Tag: পারভেজ

  • লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর ধানের ক্ষেত থেকে মো. পারভেজ নামে এক দধি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজ ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল।

    নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় দধি ব্যবসায়ী।

    পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাষ্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ের সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারভেজের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ। ৬ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি।
    ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বু্ড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লীজ নিয়ে শুরু করেন পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ। ফল চাষে সফলতার পাশাপাশি এটিএন নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হোন তিনি৷
    লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ৷ তবে কোন ধরনের কারণ ছাড়াই গত ৩০ জানুয়ারি বাগানের সব ফল গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান। এ ঘটনায় ৬২ লাখ ৮০ হাজার টাকার গাছ ও ফলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ৷
    উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ বলেন, গত ৩০ জানুয়ারি গভীর রাতে আমার লিজ নেওয়া ফল বাগানে জমির মালিকের নেতৃত্বে হামলা চালিয়ে ২৭০টি আপেল কুল, ২০০টি মাল্টা, ১০০টি কমলা ও ১,৮০০টি পেয়ারা গাছ কেটে ফেলে। এমন কাজের মাধমে আমাকে সর্বশান্ত করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাড়ানোর কোন শক্তি রইলো না। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন চুক্তি সম্পাদন করি। আবার ফল বাগানের পরিচর্যা শুরু করি।  গত বছরের ১৬ ফেব্রুয়ারী জমির লীজ মূল্য হিসেবে ৯৪ হাজার টাকা জমির মালিককে দেই। সেই সাথে চুক্তি অনুযায়ী ২০২৫ সালে ৯৪ হাজার ও ২০২৬ সালে ৯৪ হাজার টাকা দিতে হবে। কোন কারন না জানিয়ে বাগানে ফলনে ঈর্ষান্বিত হয়ে বাগানের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি জমির মালিক আখতারুজ্জামান।
  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

    এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।