Tag: বিক্ষোভ

  • শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ ঐহিত্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৫শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রতিবাদে ফুসে উঠেছেন শিক্ষার্থীরা।

    সোমবার সকাল সাড়ে ১১টার সময় স্কুলের পাশে অবস্থিত সড়কের বাজারে শিক্ষার্থীরা জমায়েত হয়ে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় ঘন্টা খানিক অবস্থান করে শত শত শিক্ষার্থীরা মানব বন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশ প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

    মিছিল পরবর্তী স্কুলের শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষার্রথীরা বলেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সড়কের পাশে অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে স্থানীয় দর্পনগর পশ্চিম গ্রামের রফিক উদ্দিন অবৈধ ভাবে দোকানপাঠ করেন। কিছুদিন পূর্বে স্থানীয় উপজেলা সহকারি কমিশনার ভূমির মৌখিক নির্দেশে রফিক উদ্দিন ও তার ছেলেরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলে। পরের দিন সড়ক ও জনপথের জায়গায় মুজিব শতবর্ষ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে গাছের চারা রোপন সহ পরিস্কার পরিছন্নতা কাজে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তখন বৃক্ষরোপন কার্যক্রমে বাধা প্রদান করেন রফিক উদ্দিন সহ তার পরিবারের লোকজন।

    তারা গাছের চারা উপড়ে ফেলে স্কুলের শিক্ষকদের নানা ভাবে গালিগালাজ সহ মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। সৃষ্ট ঘটনার জের ধরে রফিক উদ্দিন প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে গত ২১ সেপ্টেম্বর বাদী হয়ে সিলেটের বিজ্ঞ আদালতে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও সহকারি শিক্ষক আব্দুন নুর, শিমুল আহমদ, জুনেদ আহমদ নৈশ্য প্রহরি রুহুল আমিন সহ স্কুলের ৫ প্রাক্তন শিক্ষার্থীর নাম উল্লেখ করে সাজানো দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে।

    এ সময় শিক্ষার্থীরা বলেন করোনায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। যখন স্কুল খুলেছে ১৫শতাধিক শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন তখন তাদের স্কুলের ৫জন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারনে বর্তমানে ভয়ে শিক্ষকরা স্কুলে আসতে পারছেন না। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। স্কুলের পাঠদানে বিঘন্ন ঘটছে ও শিক্ষার্থীরা স্বাভাবিক ভাবে ক্লাস করতে পারছেন না।

    অবিলম্বে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীরা এলাকাবাসীকে সাথে নিয়ে যে কোন ধরনের কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবেন বলে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা হুঁশিয়ার উচ্চারন করেন। তদন্ত পূর্বক শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী রফিক উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সিলেটের উর্ধ্বতন প্রশাসনের প্রতি মানব বন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে দাবি জানিয়েছেন শিক্ষার্রথী।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আলী,আব্দুল্লাহ আল মহির,সুয়িয়া বেগম,আমিনা বেগম শিক্ষার্থী কামাল আহমদ প্রমুখ।

  • কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নে ব্যাক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রী জনক ভর নামের এক চা শ্রমিকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগানের সাধারণ চা শ্রমিকরা।

    রোববার(২৬সেপ্টেম্বর)বেলা ১১ টায় কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের গোবিনপুর লাইনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।প্রায় দুই ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু,চা বাগানের মনু-ধলই ভ্যালি সভাপতি ধনা বাউরী,সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা,শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক,নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, চা শ্রমিক নেতা মোহন রবিদাস,চা শ্রমিক ছাত্র নেতা প্রদীপ পাল প্রমুখ।

    এ সময় বক্তারা আলোচনার মাধ্যমে অভিলম্ভে চা শ্রমিকের ঘর ভাঙ্গার সুষ্ঠ সমাধান করে দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিক শ্রীজনম ভর এর ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।মানববন্ধনে চা বাগানের সকল নারী-পুরুষ চা শ্রমিকরা অংশ গ্রহন করেন।

    এর আগে গত শনিবার সকাল ১০ টার দিকে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রী জনক ভর এর নবনির্মিত পাকা ঘর ভেঙ্গে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙ্গে ফেলা ঘরের টিন,কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।

    চা শ্রমিক শ্রী জনক ভর বলেন,তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরী করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিশ ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মানাধীন ঘর ভেঙ্গে দেয়।

    এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে উঠা সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

  • বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আন্দোলন পরিচালনা কমিটি।

    শনিবার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
    পরে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।

    মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. আবু সাঈদসহ অন্যন্য নেতৃবৃন্দরা।

    মানববন্ধনে বক্তারা বলেন,তাপ বিদ্যুাৎ নির্মানের সময় শুরু থেকে আমরা স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি,স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবীতে দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি। সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব অনটনের মধ্যদিয়ে মানবেতর জীবন যাপন করছি।

    তারা বলেন, বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোন বাস্তবতা নেই। বিধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবী মেনে নিয়ে দুমুঠো ডাল ভাতের ব্যাবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমাদের কিছুই করার নেই,এটি উর্ধতন কতৃপক্ষের ব্যাপার,তাই তারাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

  • বন্ধ পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

    বন্ধ পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

    জাতীয় জুটমিলসহ বন্ধ করা ২৫টি পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৭ আগষ্ট)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল গেটে শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।

    সমাবেশপ বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলর আহ্বায়ক বরকতউল্লাহ,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা সুলতান আহমেদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

    বক্তাগন বলেন বর্তমান সরকার নিজেদের শ্রমিক ও কৃষক বান্ধব ঘোষণা করলেও এরা মূলত ধনী শিল্প পতিদের সরকার যার কারনে এই মহামারী কালে ২৫টি পাটকল বন্ধ করেন ৭০ হাজার শ্রমিক কে বেকার করেছে তাদের পাওনা টাকা না দিয়ে না খায়িয়ে মারার ষড়যন্ত্র করছে। সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল সচেতন মহলকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

    বক্তারা অবিলম্বে বন্ধ মিল গুলি চালু শ্রমিকদের পাওনা পরিশোধ, এবং দুর্নীতির সাথে যুক্ত আমলাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাছিমপুর বাজারে এসে শেষ হয় ।

  • কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগথর নেতাকর্মীরা। শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়।

    এসময় উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগথর শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, উপজেলা যুবলীগথর সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি সরদার , শহর ছাত্রলীগথর সম্পাদক জুয়েল রানা, শহর শ্রমিক লীগথর সাধারণ সম্পাদক রাহাত গাজী, শহর ছাত্রলীগ নেতা রিফাত, মেহদেী হাসান রাতুল, সাইফুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল। এতে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবী জানান বক্তারা।

  • সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সা ও ভ্যান বন্ধের ঘোষণার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও কামারখন্দ জামতৈল রেলষ্টেশন চত্বরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক চালক সংগ্রাম কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, শ্রমিক নেতা আশরাফ সরকার, শ্রমিক ফ্রন্ট নেতা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ছাত্র নেতা সজীব আহমেদ, সংহতি জানিয়েছেন আব্দুল বারেক তালুকদার, বেলকুচির শ্রমিক নেতা কেরামত আলী প্রমুখ।

    বক্তাগন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহার করতে হবে, ৫০ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বেকার করে দেয়ার এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে, তা না হলে হরতাল অবরোধ এর মত কর্মসূচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষনা দেন।