Tag: বিচার

  • নিষিদ্ধ ছাত্রলীগ ও গণহত্যাকারী আ.লীগের বিচার দাবিতে রামপালে বিক্ষোভ।

    নিষিদ্ধ ছাত্রলীগ ও গণহত্যাকারী আ.লীগের বিচার দাবিতে রামপালে বিক্ষোভ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দাবিতে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে ছাত্র-জনতা।
    এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগানে কম্পিত হয় গোটা রামপাল সদর।
    মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।
    বিক্ষোভ শেষে রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাংচুর করে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাংচুর করে।
    উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে সারা দেশে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর জের ধরেই রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
  • পিলখানা হত্যাকান্ডের বিচার ও বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবি।

    পিলখানা হত্যাকান্ডের বিচার ও বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবি।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরীতে পুনর্বহাল এবং পরিবারকে পূনর্বাসনসহ তিন দফা দাবীতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
    রোববার (১২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
    এসময় সাবেক বিডিআর সদস্য শমসের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মামুন অর রশীদ, বিডিআর কল্যাণ পরিষদের সদস্য প্রমিলা রাণী সহ অনেকে।
    মানববন্ধনে তারা, ১৬ বছর ধরে জেলে বন্দী নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
  • নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন।

    নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের  নিপীড়নের ঘটনার যথাযথ বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রামপাল সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, ছাত্রদলের সহসম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, অপু রায়হান।
    এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার, ইমরুল পারভেজ, পিয়াস প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিগত সরকারের আমলের সকল অনিয়মের বিচার চাই।
  • সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম  জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশে করেছ।

    শুক্রবার (২৩ জুন) দুপুরে  শ্রীমঙ্গলের দীঘিপাড় উপজেলা প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ’টি অনুষ্ঠিত।
    শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমদ এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এই
    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ।
  • গোদাগাড়ীতে স্বামীর কাছে সন্তানের ভরণপোষণ দাবি-বিচার না পেয়ে মামলা ।

    গোদাগাড়ীতে স্বামীর কাছে সন্তানের ভরণপোষণ দাবি-বিচার না পেয়ে মামলা ।

    রাজশাহীর গোদাগাড়ীতে ৩ লাখ ৯৫ হাজার টাকা ভরণপোষণের দাবিতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী । মামলা দায়ের করা নারীর নাম মুসলিমা বেগম(৩৮) মুসলিমা বলেন ১৫ বছর হলো আমার স্বামীর সাথে কোন সম্পর্ক নেই, কেন জানি না শুনেছি তালাক দিয়েছে,আমি জানি না, কোন তালাকের কাগজ আসেনি আমার কাছে । বিয়ের ৭বছর পর নিজের এক সন্তানের ভরণপোষণের দাবি করে রাজশাহীর আদালতে মামলা করেছেন তিনি ৷

    ওই নারীর দাবি, ৭বছর আগে এক সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী তার পর থেকে স্বামীর কোন খোঁজ নেই, রাজশাহীর গোদাগাড়ী থানার রামনগর, বোরাপুকুর,শিমুলতলা গ্রামে তার বাড়ি। তার এক সন্তান মেয়ে বেদেনাকে (১৭) নিয়েই চলছে তার জীবন যুদ্ধ । ২০০১ সালে বিয়ে হওয়ার পর থেকে ভালোই চলছিল সুখের সংসার মুসলিমা দম্পতির, বিয়ের দুই বছর পর, তাদের জীবনে আসে একটি কন্যা সন্তান, তখনই শুরু হয় অশান্তি, কারণ মেয়ে সন্তানটি হয় প্রতিবন্ধী,

    তার পরে ছেড়ে চলে যান মুসলিমকে তার স্বামী আব্দুল মজিদ। আব্দুল মজিদ (৪৫) পিতা আব্দুল রাজ্জাক বাড়ি রাজশাহীর গোদাগাড়ী সাদ্দিপুর গ্রামে। প্রায় ৭বছর আগে মুসলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই থেকে তাদের কোনো ভরণপোষণ দেওয়া হয়নি । তবে তিনি ভরণপোষণ দেবেন না বলে জানালে মুসলিমা মামলা করেন। কারণ, ভরণপোষণ দেওয়ার মতো যথেষ্ট আর্থিক সক্ষমতা আছে আব্দুল মজিদের । মুসলিম বলেন আদালতে জজ আমার পক্ষে রায়ে ৩ লখ ৯৫ হাজার টাকা দিতে বলেন, প্রথম দফায় মাত্র ৫০ হাজার টাকা *দিয়েছে, আর বাকি ৩ লক্ষ ৪৫ হাজার টাকা দিচ্ছে না। হাজিরার তারিখ আসলে আমি কোর্টে আসলে ভয়-ভীতি দেখায় যেন আমি কোটে যেতে না পারি । তবে আব্দুল মজিদের এলাকার বাসিন্দারা বলেন, মজিদ একাধিক বিয়ে করেছে,শুনেছি তার ভাই একটা পুলিশে চাকুরী করে, তার প্রভাব দেখায়, আমরাও ভয়ে থাকি, তবে এই মেয়েটার সমাধান করতে দিচ্ছি না ওই পুলিশ আদর্শ লালচান, একটা সমধাণ করা দরকার, তার পাওনা দাওনা দিলেই ঝামেলা শেষ হয় । জানতে চাইলে মুসলিমা বেগম বলেন, আমার পৈতৃক ভিটা নেই সরকারি খাস জমিতে একটি টিনসেট বাড়িতে থাকি। মানুয়ের বাড়িতে কাজ করি, মাঠে কাজ করে সংসার চালায়। এ দিয়ে কোনো রকমে দিন কাটছে । আমার বয়স হয়েছে। এখন আর এভাবে চলতে পারছি না। সমাধানের চেষ্টা করেছি অনেকের হাত-পা ধরেছি সমাধান এর জন্য সমাধান পাইনি ,বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি ।

