Tag: টাঙ্গাইল

  • নাগরপুরে আইসিভিজিডি’র এক দিনের অবহিতকরণ সভা।

    নাগরপুরে আইসিভিজিডি’র এক দিনের অবহিতকরণ সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা-ছেলের ২১ মেয়ের ১৮, এর আগে বিয়ে নয় কারোচ্ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) কারিগরি ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৌশলগত সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অবহিতকরণ সভা বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নেছা মনি, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,

    মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৪ জন সুবিধাভোগীর মাঝে আইসিভিজিডি কার্ড বিতরণ করা হয়।

    এ সময় উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সচিব সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

  • নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    আব্দুল্লাহ খিজির,স্টাফরিপোর্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার(১২ সেপ্টেম্বর), রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় উপ-পরিদর্শক শ্রীজীব অধিকারী,সহকারী উপ পরিদর্শক রাসেল,আতিক, জহির সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কোনড়া গ্রামের মৃত পরশ আলীর ছেলে মোঃ সেতাব আলী (৩৫); বেকড়া ( বিলপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৩) ;দুয়াজানী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)।

    এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

    পরে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

    এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেকড়া থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

  • বিদ্যালয়ের শ্রেনী কক্ষে চলছে প্রধান শিক্ষকের কোচিং বাণিজ্য।

    বিদ্যালয়ের শ্রেনী কক্ষে চলছে প্রধান শিক্ষকের কোচিং বাণিজ্য।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষকের নেতৃত্বে স্কুল ভবনেই চলছে রমরমা কোচিং বাণিজ্য। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে এই কোচিং বাণিজ্য চলছে টাঙ্গাইলের নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে এর সত্যতা পাওয়া গেছে স্কুল ভবনগুলো ঘুরে। করোনাকালিন স্কুল বন্ধ থাকায় আর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য এই প্রাইভেট পড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তারা। জানা যায়, ১৯৭১ স্থালে স্থাপিত হয় নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, শিক্ষা কার্যক্রম সচল রাখার দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী ও সহকারি প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত চালাচ্ছেন এই কোচিং বাণিজ্য। ভালো ফলাফলের আশায় বাধ্য হয়েই ওই কোচিং সেন্টারে পাঠাতে হচ্ছে তাদের শিক্ষার্থীদের।

    কমপক্ষে স্কুলের শতাধিক ছাত্রী ও বহিরাগত ছাত্র পড়ছে ওই কোচিং সেন্টারে। বেতনও নেয়া ছাত্রী প্রতি পাঁচশ টাকা। তবে স্কুল ভবনে কিভাবে প্রধান শিক্ষক আর সহকারি প্রধান শিক্ষক এই কোচিং বাণিজ্য চালাচ্ছেন এ নিয়ে প্রশ্নবিদ্ধ তারা।

    সরেজমিন বিদ্যালয় ভবনের নিচতলার তিনটি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়াতে দেখা গেছে। একটি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ১৩ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন প্রধান শিক্ষক কেতাব আলী।

    ষষ্ঠ শ্রেণীর গণিত আর সপ্তম শ্রেণীর ১৪ জন শিক্ষার্থীকে ইংরেজি পড়াচ্ছেন সহকারি প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন আর অস্টম শ্রেণীর ১১জন শিক্ষার্থীকে ইংরেজি পড়াচ্ছেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

    স্কুল ভবনে প্রাইভেট পড়ানোটা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন নাগরপুর শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী।

    এ বিষয়ে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানমের সাথে মুঠো ফোনে কোচিং বানিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

    নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব চাইব, তাদের জবাব দেয়ার পর উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • নাগরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।

    নাগরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

    শনিবার(১১ সেপ্টেম্বর),উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল,ডাল বিতরণ করা হয়েছে।

    এ সময় এমপি টিটু বলেন, বন্যায় আক্রান্ত মানুষের পাশে আছেন মমতাময়ী মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেকোন দূযোর্গ মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত আছি।

    তিনি আরও বলেন,আপনারা ধৈর্য্য সহকারে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করুন।আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। আমরা ত্রান সামগ্রী নিয়ে সর্বদা প্রস্তুত আছি।সাংসদ আহসানুল ইসলাম টিটু এ সময় নৌ-পথে গয়হাটা, সলিমাবাদ ইউনিয়নের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করে বন্যায় আক্রান্ত পরিবরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ,উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা প্রমুখ।

  • নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোার্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের সরিষা,ভূট্রা ও সব্জী উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে কৃষক কৃষানীদের প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের কর্মপরিকল্পনা নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়ন বাস্তববায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৮সেপ্টম্বর সকালে নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক,বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগরপুর উপজেলা, সহযোগিতায় উপজেলা ও উন্নয়ন প্রকল্প UGDP স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী দিন ব্যাপি নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মতিন বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী মোঃসরোয়ার হোসেন,মনির হোসেন সহ ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

  • নাগরপুরে বন্যার্ত মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    নাগরপুরে বন্যার্ত মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন গয়হাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রাশেদুল ইসলাম রাশেদ।

    বুধবার (৮ সেপ্টেম্বর), উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    এ সময় চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বলেন,বন্যার্তদের পাশে বর্তমান আওয়ামীলীগ সরকার আছে।কেউ না খেয়ে থাকবে না।আজ আমি ব্যক্তিগতভাবে গয়হাটা ইউনিয়নের বন্যার্তদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলাম ।মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, গয়হাটা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান, সভাপতি( মহিলা) রেখা বেগম, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিদ সরকার, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহদত হোসেন, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইলিয়াস শাহ ও সাধরান সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

  • গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভূঞাপুর উপজেলা। তার মধ্যে অন্যতম জনবহুল ইউনিয়ন হিসেবে পরিচিত গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার নির্বাচনে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, গনমানুষের প্রিয়জন, আ’লীগের লড়াকু সৈনিক, বিশিষ্ট সমাজ সেবক, সুশিক্ষিত ও মেধাবী এবং বার বার স্বর্নপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন এলাকার গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে গোবিন্দাসী ইউনিয়নটি ভূঞাপুর উপজেলায় কালের স্বাক্ষী হয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, মসজিদ, মন্দির, খেলার মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে। আর সেই আদর্শ ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সফল সাবেক চেয়ারম্যান হিসেবে মোঃ আমিনুল ইসলাম আমিনের বেশ সুনাম রয়েছে। দলমত নির্বিশেষে যিনি গোবিন্দাসী বাসীর জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সুখে দুঃখে তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধ্যমত। বিগত দিনে গোবিন্দাসী ইউনিয়নে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। যার কাছে আওয়ামীলীগ বা বিএনপির কর্মী বলে কোন পার্থক্য নেই। তার নির্বাচনী এলাকার জনগন এটাই তার কাছে বড় পরিচয়। বিগত দিনগুলোতে তিনি গোবিন্দাসী ইউনিয়নের মানুষের মনে তার কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন।

    মোঃ আমিনুল ইসলাম আমিন জানান, আমি এর আগে চেয়াম্যান ছিলাম এবং সমাজের সেবামূলক কাজে অংশ গ্রহন করে আসছি। তাই গোবিন্দাসী ইউনিয়ন বাসীর সার্বিক মঙ্গলের লক্ষে মানুষের সেবাদানে সর্বজনের সহযোগীতায় চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের দারেদারে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, আমার বিশ্বাস তৃনমূল আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারা আমাকে যেমন ভালবাসেন ঠিক তেমনটি মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীক দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তিনি আরোও জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে গোবিন্দাসী ইউনিয়নকে একটি অত্যাধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য,গোবিন্দাসী ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরো কয়েকজন থাকলেও তার মধ্যে মোঃ আমিনুর ইসলাম আমিন এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

  • নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে শেখ হাসিনা সেতু।

    নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে শেখ হাসিনা সেতু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় প্রবাহমান ধলেশ্বরী নদীর দুই পাড়ে অবাধে সারা বছর বালু উত্তোলনের ফলে বর্তমান বন্যা পরিস্থিতিতে ব্যাপক এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বড় ক্ষতির আশংকা তৈরি হচ্ছে এই ধলেশ্বরী নদী উপর নির্মিত শেখ হাসিনা সেতুর (কেদারপুর সেতু)।

    সরেজমিনে, গিয়ে দেখাযায়, সেতুর দুই পাড়ে বিস্তৃত এলাকা নদী গর্ভে চলে গেছে এবং সেতুর পিলারের ভুগর্ভস্থ মাটি সরে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী কাশেম মিয়া বলেন।

    শুকনা মৌসুমে দিনে-রাতে এখানে অবাধে বালু উত্তোলন চলে, এতে বন্যা আসলে আশেপাশের ফসলি জমিসহ ধীরে ধীরে সব ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘ দিন যাবৎ কেদারপুর, মামুদনগর, মোকনা ও পাকুটিয়া এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত জহিরুল নামক ব্যক্তির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

    উল্লেখ্য জহিরুলের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে বালু উত্তোলনের জন্য বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় ধলেশ্বরী নদীর উপর এই শেখ হাসিনা সেতু ব্যবহার করে নাগরপুর, মামুদনগর, কেদারপুর, দেলদুয়া, মির্জাপুরসাটুরিয়া সহ সরাসরি ঢাকা যাতায়াত সাধিত হয়।

    অবৈধ বালু উত্তোলনের ফলে সেতুসহ নদী এলাকার আশেপাশের বসত বাড়ি হুমকির মুখে পড়ে গেছে। সেতু, আবাদি জমি এবংবসত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জোড়ালো দাবি জানিয়েছে এলাকাবাসী।

    নাগরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলমান থাকে। এর আগেও কয়েকবার অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে।

    উক্ত বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন,কেদারপুর শেখ হাসিনা সেতু এলাকার অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

  • নাগরপুরে ইউনিয়ন ভিত্তিক মতবিনিময়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।

    নাগরপুরে ইউনিয়ন ভিত্তিক মতবিনিময়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে তৃনমুল নেতাকর্মীদের সাথে ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা করছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

    বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর), উপজেলার দপ্তিয়র, ভাদ্রা ও ধুবড়িয়া ইউনিয়নে তৃনমুল নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত বুধবার পাকুটিয়া,মোকনা ও মামুদনগর ইউনিয়ন সফর করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন সমস্যা, ও উন্নয়ন বিষয়ে আলোচনা হচ্ছে।উপজেলার সকল ইউনিয়নেই এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।

    এ মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল খান অপু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া সহ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

  • নাগরপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    নাগরপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বুধবার (১ সেপ্টেম্বর),নাগরপুর উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) এম,এ,সালামের সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা থর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

    এসময় গৌতম চক্রবর্তী বলেন,আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোন বিকল্প নেই।সামনে সিনিয়র নেতৃবৃন্দ যেই কর্মসূচী ঘোষনা করবে যে করেই হোক সেই কর্মসূচী সফলভাবে পালন করবো আন্দোলনের কোন বিকল্প নেই।

    এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন আরজু, হাবিবুর রহমান হবি, এম.ফিরোজ ছিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক (সাবেক) মোঃসেলিম মিয়া ও খন্দকার ওয়াহিদ মুরাদ,নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম দিপন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু,ইকবাল কবির,নজরুল ইসলাম,এলিম মাহমুদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল।

    নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিক সহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী।