কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নের আলোকে বি এন পির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সূত্রাপুর ইউনিয়ন বি এন পির অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বি এন পির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ,ন,ম,খলিলুর রহমান ইব্রাহিম।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বি এন পি নেতা মো: শহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক উপজেলা বি এন পি নেতা আবেদুর রহমান খোকন।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: আলমগীর হোসেন সরকার,আহবায়ক সদস্য, উপজেলা যুবদল।শিপলু বকসী আহবায়ক সেচ্ছাসেবক দল কালিয়াকৈর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর সরকার। সূত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ সরকার মোশা।আলম হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন আরিফুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সূত্রাপুর ইউনিয়ন বি এন পি। সভায় সভাপতিত্ব করেন মো: হিকমত আলী। সহ সভাপতি সূত্রাপুর ইউনিয়ন বি এন পি।
ছাত্র আন্দোলনের এই সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হয়ে জেলায় পৌছাবে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে পৌছাবে। আর তখনই আমরা আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সময়ের প্রয়োজনে সকলেই রাজপথে নেমেছেন। অনেক আত্মত্যাগের স্বীকার হয়েছেন। সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথচলা এই ঠাকুরগাঁও থেকে শুরু হবে।
সারজিস বলেন, ঠাকুরগাঁয়ের মানুষ একটা কথা মনে রাখবেন, আজকে থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোনো মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না; আজকের পর থেকে কোনো মানুষকে দাড়ি-টুপি দেখে জাজ করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে তার দল দেখে জাস্ট না করে তার কাজ দেখে জাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদের দেশের একপাশ দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলাচিপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে।
সীমান্তে হত্যার বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের সীমন্তে হত্যা বেড়েই চলেছে। এই ঠাকুরগাঁওয়ের মানুষদের ভারতের সীমান্তে যাওয়ার আগেই বিএসএফের গুলি খেয়ে মরতে হয়। এর প্রতিটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল, তাদের বিচার করতে হবে।
পরিশেষে ছাত্র জনতার সেই ঐতিহাসিক “কোটা না মেধা’ মেধা মেধা” এই স্লোগানে বক্তব্য শেষ করেন সারজিস আলম।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাকিব রানা মাসুদ, মিশু আলী সুহাস ও ঠাকুরগাঁওয়ের হাজারো ছাত্র-ছাত্রীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ফারুক আহমেদ পারুল, আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
বাস্তবায়ন সংক্রান্ত সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এছাড়াও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম বাংলাদেশকে কল্যাণকর পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার ছিল এবং তা ২০২৩ সালে গেজেট প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলায় বাগান, শ্রমিক আছে সকল শ্রেণি পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করার আহবান জানান।
স্থানীয় টেলিভিশন ও সাংবাদিক বৃন্দকে এই বিষয় প্রচার প্রচারণা করার ও আহবান জানানো হয়।উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা জুম অ্যাপস মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটির সভায় সংযুক্ত হন এবং পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ গুলো উল্লেখ করেন।
আগামি ১৫ ফেব্রুয়ারী হতে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিক্ষার কেন্দ্র সচিব মো. আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদ্রাসার কেন্দ্র সচিব মোঃ মোজাফফর হোসেন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, শামীম শেখ, আব্দুর রশিদ,জুয়েল রানা প্রমূখ। সভায় পরিক্ষার কেন্দ্র কমিটি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন।
চার মাসের শিশু সন্তান সুমাইয়াকে নিয়ে স্বামীর সঙ্গে নোয়াপাড়া রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন রুমা আক্তার। এ সময় তার কোলের সন্তান ক্ষুধায় কান্না শুরু করেন। কিন্তু স্টেশন ভর্তি মানুষের কারণে রুমা সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না। কিছুক্ষণ নানাভাবে সুমাইয়াকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পুরো স্টেশনে চোখ বুলিয়েও কোথাও একটু নিরিবিলি জায়গার খোঁজ মেলেনি। সিলেটের মাধবপুরের নোয়াপাড়া রেলস্টেশনে গত শনিবার এমন চিত্র দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, মাধবপুর উপজেলা পরিষদ, সুরমা চা বাগানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকলেও বেশির ভাগ স্কুল, কলেজ, শপিং মল, হাসপাতাল, ব্যাংক, রেলস্টেশনের মতো পাবলিক প্লেসে এর কোনো অস্তিত্ব নেই। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফিডিং কর্নার থাকলেও তা ছিল তালাবদ্ধ।
জানা যায়, ২০১৯ সালের ২৭ শে অক্টোবর দেশের সব কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাসস্টেশন, রেলওয়ে স্টেশনে, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে হাইকোর্টে রুল জারি করলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। কিন্তু মাধবপুর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে হাইকোর্টের রায়ের বাস্তবায়ন নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, উপজেলা পরিষদে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুরমা চা বাগানে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।যে সকল সরকারি বেসরকারি ও পাবলিক প্লেসে নেই খোঁজ নিয়ে স্থাপন করা হবে।
বাঁশখালীতে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন; প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন গৃহের চলমান কাজ পরিদর্শণ কালে বাঁশখালী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বাঁশখালী -১৬ আসনের সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আজ সোমবার (০৭ মার্চ২২) দুপুর ১ঃ০০ ঘটিকায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন গৃহের চলমান কাজ পরিদর্শণ করেন বাঁশখালী -১৬ আসনের সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক,উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ অন্যান্য।
সরেজমিনে পরিদর্শণকালে এমপি মোস্তাফিজু রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব আশ্রয়ন প্রকল্প বিশ্বে নজীরবিহীন। শেখ হাসিনা ঠিকানাবিহীন ভূমিহীন ও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন।বাঁশখালী উপজেলায় চলমান ১৩৫ টি ঘরের জন্যে টেইসয়ী নির্মাণসামগ্রী দিয়ে ইতোমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে যা সন্তোজনক।
তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘর নিয়ে অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।অনেকেই আছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যে প্রধানমন্ত্রীর পবিত্র ইচ্ছাকে কুলষিত করতে চায় বাঁশখালীবাসী এর দাত ভাঙ্গা জবাব দিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আশ্রয়ণের ঘর বাস্তবায়নে আমরা নিরলসভাবে রাতদিন কাজ করে যাচ্ছি।আশ্রয়নের ঘর নিয়ে রাজনীতি না করার জন্যে সকলের প্রতি আহবান জানাচ্ছি।বাঁশখালীতে চলমান ১৩৫ টি আশ্রয়নের ঘরের কাজ টেকসই, মজবুত ও মানসম্মত করার জন্যে আমরা নিয়মিত পরিদর্শন ও তদারকি করছি।
আলহাজ্ব মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার,মন্ত্রী শাহাব উদ্দিন।
ছাতকের জাহিদ পুরে আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযায় তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সাংসদ মুহিবুর রহমান মানিক এম পি।
গত ৫ ফেব্রুয়ারী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন এর জাহিদপুর গ্রামে লন্ডন প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় উনার বাড়ির দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে এডভোকেট জুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এম পি, ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক।
মরহুম মোশাহিদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন গুলির মধ্যে জাহিদ পুর পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন এবং জাহিদ পুর উইমেন্স কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা উনাদের পক্ষ থেকে প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন ।এ সময় তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
জানাযায় আরো বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা,ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা,ছাতক থানার অফিসার ইনচার্জ, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের পক্ষ থেকে ধনমিয়া মহালদার, সামির উদ্দিন,ফারুক মিয়া (হামদু),সাইদুর রহমান সায়েক,জাকির হোসেন জুমন ও মোশাহিদ আলীর ছেলে ফখরুল ইসলাম সেলিম।
বক্তারা এ সময় মরহুম মোশাহিদ আলীর রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করেন।
আজ ৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে সমগ্র বাংলাদেশে ৬০টি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট কার্যক্রম বাস্তবায়নে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সমগ্র বাংলাদেশে ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা মূলক ভাবে পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তন্মধ্যে কুড়িগ্রাম জেলায় ২টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ফুলবাড়ী উপজেলাধীন দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রৌমারী উপজেলার টাপুরর চর বি জি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে মত বিনিময় এবং করোনাকালীন সময় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সুমন দাস, উপজেলা নির্বাহি অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি মেয়েদের জন্য নিরাপদ পরিবেশে পড়াশোনা করা, কোলমতি শিক্ষার্থীদের বেশি বেশি পানি পান করা এবং শিক্ষা মূলক বিভিন্নমুখি দিক নির্দেশনা দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রব্বানী সরকার, উপজেলা চেয়ারম্যান, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
ফজল উদ্দিন,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে মহাসমাবেশে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি বলেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি হাওরাঞ্চলের মানুষের বেশি গুরুত্ব দিচ্ছেন সরকার । গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে গিয়েছেন।
সকল বিভেদ ভূলে ঐক্য বদ্ধ হয়ে আওয়ামিলীগ নেতা কর্মীদের কাজ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাতকে চেলা ইছামতী স্থলবন্দর স্থাপন, ছাতক-সুনামগঞ্জ সড়ক সংস্কার,ছাতকে ৫০ শয্যা থেকে উন্নিত করে ১০০ শয্যা হাসপাতাল নির্মানসহ নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের পতিশ্রুতি দান কালে এসব কথা বলেছেন।
২ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী,ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, শাহাবুদ্দিন মোহাম্মদ শাহেল,সাইফুল ইসলাম,দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,আবুল হোসেন,নূর উদ্দিন,জহিরুল ইসলাম,পৌর কাউন্সিলর ইরাজ মিয়া,আওয়ামিলীগ নেতা রেজা মিয়া তালুকদার, যব লীগ নেতা কামাল হোসেন,ছাত্র লীগ নেতা রিয়াদ আহমদ চৌধুরী।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মামুনুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আহবাব মিয়া তালুকদার সাজু,সাবেক পৌর কাউন্সিলর দিলোওয়ার হোসাইন যুবলীগ নেতা শাহ মোহাম্মদ শাহীন আহমদ প্রমূখ।
এর আগে পৌরসভার কার্যালয় পরিদর্শন ও পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় ও ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার শুভ উদ্ভোধন ও বঙ্গবন্ধু ম্যুারাল এর ভিত্তি প্রস্তর স্থাপন,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি।
সমাবেশ শেষে সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নিজ গ্রাম গোবিন্দ নগর চেয়ারম্যান বাড়িতে সোনালী অতীত ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ মান্নান এমপি বাংলাদেশ পরিকল্পনামন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি এলাকার উন্নয়নের কাজ করবেন বলে এলাকাবাসী কে আশ্বস্ত করেছেন।
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জেনারেশন ব্রেকথ্রু পকল্প-পর্যায় ২ জেমস সেশনের মুল বার্তা সমাজের নারী-পুরুষের মধ্যে বৈষম্য নয় চাই সাম্য ও সমতা সমাজ কর্তৃক আরোপিত নয় বরং দক্ষতা অনুযায়ী পরিবারের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ শেখ কামাল অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বাস্তবায়নে ও জাতিসংঘ জন সংখ্যা তহবিল (ইউএনফপিএ) সহযোগিতায় ও জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জ ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) আয়োজনে জেনারেশন ব্রেকথ্রু বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক,জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায় ২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা,জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ,সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক অফিসারগন ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন,অভিভাবকরা উপস্থিত ছিলেন।