Tag: নিখোঁজ

  • উলিপুরে তিস্তা নদীর পানির স্রোতে নিখোঁজ এক কৃষক।

    উলিপুরে তিস্তা নদীর পানির স্রোতে নিখোঁজ এক কৃষক।

    রোকন মিয়া,উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ভারত থেকে নেমে আসা পানির চাপে তিস্তার পানি বৃদ্ধি পায়।এর ফলে নদীর পানির তীব্র স্রোতে কুড়িগ্রামের উলিপুরের বদিয়াজ্জামান নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।

    বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ বদিয়াজ্জামান উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়ার বাসিন্দা।

    স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন বদিয়াজ্জামান। এ সময় প্রবল স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে যান। একই সময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও বদিয়াজ্জামানের সন্ধান পাওয়া যায়নি।

    এ দিকে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজের ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই কৃষকের কোনো সন্ধান মেলেনি।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআইয়ুব আলী সরকার দৈনিক অধিকারকে তীব্র স্রোতে কৃষক নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন। ইউনিয়ন পরিষদের সদস্যদের বরাতে তিনি বলেন,নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে নদী পাড় হয়ে চরাঞ্চলে যান। পরে দুপুরের দিকে ঘাসের বস্তা সাথে নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।

    এ দিকে,সকালের পর থেকে দুপুর পর্যন্ত পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় সাঁতার কেটে নদী অতিক্রমের সময় স্রোতের তোড়ে ডুবে যান তিনি। স্থানীয়দের সহযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।

    এ দিকে, বিষয়টিতে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, কৃষক নিখোঁজের বিষয়ে আমাদের এখনো জানানো হয়নি।

    অন্যদিকে, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনাটি এইমাত্র শুনলাম। আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো ব্যবস্থা নিতে পারিনি।

    উল্লেখ্য, গত কয়েক দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি হঠাৎ করেই স্বাভাবিক তিস্তাকে অশান্ত করে তুলেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকি বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে স্রোতের তোড়ে তিস্তা ব্যারেজ ভেঙে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

  • লক্ষ্মীপুরের কমলনগরে এক সাথে দুই বোন নিখোঁজ।

    লক্ষ্মীপুরের কমলনগরে এক সাথে দুই বোন নিখোঁজ।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় ডিজি করা হয়েছে।

    এর আগে সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। নিখোঁজ দুই কশোরী চাচাতো-জেঠাতো বোন।

    নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়।এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি জানান।

  • নিখোঁজের ২ দিন পর কানাইঘাট সুরমা নদী থেকে জসিমের লাশ উদ্ধার।

    নিখোঁজের ২ দিন পর কানাইঘাট সুরমা নদী থেকে জসিমের লাশ উদ্ধার।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধি: নিখোঁজের ২ দিন পর কানাইঘাট সুরমা নদী থেকে শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্থ ইউনিয়নের সরুফৌদ গ্রামের মুহিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৮) এর ভাসমান লাশ পাওয়া গেছে।

    লাশ কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এজি.ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জানা যায়,গত বুধবার জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সুরমা নদীতে একটি নৌকা বাইচ প্রতিযোগীতা হয়।

    সেই নৌকা বাইচে দরবস্থ ইউনিয়নের সরুখেল এলাকার ১ টি বাইচ নৌকা অংশ গ্রহণ করে, সেই নৌকা বাইচ এর সাথে ছিলেন জসিম উদ্দিন সহ তাদের এলাকার কয়েকজন।

    বাইচ প্রতিযোগীতা শেষে নদী পথে বাড়ী ফেরার সময় রাত সাড়ে ৯ টার দিকে কানাইঘাট বানীগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে সুরমা নদীতে বড় ধরনের একটি বালু পরিবহণের ভলগেট জসিম উদ্দিনের বাইচ দৌড়ের নৌকা সহ উক্ত নৌকার সাথে বাধা একটি ইঞ্জিল চালিত নৌকাকে সজুরে ধাক্কা দিলে দুটি নৌকা নদীতে উল্টে গিয়ে ৩ জন গুরুতর আহত হন অন্যরা সাঁতার কেটে নদীর পারে উঠেন। কিন্তু ইঞ্জিল নৌকার চালক জসিম উদ্দিন সুরমা নদীর পানিতে পড়ে নিখোঁজ হলে তার সন্ধানের জন্য গত বৃহষ্পতিবার দুপুর থেকে সন্ধা প্রর্যন্ত মানিকগঞ্জ বাজারের সুরমা নদীর আশপাশ এলাকায় সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল জসিম উদ্দিনের সন্ধানের জন্য তল্লাশী চালালেও তার লাশ পাওয়া যায়নি।

    গতকাল শুক্রবার কানাইঘাট গাছবাড়ী বাজারের পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় জসিম উদ্দিনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিনের আত্মীয় স্বজন সহ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ ও জৈন্তাপুর দরবস্থ ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। পুলিশ ধাক্কা দেওয়া ভলগেটটি আটক করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়া ঘাটিনা রেলসেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সুদেব(২৬) নামের এক ভ্যানচালক। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার দিকে করতোয়া নদীর উপর ঘাটিনা রেলসেতুতে এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ তিন নারী ও এক যুবক প্রাণে বেঁচে গেছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ডুবারি নিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে এক দিন পর ২৫ আগস্ট বুধবার সকাল ৯ টার সময় করতোয়া নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সুদেব বেলকুচি উপজেলার খুকনি দহপাড়া গ্রামের সুধিরের ছেলে। নিহত ওই ভ্যানচাল ৫ মাস আগে বিবাহ করেছিলেন।

    নিহতের জ্যাঠাতো ভাই প্রশঞ্জিত জানান একই গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে ইউসুফ আলী গতকাল মঙ্গলবার দুপুরে তার স্বজনদের সাথে নিয়ে সুদেবের অটোভ্যান যোগে উল্লাপাড়া শাজাহানপুর ঘটিনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানচালক সুদেব নিহত হয়।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান মঙ্গলবার বিকেল ৫ টার দিকে স্থানীদের মাধ্যমে জানতে পাড়ি ঘাটিনা ব্রীজে একজন লোক ট্রেনের ধাক্কায় করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হয়।পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে পারেনি। এক দিন পর ২৫ আগস্ট বুধবার সকালে ডুবারি নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা হেফাজতে হস্তান্তর করা হয়।

    এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আতোয়ার হোসেন জানান নিখোঁজ সুদেবের লাশ বুধবার সকাল ৯ টার সময় উদ্ধার করা হয়েছে। নিহতে লাশ ময়নতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন।২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার ঘাটিনা রেলসেতুর উপর এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ আরো তিন নারী প্রাণে বেঁচে গেছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ততপরতা চালাচ্ছে। তবে নিখোঁজ ভ্যানচালক ও বেঁচে যাওয়া কারো পরিচয় জানা যায়নি। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি ভ্যানে করে শিশুসহ ৩ নারী ঘাটিনা ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরে ভ্যান চালক ঘাটিনা ব্রিজ দেখানোর জন্য ব্রিজের উপর নিয়ে যায়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আকষ্মিকভাবে সেতুর উপরে উঠে পড়ে। এসময় শিশুসহ ওই তিন নারী ব্রিজের নিচে নিয়ে আত্মরক্ষা পায়। কিন্তু ভ্যান চালক বঙ্রে ভিতর আসতে পারেন না। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় করতোয়া নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।

    তবে নিখোঁজ ভ্যান চালকসহ তাদের পরিচয় জানা যায়নি। নাদির হোসেন আরো জানান, রাজশাহী থেকে ডুবুরিদল আসছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ভ্যান চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ।

    কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ।

    কক্সবাজার প্রতিনিধিঃলকডাউন শিথিল করে সৈকত ও পর্যটনস্পট খুলার দুদিনের মাথায় কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ইরফানুল হক মাহি নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। এসময় নিখোঁজ স্কুল ছাত্রের অপরসঙ্গীকে বিপদাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়।

    শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ নিখোঁজের ঘটনা ঘটে। বিপদাপন্ন শিক্ষার্থীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজের খুঁজে কাজ করছেন পুলিশ ও সংশ্লিষ্টরা।

    নিখোঁজ শিক্ষার্থী ইরফানুল হক মাহি (১৫) কক্সবাজার শহরের টেকপাড়া কালুর দোকান (পেট্রোল পাম্পের বিপরীতে) এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

    নিখোঁজ শিক্ষার্থীর নিকট আত্মীয় জেলা ছাত্রলীগ নেতা আহমেদ ফরহাদ জানান, দীর্ঘ ১৪০দিন বন্ধ থাকার পর ১৯ আগস্ট কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন স্পষ্ট ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকার। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসার পাশাপাশি স্থানীয়রাও সৈকতের বালিয়াড়িতে আসছে।

    শনিবার দুপুরের দিকে বন্ধু ওয়াহিদকে সাথে নিয়ে এরফানুল হক মাহি কক্সবাজার সৈকতে যান। সৈকতে ঘুরাফেরা করার পর তারা দুজন একপর্যায়ে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ গোসলকালে বেলা সাড়ে ৫টার দিকে অকস্মাৎ মাহি ও ওয়াহিদ ঢেউয়ের ফিরতি স্রোতে ভেসে যায়। তা দেখে সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা দ্রুত ঝাপিয়ে পড়ে ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও মাহি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, বীচকর্মী, লাইফগার্ড ও মাহির স্বজনরা তাকে উদ্ধারে নানা জায়গায় তৎপরতা চালাচ্ছে।

