Tag: নেতা

  • প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, সাবেক পৌর মেয়র, সরকারি আকবর আলী কলেজের ভিপি ও জিএস, সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. মারুফ বিন হাবিব এর তৃতীয় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মরহুমের ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পৌর শহরের তেতুলতলা মোড় সংলগ্ন কাওয়াকে তৃণমুল আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের একাংশ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, শোক শোভাযাত্রা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ।

    স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সহ সভাপতি আলহাজ্ব জাহেদুল হক, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, আ’লীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু, মোঃ শফিউল আলম হ্যাভেন, আব্দুল হাই, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ আবু হানিফ, মোঃ তারিকুল ইসলাম তারেক, আবু সাঈদ স্বপন ও আমিনুজ্জামান অলক প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমুহ প্রয়াত এই নেতার ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পালন করে। উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনার আয়োজন করে মরহুমের ভক্ত ও অনুরাগীরা।
    উল্লাপাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের প্রায় ২ (দুই) হাজার নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ ৩ নেতার জামিন নামঞ্জুর-কারাগারে পাঠানোর নির্দেশ।

    লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ ৩ নেতার জামিন নামঞ্জুর-কারাগারে পাঠানোর নির্দেশ।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়তের ৩ শীর্ষ নেতাকে লক্ষ্মীপুর জেল কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন মাস্টার মো: রুহুল আমিন ভূঁইয়া , এ আর হাফিজ উল্যা ও মোহাম্মদ নুরুল হুদা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছেন। বিচারক তাদের আবেন নামঞ্জুর করেছেন। তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও ৫ জন কারাগারে আছে।

    গ্রেপ্তারকৃত রুহুল আমিনজেলা জায়ামাতের আমির, হাফিজ উল্যা সেক্রেটারী ও নুরুল হুদা জেলা কমিটির সিনিয়র নেতা।

    আদালত সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিপুল শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা ভাড়া বাসায় জামায়াতের ৪০-৫০ জন লোক ঘপ্টনাস্থলে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পাঁয়তারায় বৈঠক করছিলেন। এসময় ৫২০ টি জেহাদি বইসহ ২ জনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    পরদিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ১০ অক্টোবর রাতে আরও তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে এই মামলায় আবদুর রহমান, নুর আলম লিটন, আবদুর রশিদ ও সক্রিয় শিবির সদস্য সুমন ও বেলাল হোসেন কারাগারে রয়েছেন।

    এই দিকে মামলার অন্যতম আসামি রুহুল আমিন, হাফিজ উল্যা ও নুরুল হুদা তখন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূল(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ।

    ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূল(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ।

    ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূল(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ


    ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ জুন ) বাদ জুম’আ নাগরপুর উপজেলা সর্বস্তরের উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায় সর্বস্তরের তৌহিদী জনতা এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেইট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেইটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়।

    বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা)

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।

    এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।

    নেতৃবৃন্দগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর প্রতিবাদ অনেকগুন বাড়বে।

    উল্লেখ্য, বিজেপি’র জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. ও হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নুপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

    এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে নাগরপুর সরকারি কলেজ মসজিদ এর ইমাম ও খতিব মুফতি সাদিক( দা.বা),দুযাজানী কলেজ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাদী (দা.বা),অধ্যাপক আলহাজ্ব এম.এ.সালাম,অধ্যাপক মোহাম্মদ শামীম আল মামুন সেলিম,অধ্যাপক আলী আকতার,শিক্ষক মো.শওকত আল, মাওলানা মঈন উদ্দিন, হাফেজ লতিফ,মাওলানা ছামিনুর ইসলাম,হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.ওয়াহাব,বণিক নেতা স্বাধীন,সাবেক ছাত্রনেতা মো.গোলাম মোস্তফা গোলাম ও বিপুল সংখ্যক মিডিয়াকর্মীসহ নাগরপুরের সর্বস্তরের তৌহিদী ধর্মপ্রাণ মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রহিমের মৃত্যু।

