৭নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম ৮নংওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।

    অসহায় সুবিধা ভোগীদের মধ্যে প্রতিবন্ধি ৩৯ জন, বয়স্ক ১৩৮জন,বিধবা ১৯৭ জনদেরকে ভাতা প্রদানের কথা জানা যায়।

    ভাতা বহি বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

    এ সময় অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও সুবিধা ভোগীরাসহ সদর সমাজসেবা কর্মকর্তা ও কাওয়াকোলার সচিব সাইদুল ইসলাম সহ ১,২,৩এর মেম্বার সাজেদা খাতুন,৪,৫,৬মেম্বর কোহিনুর খাতুন, ১নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম,২নং মেম্বর মোঃ শাহজামাল,৩নং ওয়ার্ড মেম্বার আফছার আলী,৪নং ওয়ার্ড মোস্তফা কামাল,৫নং ওয়ার্ড আব্দুল মান্নান,৬নং ওয়ার্ড মেম্বার মোঃ জনাব আলী,৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক সহ ইউপির কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • দেওয়ানগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল দিলেন উন্নয়ন সংঘ। 

    দেওয়ানগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল দিলেন উন্নয়ন সংঘ। 

    দেওয়ানগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল দিলেন উন্নয়ন সংঘ। 

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকারচর হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে দুটি করে ছাগী বিতরণ করা হয়। রবিবার ৬ মার্চ লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ছাগল গুলো বিতরণ করা হয়।  ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পার্টনারশীপে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের হতদরিদ্র গ্রুপের সদস্যদের উপস্থিতিতে ছাগল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, উন্নয়ন সংঘ এর মনিটরিং অফিসার আঃ হালিম, প্রজেক্ট অফিসার মোঃ আল মজনু, দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান এর প্রতিনিধি এলএসপি মোঃ হারুন অর রশিদ, সিডিএফ শরিফুল ইসলাম সিডিএফ দুলাল সহ সিএনপি গণ। চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন- এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ কে আন্তরিক ধন্যবাদ জানান।
    উন্নয়ন সংঘ মনিটরিং অফিসার আঃ হালিম বলেন আজকে ২৯টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ২টি করে ছাগী বিতরণ করা হয়। তিনি আরও বলেন গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, কিশোরী আছে, এমন ক্যাটাগরির হত-দরিদ্র গ্রুপের সদস্যদের এ সুবিধা দেওয়া হচ্ছে। প্রতি হতদরিদ্র পরিবারের জন্য ৮হাজার ২শত টাকা মূল্যের ২টি ছাগী দেওয়ার বাজেট ধার্য করা হয়েছে।
  • কাজিপুরে ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন।

    কাজিপুরে ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন।

    কাজিপুরে ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন।


    ‘‘মানুষ মানুষের জন্যচ্ এই ব্রুত নিয়ে কাজিপুরে ৯৫ ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে চলেছেন। প্রায় সভাই সরকারি চাকুরীজীবি,প্রচার বিমূখ এই সংস্থার কয়েকজন যুবক মিলে গত ১৭ সাল থেকে কাজিপুরে মানবতার সেবায় নিজেদের নিয়োজীত রেখেছেন। ইতিমধ্যে বছরের দুই ঈদ, বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়ে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

    জিক্ষাসাবাদে ফাউন্ডেশনের সিনিয়র সভাপতি আব্দুল্লাআল নোমান জাকির এলাকার বিত্তবান লোকজনদের তাদের ক্ষুদ্র প্রয়াসের মত দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়ালে যমুনার ভাঙ্গন কবলিত অসহায় মানুষের দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব হত বলে উল্লেখ করেন। ৯৫ ফউন্ডেশনের কর্মসূচির অংশ হিসাবে ৪ মার্চ শক্রবার উপজেলার তারাকান্দি হাইস্কুল মাঠে এলাকার ১৭ টি দরিদ্র পারিবারকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ টি করেসেলাই মেশিন প্রদান করা হয়েছে।

    এ উপলক্ষ্যে বিদ্যালয়ে আব্দুল্লা আলনোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও বিশেষ অতিথি হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বক্তব্য রাখেন।

    অন্যদের মধ্যে ফাউন্ডেশনের সভাপতি আবু রায়হান,সাধারন সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ৯৫ ফান্ডেশনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    হবিগঞ্জের মাধবপুর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (০২মার্চ) দুপুর ০২ ঘটিকার সময় উপজেলা হলরুমে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা সমাসেবা কার্যালয় হতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান (আতিক)।
     সহজীকরণ ও গতিশীলতা আনয়নের লক্ষে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন আলাউদ্দিন, মাসুদ খান, মাহবুর রহমান, মীর খুশিদ, মিজানুর রহমানসহ অন‍্যনরা উপস্থিত ছিলেন।
    এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর হবিগঞ্জ ডিসট্রিক্ট ম্যানেজার এমদাদ হোসেন প্রদানীয়া,ইউডিসি,মাইক্রোমার্চেন্ট,ইউনিয়ন সমাজকর্মি ও ব্যাংক এশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
  • সানন্দবাড়ী ডিগ্রী কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করণ অনুষ্ঠান।

    সানন্দবাড়ী ডিগ্রী কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করণ অনুষ্ঠান।

    সানন্দবাড়ী ডিগ্রী কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করণ অনুষ্ঠান।


    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ০২ মার্চ বুধবার সকাল ১১ঘটিকায় সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক, লেখক ,গবেষক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ বারী আকন্দ।
    বক্তব্য রাখেন ২নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীরীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে (অবঃ) সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান সহ নেতৃবৃন্দ ও ব্যক্তি বর্গ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে যারা নবীন আগামী দিনে তোমরা ভালো একটা পজিশনে যাবে। মন দিয়ে লেখা পড়া করবে আর বেশি বেশি পত্রিকা পরে দৈনন্দিন দেশের খবর রাখবে।
    বক্তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের উন্নয়নের কথা তুলে ধরেন। ছাত্র/ছাত্রীদের জন্য সার্বিক উন্নতি কামনা করেন। অত্র কলেজের ২০২২সালের এইচ এস সি কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার বিতরণ করেন।
  • তানোরে জাতীয় বীমা দিবসে আলোচনা ও গবাদিপশুর খাদ্য বিতরণ।

    তানোরে জাতীয় বীমা দিবসে আলোচনা ও গবাদিপশুর খাদ্য বিতরণ।

    তানোরে জাতীয় বীমা দিবসে আলোচনা ও গবাদিপশুর খাদ্য বিতরণ।


    “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী এবং গরুর খামারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ছোট হলরুমে জাতীয় বীমা দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও গরুর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্নকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।