Tag: চারঘাট

  • চারঘাট-বাঘায় বইছে সংসদ নির্বাচনের হাওয়া তৎপরতা শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের

    চারঘাট-বাঘায় বইছে সংসদ নির্বাচনের হাওয়া তৎপরতা শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের

    মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আগামী নির্বাচনের হাওয়া বইছে। এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের প্রত্যেকের দলীয় বিভিন্ন পর্যায়ে পদ-পদবী আছে। তবে ৫ আগস্ট পদ পরিবর্তনের পর এসব প্রার্থীরা তৃণমূলের মানুষদের কাছে ছুটতে শুরু করেছেন। নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় নিজেদের অবস্থানকে শক্ত করার চেষ্টা করছেন। মূলত আগামী নির্বাচনকে ঘিরেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের দলীয় ও সাংগঠনিক তৎপরতা বেড়েছে।

    বিএনপির নেতাকর্মীরা বলেন, চারঘাট-বাঘার আসনটিতে ৬৫ শতাংশ ভোট বিএনপির। নিজ দলের কর্মী সমর্থকদের প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা তথ্য বা প্রোপাগান্ড চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না। এতে সাধারণ মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। অপর দিকে বিরোধীরা এতে সুযোগ নেয়। আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি। তারপর যদি মনে করি আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবো। এখন একটা ভাসমান অবস্থায় আছি। যেকোনো মুহূর্তে ফ্যাসিবাদীরা তার সুযোগ গ্রহণ করতে পারে। ইতোমধ্যে চক্রান্তও শুরু করেছেন তারা। সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’ ফ্যাসিবাদের দোসরা সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গের প্রশ্রয়ে নানা অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে। জেল জুলুম সহ্য করেই এখন অবদি টিকে আছে। এসব মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

    সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার যেটি অপরাজনীতি করার একটি চক্র সক্রিয় হয়েছে। তাদেঁর ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা তাঁদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। আগামীতেও তাঁদের নিরাপত্তাসহ সকল প্রকার অপতৎপরতা বদ্ধে মাঠে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দিয়েছি। এখন তাঁদের নিয়ে একটি চক্র অপরাজনীতির খেলায় মেতেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আমাদের মাঠে কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে সুবিধাবাদী ফ্যাসিবাদের দোসররা মিথ্যা প্রোপাগান্ডও ছাড়াচ্ছে। আমরা এতে উদ্বিগ্ন নই। ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্রক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য নেতাকর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি।

    রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমি সব হারিয়েছি। আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। জেল-জুলুম, নির্যাতন করে আমাকে দমাতে পারেনি স্বৈরাচারী সরকার। আমি জেলে থাকা অশস্থায় মারা গেছেন আমার মা ও স্ত্রী। আমি জেলা বিএনপির দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীরা সংগঠিত হয়েছে। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হব।

    বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান খাঁন মানিক বলেন, আমি আগের নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে ছিলাম,আগামী নির্বাচনেও দলের মনোনয়ন চাইবো। দলের মনোনয়ন পেলে ভোটে বিজয়ী হবো। এ লক্ষ্যে এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগও বাড়িয়েছেন। এলাকার বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নুরুজ্জামান খাঁন মানিকের বাড়ি বাঘা উপজেলায়।

    রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল চারঘাট-বাঘা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি জানান, এ আসনে দলের মনোনয়ন চাইবেন। এ লক্ষ্যে দীর্ঘদিন মাঠে কাজ করছেন। উজ্জ্বল আরও বলেন, শত প্রতিকূল পরিবেশেও সব সময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম ও আছি। আমি চারঘাটের সন্তান। আমার প্রতি এলাকার নেতাকর্মীদের বিপুল সমর্থন আছে। তারা আমাকে ভালোবাসেন। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হবো।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া মালাক্কা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত বলেন, এলাকায় গণসংযোগ শুরু করেছি, আমি বাঘা উপজেলারই সন্তান। আমার প্রতি এলাকার নেতাকর্মীদের অনেক সমর্থন আছে। তারা আমাকে ভালোবাসেন। রাজনৈতিক প্রতিহিংসায় দলীয় নেতা কর্মীদের বলিরপাঠা বানিয়ে ফাঁয়দা হাসিল করতে গিয়ে দলসহ সবাইকে বিপদে ফেলবেন না। প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ে তুলুন। চাঁদাবাজি, দখলদারত্বসহ সকল অপকর্ম বন্ধ করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অপকর্মকারীদের কোনো দলীয় পরিচয় হয় না। দলের পরিচয়ে অপকর্ম করলে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এ আসনে দলের মনোনয়ন চাইবো, দল আমাকে প্রার্থী করলে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

    বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু। এর আগে একাধিকবার তিনি এ আসনে মনোনয়ন চেয়েছিলেন।। রাজশাহী-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন। দল আমাকে প্রার্থী করলে ভোটে বিজয়ী হবো।

    সবাই এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন।

  • বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা(রাজশাহ)প্রতিনিধিঃরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করেন। সাবেক এই সংসদ সদস্যকে পেয়ে অনেকেই আবেকে আফ্লুত হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

    এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, ছাত্র লীগের সাবেক নেতা সুরুজ্জামান, রবিউল ইসলাম রবি প্রমুখ।
    এছাড়া এ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল) প্রতীক নিয়ে ভোট করছেন।
  • বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    শনিবার বিকাল (২৭ মে) ৪টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে  বাঘা-চারঘাট উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

    আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী চারঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী, রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ-শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী শিকদার।
    বাংলাদেশ আওয়ামী বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, মান্নান সরকার মুকুল, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

    এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আওয়ামী লীগ সকল সেক্টরে যে উন্নয়ন করেছে, আগামী ২০২৪ সালের নির্বাচনে যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে। তাতে বাঘা-চারঘাটের প্রায় ৭০ ভাগ মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। তিনি আরো বলেন, মন্ত্রী সভায় নির্বাচনী একটি আইন সংযোজন করা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটি পাশ করা হবে। নির্বাচনী কাজে কেউ তথ্য সংগ্রহে বাধা দিলে তার ৭ বছর কারাদন্ড প্রদান করা হবে।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন,  প্রধানমন্ত্রী গণভবনে বসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তায় বের হলেই প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখা যায়। সেচ্ছাসেবকলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, কোন মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। পূর্নাঙ্গ কমিটি গঠনের সময়ে বিষয়টি খেয়াল রাখার আহবান জানান।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে নিয়েছেন। যাদের থাকার ঘর ছিলনা, তাদের ঘর করে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে  দেখিয়ে দিয়েছেন।

    দ্বিতীয় অধিবেশনে রাত ৮টার দিকে কমিটি বাঘা ও চারঘাট উপজেলা বাংলাদেশ আওয়ামী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা কর হয়েছে।  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের বাঘা উপজেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব। চারঘাট উপজেলায় সভাপতি হুমায়ন কবির বাবুল ও সাধারণ সম্পাদক মোনিমুল ইসলাম।