Tag: টাঙ্গাইল

  • নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন এমপি টিটু।

    নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    বুধবার (১৩ অক্টোবর), উপজেলার গয়হাটা- বেকড়া রাস্তা,বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,ভূগোলহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,গরীব পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ধুবড়িয়া-বনগ্রাম রাস্তার উদ্বোধন করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।পর্যায়ক্রমে উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ, স্কুল কলেজের ভবন নির্মাণ করা হবে।নাগরপুর হবে উন্নয়নের রোল মডেল। আজ উপজেলার কয়েকটি ইউনিয়নের রাস্তা ও স্কুল ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন সাংসদ টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, শাহিদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,মামুদনগরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন,সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ।

  • নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ।

    নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রামে।

    ভুক্তভোগী আগদিঘুলিয়া গ্রামের মৃত ইনছান আলী বেপাড়ীর ছেলে মোঃ আজিজুল হক জানান,আমি ১৯৯৯ সালে আগদিঘুলিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ আরজুর নিকট থেকে আগদিঘুলিয়া মৌজার ৩৬৯,৪৬৯,৫১৯ খতিয়ানে ৩৫৭৭,৩৫৭৩,৩৫৭৬,৩৫৮৫,৩৫৮১,৩৫৮৬,৩৫৭৫,৩৫৭৮,৩৫৮২,৩৫৬১ দাগে মোট ৭১ শতাংশ জমি ৮৭৬০০ টাকায় সাফ কবলা দলিল মূলে ক্রয় করি।কিন্তু বর্তমানে বিবাদী আরজু উক্ত জমি জবর দখল করার চেষ্টা করছে এবং আমি সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে মোঃ আরজুর বক্তব্য জানার চেষ্টা করলেও সম্ভব হয় নি।

    সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শালিশী বৈঠক হলেও বিবাদী আরজু অন্যায়ভাবে জমির প্রকৃত মালিক আজিজুল গংকে নানা ভাবে হয়রানি করছে।

    এ বিষয়ে আজিজুল হক বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা।

    নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা।

    নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(৮অক্টোবর),উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করে।

    নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি,আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি,সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ,শাহিদুল ইসলাম অপু,শেখ শামসুল সহ ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।

  • ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    কোরবান আলী তালুকদারঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি মোড় থেকে নৌ ঘাট পর্যন্ত সরকারি জায়গা দখল করে গাছ রাখার দায়ে ৪ জন গাছ ব্যবসায়ী ও সিমেন্টের খুঁটি রাখার দায়ে একজন দোকানী সহ মোট ৫ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী। এসময় ভূঞাপুর থানা পুলিশ ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, রাস্তার দুই পাশে মানুষের চলাচলের জায়গা দখল করে গাছ রাখার দায়ে ৪ জন গাছ ব্যবসায়িকে ও একজন সিমেন্ট খুঁটি ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এধরণের কাজ করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন।

    ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিএফজি ও সুজনের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের দারোগ আলী সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল, হালিমুর রিপন, জুরান আলী, মুনিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন।

    ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য জৈষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক মহা সড়কটি শেখ হাসিনার নামে নাম করণের ঘোষণা দেন।

  • নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আ’লীগের আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল।

    নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আ’লীগের আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে টাংগাইলের নাগরপুরে আনন্দ র‍্যালি, আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর), নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এ আনন্দ র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে এক আনন্দ র‍্যালি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এরপর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

    নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএমএম জহুরুল আমিন, সাবেক ভিপি আল মামুন সহ তৃনমুল নেতৃবৃন্দ।

  • ভূঞাপুরে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ।

    ভূঞাপুরে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করেছে দুই নরপশু। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। ধর্ষণকারী দুজন হলো- রুলীপাড়া গ্রামের শহীদ জামানের ছেলে কবির সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০)।

    বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ কবিরকে গ্রেপ্তার করেছে। পরে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। মঙ্গলবার তার শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এসময় তার চিৎকার শুনে সন্তানের গলায় ছুরি ধরে কবির সরকার ও শাহাদত। পরে তারা সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে।

    এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ কবির ও শাহাদতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ কবিরকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

    এ বিষয়ে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে।

    মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন,থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি কবিরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • নাগরপুরে বাল্য বিয়ে,ইভটিজিং ও মাদক বিরোধী আলোচনা সভা।

    নাগরপুরে বাল্য বিয়ে,ইভটিজিং ও মাদক বিরোধী আলোচনা সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কোভিড ১৯ পরিস্থিতিতে করোনীয় ও বর্জনীয়,বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২২ সেপ্টেম্বর), দুপুরে বিদ্যালয় চত্বরে এ বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হুদার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন করীব। এসময় প্রধান অতিথি হুমায়ুন কবীর বলেন,ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও সমাজ থেকে মাদক দুর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।করোনাকলীন সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

    এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বাজে দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রয়েছে। এদিকে বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো করতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

    এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের ৩য় ও ৪ র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুল সরকার, সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

    অনুষ্ঠান শেষে কুইজে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদের পানিতে পড়ে এক যাত্রীর মৃত্যু।

    কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদের পানিতে পড়ে এক যাত্রীর মৃত্যু।

    টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। নিহত বাসযাত্রী ছায়েদ আলী(৬২)নওগাঁর পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

    আহতদের উদ্ধার করে টাঙ্গাই জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    মঙ্গলবার(২১ সেপ্টেম্বর )ভোরে টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের নারান্দিয়া ইউনিয়নের যাদুরপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহতের স্বজনদের সূত্রে জানা যায় নিহত ছায়েদ আলী তার তিন নিকট আত্মীয় নিয়ে সোমবার রাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।বাসটি বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভূঞাপুর হয়ে আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকা যাওয়ার সময় যাদুপাড়া এলাকায় বাসটি সড়কের বাক ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদের পানিতে পড়ে যায়।

    এ সময় একাধিক যাত্রী জানান গাড়ির চালক ঘুমিয় বাস চালাচ্ছিলেন।বারবার তাকে সতর্ক করার পরেও এই নির্জণ এলাকায় এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়লো সেই সাথে ঝড়ে গেল এক বৃদ্ধর প্রাণ। ঘটনার পর বাসের চালক,সুপারভাইজার ও হেলপারদের পাওয়া যায়নি।

    টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলাউদ্দিন জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদের পানিতে পড়ে দুর্ঘটনার কবলে পরে এবং একজন নিহত হয়।