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রহিমের মৃত্যু।

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রহিমের মৃত্যু।


    লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের কাচারি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহিম হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ঢাকা মহানগর বিএনপি’র কেন্দ্রীয় সদস্য
    লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বেড়ির মাথার এলাকার নূর আলমের ছেলে ও ৫ সন্তানের জনক। পেশায় তিনি ব্যবসায়ী।

     

    পুলিশ ও স্বজনরা জানায়, নিজ বাড়ী চররুহিতা ৫নং ওয়ার্ডের কাঞ্চনী বাজার থেকে মোটর সাইকেল যোগে আব্দুর রহিম লক্ষ্মীপুর চক বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই কাচারি বাড়ী এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-(ট) ১৯-৬৮১৩) তাকে চাপা দেয়। এতে তার কোমরের থেকে নিচের অংশ থেঁতলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুউদ্দিন সাবুর ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বিষয়টি শুনে দুঃখজনক আল্লাহ পাক রহিম ভাইকে বেহেস্তে নসিব করুন আমিন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

    পালিয়ে যাওয়ায় ট্রাকটি ড্রাইভার ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

  • নাগরপুরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী।

    নাগরপুরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী।

    নাগরপুরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা গৌতম


    বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (৭০) মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে গতকাল (২৬ মে) সন্ধ্যায় পেটের তীব্র ব্যাথা নিয়ে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

    টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার জননন্দিত এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এদিকে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনসাধারণের মধ্যে বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নাগরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব মো: হাবিবুর রহমান হবি বলেন, টাঙ্গাইলের জনপ্রিয় এই নেতার এই সময়ে চির বিদায় আমাদের জন্য নি:সন্দেহে বড় ধাক্কা। তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা নাগরপুরবাসী এক মহান নেতাকে হারালাম।

    গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ – ২০০৬ মেয়াদ কালে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি প্রার্থী হিসাবে দুই বার বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী কে পরাজিত করেন।

    এছাড়াও ২০০৮ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনে টাঙ্গাইল-৬ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। দীর্ঘ সংসার জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী এবং শোভাকাঙ্খী রেখে গেছেন।

  • জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার সহ যুবলীগের ২ নেতা।

    জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার সহ যুবলীগের ২ নেতা।

    জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার ও তার সহযোগী দুই যুবলীগ নেতা।

     


    রাজশাহীর তানোরে ওএমএস এর চাল চুরির অপরাধে অবশেষে জরিমানায় ছাড় পেলেন যুবলীগের দুই নেতা। শনিবার ১৪ মে সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই যুবলীগ নেতার ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করে দেন বলে নিশ্চিত করেছেন তিনি। দণ্ড প্রাপ্তরা হলেন ওএমএসএর ডিলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন ও তার সহযোগী সহিদুল ইসলাম সদস্য। তাদের বাড়ি তানোর পৌরসভার বুরুজ দক্ষিন পাড়া গ্রামে।

    জানা গেছে, তানোর পৌর এলাকার কাশিম বাজারে ওএমএসএর ডিলার হিসেবে আছেন ওয়ার্ড যুবলীগের নেতা আলফাজ উদ্দিন। তিনি গত বৃহস্পতিবার গুদাম থেকে চাল তুলে চোরাই ভাবে কালো বাজারে বিক্রির জন্য আরেক যুবলীগ নেতা সহিদুলের বাড়িতে। এঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর ২ টার দিকে
    জানা গেছে, দরিদ্র অসহায় অসচ্ছল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বর্তমান সরকার বিশাল ভর্তুকির মাধ্যমে পৌর এলাকায় ওএমএসএর চাল ও আটা বিক্রি শুরু করেন।

    ৩০ টাকা কেজি দরে প্রতিদিনই একজন ডিলার এক মে; টন চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রির নিয়ম। প্রতিজন ব্যক্তি দিনে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা কিনতে পারবেন। তানোর পৌর এলাকার তিনটি ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। পৌর এলাকার কাশেম বাজার পয়েন্টে বিক্রি করেন ডিলার ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ। তিনি গতকাল বৃহস্পতিবারে চাল উত্তোলন করে তার সহপাঠী বুরুজ দক্ষিন পাড়া গ্রামের সহিদুলের বাড়িতে ১৬ বস্তা চাল চুরি করে বাড়তি দামে বিক্রি করেছেন। এঘটনায় গ্রামবাসী দেখতে পেয়ে নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে অভিযান চালিয়ে সহিদুলের বাড়িতে ১৬ বস্তা চাল জব্দ করে রাখেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। তবে চালের বস্তা পাল্টিয়ে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্হা নেওয়া হবে। তদন্তে প্রমাণ হলে কঠোর ব্যবস্হা, কোন ছাড় না।

    সহিদুল জানান, আমার স্ত্রী অসুস্থ, এজন্য অল্প অল্প করে কিনে রাখা হয়েছে।ডিলার আলফাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি বোনের বাড়িতে আছি পরে কথা বলছি বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    গ্রামবাসী বলেন, গরীবের জন্য বিশাল ভর্তুকির মাধ্যমে সরকার চাল দিচ্ছেন। আর সেই চাল চুরি করে বিক্রি করে অন্যের বাড়িতে রাখা হচ্ছে। গরীবের পেটে লাথি মেরে আলফাজ ও সহিদুল চাল চুরি করার পর কেন তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হল না। এসব কারনে এমপির বদনাম। এদের মত ব্যক্তিদের দলে রাখাই টিক না। তাদের জন্য সবার বদনাম বলেও ক্ষোভ প্রকাশ করেন।

  • আ’লীগ নেতা হিমু’র সাথে নাগরপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়। 

    আ’লীগ নেতা হিমু’র সাথে নাগরপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়। 

    আ’লীগ নেতা হিমু’র সাথে নাগরপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়। 


    টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    শুক্রবার (১ এপ্রিল) ঢাকা সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁয় বরেণ্য এই রাজনীতিবিদ নাগরপুরের সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এছাড়াও নাগরপুর উপজেলার বর্তমান রাজনৈতিক পরিবেশ, সামাজিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আলোচনা করেন।

    এসময় তারেক শামস খান হিমু বলেন, প্রথমেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সবসময় আপনাদের পাশে আছি। এছাড়াও তিনি ভবিষ্যৎতে নাগরপুরে সাংবাদিকতার উন্নয়নের চেষ্টায় সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন,জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের নাগরপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন,দৈনিক এই বাংলা প্রতিনিধি আবদুল্লাহ খিজির,দৈনিক নবচেতনা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন,দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আজিজুল হক,দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আশরাফুল বাবু,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মাহিদুল ইসলাম রাশেদ,দৈনিক সংগ্রাম প্রতিনিধি ডা.এম এ মান্নান,দৈনিক এই আমার দেশ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম,দৈনিক দেশ সেবা প্রতিনিধি তারিকুল ইসলাম,দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ইউসুফ হোসেন লেনিন,সাপ্তাহিক লোকধারা প্রতিনিধি গোপাল সরকার ওসাপ্তাহিক মুক্তির ডাক প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমূখ।

  • ভালোবাসা দিবসে ঠাকুরগাঁওয়ে কে হবে অনলাইন সাংবাদিকদের নেতা।

    ভালোবাসা দিবসে ঠাকুরগাঁওয়ে কে হবে অনলাইন সাংবাদিকদের নেতা।

    ভালোবাসা দিবসে ঠাকুরগাঁওয়ে কে হবে অনলাইন সাংবাদিকদের নেতা।


    আগামী ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলাপ-আলোচনা। ভোটারদের মনে প্রশ্ন ভালোবাসা দিবসে আয়োজিত এবারের নির্বাচনে কে হচ্ছেন অনলাইন সাংবাদিকের নেতা।

    ১৩টি পদের মধ্যে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এরমধ্যে সভাপতি পদে দুইজন যথাক্রমে আব্দুল আউয়াল ও জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শাকিল আহমেদ ও আব্দুল্লাহ আল সুমন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রহিম শুভ ও আব্দুর রাজ্জাক বাপ্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশিষ্ট ১০টি পদে একক প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

    শনিবার সংগঠনের বিভিন্ন ভোটারদের সাথে আলাপকালে এমনি কথা উঠে আসে। তবে ভোটারদের দাবি- শিক্ষিত, সাংবাদিকতায় দক্ষ ও সংগঠনকে যে ভালোবাসবে তাকেই করা হোক অনলাইন সাংবাদিকদের নেতা।

    জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করেন। তপশীলে নির্বাচনের তারিখ নির্ধারন করা হয় আগামী ১৪ ফেব্রুয়ারী।

    ২৭ তারিখ সংগঠনের ১৩ টি পদে মনোনয়ন পত্র ক্রয় করেন আগ্রহী প্রার্থীরা। এরমধ্যে সভাপতি পদে আল মাহমুদুল হাসান বাপ্পী, আব্দুল আউয়াল ও জহিরুল ইসলাম। সহ-সভাপতি পদে তারেক হোসেন, সাধারণ সম্পাদক পদে শাকিল আহমেদ ও আব্দুল্লাহ আল সুমন, সহ-সধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক পদে জুনাইদ কবির, অর্থ সম্পাদক পদে নাহিদ রেজা, দপ্তর সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে সুজন আলী, সাহিত্য ও সাংস্কৃতিক পদে রহিম শুভ ও আব্দুর রাজ্জাক বাপ্পী এবং নির্বাহী সদস্য পদে রহিম উল আলম খোকন, মাজেদুর রহমান ও আব্দুল আজিজ আরিফ মনোনয়নপত্র ক্রয় করেন।

    ২৯ জানুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১৩টি পদে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন ; তবে সভাপতি পদে ৩ জন মনোনয়ন ক্রয় করলেও আল মাহমুদুল হাসান বাপ্পী মনোনয়নপত্র দাখিল করেনি। বাকি অন্যান্য পদে সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

    পরে ৩০ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন যথাক্রমে আব্দুল আউয়াল ও জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শাকিল আহমেদ ও আব্দুল্লাহ আল সুমন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রহিম শুভ ও আব্দুর রাজ্জাক বাপ্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও অন্যান্য ১০টি পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন চায়ের দোকানে চায়ের আড্ডায়সহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছন প্রার্থীরা। ভোটারদের দিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। একদিকে যেমন থেমে নেই প্রার্থীরা অপরদিকে চিন্তিত ভোটাররাও। মনে প্রশ্ন তাদের মধ্যে কে হবে এই সংগঠনের আগামীর নেতা। এমনি ভিন্ন প্রশ্ন যেন ভোটারদের মধ্যে।

    সংগঠনের সফল সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল। তিনি এবারের নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল আউয়াল বলেন, আমি প্রতিটি সময় সকল সহকর্মীর পাশে ছিলাম ও এখনও আছি। সভাপতির চেয়ার মূল বিষয় নয়, বিষয়টি হলো আমি সংগঠনকে ভালোবাসি। আমি আগেও সকলের পাশে ছিলাম আগামীতেও থাকবো। আমি ভোটারদের সাথে কথা বলছি। তারা আমাকে চাচ্ছেন। আশা করছি আমি সভাপতি হিসেবে নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে সংগঠনের উন্নয়ন সবসময় কাজ করবো এবং সদস্যদের যে কোন বিপদে পাশে থাকবো।

    সংগঠনের বর্তমান সদস্য এবং এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা পেশায় জড়িত আছি। ইতিমধ্যে আমি প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে ভোট চেয়েছি। তারা আমাকে সারা দিয়েছে। আমি শতভাগ আশাবাদী ভোটাররা আমাদে বিজয়ী করবে। আমি যদি বিজয়ী হই তাহলে সংগঠনের সকল সদস্যদের পাশে থাকবো এবং সংগঠনের উন্নয়নে কাজ করবো।

    এই সংগঠনের সবথেকে পরিচিত মুখ এবং সংগঠনের তিন বারের সফল সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। বর্তমান কমিটিতেও তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই সংগঠন সবসময় তরান্বিত হয়েছে এবং সংগঠনের উন্নয়নে সবসময় কাজ করেছে। যে কোন সদস্যের বিপদে সবসময় পাশে থেকে এই নেতা। এবারের নির্বাচনে পূণরায় শাকিল আহমেদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সাধারণ সম্পাদক প্রার্থী শাকিল আহমেদ বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটিতে আমি সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। এর পরের কমিটিতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণ করি। এরপর থেকে পর পর আরও দুইবার ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সংগঠনকে গতিশীল করার জন্য। সেই সাথে সংগঠনের উন্নয়ন সবসময় কাজ করেছি এবং সংগঠনকে ঢেলে সাজিয়েছি। এবারের নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার বিশ্বাস সংগঠনের স্বার্থে সদস্যরা আমাদের পূণরায় নির্বাচিত করবে। আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ ভুমিকা পালন করব এবং সদস্যদের পাশে অতীতে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো।

