Tag: বাঘা
-
বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।
রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ ও মাষ্টারপাড়া মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। আড়ানী পৌরসভায় বসবাসকারী মৃত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব জনাব আলীর বাড়িসহ ৮.৭৫ শতাংশ জমি ও নগদ সাত লক্ষ টাকা মাষ্টারপাড়া জামে মসজিদের নামে দান করেন তাঁর পরিবার। পরে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্বিতলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন, আড়ানী মাষ্টার অধিবাসী বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ,আড়ানী পৌর বাজার ড্রাগিষ্ট এ্যান্ড কেমিষ্ট সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম হিমেল , আড়ানী কওমি মাদ্রাসার সুপার কামরুজ্জামান , আব্দুল কুদ্দুস , বাবুল ইসলাম প্রমুখ। -
বাঘায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ ,ওসি(তদন্ত) রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। -
বাঘায় অচেনা নারীর মরদেহ উদ্ধার।
রাজশাহীর বাঘায় অচেনা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। বুধবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম সড়কের পাশে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম নামের এক ভ্যান চালক অজ্ঞাত নারীকে মনিগ্রাম বাজারের পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মেহেনাজ নাসরিন মৃত ঘোষণা করেন তাঁকে।
উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম বলেন, হলুদ রঙের পরিধেয় শাড়ির সাথে গায়ে চাদর গায়ে দিয়ে মনিগ্রাম বাজারের পশ্চিমে পড়ে ছিল। আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা করেন তাঁকে। সে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ওই নারীর রাত ৮টা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এই লাশের বিষয়ে এলাকায় চেয়ারম্যানের মাধ্যমে প্রচার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ষ্টোক করে তাঁর মৃত্যু হতে পারে। এছাড়া তাঁর শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
-
রাজশাহীর বাঘায় অনূধর্ব ১৫ বালকদের ফুটবল খেলোয়াড় বাছাই।
রাজশাহীর বাঘায় অনূধর্ব ১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই খেলোয়াড় বাছাই করা হয়।রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনূর্ধ্ব-১৫ বালক ৪৭ জন ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, এএফসি কোচ মাহমুদ আলম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, উপজেলা আ.লীগের নেতা মুনজুরুল ইসলাম মনি, মোমিনুল ইসলাম হিটলার, সাইফুল ইসলাম রবি, হানিফ ইকবাল প্রমুখ।এ বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তৃণমূলের বাছাইকৃতদের মধ্যে ভাল খেলোয়াড়দের নিয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ভাল খেলোয়াড়দের নিয়ে বিচ ফুটবল টুর্নামেন্ট এবং আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প করা হবে। -
বাঘায় শিক্ষার্থীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন।
রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ, বাঘা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, কালিদাসখালি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, নওটিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাসনা বানু, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিজ উদ্দীন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আইডিয়াল স্কুল কলেজ অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ। -
বাঘায় গার্ল গাইডসদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
রাজশাহীর বাঘায় গার্লস গাইডসদের মধ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন,বাঘা উপজেলা শাখার আয়োজনে রহমনতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় শীত বস্ত্র বিতরণ করে।বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমনতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবুল ইসলাম ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন,বাঘা উপজেলা শাখা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মাদ ওবাইদ । এ সময় উপজেলা গার্ল গাইডস ২০ সদস্যের মাঝে শীত বস্ত্র বিতরণ হয়।উপস্থিত ছিলেন, উপজেলা মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ , বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, উপজেলা শাখার কমিশনার এলিজা কায়েস ও সাধারণ সম্পাদক রোকসানা আহম্মেদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকগণ। -
বাঘায় প্রতিবন্ধীর মুখে হাসি ফুটালো সমাজসেবা অধিদপ্তর।
রাজশাহীর বাঘায় চারজন প্রতিবন্ধীকে ঋণ সহায়তা দেয়া হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর) দুপুওে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঋণ সহায়তা প্রদান করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার অনুদান/ঋণ নীতিমালা অনুযায়ী কল্যাণ তহবিল হতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুর্নবাসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন। সেই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর চারজন প্রতিবন্ধীর মাঝে ৮২ হাজার ৯৪০ টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হয়।তারা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের হারান আলী, জোতকাদিরপুর গ্রামের রফিকুল ইসলাম , বেংগাড়ীর গ্রামের উজ্জল আলী ও ব্রামনডাঙ্গা গ্রামের রাশিদা বেগম।ঋণ সহায়তা পেয়ে হাসি মুখে রাশিদা বেগম বলেন, ঋনের টাকা দিয়ে তিনটি ছাগল ক্রয় করবো। আল্লাহ তালা রহমত করলে এ থেকে সাবলম্বী হবো ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। -
বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।
রাজশাহীর বাঘায় প্রান্ত কুমার সরকার (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রান্ত কুমার সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রামপুর গ্রামের ষষ্ঠি মহন সরকারের ছেলে।শনিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রান্ত কুমার সরকার উপজেলা শাহদৌলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে প্রান্ত কুমার কারো সাথে কোন কথা বলতো না। এমনকি পরিবারের লোকজনের সাথেও না। সে মানষিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ির বাইরে পরিবারের লোকজন সাংসারিক কাজ করছিল। এ সময় তাঁর নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে -
বাঘায় ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ।
রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিক, দাখিলসহ ১৭৯টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ব্র্যাক স্কুল ৮টি, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মোট ১৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানএ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ জানান, শিক্ষা প্রতিষ্টানে উপস্থিত ৭৫ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে বাঁকী বই ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হবে।উপজেলা নির্বার্হী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, এ বছর করোনার পরবর্তী সময়ে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ নিজ শিক্ষা প্রতিষ্টান স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেন।