Tag: বালিয়াডাঙ্গী
-
বালিয়াডাঙ্গীতে এক কৃষকের ভুলে ছয় কৃষকের স্বপ্ন পুড়ে ভস্মীভূত।
ঠাকুরগাঁও প্রতিনিধি:হার্ভেস্টার মেশিনে গম কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট ডাটা জৈব সার তৈরির জন্য আগুন দিয়েছিলেন কৃষক আব্দুস সামাদ। চৈত্র মাসের প্রখর রোদ ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গম খেতে। একে একে ছয় কৃষকের প্রায় ৭ বিঘা জমির গম খেত পুড়ে ভস্মীভূত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গমখেতের পাশাপাশি কচু ও পাট খেতেরও ক্ষতি করেছে ওই আগুন।প্রত্যক্ষদর্শী বৃদ্ধ এনায়েত হোসেন বলেন, গম কেটে নেওয়ার পর ওই জমিতে পাট খেত রোপণের জন্য গমের উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিয়েছিল আব্দুস সামাদ। কিন্তু সেই আগুনের লেলিহান পাশের গম খেতে ছড়িয়ে পড়ে। মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও ছয় কৃষকের ৭ বিঘা জমি পুড়ে গেছে। এতে পায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। স্বপ্ন পুড়ছে ছয়টি পরিবারের।ক্ষতিগ্রস্ত গমচাষি এনামুল হক বলেন, ‘অনেক আশা করেছিলাম গম কেটে বিক্রি করে ঈদে ছেলে মেয়েদের কাপড়-চোপড় কিনে দেব। কিন্তু আগুন সব ধ্বংস করে দিল। সামাদের কাছে আমরা ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ না দিলে মামলা করব।’এদিকে এ ঘটনার পর থেকে কৃষক আব্দুস সামাদ বাড়ি থেকে পলিয়ে গিয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের দেওয়ার মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।স্থানীয়রা জানায়, এই গরমে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। অসচেতনতার কারণেই আগুনে ছয়টি কৃষকের স্বপ্ন পুড়ে গেছে। যত্রতত্র এভাবে আগুন দেওয়া বন্ধে স্থানীয় কৃষি অফিস ও ফায়ার সার্ভিসের উদ্যোগ গ্রহণ করা উচিত।বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সফিউল্লাহ বসুনিয়া বলেন, ‘গম খেতে আগুনের খবর শুনে আমরা গাড়ি নিয়ে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করেছে মাঠে থাকা লোকজন। আমরা মাঝ রাস্তা থেকে ফিরে এসেছি।’ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, ‘গম খেতে উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিলে পাশের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যেন কৃষকেরা না করে সে ব্যাপারে আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি। -
বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রানা’র মুক্তির দাবিতে মানববন্ধন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ, সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, জেলের ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম আটকানো যাবে না। ইতিপূর্বে জিডিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী করা হয়েছে। এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে করা হচ্ছে। কোনটাতেই ভয় পায় না সাংবাদিকরা। অনতিবিলম্বে সাংবাদিক রানাকে মুক্তি দিতে হবে। নয়তো আরও কঠোর আন্দোলন শুরু হবে।
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজের এন এম নুরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে। মামলা ও জেলের ভয় করিনা। মামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
দৈনিক দেশরুপান্তর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার বলেন, সহকর্মীকে নি:শর্ত মুক্তি দিয়ে ইউএনও এবং এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, দৈনিক দেশ রুপান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল, দেশ বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ, সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ এতে বক্তব্য দেন।
এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের অন্যন্য সদস্যরা, শিক্ষক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-
অস্থায়ী কলা গাছের তৈরি শহীদ মিনারে বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী স্কুল শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
শহীদ মিনার নেই তাতে কী ? তাই বলে কী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো না? আমরা প্রতি বছর এভাবেই অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দেই দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কথাগুলো খুব আক্ষেপের সঙ্গে বলছিলো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী সাদিয়া আক্তার।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়। জনবহুল এলাকা হওয়া সত্তেও শিক্ষা প্রতিষ্ঠানটি দুই যুগেও শহীদ মিনার নির্মাণ হয়নি অজ্ঞাত কারণে। এ কারণে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়।
বুধবার (২১ ফ্রেরুয়ারী) সকালে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এমন দৃর্শ্য। ইট পাথরের তৈরী শহীদ মিনার না থাকায় কলা গাছের তৈরী অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জামান বলেন, টাকার অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে পারিনি। কয়েকজন জনপ্রতিনিধিকে বিষয়টি বলেছিলাম তাঁরাও শহীদ মিনার নির্মাণ করে দেননি। তাই একুশে ফ্রেরুয়ারী এলে বিদ্যালয়ের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দীন বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফ্রেরুয়ারীর আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়, তাতে কাগজ মুড়িয়ে সুন্দর করা হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাইশা বলে,একুশে ফ্রেরুয়ারীর দিন বিদ্যালয় খুব সকালে খালি পায়ে আমরা আসি। শিক্ষকদের সাথে সহযোগিতা করে আমরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। আমরা তাতে ফুল দেই।
নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আক্ষেপ করে বললো, “টিভিতে যখন দেখি বিভিন্ন স্কুলের সুন্দর শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে তখন খুব কষ্ট লাগে। শহরের স্কুল নয় বলেই কী আমাদের স্কুলে শহীদ মিনার থাকবে না?
