Tag: পীরগঞ্জ

  • ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উদ্ধার করা হয়েছে।শুক্রবার(৭ জানুয়ারি) বিকেলে ভারত থেকে পালিয়ে আসা নীলগাইটি উদ্ধার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামের লোকজন। তারা চারপাশ থেকে ঘিরে ধরে নীলগাইটি ধরতে সক্ষম হন। পরে মাধবপুর থেকে ধুসর ছাই রংয়ের নীলগাইটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

    এনিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে উদ্ধার হওয়া সবগুলো নীলগাই মারা গেছে। তবে এবারের উদ্ধার হওয়া নীলগাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে বলে জানিয়েছেন বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান হিমু সরকার।

    ষষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলে,আমরা ১০ থেকে ১২ জন্য মাঠে খেলে বাড়ি ফিরছিলাম। এসময় দেখি নীলগাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে ‘নীলগাই’, ‘নীলগাই’ বলে হই-হুল্লোড় করলে গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে এটিকে ধরে ফেলে।”

    স্থানীয় তমিজ মিয়া বলেন,অনেক চেষ্টার পর আমরা নীলগাইটি ধরতে সক্ষম হই। এটি অনেক শক্তিশালী, সামলানো যাচ্ছিল না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে খবর দিই।

    বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার জানান,বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী নীলগাইটি দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে রাখে। পরে আমাকে খবর দিলে বিজিবি ক্যাম্পে খবর দেই।

    পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলা প্রাণী চিকিৎসক নীলগাইটি দেখেছেন।এটি সুস্থ রয়েছে নীলগাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নীলগাই উদ্ধারের খবরটি আমরা এখনও জানি না। খবরটি সঠিক হলে এটি হবে চলতি বছরের প্রথম উদ্ধার করা নীলগাই।তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবকটি মারা গেছে।

    ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদ জাহাঙ্গীর বলেন দিনাজপুর,নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাইয়ের বিচরণের ইতিহাস পাওয়া গেলেও ১৯৪০ এর পর থেকে বাংলাদেশে প্রাণীটি খুব একটা দেখা যায়নি। চেহারায় ঘোড়ার সাথে কিছুটা সাদৃশ্য থাকা এ প্রাণীটির অস্তিত্ব ভারতের অনেক এলাকায় থাকলেও বাংলাদেশে এখন বিলুপ্ত। এছাড়া পাকিস্তান ও নেপালেও এর দেখা মেলে। নীলগাই উদ্ধার হলে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে।প্রজননের মাধ্যমে ফের বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে ফিরিয়ে আনা সম্ভব।

    এবিষয়ে শিঙ্গোর সীমান্ত বিজিবির নায়েক সুবেদার সাইফুদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • ঠাকুরগাঁওয়ে গাঁজা সহ মাদক সম্রাজ্ঞী আইরিন গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ে গাঁজা সহ মাদক সম্রাজ্ঞী আইরিন গ্রেপ্তার।

    ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ টাকা সহ মাদক সম্রাজ্ঞী আইরিন বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার দুপুরে পৌর শহরের গুয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সুয়েল রানা পালিয়ে যায়।

    জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়েল রানার বাড়িতে আভিযান চালানো হয়।

    এ সময় সুয়েলের শয়ন ঘড়ের খাটের নিচ লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা। আটক দুই বস্তা গাঁজা সহকারি কমিশনার(ভুমি) কার্যালয়ে ওজন করা হয়। এর ওজন দাড়ায় ২৬ কেজির মত। যার মুল্য পৌনে ১৩ লাখ টাকা। আটক আইরীন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান,বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

     

  • পীরগঞ্জে টিফিনের টাকায় ছিন্নমূল মানুষের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ।

    পীরগঞ্জে টিফিনের টাকায় ছিন্নমূল মানুষের মাঝে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ।

    শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। তা ছাড়া এই সময়ে  ঠান্ডাজনিত রোগেও ভুগছেন শিশু ও বৃদ্ধরা। ঠিক সেই মূহুর্তে শীত নিবারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে উপজেলার ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরবেলা ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ২৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করেন।

    এসময় ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক,শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারি শিক্ষক সুনীল চন্দ্র বর্মন, জবাইদুর রহমান সহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সংগঠক সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রধান বলেন, ২০১৭ সালে বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জনসেবা মূলক কাজের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে । শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।

    ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সেনগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, এর আগে এ এলাকায় শিক্ষার্থীদের এধরণের কোন কার্যক্রম চোখে পড়েনি।

    শিক্ষার্থীদের টিফিনের টাকা জমিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য এ ধরণের কার্যক্রম বিরল। শিক্ষার্থীদের এরকম কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

  • পীরগঞ্জে একটি সেতুর অভাবে,পারাপারে নৌকাই একমাত্র  ভরসা।

    পীরগঞ্জে একটি সেতুর অভাবে,পারাপারে নৌকাই একমাত্র  ভরসা।

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চোপড়াবাড়ি-শালগড়া এলাকার টাঙ্গন নদে একটি সেতুর অভাবে দুটি ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষকে যুগ যুগ ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। টাঙ্গন নদের ওপর সেতু না থাকায় একমাত্র নৌকায় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে স্থানীয় ব্যক্তিরা। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টাঙ্গন নদে সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    উপজেলার কোষারাণীগঞ্জ ও খনগাঁও ইউনিয়নের অবস্থান পাশাপাশি হলেও ওই দুই ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় বাধা হয়ে দাঁড়িয়েছে টাঙ্গন নদ। ওই নদের ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে।

    নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বলতে একটিমাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সাত আট’শ মানুষ জীবিকার তাগিদে নদী পারাপার হন। মানুষের সঙ্গে মোটরসাইকেল ও বাইসাইকেলও পারাপার করা হয়। নৌকায় নদী পারাপারে যাত্রীদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই।

    এছাড়া নৌকাটি যাত্রী নিয়ে পূর্ব পাড়ে পৌঁছালে পশ্চিম পাড়ের মানুষকে অপেক্ষা করতে হয়, সেটি কখন আবার এসে দাঁড়াবে এপাড়ে। এতে যেন দুর্ভোগের শেষ নেই কিষান-কিষানিসহ শ্রমজীবী মানুষের।

    ভারতী রানী, দিলখুলী, বিশো বালা, আশন্তীসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তাঁরা প্রতিদিন কোষারাণীগঞ্জ ইউনিয়ন থেকে খনগাঁও ইউনিয়নে শ্রমিকের কাজ করতে যান। সারা দিন কাজ করে ২০০-৩০০ টাকা মজুরি পান। নৌকা পারাপার হতেই তাঁদের ১০ টাকা দিতে হয়। এতে যেন তাঁদের দুঃখের পাশাপাশি দুর্ভোগের শেষ নেই। তাঁদের কষ্ট লাঘবে সেখানে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।

    লিটন চন্দ্র নামের একজন জানান, নদীর পূর্ব পাড়ের চপড়াবাড়ী গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। জীবিকার তাগিদে প্রতিদিনিই খনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাজ করতে যেতে হয় তাঁদের। নদী পারাপারের জন্য প্রতিদিন জনপ্রতি গুনতে হয় ১০ থেকে ১৫ টাকা। তিনি আরও বলেন, ‘আমরা এ অঞ্চলের লোকজন দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হচ্ছে না।’

    নৌকার মাঝি ফজলে রাব্বি বলেন, ‘নদী পারাপারের জন্য ঘাটটি লিজ নিয়েছি।এ থেকে প্রতিদিন ভালোই আয় হয়। তবে মানুষের খুব কষ্ট হয় এভাবে ঝুঁকি নিয়ে নদী পার হতে। এখানে সেতু হোক এটা আমারও দাবি। তাহলে আর দুর্ভোগ থাকবে না।’

    কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, রামদেবপুর কোষাডাঙ্গীপাড়া এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে পরের ধাপে চোপড়াবাড়ী-শালগড়া এলাকায় সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পীরগঞ্জে দার্জিলিং কমলা চাষে সফল জুয়েল!

    পীরগঞ্জে দার্জিলিং কমলা চাষে সফল জুয়েল!

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় দার্জিলিং জাতের কমলা চাষ করে সফল হয়েছেন আবু জাহিদ জুয়েল। স্বাদে, আকারে ও রঙে অতুলনীয় তাঁর বাগানের কমলা।

    জুয়েলের বাগানের প্রায় গাছে ২৮০ থেকে ৩০০ টিরও বেশি কমলা ধরেছে। তিনি আরও বেশি ফলন আশা করছেন। তাঁর কমলা চাষের সাফল্যের কথা ছড়িয়ে পড়েছে এলাকায়। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ আসছে তাঁর কমলা বাগান দেখতে।

    জুয়েল বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকার গেলে আমি সেসব দেশের কমলা বাগান দেখতে যাই এবং খুঁটিনাটি জ্ঞান নেওয়ার চেষ্টা করি। দেশে ফিরে ভারতীয় দার্জিলিং ছাড়াও আরও দুই জাতের কমলার চারা ঢাকা থেকে সংগ্রহ করি। যার একটি অস্ট্রেলিয়ার অপরটি চাইনিজ কমলার চারা। ৯ থেকে ১০ বছর ধরে এর পেছনে লেগে থেকে আমি কমলা চাষের পদ্ধতি ভালোভাবে রপ্ত করে ফেলেছি।’

    তিনি আরও বলেন, ‘গত বছর কমলা বিক্রি করেন প্রায় ৬ লাখ টাকার মত। এবারও আশা করি এর চেয়ে বেশি টাকায় বিক্রি করব। বর্তমানে ২ বিঘা ২৫ শতক জমিতে ৩০০টি কমলা গাছ আছে। আরও নতুন চারা রোপণ করার কাজ চলছে।’

    জুয়েলের বাগানে একটি গাছে আড়াই’শ থেকে ৩০০টি কমলা ধরে যা প্রায় ২ থেকে ৩ মণ ওজনের হয়। তিনি আশা করছেন ২০০ টাকা কেজি হিসেবে চলতি মাসে ১২ তারিখ থেকে নিজের বাগান থেকে বিক্রি শুরু করবেন।

    পীরগঞ্জ উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, ‘হিমালয়ের পাদদেশে ঠাকুরগাঁও এর অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে এ জেলায় পুষ্টিকর বিদেশি ফল কমলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

  • পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    আসাদুজ্জামান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও ব্লাকমেইল করে হত্যার প্ররোচনার অভিযোগে মিরাজ হাসান নামে এক বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

    মঙ্গলবার বিকালে উপজেলার পীরগঞ্জ টু ঠাকুরগাঁও মহাসড়কের লোহাগাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত নুসরাত জাহান পায়েলের বাবা নূর ইসলাম,সহপাঠি বিথী আক্তার,বর্ষা আক্তার,আদ্রিতা সহ অন্যরা।
    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বখাটে মিরাজ প্রায় সময় নুসরাত জাহান পায়েলকে উত্যক্ত করতো,মারমিট করতো,ব্লাক মেইল করে আপত্তিকর ছবি ও ভিডিও ইনটারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতো।

    এ ব্যাপারে স্থানীয় ভাবে সালিশ মিংসাও বসে। বক্তারা আরো বলেন ওই বখাটেকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

    পায়েলের বাবা নূর ইসলাম বলেন, ওই বখাটে মিরাজ প্রায় সময় আমার মেয়েকে উত্যক্ত করতো, তিনি তার মেয়ের হত্যার প্ররোচনাকারী মিরাজকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

    উল্লেখ্য, গত ২০ নভেম্বর লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান পায়েল ওই বখাটের অপমান সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্ন হত্যা করে। মৃত্যুর আগে তার হাতের লিখা চিঠিতে এ সব কথা লিখে যান ওই ছাত্রী এবং তার সহপাঠিদের কাছে বিষয়টি শেয়ার করেন।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান বিষয়টি নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে ।

  • ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু।

    ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু।

    আসাদুজ্জামান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

    এ দফায় জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টি অংশ নিলেও দলীয়ভাবে মাঠে নেই বিএনপি ও জাপার কোন প্রার্থী।দুটি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯৮ জন।

    মোট ভোট কেন্দ্র ৯৯টি। এছাড়া এ দুটি উপজেলার এগারটি ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী।
    ২নং ওয়ার্ডের ফাতেমা বেগম(১২৫) জানান,ভোট স্বাভাবিক ভাবে সম্পন্ন হচ্ছে।নিজের ভোট নিজের মত করে দেওয়ার প্রসেস কে সাধুবাদ জানাচ্ছি।

    সুষ্ঠভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।