Tag: বাঘা
-
বাঘায় স্বামীর ওপর অভিমানে গৃহবধূর বিষপানে আত্মহত্যা।
বাঘায় স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যাবাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় স্বামীর ওপর অভিমান করে উজালা আক্তার (২২) নামের এক গৃহবধূর বিষপান পানে আত্মহত্যা খবর পাওয়া গেছে। বুধবার (২৪ নভেম্বর) বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত (১৪ নভেম্বর) বেলা ১২ টায় বিষপান করলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।। তিনি উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া গ্রামের মিঠুন আলীর স্ত্রী ও বাঘা পৌর এলাকার বাজুবাঘা গ্রামের কালাচান আলীর মেয়ে।স্থানীয়রা জানা,১৪ নভেম্বর সকালে স্বামী মিঠুন আলীকে মাদক সেবন করতে মানা করায় মিঠুন আলী তাঁর স্ত্রী উজালা আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। স্ত্রী উজালা আক্তার বাবার বাড়ি চলে যায়। পরে কোনো এক সময়ে বাবার বাড়ির পাশে বাঘার বিলে মায়ের চোখের আড়ালে বিষপান করেন তিনি। পরে সেখান থেকে গৃহবধূর মা তাকে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তাঁকে। ২৪ নভেম্বর বুধবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।গৃহবধুর মা জানান, বিয়ে পর থেকে জামাই মাদক আসক্ত হয়ে পড়লে মেয়ে মাদক খেতে মানা করায় স্বামী তাঁকে বিভিন্ন সময় মারধর করতো। এসব কষ্ট সইতে না পেরে মেয়ে বিষ পান করেছে। পরে তিনি হাসপাতালে নিয়ে গেল সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পার তাঁর মৃত্যু হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে গৃহবধুর স্বামী মিঠুন আলীকে পাওয়া যায়নি।বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেল তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে। -
রাজশাহীর বাঘায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত।
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির প্রবেশিকার চ্যালেঞ্জ ও উত্তরণের করণীয় নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রেডিও বড়ালের কনফারেন্স রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনএন আর সি ও সুইজারল্যান্ড দুতাবাসের সহযোগিতায় রেডিও বড়াল এর আয়োজন করে।রেডিও বড়ালের সহকারি সংবাদ প্রযোজক মিনহাজুল ইসলামের সঞ্চলনায় মডারেটর ছিলেন,আবু সাঈদ তোতা। সংলাপে স্পিকার ছিলেন,আড়ানী পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত ) শ্রী কার্তিক হালদার , বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজী , নাটোর আইন বিভাগের শিক্ষক , রাজু আহম্মেদ , বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট, জেলা সমন্বয়ক ,রাজশাহী অঞ্চল আল আমিন প্রমুখ।সংলাপে প্রশ্ন উত্তর পর্বে বাউটের আইন বিভাগের শিক্ষার্থী রুবেল ইসলাম বলেন, মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে আইনের একটি অধ্যায় সংযুক্ত করার দাবি জানান। সংলাপে শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থী , মানবধিকার কর্মি , কিশোরী ক্লাবের সদস্য, স্কাউটস সদস্য , ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্য ,তথ্য আপাসহ ৩০জন পার্টি সিপেট অংশগ্রহন করেন। -
বাঘায় ইউনিয়ন পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত।
মোস্তাফিজুর রহমান,বাঘা (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার(ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী(ইউএনডিপি) এর সহযোগিতায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে গণশুনানিটি অনুষ্ঠিত হয় ।মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণগুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা,রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিটিটেটর (ডিএফ), ইএএলজি, ইউএনডিপি আবু হেনা মোস্তফা কামাল,ইউপি সচিব কামরুল হাসান মাহফুজ,হিসাব সহকারী মোঃ মশিউর রহমান, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।গনশুনানিতে স্থানীয় জনগণ সরাসরি তাদের সমস্যার কথা লিখিত আকারে গ্রহণ এবং সরাসরি আবেদনকারী বক্তব্য শোনা হয়। শুনানিতে মোট ২০টি সমস্যা উপস্থাপিত হয়। এর মধ্যে ২টি সমস্যা তাৎক্ষনিক সমাধান প্রদান করেন। গণগুনানির অনুষ্ঠানে সরাসরি তাদের চাওয়া পাওয়ার কথাসহ নিজের মতামত প্রদান করার সুযোগ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত জনসাধারণ ।এসময় প্রধান অতিথি শাহানা আখতার জাহান গণশুনানির গুরুত্ব, তাৎপর্য এবং শুনানির প্রয়োজনীয়তা বিয়য়ে বিস্তার আলোচনা করে বলেন, ইউনিয়ন পরিষদে গনশুনানি নিয়মিত পরিচালিত হলে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাগন সরাসরি জবাবদিহিতার মাত্রা বৃদ্ধি পাবে। স্থানীয় জনগণ এধরনের উদ্যোগকে স্বাগত জানায় এবং এটি নিয়মিত পরিচালনা করার আহ্বান জানান।বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, ইউনিয়ন পরিষদে গনগুনানি চলমান থাকলে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি পাবে। এজন্য সরকারের বিভিন্ন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। তবে প্রত্যাশীত জনসেবা প্রাপ্তির ব্যাপারে জনগনের মধ্যে সচেতনতা বেশি প্রয়োজন। জনগন যত বেশি সচেতন হবে উন্নয়ন ও জনসেবা তত বেশি নিশ্চিত হবে।মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, গণগুনানি জনপ্রতিনিধিদেরকে জনগণের আরো নিকটবর্তী হতে সহায়ক হবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি অনন্য মাধ্যম। -
