Tag: প্রকাশ
-
সংবাদ প্রকাশ করায় ডিমলায় সাংবাদিকের উপর হামলা।
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডিমলায় সংবাদ প্রকাশের জেরে রেজোয়ান ইসলাম নামে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রেজোয়ান ইসলাম ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ ঘটনাকে কেন্দ্র করে রেজোয়ান ইসলাম তার পেশাগত কাজে উপজেলা প্রকৌশল অফিসে যাওয়ার পথে সাব-ঠিকাদার দুলালের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঐ সাংবাদিকের উপর হামলা করা হয়।অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় , সম্প্রতি উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি থেকে মতির বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে প্রকাশিত হয়। এ বিষয় নিয়ে কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক রেজোয়ানকে সংঘাতের হুমকি দেয়।ভুক্তভোগী রেজোয়ান ইসলাম বলেন, গত ৩ ফেব্রুয়ারি ‘বার্তা বাজার ’ নামের অনলাইন সংবাদমাধ্যমে ‘ সরকারি প্রকল্পের নামে চলছে হরিলুট, তিন কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই কাজের সাব-ঠিকাদার দুলাল আমার ওপর হামলা চালান। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।তবে এসব অভিযোগ অস্বীকার করেন সাব ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল তিনি বলেন, সাংবাদিক রেজোয়ান ইসলাম আমাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলে কটাক্ষ করেছে। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় । আমি তার ওপর হামলা করিনি।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মটর সাইকেল উদ্ধার করে সাংবাদিককে বুঝিয়ে দিয়েছি । এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। -
রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অপবাদ দিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাববুনিয়া এলাকার মোঃ ফিরোজ মল্লিক নামের এক ব্যক্তি।শনিবার(১১ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের হাতীরবেড় এলাকার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, গত ৮ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (মোংলা) সার্কেল বরাবর জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করেন ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার।অভিযোগে আমিসহ স্থানীয় আকবর হোসেন আকো, নাছির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের নাম উল্লেখ করেন।এছাড়াও আমাদের ওপর অভিযোগ আনেন, আমরা তার মৎস্য ঘেরের অনেক টাকার মাছ ও কাঁকড়া আত্মসাৎ করতেছি। প্রকৃতপক্ষে আমরা কোন জমি জোরপূর্বক দখলই করি নাই। আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। অভিযোগ দায়ের পরে ‘সংখ্যালঘু পরিবারের জমি দখল’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। একটি কুচক্রী মহলের পরামর্শে তিথি মজুমদার সমাজে আমাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এ বিষয়ে কথা বলার জন্য তিথি মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। -
দেওয়ানগঞ্জে অথেনটিক সেন্ট্রাল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৩ ইং ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকে।অথেনটিক সেন্ট্রাল স্কুলের শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও অথেনটিকক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী শামসুল হক মাষ্টার, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ, রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী পিআইসির ডিএসবি রাকিব খান পাঠান, মিতালী উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার আহবায়ক আলহাজ্ব আবু শামা আকন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ার্ডন্যান্স ও সভাপতি অসকস আবু শামা, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার প্রমুখ।প্রধান অতিথি ফখরুল আলম আকন্দ বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই প্রতিটা ছাত্র/ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকগণ ফলাফল ঘোষণাও অতিথিদের বক্তব্য প্রদানের পরে স্টেশনের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফলাফলের জন্য এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথি আরও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এ ধারা যেন ভবিষ্যৎ অব্যাহত থাকে। -
দলিত ও আদিবাসীদের সংবাদ প্রকাশে রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ এপ্রিল) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উন্নয়ন সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম , সাংবাদিক মোবারক আলী, আশরাফুল আলম, আনোয়ার হোসেন আকাশ, মো. বিপ্লব, বিজয় রায়, আবুল কালাম আজাদ, খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন জীবন, দলিত নেতা, আদিবাসী নেতা জেটা হেমব্রম, শিউলী বাসফোর, কান্ত পাহান, তেতোলা দাস, শ্রীমতি মুর্মু প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার দলিত আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয়। তাদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।
দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ম্যানেজার খায়রুল আলম।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, দলিত ও আদিবাসীর প্রতিনিধিবৃন্ধ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
-
মোংলা বন্দর কর্তৃপক্ষ ১৮ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ একাধিক শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রধান চিকিৎসা কর্মকর্তা,পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
বয়সসীমা: ৪৫ বছর
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা। কোনও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিচালনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌযান/নৌ–ভান্ডার)
পদেসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: নৌ বা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি/ডি,ও,টি দ্বিতীয় শ্রেণি।পদের নাম: ড্রেজার মাস্টার (দ্বিতীয় শ্রেণি)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
