Tag: চাঁদাবাজি

  • চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চারদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।

    শনিবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ‘ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিক’ ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টা  ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন পাঁচ শতাধিক অটোরিকশা শ্রমিক ও শিক্ষার্থী।

    এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক ও শিক্ষার্থীরা।

    তাদের  দাবীসমূহঃ

    ————————-

    ১। অবৈধভাবে বিনাপারিশ্রমিকে ইজিবাইক (অটো) শ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে প্রহসন বন্ধ কর। নাগরিক হিসাবে ইজিবাইক ( অটো)  শ্রমিকদের মানুষ হিসাবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত কর।

    ২। যানজট নিরসনে ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ কর।

    ৩। ব্যাটারিচালিত যানবাহন শ্রমকিদের উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ কর। কার্ড-টোকেনের নামে অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে চাঁদাবাজি বন্ধ কর। ইতিপূর্বে সমবায় সমিতির নামে আদায়কৃত সকল অর্থ ফিরত দিতে হবে।

    ৪। ইজিবাইক (অটো) নিবন্ধন, চালক লাইসেন্স ও রুট পারমিট প্রদান করতে হবে। ব্যাটারিচালিত যানবাহনের সংগঠন সংশ্লিষ্ট শ্রমিক-চালক দ্বারাই পরিচালিত হবে, রাজনৈতিক ও বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম বলেন,বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলকারি প্রায় তিন  হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো সাবেক এমপি আফতাবের স্বজন ও তার লোকজন।

    ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

    কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত বদল হয়ে নতুন করে অটোরিকশা চালকদের নিকট থেকে আবারো চাঁদা আদায় শুরু করা হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অংকের টাকা না দিলে জোর-জবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

    উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা বলেন,উপজেলার সড়কগুলোতে চলাচল করতে প্রতিদিন চাঁদা দিতে হয় চালককে। সমিতির নামে দালাল চক্রের মাধ্যমে এসব চাঁদা আদায় করা হয়।আর থানা পুলিশ রিকুইজিশনের নামে অটোরিকশা চালকদের হয়রানি করছে।

    রিকুইজিশনে অধিকাংশ সময় চালকদের কাটাতে হয় অর্ধাহারে, অনাহারে ও অনিদ্রায়। ভাড়া কিংবা কোনো প্রকার পারিশ্রমিক না পেয়েও ডিউটি করতে বাধ্য করা হচ্ছে চালকদের। এই অবস্থার পরিত্রাণ চাই।

  • কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১।

    কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা উঠানো কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবুল কালাম(২৪)নামের এক যুবক নিহত হয়েছে ।নিহত কালাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামের আবুল কাশেমের ছেলে।বর্তমানে কালামের পরিবার উপজেলার কালাম পুর এলাকার খাজার ডেক নামক স্হানে ভাড়া থাকেন।
    স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত কালাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের কলেজ ছাত্রলীগ শাখার নেতা ছিলেন।স্হানীয় সন্ত্রাসী পিচ্চি আকাশের সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা উঠানো ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।পিচ্চি আকাশ সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে এলাকায় আসেন। গত শনিবার রাত ৮ টার দিকে কালাম তার দল বল নিয়ে স্থানীয় “আল্লাহর দান” নামের একটি বেকারিতে চাঁদাবাজি করতে গেলে পিচ্চি আকাশ সংবাদ পেয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কালামের উপর হামলা চালায় একপর্যায়ে পিচ্চি আকাশের লোকজন পিটিয়ে কালামকে মারাত্মক আহত করেন। পরে স্থানীয়রা কালামকে উদ্ধার করে, প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিন হসপিটালে স্থানান্তর করেন। সেখানে কালাম মারা যান।
    কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খানের নিকট জানতে চাইলে তিনি বলেন,এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ থানায় জমা দেননি। তবে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবার বা স্বজনেরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ টি চাঁদাবাজি মামলা খারিজ।

    কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ টি চাঁদাবাজি মামলা খারিজ।

    ডেস্ক নিউজঃ ওয়াইন ইলেভেনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা খারিজ করেছেন হাইকোর্ট।

    বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের গঠিত বেঞ্চ শুনানি শেষে ওই চাঁদাবাজি মামলা বাতিল করেন। আদালত চত্বরে প্রেস ব্রিফিং করে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ সময় তারা জানান,আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মতো মামলা রয়েছে। যেগুলো আইনিভাবে মোকাবিলা করে মামলা নিষ্পত্তি করা হবে।

    বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন,নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তির ব্যাপারে আগ্রহ জানিয়েছেন।

    উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির ৪ মামলা দায়ের করাহয়েছিল।

  • চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার সংবাদ সম্মেলন।

    চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার সংবাদ সম্মেলন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার(ভূমি)’র কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজদের উপস্থিতির কারণে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
    মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ।
    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, গত ২০/১০/২০২৪ ইং তারিখে আমি সহকারী কমিশনার (ভূমি) রাণীশংকৈল এর কার্যালয়ে একটি বিষয়ে মিটিংয়ের জন্য গেলে উক্ত অফিসের বারান্দায় বসে থাকা অবস্থায় এক ব্যক্তি  আমাকে ধমকাইতে থাকে ও চেয়ার হতে উঠে যেতে বলে এবং আমার সাথে অসুলভ আচরণ করে। এঅবস্থায় আমি বিষয়টি এসিল্যান্ডকে অবগত করলে নিরশন হয়। পরবর্তীতে ওই ব্যক্তি রাজনৈতিক দলের কিছু লোক নিয়ে এসে আমাকে মারার হুমকি দেই। এবং কতিপয় ব্যক্তিরা  বিএনপির নাম ভাঙ্গিয়ে আমার কাছে ৮০,০০০ টাকা দাবী করে। এতে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেই।
    তিনি আরও বলেন, এরপর থেকে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে কাজ করলে বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে তারা। এরই পরিপেক্ষিতে আমার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রইছে এ মর্মে তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করি।
    এসময় ঠাকুরগাঁও গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব প্রফেসর আবদুস সোবহান, রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদ সমন্বয়ক সোমবার হোসেন, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সুমন সরকারসহ গনঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • রাণীশংকৈলে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য ওয়াসিম সহ ও গ্রেপ্তার-২।

    রাণীশংকৈলে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য ওয়াসিম সহ ও গ্রেপ্তার-২।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউপি সদস্য ওয়াসিম (৩৫) ও সহযোগী শাহীনুর (২৮) কে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির অপরাধে গত শনিবার ৯ মার্চ গ্রেফতার করেছে থানা পুলিশ।
    আজ রবিবার (১০ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানায় মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁচোর ইউনিয়নের চোপড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুনির ইসলাম (২০) গত ৪ মার্চ বিকেলে মোটরসাইকেল যোগে বাকসা-সুন্দরপুর এলাকা দিয়ে যাবার সময় ইউপি সদস্য ওয়াসিম ও তার লোকজন মুনিরের পথরোধ করে।
    তারা মুনিরকে বেধড়ক মারপিট করে তার কাছ থেকে মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে চলে যায়। তার দুদিন পর, গত ৬ মার্চ ওয়াসিম ও তার সহযোগীরা মুনিরের বাড়িতে গিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায়। টাকা না দিলে মোটরসাইকেল ফেরৎ দেওয়া হবেনা বলে তারা জানায়। তারা মুনিরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায় ও হুমকি দেয়। উপায় না পেয়ে মুনির গত ৯ মার্চ থানায় লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ওইদিনেই পুলিশ ওয়াসিম ও শাহিনুরকে গ্রেপ্তার করে।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
  • চাঁদাবাজি মামলায় জামিনে মুক্ত সত্যনিষ্ঠ সাংবাদিক আজিজুল হক।

    চাঁদাবাজি মামলায় জামিনে মুক্ত সত্যনিষ্ঠ সাংবাদিক আজিজুল হক।

    চাঁদাবাজি মামলায় জামিনে মুক্ত সত্যনিষ্ঠ সাংবাদিক আজিজুল হক


    টাঙ্গাইলের নাগরপুরে বহুল আলোচিত চক্রান্তমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আজিজুল হক বাবু।

    সোমবার (২৩ মে) সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পায় নাগরপুর উপজেলা তথা টাঙ্গাইল জেলার জনপ্রিয় এই সাংবাদিক নেতা।

    জামিনে মুক্ত হয়ে সার্বিক বিষয়ে ‘দৈনিক আমার সংবাদ’ ও ‘দৈনিক যুগধারা’ পত্রিকার সাংবাদিক মো: আজিজুল হক বাবু বলেন, আমি সত্য প্রকাশ করতে গিয়ে আজ প্রভাবশালীদের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়েছে। আমি দীর্ঘ সময় যাবৎ সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সাংবাদিকতায় জড়িত অভিযুক্ত সরকারি স্কুলের শিক্ষক রামকৃষ্ণ সাহা রামার বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে আসছি। কিন্তু উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী তদন্তের দায়িত্ব নিয়ে সেটা বানচালের পক্ষ নেয়। আমি তদন্ত বানচালের সেই প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করার পর থেকে তারা ষড়যন্ত্র করতে থাকে। পুরো নাগরপুর উপজেলাবাসী এই প্রতিষ্ঠিত সত্য জানে যে, আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।

    বিভিন্ন প্রসঙ্গ টেনে বীর মুক্তিযোদ্ধার সন্তান অকুতোভয় এই সাংবাদিক নেতা আরো জানায়, আমাকে ভয়ভীতি দেখিয়ে দাবায়ে রাখা যাবে না। প্রথমেই আমরা যারা প্রকৃত সাংবাদিক আছি নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হবে। নাগরপুরে অশিক্ষিত আর হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্যে প্রকৃত সাংবাদিকেরা বিভ্রান্ত। এছাড়াও ধর্ষণ মামলার আসামী ও প্রতিষ্ঠিত চাঁদাবাজ কিছু ভুয়া সাংবাদিক আজ নাগরপুরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বড় বড় পদে রয়েছে তাদের নির্মূল করতে হবে।

