Tag: নিখোঁজ

  • বাঘায় তিন দিনেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

    বাঘায় তিন দিনেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় ঈশা খাতুন নামের ৫ বছরের শিশুর তিন দিনেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে শিশুর পিতা  এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাঘা প্রেস ক্লাবের গণমাধ্যককর্মীদের জানিয়েছেন। নিখোঁজ শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেল স্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
    জানা যায়, আড়ানী রেল স্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগম ধুপিপিঠা বিক্রি করে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে মায়ের কাছে যায় ঈশা খাতুন। পরে আর বাড়িতে আসেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার পিতা ইউসুফ আলী বাদি হয়ে শুক্রবার বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।
    তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গায়ে ছিল জিন্স রংগের জ্যাকেট ও জিন্সের ফুল প্যান্ট। কপালের বাম পাশে দাগ রয়েছে।
    কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধ্যান পেলে ০১৮১৭-১৬৬৯৮২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ জানিয়েছেন।
    বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী জিডি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।
  • শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার।

    শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার।

    শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২দিন পর করতোয়া নদী থেকে কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা। নিহত কলেজ ছাত্র মনির হোসেন (১৮) শাহজাদপুর পৌর শহরের রূপপুর পুরানপাড়া গ্রামের সাইকেল মেকার মোঃ হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

    নিহতের ফুপাতো ভাই মোঃ ইমরান হোসেন জানান, মনির হোসেন গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি।

    শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা রূপপুর নতুনপাড়া নামকস্থানে করতোয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে । পরে ওদের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় নিহতের লাশ দেখতে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমায় নদী পাড়ে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

  • ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক কিশোরী শিক্ষার্থী  নিখোঁজ।

    ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক কিশোরী শিক্ষার্থী  নিখোঁজ।

    .ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুকুরী ইউনিয়নের মোঃআসিক রহমানের কন্যা মোছাঃআফসানা (১১)নিখোঁজ ঠাকুরগাঁও সদর থানায় জিডি।

    নিখোঁজ আফসানার পিতা মো,আসিক রহমান, সাং- কালিকাগাঁও, ওয়ার্ড নং- ৯, ডাকঃ ডি হাট, থানা ও জেলা  ঠাকুরগাঁও সাংবাদিকদের জানান, গত ২ নভেম্বর বুধবার আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। স্কুল ছুটি হলে আফসানা বাড়িতে ফিরে আসতে দেরি করলে আমি আমার মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দেই এবং রাস্তার আশেপাশের পরিচিত লোকজন কে জিজ্ঞাসা বাদ করে খবর নেই এবং তার স্কুলে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আফসানা সে দিন স্কুলে যায়নি শিক্ষকরা জানান সে অনু উপস্থিত। পরবর্তীতে আমার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেই  এবং এলাকা বাসিকে নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি ও মোবাইল ফোনের মাধ্যমে অনেক জায়গায় খোঁজ করি কিন্তু আফসানার কোন সন্ধান মেলেনি।

    আফসানার মা মোছাঃ পারুল আক্তার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় কয়েক দিন থেকে বাবা বাড়িতে ছিলাম। আমার মেয়ে গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আমাদের মেয়েকে গত বুধবার স্কুলে যাওয়ার পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে আমি দ্রুত  বাড়িতে ছুটে আসি এবং প্রশাসনের সহযোগিতা  কামনা করে ৫ নভেম্বর শনিবার  ঠাকুরগাঁও সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরী করি।

    নিখোঁজ আফসানার বাবা ও মা সকলের উদ্দেশ্যে বলেন, যদি কেউ আমার মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ঠাকুরগাঁও সদর থানা অথবা 01759872486 (আসিক) এই নাম্বারে যোগাযোগ করার জন্য  বিশেষ ভাবে অনুরোধ করেন।

  • বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।

    বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।

    বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।


    রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) নামের কিশোর বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। তাকে বিভিন্নস্থানে অনেক খোঁজা খুঁজির পরেও পাওয়া যায়নি।

    ওইদিন বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। এই ডাইরী করার তিনদিন পর শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিব নামের স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেন পুলিশ।
    রাজিব হোসেনের পিতা আবদুর রাজ্জাক লেবারের কাজ ও মা আফরোজা বেগম ঢাকায় গার্মেন্সে চাকুরি করেন। রাজিব বাড়িতে নানির কাছে থেকে বাঘা ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে।
    এ বিষয়ে তার বোন চায়না বেগম বলেন, আমার ছোট ভাই কিছুদনি আগে এনডোয়েড রেডমি ১০ মোবাইল ফোন ব্যবহার করতো। এই ফোনের জন্য আমার ভাইকে খুন করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
    এ বিষয়ে তার নানি সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকেনা। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। নাতি লেখাপড়াতে ভাল। কিন্তু কোন কোন সময়ে ফোন কিনার পর তার বন্ধুদের সাথে এখানে সেখানে বিকেল হলেই ঘুরতে যায়। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয়। আর ফিরে আসেনি।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তার গলায় দঁড়ি ছিল এবং মুখের মধ্যে দঁড়ি ঢোকানো অবস্থায় লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
  • নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।

    নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।

    নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার।


    নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর আড়াই দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের বাড়ির সামনে থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।গত বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় শিশুটি তার দাদার সাথে গোসলে নেমে নিখোঁজ হয়।

    খবর পেয়ে বিকাল শিশুটিকে উদ্ধারে নামে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বুধবার সন্ধ্যা পযন্ত উদ্ধার চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে।

    নিখোঁজ শিশুর নাম ইয়াচিন আরাফাত (৭),উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও ব্রহ্মপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

    এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,বৃস্পতিবার দুপুর আড়াই টার পর উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের বাড়ির সামনের ঘাট থেকে শিশুর মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

    উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের জহুরুলের ছেলে ইয়াচিন আরাফাত তার দাদা জলিলের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়।পরে অনেক খোজাঁখুজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদের খবর দেয়।খবর পেযে বুধবার বিকাল ৪ টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে।

    বুধবার সন্ধ্যা পযর্ন্ত উদ্ধার চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

  • তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    নীলফামারী ডিমলায় তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুন) বিকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শেষে তিস্তা ক্যানেলের ব্রীজ হতে চার বন্ধু গোসল করার জন্য ব্রীজ থেকে লাফ দেয়। তিন বন্ধু তিস্তা ক্যানেল থেকে উপরে উঠে আসলেও শাহিন ইসলাম (১২) নামে এক কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনবন্ধু শাহিন ইসলামের নিখোঁজের বিষয় স্থানীয় গ্রামবাসীকে জানাইলে স্থানীয় গ্রামবাসীরা শাহিনকে উদ্ধারে জন্য ক্যানেলে খোঁজাখুজি করে কোন সন্ধান পায় নাই।
    স্থানীয়রা তাৎক্ষনিক উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে সংবাদ দেয়। নিখোজ শাহিন ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নুরুজ্জামান এর ছেলে।
  • নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও।

    নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও।

    নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও


    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফায়ার ফাইটার শফিউলের শোকাহত পরিবার পরিজনকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার ৯ জুন দুপুর ২ টার সময় ইউএনও মোঃ উজ্জল হোসেন নিখোঁজ শফিউলের গ্রামের বাড়ি নাগরৌহাতে যান এবং তার পরিবারের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। এ সময় পরিবারের আবেগ প্রবন কিছু কথা মনোযোগ সহকারে শোনেন এবং ধর্য্যধারনের পরামর্শ ও উপজেলা প্রশাসন তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্তঃসত্ত্বা স্ত্রী ও মায়ের চিকিৎসার জন্য শোক আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

    প্রসঙ্গতঃ নিখোঁজ ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত শনিবার রাত ৯ টার সময় চট্টগ্রামের সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এসময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তার সহকর্মীদের সাথে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত শফিউল নিখোঁজ রয়েছেন।

  • লক্ষ্মীপুর শাকচরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুর শাকচরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুর শাকচরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।


    লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর মো. জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা শাকচর গ্রামের কাচারি বাড়ি এলাকার বাউন্ডারি দেওয়া একটি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ একই এলাকার রিকশা চালক জিয়া উদ্দিনের ছেলে। এরআগে গতকাল বৃহস্পতিবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ।

    পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে শিশু জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেওয়া একটি জায়গায় জিহাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি

  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ


    ২৩/১০/২০২১ খ্রিঃ তারিখ বিকেল ৬টার দিকে উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদী থেকে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    লাশটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসছিল। লাশের পরিচয় জানা যায়নি। উজান থেকে লাশটি কচুরিপানা বেষ্ঠিত অবস্থায় ভেসে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    অনুমান ৩০/৩৫ বছরের পুরুষের মস্তকবিহীন অর্ধ গলিত মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সংক্রান্তে উল্লাপাড়া থানায় মামলা নংঃ ২৮, তারিখ ২৪/১০/২০২১ খ্রিঃ রজ্জু হয়। উক্ত সময়ের পূর্বে কোন পুরুষ নিখোঁজ হয়ে থাকলে তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

  • সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ।

    সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ।

    সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ।


    সিরাজগঞ্জের পৌরশহর এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ১৮ মার্চ শুক্রবার দুপুরে শহীদ শেখ রাসেল শিশুপার্কের সামনে যমুনার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

    নিখোঁজ স্কুল ছাত্ররা হলো সিরাজগঞ্জ পৌরসভার এসবি ফজলুল হক রোডের গোশালা এলাকার কালু সূত্রধরের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সকাল ও একই এলাকার উজ্জল কর্মকারের ছেলে এসএসসি পরিক্ষার্থী সন্দীপ কর্মকার নয়ন।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান জানান উল্লেখিত মহল্লার ৮ স্কুল ছাত্র গোসল করতে নৌকা যোগে যমুনার চরে আসে। ৮ বন্ধু নদীর পানিতে গোসলে নামে।এক পর্যায় সাঁতার না জানায় ৪ বন্ধু পানিতে ডুবে যায়। পানিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা দৌড়ে এসে ২ জনকে উদ্ধার করে।কিন্তু নিখোঁজ হয় সন্দীপ ও সকাল নামের দুই স্কুল ছাত্র।

    সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে। তারা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের উদ্ধার করতে না পেরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন।