Tag: বিতরণ

  • তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।

    তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।

    তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।


    সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত  এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়েছে। দেশের সকল শিশুদের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান আনন্দে ঈদ করতে পারে এবং ঈদে দিন যেন তারাও ভাল খাবার খেতে পারে ও ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে সেই দিক বিবেচনা করেই ভিলেজ ভিশনের উদ্যোগে তাড়াশ  সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে সুবিধাবঞ্চিত  এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ  পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    দেশী/প্রবাসী,ফেসবুক বন্ধু,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলার সুবিধাবঞ্চিত  ৫০জন এতিম ও পথ শিশুদের  মাঝে  (ছেলে) ঈদ পোষাক,স্যান্ডেল,টুপি,আতর ও (মেয়ে) ঈদ পোষাক,নেইলপালিশ,মেহেদী,লিপস্টিক,চুলের ফিতাসহ প্রত্যেককে সেমাই,চিনি,দুধ,মসল্লা,সাবান,শ্যাম্পু, পেষ্ট,বেলুন,চকলেট ও ১টি কওে জলপাই/পিয়ারা গাছের চারা বিতরণ করে।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলীসহ ভিলেজ ভিশনের ভলান্টিয়ারগন।

    এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার।

  • নাগরপুরে বাংলাদেশ স্কাউটস দিবসে মাস্ক বিতরণ ও আলোচনা সভা।

    নাগরপুরে বাংলাদেশ স্কাউটস দিবসে মাস্ক বিতরণ ও আলোচনা সভা।

    নাগরপুরে বাংলাদেশ স্কাউটস দিবসে মাস্ক বিতরণ ও আলোচনা সভা।


    টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(৮ এপ্রিল), বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলা শাখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।

    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং স্কাউটার মোঃ ওয়াহিদুর রহমান খান ও ফজলুর রহমানের যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ( ভূমি)মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ জাহাঙ্গীর আলম, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল সহ অন্যান্যরা।

    আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী স্কাউটসদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ডিমলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন।

    ডিমলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন।

    ডিমলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন।

    নীলফামারীর ডিমলায় ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরন করা শুরু হয়েছে। গতকাল ৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এই কার্যক্রমের সুচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা ।

    চলতি মৌসুমে ডিমলা উপজেলার দশটি ইউনিয়নে মোট ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ ধানের বীজ-সার বিতরন করা হয়। কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর আউশ ধান আবাদের লক্ষ্যে এ উপজেলার কৃষককে বিঘা প্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হচ্ছে ।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী জানান, পরবর্তী সময়ে বীজ ও সার মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবেন।
  • হাসান ফাউন্ডেশন ইউ‘কের খাদ্যসামগ্রী বিতরণ।

    হাসান ফাউন্ডেশন ইউ‘কের খাদ্যসামগ্রী বিতরণ।

    হাসান ফাউন্ডেশন ইউ‘কের খাদ্যসামগ্রী বিতরণ।


    সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগরে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ হাসান ফাউন্ডেশন ইউ‘কে। প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুই উপজেলার দুঃস্থ পরিবার গুলোকে প্রদান করা হয়েছে রমজান ফ্যামেলি ফুড প্যাক (নিত্য প্রয়োজনীয় দব্য সামগ্রী)।

    খাদ্য সামগ্রী ছিল,চাল,ডাল,চানা,খেজুর,লবন,আলু,পেঁয়াজ, তেল, রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বাশিরুল হাসান বশির এর সার্বিক তত্বাবধানে প্রবাসী পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলার নাশিওয়র পুর গ্রামে অসহায় ও কর্মহীন মানুষেদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:গয়াছ মিয়া। সমাজসেবী রফাত উল্লা তালুকদারের সভাপতিত্বে ও আঙ্গুর আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,নাশিওয়র পুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফিজ নেছার আহমেদ,যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী, বিশিষ্ট সমাজসেবী হাজী আপ্তাব আলী,পূর্ব পৈলনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান আসাদ।

    এ সময় বক্তব্য রাখেন,হাসান ফাউন্ডেশন ইউকের বাংলাদেশের পরিচালক মো: ইয়াওর আলী,সমাজসেবী ফয়ছল আহমদ,শেখ আলমঙ্গীর আলম,মোহন মিয়া,আব্দুুল মালিক,প্রবাসী লিঠন মিয়া,গৌছ মিয়া,স্থানীয় বাসিন্দা শেখ রুহেল আলম,আব্দুল বারিক, তফুর আলী,হিরণ মিয়া,শেখ কওছর আহমদ।

    নাশিয়ারপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা রুহুল আমিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে উপস্থিত ছিলেন,নাশিওয়র পুর দিঘিরপার জামে মসজিদের মোয়াজ্জিন হাজী দুদু মিয়া,হাসান ফাউন্ডেশনের প্রতিনিধি লিঠন মিয়া, জামাল উদ্দিন টেনাই,সাহেদ আলী,মাহমদ আলী,নেছাওর আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

    সভায় বক্তরা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে হাসান ফাউন্ডেশন ইউকে সব সময় এলাকার অবহেলিত মানুষের কল্যানে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দুই উপজেলার প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এমন মহত উদ্যোগ অব্যাহত রাখার আহব্বানের পাশাপাশি অসহায়দের কল্যাণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহব্বান জানান তারা।

  • মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

    মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

    মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

    মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর (শেরপুর) মোহাম্মদী ট্রাস্ট এর উদ্যোগে প্রায় ৭ শতাধিক দুস্থ অসহায় গরিবদের মধ্যে চাল ডাল, সোয়াবিন ,পিয়াজ,ছোলা ইত্যাদি রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

    বৃহস্পতিবার (৩১শে মার্চ)  দুপুরে আইনপুর গ্রামে হাজী আব্দুল হান্নান সাহেবের বাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাজসেবক হাজী ছাবু মিয়ার সভাপতিত্বে ও  ট্রাষ্টি আয়মন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।
    বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক এনটিভি জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, এএসআই ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোঃ রব্বানী ,আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির,সাংবাদিক মোফাদ আহমেদ,হেলাল মিয়া ।
  • সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

    সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

    সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


    সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ।

    বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মোজাককার হোসেন চৌধুরী।

    শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ আহবায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান এইচ, এম ইদ্রিস আলী।
    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ৬৩ সিরাজগঞ্জ -২ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার এ সরকার শিক্ষা প্রসারে ও উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং উপবৃত্তি দ্বিগুণ করার জন্য ও আরো সুযোগ -সুবিধা বাড়াতে এ সরকার কাজ করে যাচ্ছেন । মেয়েরা সু- শিক্ষিত হলে দেশও জাতি আরো এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মোঃ নূরুল হক, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, প্রমূখ।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, মোছাঃ রেহানা পারভীন, প্রভাষক শেখ মোর্তুজা আল কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, রাষ্ট্র বিগান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শামীম আরা, উম্মে মাকসুদা গণিত বিভাগের সহযোগী সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী সালাউদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বেগ সোহেল মাহমুদ, পর্দার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন সেখ সহ প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারি ও কলেজের সকল শিক্ষার্থীরা।

    উক্ত বার্ষিক ক্রীড়া ২৩ ইভেন্টে খেলাধূলা ও সাহিত্য -সংস্কৃতির ২০ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • যুক্তরাজ্য ছাতক এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে হত দরিদ্রদের মধ্যে রিক্সা বিতরণ।

    যুক্তরাজ্য ছাতক এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে হত দরিদ্রদের মধ্যে রিক্সা বিতরণ।

    যুক্তরাজ্য ছাতক এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে হত দরিদ্রদের মধ্যে রিক্সা বিতরণ।


    যুক্তরাজ্য ছাতক এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে অসহায় হত দরিদ্রদের মধ্যে রিক্সা বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

    ২৮ মার্চ সোমবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক এডুকেশন ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা বিএনপি নেতা রাসেল আহমদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভি.পি ও ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা,সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ লিটন আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সফিকুর রহমান, ছাতক এডুকেশন ট্রাষ্টের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান,ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান,সাবেক মেম্বার শামিম আলম নোমান, ছাতক উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফয়েজ আহমদ, কামাল আহমদ,সাবেক মেম্বার মুহিবুর রহমান,আওয়ামী লীগ নেতা রইছ আলী,রাকিব আলী,অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশিকুর রহমান ইমন।

    এ সময় এলাকার গন্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে পাঁচটি রিক্সা যুক্তরাজ্য ছাতক এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে বিতরণ করা হয়েছে।

  • কাজিপুরে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ।

    কাজিপুরে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ।

    কাজিপুরে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ।


    কাজিপুরে দি নিউ ড্রীমস এসোসিয়েশনের উদ্যেগে ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ২৭শে মার্চ (রবিবার) দুপুর ১২ টায় উপজেলার চালিতাডাঙা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২০ জন নিম্ন বিত্ত পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

    দি নিউ ড্রীমস এসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সরকারের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দীন মাষ্টার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,চালিতাডাঙা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, চালিতাডাঙা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমুখ।

  • রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।


    ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটি পরিবার এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা,মহিলা অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১ হাজার ৭’শ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।

    রায়গঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ২৪ মার্চ সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে-গরীব,দুখী,অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্যে,সহযোগিতা ও সেবা দিয়ে যাচ্ছেন। যাতে গরীব,দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো যায় সে লক্ষ্যে এ সরকার কাজ করছেন। এ সরকার প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    তিনি আরো বলেন,ঘুড়কা ইউনিয়নের জন্য বরাদ্দ যাতে আরো বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এবং স্বাগত বক্তব্য রাখেন,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সরকার ।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন শেখ,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান লাভু,ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (বিএ)প্রমুখ।

    এ সময় ঘুড়কা ইউপি সচিব মোঃ মিজানুর রহমান , সকল ইউপি সদস্য/সদস্যরাসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

  • রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।


    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটি পরিবার – এ শ্লোগান ধারণ করে -সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা, মহিলা অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১৩২৬ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।

    মঙ্গলবার (২২ মার্চ) সকালে পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া জিয়ার মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ মাঠ প্রাঙ্গনে – রায়গঞ্জ উপজেলা পরিষদ ও সদর সমাজসেবা বাস্তবায়নে ও ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ২০২২ ইং সনের সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।

    তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে- গরীব,দুখী, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্যে, সহযোগিতা ও সেবা দিয়ে যাচ্ছেন । যাতে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো যায় সে লক্ষ্যে এ সরকার কাজ করছেন। এ সরকার প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    তিনি আরো বলেন, পাঙ্গাসী ইউনিয়নের জন্য বরাদ্দ যাতে আরো বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবং স্বাগত বক্তব্য রাখেন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম নান্নু।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল হাদী আলমাজী জিন্নাহ, উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হোসেন শেখ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মাহে আলম, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ শেখ জাহিদউর রহিম জাহিদ, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।

    এ সময় পাঙ্গাসী ইউপি সচিব মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য শামসুল আলম খোকন, মোঃ বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, শিপন সরকার, আব্দুল আজিজ, মোছাঃ ফুলমতি, রুপা খাতুন, সীমা খাতুন সহ এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।