সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ,থানা ওসি তদন্ত হাবিবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শাহীন সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এম এ মাজিদসহ ৬০জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম।
এ অনুষ্ঠানে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
সিরাজগঞ্জের তাড়াশে নেশা দ্রব্য প্রাণ করে চা স্টলের মালিক শফিকুল ইসলামের মৃত্যু। শনিবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাকিম ফকিরের ছেলে শরিফুল ইসলাম (২৮)।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গোনতা বাজারে তার চা স্টল রাতে বন্ধ করে বাড়িতে যায়। বাড়ীতে যাওয়ার পর সে অসুস্থ বোধ করে। স্ত্রী ও তার মা অসুস্থ দেখে মাথায় পানি ঢালতে থাকে। গ্রাম্য ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা করে। অবস্থা বেশী খারাপ হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতেই সে মারা যায়। এ ব্যাপারে তাড়াশ থানায় অভিযোগ করা হয়েছে।
মৃত ব্যক্তি শরিফুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামী দোকান থেকে বাড়িতে এসেই অসুস্থ হয়। আমি তার মাথায় পানি ঢালতে থাকি। সে অসুস্থ অবস্থায় বলে আমি দোকান থেকে আসার সময় আলতাব হোসেনের ছেলে আব্দুল হান্নান,সরবেশের ছেলে নজরুল ইসলাম ও মৃত আলীম উদ্দিনের ছেলে দুদু আমাকে জোর করে হারবালের ওষধ খাওয়ায়। তার পর থেকেই আমার বুকে ব্যথা হতে থাকে। সে মারা যাওয়ায় আব্দুল হান্নানের মোটর সাইকেল আটকিয়ে রাখা হয়েছে।
অভিযুক্তকারী আব্দুল হান্নান বলেন, শরিফুল মারা যাওয়া বিষয়ে আমাকে যে দোষ দেওয়া হচ্ছে তা সম্পুন্ন মিথ্যা । সারাদিন ওর সাথে আমার দেখা নেই। আমি দোকান বন্ধ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পরি। রাত ১১টার দিকে শরিফুলের ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে কাকা আমার ভাই অসুস্থ । আপনার গাড়ীটা নিয়ে আসেন ডাক্তারের কাছে নিতে হবে। আমি গাড়ী নিয়ে যাই। তাকে অসুস্থ দেখে ধরে গাড়ী তুলতেই মারা যায়।
আরেক জন অভিযুক্তকারী নজরুল বলেন, আমি দোকান বন্ধ করে সন্ধ্যা ৭.৩০ টায় লাউতা যাই। সকালে বাজারে এসে জানতে পারি শরিফুল মারা গেছে। অতচ আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে।
এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নে এলজিএসপি ও এডিপি’র প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ ও হত দরিদ্র পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের সভাপতিত্বে এ উপকরণ গুলি বিতরণ করা হয়।
লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ থেকে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০৬টি স্কুল ব্যাগ, ৫১ টি ফুটবল, ৮টি টিউবওয়েল এবং এডিপির প্রকল্পের বরাদ্দ থেকে হত দরিদ্রদের মধ্যে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।এ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
এ সময় ইউপি সচিব আলাউদ্দিন, ইউপি সদস্য সাফিয়া খাতুন, হাসিনা খাতুন, রহমত আলী, গোলাম মোস্তফা, ইসহাক আলী, হাবিবুর রহমান হিরন প্রমুখ।
সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন প্রতিষ্ঠানে এডিপি’র অর্থে আলমারী বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন,স্কুল প্রতিষ্ঠান, মুিক্তযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৯টি আলমারী উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) বরাদ্দ থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ অনেকে।
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৩ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথ চলায়,দুর্বিপাকে ও দুর্যোগে আওয়ামীলীগ সর্বদা মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সকল সদস্যবৃন্দ, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,
স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের নেতা মোজাম্মেল হক মাসুদ।
তাড়াশে এডিপি’র অর্থায়নে ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নলকুপ বিতরণ।
সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবার ও মাদ্রাসা প্রতিষ্ঠানে নলকুপ বিতরণ করা হয়েছে। ২২ জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে এই নলকুপ গুলো বিতরণ করা হয়।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হতদরিদ্র পরিবার ও মাদ্রাসা প্রতিষ্ঠানে নিরাপদ পানি নিশ্চিত করতে ১০টি নলকুপ এডিপি’র অর্থায়নে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,ইউপি সদস্য জয়নব খাতুন,গ্রাম্য প্রধান মোস্তাফা হোসেন,গ্রাম পুলিশ দফাদার রাজিব চন্দ্র দাস প্রমুখ।
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়।
‘আশ্রয়ণের অধিকার -শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে “মুজিব শত বষর্” উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিপিং করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
প্রেস ব্রিপিংয়ে তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে, অন্ন, বস্ত্র, আশ্রয়,শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক বিষয় গুলো সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেছিলেন।
সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ১৯৭২ সাল থেকেই কাজ শুরু করেছিলেন।তিনি তখন নোয়াখালী জেলার (বর্তমান লক্ষীপুর) চরপোড়াগোছা গ্রাম পরিদর্শন করে গৃহহীন মানুষের গ্রহ নিমার্নের নির্দেশ দেন। তঁারই নির্দেশে শুরু হয় এই আশ্রয়ণ প্রকল্প।
তার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৯৭ সালে কক্সবাজার পরিদর্শন করে গৃহহীন মানুষদের ঘর নিশ্চিত করেন। বর্তমানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে।
এই দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও তার সহযোগী বাহিনী। এই উপজেলাতে ১ম পর্যায়ে ১শ ৫২টি ঘর হস্তান্তর করেন এবং ২য় পর্যায়ে ১শ টি ঘর নির্মান কাজ চলমান আছে। আগামী ২১ জুন সকাল ১০.৩০মিনিটে প্রধানমন্ত্রী সারা দেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩শ ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন।
সেই সাথে তাল মিলিয়ে এই উপজেলাতে ৭০টি ঘর জমিসহ হস্তান্তর করা হবে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। ১৯ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ সাইকেল বিতরণ অুনষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে উপজেলার ৮টি ইউনিয়নের নিয়োজিত ৬৪ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনসহ অনেকে।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন তাড়াশ শাখার সভাপতি ও মাগুড়া ইউনিয়ন গ্রাম পুলিশ দফাতার রাজিব কুমার দাস সাইকেল পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ন ইউএনও মেজবাউল করিম ও ইউপি চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
সিরাজগঞ্জের তাড়াশে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র উদ্যোগে বৃদ্ধদের মাঝে ফল বিতরণ করা হয়েছে।
১৮ জুন শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আমরা ত্বরিকায় ভাই ভাই, আত্মশুদ্ধি করতে চাই- বিশ্বাস ভক্তি শুদ্ধতা, দেশ শান্তি মানবতা” এই ভিশন ও মিশন নিয়ে ওই গ্রামে আয়নাল হক আল চিশতীর আয়োজনে তার বাড়িতেই ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছী’র সভাপতিত্বে ১৫জন বৃদ্ধ ও অসহায় পরিবারের মাঝে ৫ রকমের ফল (আম,কাঁঠাল, আনারস, আপেল, কলা) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনান বাউল, সহ সম্পাদক আলী আশরাফ,সংগঠনের প্রতিষ্ঠাতা আয়নাল হক আল চিশতী,সদস্য পরিবার পরিকল্পনা উপ-পরিচালক,সিরাজগঞ্জ তারিকুল ইসলাম তারা, শিল্পী আহমেদ শাকিল,সাংবাদিক মহসীন আলী ও এম ছানোয়ার হোসেন সাজু সহ সংগঠনের সদস্যবৃন্দ।
জানা যায় এই সংগঠনটি ২০২০ সালে সকল ত্বরিকার ও সকল গুরুদের অন্র্Íভূক্ত সদস্যদের নিয়ে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ নামে এর আত্ম প্রকাশ হয়। বিভিন্ন জেলা হতে সদস্য নিয়ে বর্তমানে এই সংগঠনে ৫৮জন সদস্য আছে। আরো সদস্য সংযুক্ত করা হবে। এই সংগঠনটি বৃদ্ধ,অসহায় মানুষ,প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে আত্ম সামাজিকমূলক কাজ করবে।
এই সংগঠনটি প্রথম এই অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়ায় ও বৃদ্ধদের মাঝে ফল বিতরণ দেখে উপস্থিত ব্যক্তিদের মাঝে অনুশোচনা জাগিয়েছে। বক্তারা বলেন এই উপজেলায় এই প্রথম বিতরণ করা হলো। যা প্রসংশনীয় বটে।আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাসিন্দা আনান বাউল বলেন, আমাদের এই সংগঠন কোন ব্যক্তি বিশেষদের নিয়ে কাজ করবে না। এখানে সকল ধর্মের মানুষদের নিয়ে কাজ করা হবে। আমাদের চাওয়া সৃষ্টিকর্তাকে সন্তষ্ট রাখা। আমি নিজে ভালভাবে চললে হবে না।
প্রতিবেশী যদি ভাল না চলে তাহলে আমার ভাল চলার কোন মূল্য নেই। তাই প্রথম এই ফল বিতরণের মধ্য দিয়েই এর কার্যক্রম শুরু করা হলো। সৃষ্টিকর্তা যদি সহায় হোন তাহলে আগামীতে এর পরিধি অবশ্যই বিস্তার হবে।
সিরাজগঞ্জের তাড়াশে ২জনকে মাদক সেবন ও গ্রেফতারি পরোয়ানা মুলে আটক করা হয়েছে । ১৬ জুন বুধবার উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রাম থেকে ১জন ও বৃহস্পতিবার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম থেকে ১জনকে আটক করা হয।
আটককৃত আটককৃত আসামীদ্বয় হাড়িসোনা গ্রামের হায়দার আলীর পুত্র নাজমুল হোসেন নাসু (২৮) ও ঘরগ্রামের খায়রুল ইসলাম (৩০) । মাদক দ্রব্য গাজা সেবন করে মাতলামী করা অবস্থায় নাজমুল হোসেন নাসুকে এবং সিআর ৫৮/১৭ এর পরোয়ানা ভুক্ত আসামী খায়রুল ইসলামকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের জেল ১ হাজার টাকা জরিমানা করেন।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ ফজলে আশিক বলেন , আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।