বয়সসীমা: ৩৫ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। ড্রেজিং (খনন) কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টারের সনদ থাকতে হবে।পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি, বিএড/এমএড ডিগ্রি থাকতে হবে।পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। নার্সিং ডিপ্লোমাপ্রাপ্তির পর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নারী প্রার্থী হতে হবে।পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (অস্থায়ী)
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। নার্সিং ডিপ্লোমাপ্রাপ্তির পর কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নারী প্রার্থী হতে হবে।পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০/-
বয়সসীমা: ৩৫ বছর
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন সামরিক/আধা সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা।পদের নাম: ড্রাইভার/ফর্কলিফট অপারেটর
পদসংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হেভি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রেনচালক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: কার মেকানিক
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ট্রেড সনদসহ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: ভারী যানবাহন চালক
পদসংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ড্রাইভারশিপ সনদপত্র থাকতে হবে।পদের নাম: মেসিনিস্ট
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর মেয়াদি ট্রেড সনদ থাকতে হবে।পদের নাম: ভেসেল মেকানিক (গ্রেড-২)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে।পদের নাম: সুপারভাইজার (গ্রেড-২)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: সাইন পেইন্টার (গ্রেড-১)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: মেকানিক (ভেসেল)
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মেকানিক (ভেসেল) হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ট্রেড সনদ থাকতে হবে ।পদের নাম: ট্রেসার
পদসংখ্যা: ০২টি
বেতন স্কেল: ৯০০০-২১৮০০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: এসএসসি পাসসহ ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।পদের নাম: নিরাপত্তা হাবিলদার
পদের সংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/-
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে -
সার্বিয়া বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ।
সার্বিয়া বলকান অঞ্চলের দেশ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে এক বৈঠকে দেশটির শ্রম, কর্মসংস্থান মন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচ এই আগ্রহের কথা প্রকাশ করেন।
১২ সেপ্টেম্বর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলেগ্রেডে তাদের দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সমঝোতা হয়।ওই বৈঠক বলা হয় বাংলাদেশ থেকে বৈধভাবে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগ করার জন্য সার্বিয়ান কোম্পানিগুলোর ‘গভীর আগ্রহেরথ কথা বৈঠকে রাষ্ট্রদূতকে জানান সার্বিয়ার মন্ত্রী।
এ বিষয়ে একটি সমঝোতা স্মারক বা চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। “ঢাকা ও বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার বিপুল সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সূত্রঃ রিডমিক নিউজ
-
শতভাগ উৎসব ভাতা না দেয়ায় মাদ্রাসা জেনারেল শিক্ষকদের ক্ষোভ প্রকাশ।
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর সভাপতি জহির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আজ সোমবার (১২ জুলাই ২০২১ খ্রিঃ) সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ শিক্ষক- কর্মচারীদেরকে সরকারী নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানান এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে বদলি প্রথা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া নেতৃবৃন্দ জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত, সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি ও মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগের জোর দাবী জানান।
এ সময় সংগঠনের সভাপতি জহির উদ্দিন হাওলাদার জানান,বর্তমান শিক্ষা বান্ধব সরকার এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত করেছেন, ৫% ইনক্রিমেন্ট দিয়েছেন, ২০% বৈশাখী ভাতা দিয়েছেন, প্রায় ছয় শতাধিক স্কুল/কলেজ জাতীয়করণ করেছেন এবং ২০১৯-২০ অর্থ বছরে ২৭৩০টি নতুন প্রতিষ্ঠান এমপিওভূক্ত করেছেন। এছাড়া (কোভিড-১৯) করোনা দূর্যোগে নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে বিশেষ অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এছাড়া তিনি আসন্ন ঈদ- উল- আযহায় শতভাগ উৎসব ভাতা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন ২০০৪ খ্রিস্টাব্দে শিক্ষকদেরকে ২৫% ও কর্মচারীদেরকে ৫০% উৎসব ভাতা দেয়ার নিয়ম চালু হওয়ার পর ১৭ বছর পার হলেও খন্ডিত উৎসব ভাতার পরিবর্তন হয়নি। এটি শিক্ষক সমাজের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক ঘটনা। অনতিবিলম্বে শিক্ষক- কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা দেয়ার জোর দাবীও জানান তিনি।
এছাড়া তিনি স্কুল- কলেজের এমপিও নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এবং শিক্ষকদের সকল যৌক্তিক দাবী পূরনে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে তিনি বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান।
আলোচনা শেষে করোনায় মৃত্যুবরণকারী শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করে এবং করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল বারী বেলাল, ড. মোঃ মোখলেছুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ড. মু. জাকির হোসেন, মোঃ আমির উদ্দিন, মোঃ হোসনি মোবারক,হুমায়ুন তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ ওয়ালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আতাউর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মাসুদা সুলতানা, মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ আল-আমিন সরকার, নুরুল আমিন শিশির, অর্থ-সম্পাদক খোরশেদ কবির মাসুদ, দপ্তর সম্পাদক আরিফ ইমাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ নেকবর হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল, গণ সংযোগ সম্পাদক মোঃ আব্দুল জলিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক, নাহিদা পারভিন, বাবু রজত কান্তি দাস, মাসুদ রানা, জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।