    সংগঠনের সদস্য এবং এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল সুমন বলেন, আমি বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি তারা আমার পক্ষে রয়েছে। ভোটাররা আমার পাশে থাকলে আমি অবশ্যই বিজয়ী হবো। আমি যদি বিজয়ী হই তাহলে চেষ্টা করবো সকলকে সাথে নিয়ে কাজ করার।

    সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুইজন রহিম শুভ ও আব্দুর রাজ্জাক বাপ্পীও আশাবাদী তারা বিজয়ী হবে। তারা বিজয়ী হলে সংগঠনের উন্নয়নে কাজ করে যেতে চান।

    সংগঠনের সদস্য আরমান হোসেন ও ওয়াদুদ হোসেন বলেন, নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাহিত্য ও সাংস্কৃতিক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সাধারণ ভোটার, আমরা চাই এমন একজন নেতাকে যে সংগঠনের স্বার্থে কাজ করবেন। আমাদের দেখে শুনে রাখবে। আমাদের কোন সদস্য যদি কোন সমস্যায় পড়ে সেটি গুরুত্ব সহকারে দেখবে। তবে মূল যে বিষয়টি হলো তাকে সাংগঠনিক ও শিক্ষিত হতে হবে। যাতে যে কোন পরিস্থিতিতে সংগঠনের সাথেই থাকতে পারে এবং সংগঠনে উন্নয়ন কাজ করবে। এবারের নির্বাচনে স্বচ্ছ, সৎ ও পরিশ্রমি মানুষকেই আমরা নির্বাচিত করবো।

    সংগঠনের বর্তমান কমিটির সভাপতি তানভির হাসান তানু বলেন, দুইবছর আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি চাই এবার নতুনরা আসুক, তাই এবারে নির্বাচনে অংশগ্রহণ করিনি। নির্বাচনের মাধ্যমে সভাপতি যেই নির্বাচিত হোক, তাকে একটি বিষয় মনে রাখতে হবে এই পদটি অনেক গুরুত্বপূর্ণ। আমি সংগঠনের স্বার্থে বলবো একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি এই পদের দায়িত্বে আসুক।

    সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সংগঠনের নির্বাচন। ১৩টি পদের মধ্যে নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশিষ্ট ১০টি পদে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সংগঠনে ভোটার সংখ্যা ৪৯ জন। আশা করছি সুন্দর পরিবেশ ও সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে। সেই সাথে সংগঠনের সদস্যরা তাদের নেতৃত্বকে নির্বাচিত করবে।

  • এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় আলম খান (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামী লীগ নেতা আলম খান কানসোনা গ্রামের আব্দুস সালামের ছেলে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের থানার মামলা সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সম্পর্কে দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক, নেতা-কর্মী নিযার্তনকারী ও বিভিন্ন ধরনের কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করিয়া প্রচার ও প্রকাশ করে। উক্ত পোস্টের আলোকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১), ৩১(২) ও ৩৫(২) ধারায় মানহানি কর তথ্য প্রচারের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে আলম খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের মামলার প্রেক্ষিতে আলম খানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

    সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আলাম খান সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ব্যক্তিগত আক্রোশে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

  • সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা।

    সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা।

    সিরাজগঞ্জে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    ২ ফেব্রুয়ারী বুধবার রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোঃ সিদ্দিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে রান্ধুনীবাড়ী বাজারে আকবর আলী নামে যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তিনি বলেন,আমরা ঘটনাস্থলে রয়েছি। রান্ধুনী বাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে সকল দোকানপাট বন্ধ করে পালিয়ে গেছে। ঘটনার বিবরন পরে জানানো যাবে।