Tag: তারেক রহমান

  • তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা বাস্তবায়নের আলোকে কর্মী সমাবেশ।

    তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা বাস্তবায়নের আলোকে কর্মী সমাবেশ।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নের আলোকে বি এন পির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সূত্রাপুর ইউনিয়ন বি এন পির অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বি এন পির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ,ন,ম,খলিলুর রহমান ইব্রাহিম।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বি এন পি নেতা মো: শহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক উপজেলা বি এন পি নেতা আবেদুর রহমান খোকন।

    এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: আলমগীর হোসেন সরকার,আহবায়ক সদস্য, উপজেলা যুবদল।শিপলু বকসী আহবায়ক সেচ্ছাসেবক দল কালিয়াকৈর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর সরকার। সূত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ সরকার মোশা।আলম হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন আরিফুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সূত্রাপুর ইউনিয়ন বি এন পি। সভায় সভাপতিত্ব করেন মো: হিকমত আলী। সহ সভাপতি সূত্রাপুর ইউনিয়ন বি এন পি।

  • তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট-বড় (ক্ষুদ্র-বৃহৎ) সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক,  সাংস্কৃতিক, অর্থনৈতিক ধর্ম-কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।’ এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল।
    মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা ইমরান হাওলাদার তুহিন ও রওনাকুল ইসলাম তয়নের নেতৃত্বে উপজেলার সোনাতুনিয়া কামিল মাদ্রাসা ও আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
    এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।
    আলোচনা সভায় তারা ছাত্রদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে ছাত্রদের চিন্তা ও ছাত্রদলের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে ছাত্রদের অবহিত করণ এবং দেশ ও দলের সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেন নেতৃবৃন্দরা।
  • কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ টি চাঁদাবাজি মামলা খারিজ।

    কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ টি চাঁদাবাজি মামলা খারিজ।

    ডেস্ক নিউজঃ ওয়াইন ইলেভেনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা খারিজ করেছেন হাইকোর্ট।

    বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের গঠিত বেঞ্চ শুনানি শেষে ওই চাঁদাবাজি মামলা বাতিল করেন। আদালত চত্বরে প্রেস ব্রিফিং করে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ সময় তারা জানান,আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মতো মামলা রয়েছে। যেগুলো আইনিভাবে মোকাবিলা করে মামলা নিষ্পত্তি করা হবে।

    বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন,নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তির ব্যাপারে আগ্রহ জানিয়েছেন।

    উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির ৪ মামলা দায়ের করাহয়েছিল।

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরীর পরিবারের পাশে-তারেক রহমান।

    মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরীর পরিবারের পাশে-তারেক রহমান।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ’আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। রবিবার ০৬ অক্টোবর ২০২৪ ইং, সকাল ১১টার সময় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করে প্রতিনিধি দলটি।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন।
    মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, সিদ্দিক আহমদ, সায়ফুর রহমান, কুদ্দুস আহমদ, কামাল হোসেন, এনাম উদ্দিন, গুলজার আহমদ রাহেল, হোসেন আহমদ দোলন, জালাল উদ্দিনসহ আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক, পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান দিনার, মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ-সহ বড়লেখা উপজেলা বিএনপি ও অন্যান্য অংগ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
    এদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি’র একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি। দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না বলে জানান তিনি।