Tag: তাড়াশ

  • তাডাশে জে এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

    তাডাশে জে এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে দিঘী সদগুনা এম. এ. আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জে এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলার দিঘী সদগুনা এম. এ. আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানিজিং কমিটির সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট’র সভাপতিতে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপস্থিত ছিলেন সদগুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. গোলাম মোস্ত্মফা, দিঘীসদগুনা এম. এ. আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো.ইউসুব আলী,পরিচালনা কমিটির সদস্য রজব আলী, ইদ্রিস আলী, ছমের আলী, মো. সিরাজুল ইসলামসহ ম্যানিজিং কমিটির অন্যান্য সদস্য ও ছাত্রী অভিভাবক বৃন্দ।

    অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • তাড়াশে ঝুড়ি তৈরীতে ফেরিওয়ালা।

    তাড়াশে ঝুড়ি তৈরীতে ফেরিওয়ালা।

    তাড়াশ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশে শীতের শুরম্নতেই ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালার ব্যস্ত্মতা বেড়েছে। ১৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার পৌর সভার সদরের পশ্চিম পাড়ায় ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালা সোলায়মান হোসেনকে এমনটাই দেখা গেছে। সোলায়মান হোসেনের বাড়ী সলঙ্গা থানার হরিণচড়া গ্রামে। তিনি মেশিনের সাহায়ে্য বাড়ী বাড়ী গিয়ে ফেরি করে চাউল দিয়ে ঝুড়ি তৈরী করে দিচ্ছেন। ওই পাড়ার ছেলে ও মেয়েরা নিজ বাড়ী থেকে চাউল এনে ঝুড়ি বানিয়ে নিচ্ছেন। গরম গরম তৈরী ঝুড়ি খেতে ভালই মজাদার বলে ব্যক্ত করেছেন ঝুড়ির গ্রাহকরা।

    এ ব্যাপারে ঝুড়ি তৈরী ফেরিওয়ালা সোলায়মান হোসেন বলেন, বাড়ী বাড়ী গিয়ে মচমচে ও গরম ঝুড়ি তৈরী করে দিতে চেষ্টা করছি। তিনি বলেন ১ কেজি চাউলের ঝুড়ি তৈরী করতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে। কেজি প্রতি ৪০ টাকা করে মুজুরী নেই। এতে আমার ১ ঘন্টায় প্রায় ৪শ টাকা আয় হয়। খরচ বাদে ২শ থেকে ২শ৫০ টাকা থাকে। মোট কথা মানুষের দ্বারে দ্বারে সেবা দিতেই এই কাজ করছি।

  • তাড়াশে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে মহড়া।

    তাড়াশে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে মহড়া।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২য় দিনের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব অফিসার রেজাউল করিমের নেতৃত্বে পৌর সভার প্রধান প্রধান রাস্ত্মায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ‘ফায়ার দুর্ঘটনা হ্রাস করি-বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়ি’ এই শেস্নাগান নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সকল কর্মকর্তা ও সকল স্টাফ এলাকার জনগনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই এই মহড়া করছেন।

  • তাড়াশে নিকাহ রেজিষ্টারে কাবিলের টাকা আকাশ ছোঁয়া জেলা রেজিষ্টার অফিসে অভিযোগ।

    তাড়াশে নিকাহ রেজিষ্টারে কাবিলের টাকা আকাশ ছোঁয়া জেলা রেজিষ্টার অফিসে অভিযোগ।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের রেজিষ্টারে কাবিলের টাকা আকাশ ছোঁয়া হয়েছে। এ ব্যাপারে জেলা নিকাহ রেজিষ্টার অফিস সহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি। বিগত ১-৯-২০১৭ তারিখে উপজেলার তাড়াশ পৌরসভার উলিপুর গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ মোতালেব হোসেনের সহিত একই গ্রামের মোঃ আবু বক্কারের মেয়ে মোছাঃ হাবিবা খাতুন (সুমি)’র বিবাহ হয়। দেশীগ্রাম ইউনিয়ন নিকাহ রেজিষ্টার মোঃ মোবারক হোসেন কাজি বিবাহ রেজিষ্টারে ১ লাখ ২০ হাজার টাকা দেন মোহর ধার্য করে লিপিবদ্ধ করেন। এর পর থেকেই ছেলে মোঃ মোতালেব হোসেন বিবাহর রেজিষ্টারের নকল কপি চাইলে কাজি মোঃ মোবারক হোসেন তাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে জোড় দাবিতে বিবাহর নকল চাইলে কাজি মোঃ মোবারক হোসেন বলেন কাবিলের জাবেদা দেওয়া যাবেনা। পরে ওই গ্রামের আব্দুল মালেক কাজির কাছে ফোন দিলে কাজি মোঃ মোবারক হোসেন বলেন কাবিলের ভলিয়ম বই কোর্টে জমা দেওয়া আছে। এদিকে কাজি মোঃ মোবারক হোসেন মোছাঃ হাবিবা খাতুন (সুমি)’র নিকটতম আপন জন চাচা হওয়ায় মোঃ আবু বক্কারের সাথে যোগ সাজসে কাবিলের জাবেদানে ১২ লাখ ২০ হাজার টাকা বসিয়েছে। এ যেন আকাশ ছোঁয়ার মত। জানা গেছে, নিকাহ রেজিষ্টারে অংকে লিখা হলেও কথায় লিখা হয় নি ঘর ফাঁকা ছিল। মিথ্যা,জালিয়াতি, দুর্দান্ত্ম,দাঙ্গাবাজ ও প্রতারনা করায় এক পর্যায়ে মোঃ মোতালেব হোসেন মোকাম বিজ্ঞ তাড়াশ থানা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সিরাজগঞ্জে অভিযোগ করেন।

    নিকাহ রেজিষ্টারে জালিয়াতি করা হয়েছে মর্মে উলিপুর গ্রামের মৃত কছির খাঁর ছেলে মোঃ আঃ মালেক,খুটিগাছা গ্রামের মৃত আবু হানিফ মিঞার ছেলে মোঃ গোলাম রাব্বানী ও মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ আব্দুস সালাম ওয়ার্ড কাউন্সিলর মোকাম সিরাজগঞ্জের নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামা দিয়ে বলেন, উলিপুর গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ মোতালেব হোসেনের সহিত একই গ্রামের মোঃ আবু বক্কারের মেয়ে মোছাঃ হাবিবা খাতুন (সুমি)’র বিবাহ হয় আলোচনা সাপেÿে। সবার মধ্যে আলোচনা করে ১ লÿ ২০ হাজার টাকা দেন মোহর ধার্য করে নিকাহ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। বিবাহের সময় কাবিলনামার ১৩নং কলামে দেনমোহরানার ঘর ফাঁকা রেখে নিকাহ রেজিষ্টার কাবিলনামার সকল ঘর পুর করে বর ও কনের স্বাÿর গ্রহন করে বিবাহ সম্পন্ন করা হয়।

    এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ মোকাম বিজ্ঞ তাড়াশ থানা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সিরাজগঞ্জের মামলা ৮৪/২০২০ তদন্ত্ম করে ১৮-১-২০২১ তারিখে প্রতিবেদন দাখিল করেন।দাখিলে উলেস্নখ করেন কাজি মোঃ মোবারক হোসেনকে ৩বার নোটিশ করার পরেও তিনি আমার কার্যালয়ে হাজির হন নি। এছাড়াও গোপনে ও প্রকাশ্যে তদন্ত্ম করে দেখা যায় ১ লাখ ২০ হাজার টাকা কাবিল লেখার সময় ইউপি সদস্য বর্তমান পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম উপস্থিত ছিলেন। ১ লাখ ২০ হাজার টাকা লেখার সময় ঘর একটু ফাঁকা রাখা হয়। এতে পরিলক্ষিত হয় য়ে, কাজি সাহেব তার নিজের ভাতিজির কারনে দেন মোহরের পরিমান ১ লাখ ২০ হাজার টাকার পরিবর্তে ১২ লাখ ২০ হাজার টাকা করেছেন। এছাড়াও আমার নিকট আরও প্রতিয়মান হয় যে,নামিক বাদি ও বিবাদির স্টাটাস অনুযায়ী ১২ লাখ২০ হাজার টাকার দেন মোহর ধার্য করা অস্বাভাবিক। অতিরিক্ত টাকা বাড়ানো হয়েছে।

  • তাড়াশ থেকে ২ জন পলাতক আসামী গ্রেফতার।

    তাড়াশ থেকে ২ জন পলাতক আসামী গ্রেফতার।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশ থেকে এক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছের্ যাব-১২। ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের্ যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শাহজাদপুর থানার নুকালী দক্ষিণপাড়ার মৃত রমজানের ছেলে মোঃ শেরালী হোসেন (৪৮) ও নুকালী পূর্বপাড়ার -মোঃ লতিফ সরকারের ছেলে মোঃ ইয়াসিন সরকার(৩৫) কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা নং-১৩/৪১৩ তারিখ ০৯/১১/২০২২, ৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা) মোতাবেক তাড়াশ থানাধীন ঈশ্বরপুর গ্রামস্থ মোঃ রওশন ফকির এর বসত বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারের্ যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    র‍্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ বলেন, গ্রেফতারকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্ত্মান্ত্মর করা হয়েছে।

  • তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

    তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

    তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।


    সিরাজগঞ্জের তাড়াশে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াশ উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহুরী অফিস সংলগ্ন অস্থায়ী বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলীর সভাপত্বিতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র উপদেষ্টা শারিফুল ইসলাম আলম, সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম সানোয়ার হোসেন সাজুসহ, যুবদলের আহবায়ক শাহআলম ফকির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল খা,জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

  • তাড়াশ আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    তাড়াশ আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    তাড়াশ আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।


    সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে পতাকা উত্তোলন,আলোচনা সভা,পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উদ্যোগে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয শোক দিবস পালন উপলক্ষে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়।

     

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ খন্দকার আব্দুস সামাদ এর সভাপতিত্বে এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

     

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক প্রেট্রোল বাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মুনসুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, বীর মুক্তিযোদ্ধগন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,সাধারণ সম্পাদক সবিতা রানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা যুবলীগের সভাপাতি শায়লা পারভীন,সাধারণ সম্পাদক শারমীন খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রুবেলসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

  • তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী পরিবারকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করলো ভিলেজ ভিশন বাংলাদেশ নামের স্থানীয় একটি সংগঠন। ওই পরিবারের পিতা পুত্র দুজনেই প্রতিবন্ধী ।

    উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল আবেদীন (৭০) বস্তুল ইহাসাক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ১৫ বছর আগে স্ট্রোক করে শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছেন আর ছেলে হৃদয় হোসেন (২৫) জন্মগত ভাবেই সেরিব্রাল পলসি (সিপি) শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্ম গ্রহন করে বসবাস করছেন। একই পরিবারে ২জন প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে চলছে সংসারের দর্বিসহ জীবন। এমন পরিস্থিতিতে ভিলেজ ভিশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শরিফ খন্দকার ও ওই সংগঠনের ভলান্টিয়ারগন ওই পরিবারে গিয়ে পাশে দাড়ায়।

    মানবতার কাজে সবার পাশে এই শ্লোগান নিয়ে ছেলে হদয় হোসেনকে ১টি হুইল চেয়ার দেওয়ার ওয়াদা করেন। সেই প্রেক্ষাপটে ফেসবুক বন্ধুদের কাছে আবেদন করলে অর্থের যোগান হয়। হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট’র তত্বাবধানে প্রচেষ্ঠা (সবার পাশে) এই চেয়ার প্রদান করেন।

    গতকাল ৮ আগষ্ট বিকালে ভিলেজ ভিশনের অর্থায়নে ওই পরিবারে গিয়ে হৃদয় হোসেন (সিপি শারীরিক) প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট এর প্রচেষ্ঠা (সবার পাশে) এর পরিচালক পরিচালক শাহাবাজ খান সনি। এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, ডাক্তার রাজু আহমেদ,ভলান্টিয়ার সুলতান মাহমুদ, সাকিল আহমেদ,সিয়াম ।

     

  • তাড়াশে পূর্ব শক্রতার জেরে মেয়ের জামাইয়ের উপর সন্ত্রাসী হামলা-আহত ৩।

    তাড়াশে পূর্ব শক্রতার জেরে মেয়ের জামাইয়ের উপর সন্ত্রাসী হামলা-আহত ৩।

    তাড়াশে পূর্ব শক্রতার জেরে মেয়ের জামাইয়ের উপর সন্ত্রাসী হামলা-আহত ৩।


    সিরাজগঞ্জের তাড়াশে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় মেয়ে,মেয়ের জামাইসহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদিঘী গ্রামে।

    এ বিষয়ে ১৭ জুলাই রবিবার বিকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে রহিজ উদ্দিন। অভিযোগ সূত্রে ও রহিজ উদ্দিনের নিকট জানা গেছে গত ১৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের মৃত ছায়াত আলীর ছেলে সাইদুর রহমান গং এর সন্ত্রাসী বাহিনী দল আমার বাড়িতে এসে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার মেয়েদের সাথে কথা কাটা-কাটি করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে সাইদুর গং বাহিনী রাগান্বিত হয়ে আমাকে লাঠি-শোটা নিয়ে মারার জন্য তেরে আসলে আমার মেয়ে ও মেয়ের জামাই বাঁধা দিতে যায়।

    এমন সময় তারা আমাকে এলোপাতারি ভাবে মারধর করে ও আমার মেয়ে মোছাঃ লিপি খাতুন (৩৭)কে সাইদুর রহমান দেশীয় অস্ত্র (কাঁচি) দিয়ে মাথায় ও নাকের ওপর কোঁপ দিয়ে আহত করে । আমার নাতি মোঃ লিমন হোসেন (১৮)কে মোজদার হোসেন নাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে ও আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি,প্রাণনাশের হুমকি প্রদান করে।তাই আমার ও আমার পরিবারের সদস্যদের জানের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেছি।

    এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • তাড়াশের জিকেএস হাসপাতাল পরিদর্শন।

    তাড়াশের জিকেএস হাসপাতাল পরিদর্শন।

    তাড়াশের জিকেএস হাসপাতাল পরিদর্শন


    সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তি উদ্যোগে নির্মিত জিকেএস হাসপাতাল পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, সাবেক পেট্রো বাংলার চেয়ারম্যান, চলনবিলের কৃতি সন্ত্মান,তাড়াশের গৌরব অধ্যাপক ড. মোঃ হোসেন মনসুর। ১৩ জুলাই বুধবার সন্ধ্যায় চলনবিলের প্রানকেন্দ্র তাড়াশ পৌর শহরে অবস্থিত জিকেএস হাসপাতালের প্রত্যেকটি বিভাগ তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

    সেবার মান সন্ত্মোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশিস্নষ্টদের প্রতি ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বারম্নহাস ইউপি’র সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, নওগাঁ জিন্দানী কলেজ’র প্রভাষক নুরম্নজ্জামান তালুকদার, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ উদ্দিন,যুবলীগ নেতা সুমন রহমান, বজলুর রহমান, বারম্নহাস ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ নাছিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ অনেকে।