Tag: বাঘা
-
বাঘায় বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার।
রাজশাহীর বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ৩০ নভেম্বর সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে এই জোড়া লাশ উদ্ধার করে পুলিশ।জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন ৭৫ ও তার স্ত্রী আম্বিয়া বেগম ৬৫ মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুড়িয়ে পড়ে। বুধবার সকাল প্রায় ৮টার দিকে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখনে আব্বিয়া বেগম বারান্দায় চকির উপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে কোন সারা শব্দ নেই, কাছে গিয়ে দেখন তারা মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমত ইমন বাড়িতে থাকেনা। এনিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানষিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।এ বিষয়ে বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতি বৌ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এছাড়া প্রায় ৭ বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানষিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর সঠিক কারন জানা যাবে। -
বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।
রাজশাহী বাঘা প্রতিনিধি
রাজশাহী বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভোটে পরিচালনা কমিটির নির্বাচন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত অভিভাবকদের সরাসরি ভোটে এই স্কুল পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয় ।
স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে একজন অভিভাবক সদস্য ৪টি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটির সদস্য নির্বাচন করেন। । উক্ত কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তাঁদের মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন মো: সান্টু আলী ৬৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন ও রাশিদুল ইসলাম ৬৪ ভোট, মহিন উদ্দিন ৬৩ ভোট, এবং ইসাহক আলী ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর চারজন প্রার্থী হলেন মিন্টু সম্রাট ৫৯ ভোট, কামরুল হক ৫৮ ভোট,মাজেরুল ইসলাম ৫৩ ভোট এবং সুলতান শেখ ৫১ ভোট পেয়েছেন।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান।যানা যায়, ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের মোট অভিভাবকদের ভোটার সংখ্যা ১৩৮ জন। তার মধ্যে ১২৬ ভোট কাস্ট হয়েছে । এর মাঝে নষ্ট হয়েছে ৫ ভোট।উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান,৫ নং বাউসা ইউনিয়নের ইউপি সদস্য মহাসিন আলী, সাধারণ সম্পাদক, ৫ নং বাউসা ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল। -
বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা:২৯ ডিসেম্বর নির্বাচন।
.বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষিত একটি পত্র সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাচন অফিস পেয়েছেন বলে জানা গেছে।এই নির্বাচন বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ন সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম বলেন, ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। -
বাঘায় বন্যপাখি সংরক্ষণের অপরাধে গ্রেফতার-২।
বাঘায় বন্যপাখি সংরক্ষণের অপরাধে গ্রেফতার-২।
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন হতে বন্যপাখি সংরক্ষণ করায় প্রায় ১১০টি পাখি (ঘুঘু)সহ দুই জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সমবার প্রায় ১২টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায় এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো:সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গড়গড়ী ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো: চান্দু রহমানের ছেলে মো: সোহেল রানা, অন্যজন একই ইউনিয়নের মো: মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল।
জানা যায়, অনেক দিন ধরে মো: সোহেল রানা পাখি ধরে ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে ধরা হয়। অন্যজন ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময়েই তাদের কে আটক করে থানায় আনা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজু জানান, মো: সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। আমরা গোপন সংবাদে জানতে পেরে পুলিশ পাঠাই এবং সাথে সাথে দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে চালান করা হবে। পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।
-
বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।
বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।
রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) নামের কিশোর বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। তাকে বিভিন্নস্থানে অনেক খোঁজা খুঁজির পরেও পাওয়া যায়নি।
ওইদিন বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। এই ডাইরী করার তিনদিন পর শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিব নামের স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেন পুলিশ।রাজিব হোসেনের পিতা আবদুর রাজ্জাক লেবারের কাজ ও মা আফরোজা বেগম ঢাকায় গার্মেন্সে চাকুরি করেন। রাজিব বাড়িতে নানির কাছে থেকে বাঘা ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে।এ বিষয়ে তার বোন চায়না বেগম বলেন, আমার ছোট ভাই কিছুদনি আগে এনডোয়েড রেডমি ১০ মোবাইল ফোন ব্যবহার করতো। এই ফোনের জন্য আমার ভাইকে খুন করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।এ বিষয়ে তার নানি সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকেনা। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। নাতি লেখাপড়াতে ভাল। কিন্তু কোন কোন সময়ে ফোন কিনার পর তার বন্ধুদের সাথে এখানে সেখানে বিকেল হলেই ঘুরতে যায়। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয়। আর ফিরে আসেনি।এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তার গলায় দঁড়ি ছিল এবং মুখের মধ্যে দঁড়ি ঢোকানো অবস্থায় লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। -
বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।
বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম উপকারভোগীদের লাইন সোজা করে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে বলেন। এতে কিছু উপকারভোগী ক্ষিপ্ত হয়ে যান।এ নিয়ে উপকারভোগী ও মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। পরে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করে কালিদাসখালী চরের উপকারভোগী বাবলু শিকদারের ছেলে রাকিবুল ইসলাম ও নান্নুর হোসেনের ছেলে একরামুল হক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা চাল নিয়ে কালিদাসখালী চরের নুরজামানের মোড়ে পৌছলে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম ও তার লোকজন তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে।আটকৃতরা হলো-৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সোনাম হোসেন, আবদুস সামাদের ছেলে ইউনুস আলী।এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম বলেন, চাল বিতরণের সময় লাইন আকাবাকা দেখে উপকারভোগীদের লাইন সোজা করতে বলা হয়। কিন্তু তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেনে। পরে ইউনিয়ন পরিষদের বাইরে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমার ছেলেসহ তিনজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, চাল বিতরণের সময় সকালে লাইনে দাড়ানো নিয়ে উপকারভোগী ও পরিষদের মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। এ নিয়ে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে।এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। -
বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।
বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।
রাজশাহীর বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার(৭ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে এই মিষ্টি খাওয়ানো হয়। আব্দুর রহমান বিএম কলেজ অধ্যক্ষ মো. সামরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপস্থিত সকলের মুখে মিষ্টি তুলে খাওয়ান তিনি।উপস্থিত সকলে আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মোজাহার আলী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির ,সিরাজুল ইসলাম মুন্টু, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ। -
বাঘায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাঘায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাঘাতে প্রায় দিন গ্রেফতার হচ্ছে নানা রকম মাদক ব্যবসায়ী। তাউ যেন শেষ নেই এই ব্যাবসার, দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসায়ী।বুধবার রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে আড়ানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেলে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে বাহাদুর ইসলামের (৩৩) বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। -
বাঘায় “আজকের পত্রিকা”র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
বাঘায় “আজকের পত্রিকা”র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাত্র এক বছরের মধ্যে আজকের পত্রিকা দেশে পাঠক প্রিয়তায় একটি অবস্থান অর্জন করেছে। এই পত্রিকাটি ”সারা দেশের স্থানীয় দৈনিক” শ্লোগানে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগকে গুরুত্ব দিয়ে ১০টি সংস্করণ প্রকাশিত হচ্ছে। এতে থাকছে কৃষি, শিক্ষা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা, বিশ্ব, অর্থনীতি ও স্বাস্থ্য সেবা সহ হরেক রকম তথ্য সংবলিত সংবাদ। সোমবার (২৭ জুন) বিকেলে এই পত্রিকাটির প্রথম বর্ষপূর্তী উপলক্ষে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি শেষে কেক কাটার পূর্বে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা এ কথা বলেন।
বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুল লতিফ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক ও নয়াদিগন্ত সংবাদাতা আসলাম আলী, সমাজ কল্যাণ সম্পাদক ও এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমান, অর্থ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি লালন উদ্দিন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার বাঘা প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলন। তিনি পত্রিকার সাফল্য কামনা করে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।মিলন বলেন, আমি গর্বিত সারা দেশে যে সকল পত্রিকা রয়েছে, এরমধ্যে মাত্র এক বছরের ব্যবধানে আজকের পত্রিকা ডিএপপি অর্জনসহ সারা দেশে পাঠকের মাঝে স্থান দখল করেছে। এজন্য তিনি পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ কর্তৃপক্ষের মঙ্গল কামনা করেন।এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য ও আমাদের সময়ের প্রতিনিধি শাহানুর আলম বাবু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল হামিদ মিঞা, নয়া শতাব্দীর প্রতিনিধি সাইদুল ইসলাম, বাংলাদেশের খবর প্রতিনিধি আসরাফুল ইসলাম, দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক সুব্রত কুমার, হাসানুজ্জামান প্রিন্স, প্রভাষক নবাব উদ্দিন, প্রভাষক, সাইফুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, মকবুল হোসেন, পত্রিকার আগনিত পাঠক, এজেন্ট, হকার ও শুভাকাংখী বৃন্দ। -
বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা।
বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা।
রাজশাহীর বাঘায় বুধবার (৮-জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেদ্রিীয় কমিটির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু প্রমুখ।উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সুধীজন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ভিটামিন এ-এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরের দুইবার অর্থাৎ ছয় মাস অন্তর-অন্তর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকেন। এ দিক থেকে বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর জন্য ১৪৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামি ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।