রাজশাহীর বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।
Tag: বাঘা
-
বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সকাল সাড়ে- ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ম সদধারণ সম্পাদক ও মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নছিম উদ্দিন, উপজেলা বীর মুক্তি যোদ্ধা জনাব আলী, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডা: মোহাম্মদ আবু রাসেদ,সাংবাদিক নুরম্নজ্জাম ও একজন শিষার্থী।আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউলস্নাহ সুলতান, সমাজ সেবা অফিসার নাফিজ শরিফ,নির্বাচন অফিসার মজিবুল আলম ও আনসার ভিডিপি কর্মকতর্তা শ্রী মিলন কুমার সহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।সভায় বক্তারা বলেন, আজ ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসতম হত্যাযোগ্য চালায়। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেয়ার এক নারকীয় পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খানের নির্দেশে এ হত্যাযোগ্য চালানো হয়।এসময় বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। সেই থেকে এই দিবসটি যথাযথ ভাবে পালিত হয়ে আসছে।সব শেষে এই দিবসের গুরম্নত্ব ও তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি শিষার্থীদের হাতে পুরম্নস্কার তুলে দেন সম্মানীত অতিথি বৃন্দ। -
বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।
বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান উল্টে ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় রাজশাহীর নওহাটা আকবর আলীর ছোট মেয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে নিজ বাড়িতে ফেরার সময় খড়খড়িয়া বাইপাস এলাকায় এলে অটো গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় ।এতে অটোর চালকসহ ৭ জন অটোর ছাঁদে থাকা আলু ভর্তি বস্তার নিচে চাপা পরে । এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় ।
যানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ এলাকার উপর আতারপাড়া গ্রামের নিহত আকবর আলীর পরিবার জনান দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আকবর আলী(৬০) ও তার ভাবী মোছাঃ পিঞ্জিরা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের আরোও ৫ জন আহত হয়েছে।আহতরা হলেন, অটো চালক মোঃ আলাল উদ্দিন,মিনু বেগম,আনু বেগমসহ আরোও দুই শিশু ।
এবিষয়ে আকবর আলীর বড় ছেলে মোঃ রহমত আলী বলেন, আমি ঢাকায় থাকি । গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জানতে পারি রাজশাহীর নওহাটা আমার ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার সময় আমার আব্বা ও চাচি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে আমি বাড়ি চলে আসি । আজ ১৮ মার্চ শুক্রবার সকাল ৯ টায় আমার চাচির এবং সকাল ১১ টায় আমার আব্বার যানাজা সম্পন্ন হয়েছে ।
-
বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন।
বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন।
“ টকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পাপিয়া সুলতানা । আলোচনা সভার আগে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি মো. ইমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার , উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার , উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান , উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন , সাংবাদিক নুরুজ্জামান , প্রশিক্ষক মনিরা খাতুন।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ , গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।