বাঘায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীর অর্থদণ্ড।
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার(১৭ নভেম্বর) সকালে উপজেলা সদরে বাঘা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা এ অর্থদন্ড প্রদান করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করা অপরাধে দুটি মিষ্টির দোকানে একটিতে ১০হাজার ও আর একটিতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ্অপরদিকে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে পন্য আমদানি, নকল প্রসাধনী সামগ্রী বিক্রী এবং মেয়াদ উর্নি প্রসাধনী বিক্রীর দায়ে তিনটি কসমেটিকসের একটি দোকানে ১০ হাজার ও দুটি দোকানে ৫ হাজার করে অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্য দোকানদাররা সকটে পড়েন।তারা আরো বলেন, যখন বাজারে ভ্রাম্যমান আদালতের গাড়ী আসে তখন মিনিটের মধ্যে সকল ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে লুকিয়ে পড়েন। যা আজকেও লক্ষ করা গেছে। এতে করে প্রমানিত হয়,ব্যবসায়ীদের দুর্বলতা রয়েছে। তাই তারা ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে পালিয়ে যান। -
বাঘায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা।
প্রতিনিধি বাঘা(রাজশাহী): রাজশাহীর বাঘায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫টি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ উপজেলা রির্সোস সেন্টারের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীরা ৫টি ইভেন্ট (রচনা ,চিত্রাংকন ,কুইজ ,সংগীত ও নৃত্যে) উপর প্রতিযোগিতা অংশ গ্রহন করে।এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, আনারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা, আবু হামিদ মোহাম্মদ ওয়ালি উদ্দিন , মো.শাহজাহান আলী মোল্লাহ , দিলরুবা ইয়াসমিন ও ইভেন্ট প্রতিযোগীতা পরিচালনায় সহযোগিতা করেন শিক্ষক গোলাম মোস্তফা, আরিফুর রহমান প্রমুখ। -
বাঘায় সড়কে সড়কে টাকা তুলছে হাতি।
মোস্তাফিজুর রহমান,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-বাঘা সড়কে হাতি দিয়ে টাকা আদায় করেন মাহুত আরিফ হোসেন।শনিবার বেলা ২ টার দিকে সড়কের আমোদপুর, মেডিকেল মোড়, উৎসব পার্কের সামনে, তেঁথুলিয়া বাজার, তেপুকুরিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে টাকা আদায় করতে দেখা গেছে। সড়কে চলাচলকারি যানবাহনের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন মাহুত আরিফ হোসেন ।হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে সড়কের চলাচলকারি লোকজনসহ যানবাহনে। মানুষ নিরুপায় হয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তাঁর পিঠে থাকা মাহুত হাতে। সড়কে দাঁড়িয়ে এভাবে হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে।সড়কে মোটরসাইকেল চালক তানবির আল ইসলাম বলেন, যানবাহনের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে টাকা গ্রহণ করছে হাতি। ভ্যানের যাত্রী তণু বলেন, হাতিটি সুন্দরভাবে আমার ভ্যানের দিকে তাঁর শুঁড়টি বাড়িয়ে দিল। হাতির দক্ষতায় মুগ্ধ হয়ে একটি ১০ টাকা নোট তুলে দিয়েছি হাতির শুড়ের।হাতির মাহুত আরিফ হোসেন বলেন, বর্তমানে কথাও কোন মেলা হচ্ছে না। তাই কোন সার্কাস হচ্ছে না। কি করে চলবো। মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে হাতিকে নিয়ে সংসার চালাচ্ছি। -
বাঘায় স্কাউটস সভা অনুষ্ঠিত।
মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ স্কাউটসের অন লাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন করা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও ইউনিট লিডারদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা দলিল লেখক সমিতির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা স্কাউটস শাখা এর অয়োজনে করেন।এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা স্কাউটস কমিশনার আনজারুল ইসলাম, রাজশাহী অঞ্চল উপ- কমিশনার জাফর ইকবাল, উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এ ছাড়াও উপজেলার প্রাথমিক , মাধ্যমিক ভোকেশনালসহ ১২৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইউনিট লিডারগণ অংশ গ্রহণ করেন। -
বাঘায় জেলহত্যা দিবসের উপর আলোচনা ও দোয়া মাহফিল।
মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জেলহত্যা দিবসের উপর আলোচনা সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিমন উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু , গড়গড়ি ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, মনিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পাকুড়িয়া ইউনিয়নের আব্দুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন, ডি এম মনোয়ার হোসেন বাবুল, বাজুবাঘা ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, বাউসা ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ,আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, পৌর শ্রমিকলীগ সভাপতি তুফান, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, কৃষক লীগের সভাপতি শফিউল রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসান রফিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। দোয়া পরিচালনা করেন ফজলুর রহমান। উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরা।