Tag: প্রতিবাদ

  • রামপালে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন।

    রামপালে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন।

    রামপাল (বাগেরহাট )প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের হুড়কা  গ্রামের গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদারের পরিবার কর্তৃক মৃত সুজিত মজুমদার স্ত্রী কল্পনা মজুমদার ও মৃত মনিমোহন মজুমদারের পুত্র ইন্দ্রজিৎ মজুমদারের জমি জবর দখলের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ৩১ জুলাই সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের হুড়কা ঝলমুলিয়া দীঘির পাড়ে সুজন পরিবার কর্তৃক অত্যাচারিত সাধারণ জনগণ  এ মানববন্ধন কর্মসূচীর  আয়োজন করে।
    মানববন্ধন থেকে বলা হয় যে, মৃত সুজিত মজুমদারের  স্ত্রী কল্পনা মজুমদার ও মৃত মনিমোহন মজুমদারের পুত্র ইন্দ্রজিৎ মজুমদার  দীর্ঘ প্রায় ৫০ বছর যাবৎ আপোষ বন্টন মতে একটি জমি ভোগ দখল করে আসছে। কিছুদিন পূর্বে গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার ঐ জমি তাদের বলে দাবী  করে। এর পরেই জোর পূর্বক ১৯ জুলাই গঙ্গাধর মজুমদার , সুজন মজুমদার ও  তার পরিবার মিলে ভূক্তভোগীদের  জমির গাছপালা কেটে ফেলে ও জমি দখল করে নেয়।
    বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোন সমাধান না হওয়ায় একই তারিখে রামপাল থানায় ইন্দ্রজিৎ মজুমদার বাদী হয়ে  লিখিত অভিযোগ দায়ের করেন। গঙ্গাধর ও সুজন গং থানার নির্দেশনা অমান্য করে ( ৩০ জুলাই ) আবারও গাছপালা জোর পূর্বক কেটে নেয় ও তাদের ভোগ দখলীয় জমি দখল করে নয়।
    গঙ্গাধর ও সুজন মজুমদার পিতৃহীন অসহায় সজিবের  জমিও জবরদখল করে নিয়েছে বলে মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা অভিযোগ করেন। ইন্দ্রজিতের পিতা মনিমোহনের মৃত্যুর পর তাদের দলিল সুজনদের কাছে ছিল। তারা ইন্দ্রজিতের সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছে বলে মানব বন্ধনে অভিযোগ করেন ইন্দ্রজিৎ। গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার ভুয়া দলিলের মাধ্যমে কল্পনা ও ইন্দ্রজিত মজুমদারের  জমি জবরদখল করে নিয়েছে বলেও জানানো হয়।
    এছাড়া  গঙ্গাধর ও সুজন পরিবার জনসাধারণের চলাচলের রাস্তা আটকে দিয়ে দখল করে নিয়েছে বলেও মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী সন্ধা মন্ডল জানান যে,গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার নানা ধরনরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। মানববন্ধনে উপস্থিত অত্যাচারিত সাধারণ জনগণ গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদারের পরিবারের অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি এদের অত্যাচারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও জোর বাদী জানান।
    মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুপ্রকাশ বিশ্বাস, পার্থ প্রতিম বিশ্বাস, কল্পনা মজুমদার, সজীব মজুমদার, সন্ধা মন্ডল, উর্মিলা মজুমদার, শান্তি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অরূপ কীর্তুনিয়া, ইউপি সদস্য গোপেশ্বরী বাছাড় সহ এলাকার শতাধিক নিযাতিত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
  • উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র পদযাত্রা-আ’লীগের প্রতিবাদ সভা  ও বিক্ষোভ মিছিল ।

    উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র পদযাত্রা-আ’লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ।

    উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে  সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে রাঙ্গামাটি লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
     বৃহস্পতিবার ( ২০ জুলাই)  বিকাল ৪টায় লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি  সেলিম  এর নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে  সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে বাইট্টাপাড়া বাজার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়।
    বিক্ষোভ মিছিলটি আলতাফ মার্কেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইট্রাপাড়া বাজার শান্তি পরিবহন কাউন্টারের সামনে এসে একত্রিত হয়ে প্রতিবাদ সভায় একত্রিত হয়।
    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন আলী মেম্বার, সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, যুগ্ম সম্পাদক রকি চাকমা ইন্দ্রনাথ, উপজেলা যুবলীগের সভাপতি চাঁন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ বারেক সরকার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,জেলা পরিষদের সদস্য আসমা বেগম,সহ বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ  উপস্থিত ছিলেন।
     এসময় বক্তারা বলেন, লংগদুতে কোন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবো,  আমরা রাজপথেই থাকবো, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপি জামাত সারাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে, আমরা সম্মিলিত ভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো। তারা খাগিড়াছড়িতে আমাদের নেতা কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা সংবিধানের উপর বিশ্বাস করি, আগামী নির্বাচন ও সংবিধান অনুযায়ী হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে।
  • সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

    সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

    বাগেরহাটের রামপালে সুইডেনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনায় ও ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    (১০ জুলাই) সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গিলাতলা বাজারের গিলাতলা যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরাফপুর কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ শাহ জালাল,  গিলাতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান,  কাশিপুর হাজী আরিফ (রাঃ) হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ  রাজিবুর রহমান লিটন, সমাজসেবক গাজী রাসেলসহ অত্র অঞ্চলের হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
  • কোরআন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

    কোরআন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

    সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরিফ পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে ৭ জুলাই শুক্রবার বাদ আসর সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সানন্দবাড়ী বাজারের বিভিন্ন অলি গলি ও মেইন রাস্তার মোড়ে মোড়ে প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
    সমাবেশে তৌহিদী জনতা ও  নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। সালওয়ান মোমিকার ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
    মিছিলে নেতৃত্ব দেন, সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদ সহ চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে অংশ গ্রহণ করেন সর্বস্তরের  মুসলিম জনতা।
    সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব শাহ জিহাদী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ মজিদ, বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক এমএ বারী আকন্দ, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা আঃ মজিদ, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা মুনিরজ্জামান প্রমুখ।
    বক্তাগণের বক্তব্যে কোরআন পোড়ানো ও পদদলিত কারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের দাবি করেন।
    প্রসঙ্গত: সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর মুসলমানদের ধর্ম গ্রন্থ আল কোরআন পোড়ানো ও পদদলিত করেন নাস্তিক এ নেতা।
    মাওলানা আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা সালওয়ান মোমিকা পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করেছে। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।
  • সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম  জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশে করেছ।

    শুক্রবার (২৩ জুন) দুপুরে  শ্রীমঙ্গলের দীঘিপাড় উপজেলা প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ’টি অনুষ্ঠিত।
    শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমদ এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এই
    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ।
  • রামপালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ মে মঙ্গলবার সকাল ১১.০০ টায় রামপাল সদরের কৃষি ব্যাংক চত্ত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুরু হয়।

    শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন। মিছিল শেষে রামপাল থানা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল(ভিপি সোহেল)।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও বিএনপিকে হুঁশিয়ার করেন।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি’র জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে ২২ মে সোমবার উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

    মিছিলটি উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাতেন হিরু, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, মোবারক হোসেন, আশিকুর রহমান, আল মাহমুদ সরকার প্রমুখ।

  • উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার প্রতিবাদে রামপালে সমাবেশ।

    উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার প্রতিবাদে রামপালে সমাবেশ।

    বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার(এম.পি)-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ এপ্রিল সকাল  সাড়ে দশটার সময় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর হোসেন,রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান হাসান জামু, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, বিগত ৭ই এপ্রিল বাগেরহাট জেলা আওয়ামী লীগের জনৈক এক নেতা বেসরকারি টিভি চ্যানেল DBC টেলিভিশনের ইলেকশন এক্সপ্রেস নামক একটি অনুষ্ঠানের স্বাক্ষাৎকারে তিনি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তি কারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতি আহবান জানান।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ)মোতাহার রহমান,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার,রাজনগর ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন,উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান,ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমিন,রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল,অধ্যাপক (অবঃ)মোঃ আকবর আলী,বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন,বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্সসহ উপজেলা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান,দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
    রোববার (০৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।
    এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    তারা বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানো সহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

    সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়।

    ঘন্টাব্যাপী মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মামুনর রশিদ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমূখ।

    সাংবাদিকের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কঠোর শাস্তির দাবি জানান বক্তরা।