  • সাংবাদিক শিমুল হত্যার ৬ বছর : শুরু হয়নি বিচারকার্য।

    সাংবাদিক শিমুল হত্যার ৬ বছর : শুরু হয়নি বিচারকার্য।

     শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে সাংবাদিকরা জানান, শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরুই হয়নি।

    ২০১৭ সালের ২ ফেব্রæয়ারি শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে সংঘষের্র ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রæয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সেসময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশে সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। সেইসাথে দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। বিশ্যব্যাপী আলোচিত হয়ে ওঠে এ ঘটনা। তখন থেকেই শাহজাদপুরের সাংবাদিকরা ধারাবাহিক ভাবে খুনিদের বিচার দাবীতে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শাহজাদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ ও শিমুলের পরিবারের সদস্যরা।

    এদিন সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিহত সাংবাদিক শিমুলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাব থেকে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, সংস্কৃতিকর্মী এবং নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্বজনদের নিয়ে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম, কল্যাণ ভৌমিক প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরু হয়নি। এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

    এসময় আরও উপস্থিত ছিলেন- নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটন, ওমর ফারুক, শামছুর রহমান শিশির, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, জেলহক হোসাইন, আব্দুল কদ্দুস, শাফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী, আরিফুল ইসলাম, মিলন মাহফুজ, জাহিদ হাসান, মীর্জা হুমায়ন প্রমুখ।

  • বিচার শালিসের আগেই মারা গেলেন প্রমিলা রাণী,গ্রেফতার-২।

    বিচার শালিসের আগেই মারা গেলেন প্রমিলা রাণী,গ্রেফতার-২।

    ঠাকুরগাঁওপ্রতিনিধি.
    জমি নিয়ে প্রতিবেশির সাথে ঝগড়া বিবাদের জেরে গত শুক্রবার থানা পুলিশ উপজেলার কেউটান গ্রামে গিয়ে উভয় পক্ষকে বিচার শালিসের কথা বলেন। তারই পরিপেক্ষেতে শনিবার (৫ নভেম্বর) বিকালে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে বিচার শালিস হওয়ার কথা ছিল। তার পূর্বেই প্রমিলা রাণীর মৃত্যু হওয়ায় আর শালিস করা হলো না ওই ইউনিয়ন চেয়ারম্যানের।
    জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কেউটান গ্রামে তিলক রায়ের পরিবারের সাথে একই গ্রামের মনসিংহ (কাচালু)’র পরিবারের সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
    রাণীশংকৈল থানার এ এসআই নুর আলম রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিলকের স্ত্রী প্রমিলা রাণী (৪৮) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করেন তার বাড়ির লোকজন।
    রাতভর বাড়িতে প্রাথমিক চিকিৎসা করেও প্রমিলা রাণীর কোন উন্নতি না হওয়ায় ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
    এনিয়ে প্রমিলার স্বামী তিলক রায় বাদী হয়ে মনসিংহ (কাচালু) ও তার ভাই পরেশ রায়সহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
    থানা পুলিশ অভিযুক্ত দুইজনকে শনিবার গ্রেপ্তার করে পরদিন রবিবার জেলহাজতে প্রেরণ করেন।
    মামলার বাদি তিলক চন্দ্র বলেন, মনসিংহ (কাচালু) সহ তার লোকজন আমার ছেলে ও স্ত্রীকে মাথার চুল ধরে বেধড়ক পিটিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে আমরা সবাই রক্ষা পাই। মারপিটের কারণেই আমার স্ত্রী প্রমিলা রাণী মারা যায়। তাছাড়া এই  মারপিটের ঘটনার হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান  শনিবার বিকালে ইউপি কার্যালয়ে বিচার শালিস ডেকে ছিলেন।
    এবিষয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মুঠোফোনে জানান, শনিবারে ইউপি কার্যালয়ে উভয় পক্ষকে শালিসে ডাকা হয়েছিল । কিন্তু রাতেই প্রমিলা রাণী মারা যাওয়ার কারণে আর শালিস করা সম্ভব হয়নি।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় ছয়জনের নামে একটি হত্যা মামলা রুজু হয়। দুইজনকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
  • বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি।

    বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি।

    বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি


    সিরাজগঞ্জের বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছেন।

    রবিবার সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কলম বিরতি পালন করা হয়। গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের আয়োজনে হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে সকল জনপ্রতিনিধি সদস্য একত্রিত হয়ে রবিবার থেকে কলম বিরতির ঘোষণা দেন।

    এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি বলবৎ থাকবে।

    উল্ল্যেখ, রবিবার (৫ ই জুন) বিকালে উপজেলার রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ এর নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্যকে আব্দুল কাদেরকে হত্যা উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় গত রোববার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ তার সহযোগী ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

  • সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৭ বছর আজও বিচার হয়নি। 

    সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৭ বছর আজও বিচার হয়নি। 

    সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৭ বছর আজও বিচার হয়নি। হবিগঞ্জ সদর উপজেলার বদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০০৫ সালের ২৭ শে জানুয়ারি আওয়ামী লীগের এক জনসভা শেষে গ্রনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও তার ভাতিজা মঞ্জুরুল হুদাসহ পাঁচ নেতাকর্মী নিহত হন। এতে আহত হন হবিগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরসহ ৭০ জন। পরে ওই দিন রাতেই জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক, বর্তমান হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আবদুল মজিদ খাঁন বাদি হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
    কিন্তু ১৭ বছরেও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার কাজ সুরাহা হয়নি। ঘটনার তদন্ত করতেই কেটে যায় প্রায় ১০ বছর। তিন দফায় এ মামলার তদন্ত করে সিআইডি। সর্বশষ ২০১৪ সালের ১২ই নভেম্বর সিলেট রেঞ্জের সিনিয়র এএসপি মেহেরুন নেছা পারুল ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ১৩ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সিলেট দ্রুত বিচার ট্রাইবুন্যাল। সেই থেকে বিচার কাজের অগ্রগতি বলতে রাষ্ট্রপক্ষের  ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
    এ মামলায় মোট ১৭১ জন সাক্ষী। এর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায়ও ২০২০ সালের ২২ শে অক্টোবর চার্জ গঠন করা হয়। বিচারকাজ ধীরগতি প্রসঙ্গে পিপি সরোয়ার আহমদ জানান, আদালত থেকে ৫জন করে পর্যায়ক্রমে সাক্ষীর সমন দেয়া হচ্ছে। জবানবন্দি ও জেরার পরে পরবর্তী সমন দেয়া হয়। বর্তমান স্বাক্ষীদের সমন পন্ডিং আছে। আগামী ২৩ শে ফেব্রুয়ারী ২০২২ইং পরবর্তী সাক্ষীর জন্য তারিখ ধার্য্য আছে।
    এ সময় তিনি আরো জানান, এ মামলার আসামিদের মধ্যে তিনজনের ইতোমধ্য অন্য মামলায় মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এরা হচ্ছে মুফতি আবদুল হান্নান, শরীফ সাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। এদিকে মামলার অন্যতম আসামী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীও মারা গেছেন বলা শোনা যাচ্ছে। কিবরিয়া পরিবারের সদস্যসহ স্থানীয় সংসদ সদস্য, বিচার ও পুলিশের অনেক গুরুত্বপুর্ণ সাক্ষী মামলার সাক্ষী না দেয়ায় বিচার বিলম্বিত হচ্ছে।  উল্লেখ্য মোট ১৭১জন সাক্ষীর মধ্য ২জন সংসদ সদস্য,  ৭জন ম্যাজিষ্ট্রেট, ৩ জন ডাক্তার ও ১৩জন পুলিশ সাক্ষী রয়েছেন।
  • সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    রাজশাহীর তানোরে সানশাইন কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহরুক জাহান মুয়াজ সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনায় দ্রুত বিচার, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, নিহতের আত্মার মাগফেরাত কামনা শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    জানা গেছে, ১৩ জানুয়ারী বৃহস্প্রতিবার সানশাইন কিন্ডার গার্টেনের উদ্যোগে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, দ্রুত বিচার, নিহতের বিদেহী আত্তার মাগফেরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনে শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১০ জানুয়ারী সোমবার শেষ বিকেলে থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহরুখ জাহান মুয়াজ (১১) নিহত হয়। নিহত মুয়াজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের শাজাহান আলীর পুত্র। শাজাহান আলী ইউএসডিও সংস্থার তানোর শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা এদিন শিশুটি সাইকেল নিয়ে উপজেলার দিকে যাবার সময় জনৈক উত্তম কুমার (মুহুরী)নামের এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় বিপরীত দিক থেকে ছেড়ে আশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনা স্থলেই মারা যায়।

    এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি বলেন, ট্রাক জব্দ এবং চালক ইসমাইল ও হেলপার তারেক আলীকে আটক করা হয়েছে, মামলা তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।