শিক্ষার্থী ও শিক্ষকেরা বলছেন, মহান ভাষা আন্দোলনে যাঁরা আত্মদান করেছেন, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করতে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি তাদের।
ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্ত শাহীন আকতার বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে নেই তাদের নিজস্ব অর্থয়নে শহীদ মিনার করতে বলা হয়েছে।
-
বালিয়াডাঙ্গীতে অবৈধ ইট ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা।
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিাডাঙ্গীতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে এক ইট ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে বৈধ কাগজপত্র তৈরি করতে ১ মাসের সময় বেধে দিয়েছেন বিচারক।রবিবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইট ভাটা পরিচালনার জন্য বৈধ কোন কাগজপত্র নেই মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীর। আমরা প্রাথমিক ভাবে সতর্ক করার পরও কাগজপত্র প্রস্তুত করেনি। তাই বিকালে অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।জানা গেছে, এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে স্থাপনা সড়িয়ে নিতে বলেন। এরপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে একটিরও বৈধ কাগজপত্র নেই। -
বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ছিনতাই করে বোন জামাইকে উপহার-৩ স্যালক গ্রেপ্তার।
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিজ বোনের জামাইকে উপহার দিয়েছিল চোর। পরে সেই ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এতথ্য জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৫) ও সদর উপজেলার ভাওলাহাট (তেঁতুলিয়া) গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আব্দুর রহিম (৩৩)।পুলিশ সূত্রে জানায়, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মো. জসীম উদ্দিন নামের এক ব্যবসায়ী মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গী দিয়ে বাড়ি যাচ্ছিলেন। সেসময় চোর চক্রের ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। পরে জমীম উদ্দিনের হাত-পা বেঁধে ভুট্ট ক্ষেতে ফেলে দেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। তার জসীম উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে চুরি করা সেই মোটরসাইকেল বোনের জামাইকে উপহার দেন সাইফুল নামের ছিনতাইকারী।এঘটনায় ভুক্তভোগী জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করেন। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়ায় চোর সাইফুলের বোনের জামাই মো. আমির হোসেন ওরফে ভুট্টু এর বসতবাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। -
বালিয়াডাঙ্গীতে আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:জমি বিরোধে শত্রুতার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী রমজান কাজীকে গ্রেপ্তার করেছে শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আমবাগান মালিক ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়া ৬ জনকে আসামী করে মামলা দায়ের দায়ের করেন।গ্রেপ্তার হওয়া রমজান কাজী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামের গ্রামের আবুল কালামের ছেলে।জানা গেছে, ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়ার সাথে প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে রাতিয়া ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করেন রাতিয়া।গ্রেপ্তর হওয়ার আগে রমজান কাজী দাবি করেছিলেন, দুই বছর আগে জমির মালিক মাইকেলের কাছ থেকে জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয়ভাবে বসা মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছিলেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বাগানের আমগাছ কাটার ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ আসামী রমজান কাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। -
বালিয়াডাঙ্গীতে আধারে আমবাগানের ১৩৬টি গাছ কেটে ফেলার অভিযোগ।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:৬১ শতাংশ জমিতে ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমচাষির প্রায় ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১২ বছর বয়সী ১৩৬টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে উপজেলার ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ওই গ্রামের মৃত কালারামের ছেলে ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়া অভিযোগ করেন, প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি। গতকাল রাতে বাড়ীতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে তার লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে তাঁর ১০ লক্ষ টাকা ক্ষতি করেছেন অভিযোগ তার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়ে জড়িতের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।এদিকে অভিযোগ উড়িয়ে দিচ্ছেন প্রতিবেশী রমজান কাজী। তার দাবি, দুই বছর আগে জমির মালিক মাইকেলের নিকট জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয় ভাবে বসা আপোষ মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -
বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ নেতা আল মুনসুর ইয়াবাসহ গ্রেফতার
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃআবারও ইয়াবাসহ গ্রেপ্তার হলেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নেতা আল মনসুর। সোমবার (২৯জানুয়ারি) উপজেলা কলেজ রোড এলাকা থেকে তাঁকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবাসহ আটক আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকার গোলাম রব্বানীর মাস্টারের ছেলে।এর আগে গত বছরের মে মাসে দেড় হাজার ইয়াবাসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হয়ে কারাগারে যান আল মনসুর। পরে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে সকালে আমরা তার বাসায় অভিযান পরিচালনা করি। এ সময় তার ঘরে ৫০ ইয়াবা উদ্ধার করি। উপস্থিত লোকজনের সামনে আ.লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।’ এ ঘটনায় আল মনসুরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা। -
স্বতন্ত্র এমপি প্রার্থী হতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জুয়েলের পদত্যাগ।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।পরে ইউএনও’র কাছ থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।আলী আসলাম জুয়েলের উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।এবিষয়ে আলী আসলাম জুয়েল বলেন, আজ পদত্যাগ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি। ইনশাল্লাহ ঠাকুরগাঁও -২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে। -
বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ডাকা অবরোধ সফল করতে ভোরবেলা রাস্তায় ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল আগুন দেওয়ার অভিযোগে বিএনপি- জামায়াতের ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৬০ জনকে। এর মধ্যে বিএনপি’র ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মানিক, ধনতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজীরুল ইসলাম, বিএনপি কর্মী শরিফত উদ্দিন।বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার সময় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের বালিয়াপুকুর পাড় নামক এলাকায় জামায়াত-বিএনপি’র ডাকা অবরোধ সফল করার জন্য দলটির নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে অবরোধ, টায়ার ও মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ করে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।‘এ ঘটনায় ধাওয়া করে ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে বালিয়াডাঙ্গী থানায় ওই তিনসহ আরও ২৪ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে আটক ৩ জনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।তবে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম দাবি করেন, পুলিশ প্রত্যেক নেতাকর্মীদের বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। ২৮ তারিখের পর থেকে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। আজকে যে ঘটনায় ৩ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। পুরোটাই পুলিশের সাজানো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।