    লাইফগার্ড কর্মীরা জানায়, মাহি ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একসময় পানিতে ভাসতে ভাসতে সমুদ্র গভীরে চলে যায়। তাদের ভেসে যেতে দেখে উপস্থিত লাইফ গার্ড সদস্যরা ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও তার বন্ধু মাহির সন্ধান পাননি।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান বলেন, উদ্ধার কর্মীরা সৈকতের সুগন্ধা পয়েন্টসহ সাগরের সম্ভাব্য স্থানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। যেখান থেকে তারা ভেসে যায় সাগরের সেই অংশটা নদীর মতো হয়ে গেছে। স্রোতের টানে নিজেদের সামাল দিতপ পারেনি হয়তো কিশোরদ্বয়।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার !

    সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার !

    সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।

    মৃত ফাহিম হোসেন অনিক পাবনার সাথিয়া উপজেলার সোনতলা গ্রামের প্রকৌশলী (এজিইডি) মোঃ আকরাম হোসেনের ছেলে।

    জানা যায়, অনিক শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল।

    শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা রিং বাধ এলাকায় বড়াল নদী ও ধলাই নদীর মোহনায় গোসল করতে যায়।তার সাথে ছিল মামাতো ভাই আদিব (১১), মুকিত (৯) ও খালাতো ভাই পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের জাকির হোসেনের ছেলে পার্থ (২৮)।

    অনিকের খালাতো ভাই পার্থ জানায়, দুপুর ১টার দিকে গোসল করার সময় ছোট দুই ভাই আদিব ও মুকিতের পায়ের নিচ থেকে বাধের বালি সরে গিয়ে পাড় থেকে পানিতে পড়ে ডুবে যাওয়ার সময় চিৎকার দেয়।তৎখনাৎ আমি ও অনিক তাদের উদ্ধারে পানিতে নেমে পড়ি।আমি আদিবকে সাতরে পারে নিয়ে আসি, তবে অনিক ও মুকিত পারে উঠতে ব্যার্থ হয়। পরে স্থানীয় জেলেরা এগিয়ে এসে মুকিতকে উদ্ধার করে। তবে অনিককে খুঁজে পাওয়া যায় না।

    স্থানীয় লোকজনের মারফত শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

    পরে স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে অনিকের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা সাড়ে ৬টার সময় তার লাশ উদ্ধার অভিযানে নামে। আধা ঘন্টার উদ্ধার অভিযানে তারা অনিকের লাশ সন্ধ্যা ৭টার সময় নদীর তলদেশ থেকে উদ্ধার করে।

    অনিকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান। এই ঘটনায় শাহজাদপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

    ১০ (জুলাই) শনিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আমারজমিন প্রতিবেদককে জানান, গত বধুবার ৭(জুলাই) আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়, নিখোঁজের পর থেকে স্বজনের সম্ভব্য সকল জায়গায় খোজাখুজি করে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি সাধারণ ডাইরী করেন। আজ সকালে আব্দুর রশিদের মরদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। পারিবারিক ভাবে জানা যায়, আব্দুর রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

  • বেলকুচিতে নিখোঁজের পর প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার, পরিবারের ধারনা পরিকল্পিত হত্যা।

    বেলকুচিতে নিখোঁজের পর প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার, পরিবারের ধারনা পরিকল্পিত হত্যা।

    সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজ হওয়ার এক দিন পরে বাক প্রতিবন্ধী আদিবা খাতুন (৫) নামের এক শিশুর লাশ বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

    শনিবার ২৬ জুন সকালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারনা পরিকল্পিত ভাবে আদিবাকে হত্যা করা হয়েছে।

    জানা গেছে, শুক্রবার সকালে ১১ টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। পরে বেলকুচি থানায় নিখোঁজের সাধারণ জিডি করেন জিডি নং-১০৩০। শনিবার সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ি পিছিনে একটি ডোবার পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর প্রাথমিক ভাবে আদিবার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

    এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।

  • নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

     

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন সচেতন যুব সমাজ।

    শুক্রবার জু’আর নামাজ শেষ করে দুপুর ২ টার সময় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা।

    মানববন্ধনে শত শত মুসুল্লি সতস্ফর্ত ভাবে অংশ গ্রহণ করে আদনানের সন্ধানের দাবীতে স্লোগান শুরু করেন।এ সময় বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এসময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন। সন্ধানে ব্যর্থ হলে সারাদেশ ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেন তারা।