    উল্লেখ্য, গত ২১ এপ্রিল তারিখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী এক লিখিত বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে, উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল আদালতে প্রেরণ করে। (নাগরপুর থানা মামলা নং ১২/৫৬) ; এছাড়াও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় সাংবাদিক আজিজুল হক বাবু কে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংবাদিক মহল মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছে।

  • মাধবপুরে চাঁদাবাজির মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির শিকার।

    মাধবপুরে চাঁদাবাজির মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির শিকার।

    হবিগঞ্জের মাধবপুরে দৈনিক মানবজমিন ও আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি ইয়াছিন আল আমিন তন্ময়, স্থানীয় দৈনিক প্রভাকর এর প্রতিনিধি এম,এম,গউছ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ১০ লক্ষ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
    জানা যায় উপজেলার জগদীশপুর গ্রামের জাকারিয়া চৌধুরী গত মঙ্গলবার মাধবপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে একজন চেয়ারম্যান প্রার্থী তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামীরা।কিন্তু অসুস্থতার জন্য এতোদিন তিনি মামলা করতে পারেননি।
    আবার তিনি লিখেছেন নির্বাচনে তিনি অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। অসুস্থতার জন্য প্রায় দেড়মাস পর থানায় মামলা দায়েরের করে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা, আবারো পারলে কিভাবে অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন প্রশ্ন সচেতন নাগরিক সমাজের।
    স্থানীয় বাসিন্দা রনি দাস বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।মূলত দুই সাংবাদিক হয়রানি করতেই এ মামলা দায়ের। দৈনিক ভোরের ডাক এর মাধবপুর প্রতিনিধি সাংবাদিক  তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন সাংবাদিকদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে এমন মিথ্যে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে। আশাকরি তারা ন্যায় বিচার পাবে।
    মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিক ইয়াছিন আল আমিন তন্ময় ও এম,এম গউছ দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন।সাংবাদিক দের বিরুদ্ধে এমন মিথ্যে মামলা আমাকে হতাশ করেছে, আমি আশাবাদী তারা ন্যায় বিচার পাবে।
    সাংবাদিক ইয়াসিন তন্ময় জানান,আমাকে হয়রানির করার জন্য এমন হাস্যকর মিথ্যা মামলায় জরানো হয়েছে। আশাকরি আমি ন্যায়বিচার পাব।
    মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে মামলার তদন্তের পরে তারা নির্দোষ হলে অবশ্যই খালাস পাবে।
  • ৬ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার চার্জশিট গ্রহণ।

    ৬ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার চার্জশিট গ্রহণ।

    ৬ পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার চার্জশিট গ্রহণ।

    চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) কমিশনারের দেহরক্ষীসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ (২৬ জানুয়ারি২২) পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে।

    রোববার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন।এরআগে গত ৪ ডিসেম্বর ওই ছয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পিবিআই। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়া চার্জশিট আদালত গ্রহণ করেছেন।

  • লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের প্রতারনা, অর্থ আত্মসাৎ সংখ্যালঘু নারী নির্যাতন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের সভাপতি মো: হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক মো: আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো: কাউছারকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ইং সনের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক,দেশটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি ও নির্বাচন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী,প্রেসক্লাব্রে সাবেক সহ-সভাপতি এমজে আলম, আহবায়ক প্রস্তুুতি কমিটির সদস্য সহিদুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও আব্বাছ হোসেন, সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ,মুক্তবাঙ্গালীর সম্পাদক মন্ডলীর সভাপতি কামালুর রহিম সমর, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর,সাংবাদিক আহম্মদ আলী, আলমগীর হোসেন,ভাস্কর বসু রায়,মফিজুর রহমনা মাষ্টার, আবদুল মালেক নিরব ও মনির হোসেন প্রমুখ।

    এই সময় বক্তারা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো. কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম দূনীতি ও চাঁদাবাজি এবং দালাল বাজারে এক সংখ্যালঘু নারীর সাথে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ আতœসাৎ ও অপর সংখ্যালঘু পুরুষের প্রতারনার মাধ্যমে ৭ লাখ টাকা অর্থ আতœসাৎসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন। এই ছাড়া করোনাকালীন সময় জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন,জেলা পরিষদ ও পৌর মেয়রসহ বিভিন্ন স্থান থেকে সদস্যদের নাম প্রনাদনা নিয়ে তা গোপনে আত্বসাৎ করেন তারা।

    অপরদিকে ভূমি রেজিষ্ট্রি ও উন্নয়নের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা আদায় করে প্রেসক্লাবের ফ্যান্ডে জমা না করে নিজেরাই আত্বসাৎ করা হয়। কথায় কথায় সিনির্য় সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করা,প্রেসক্লাবে ডুকতে বাধা দেয়া, সাধারন সভা না করে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি করে ও মনগড়া সিদ্ধান্ত গ্রহন, প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে নানা অপকর্মে করে যাচ্ছে।

    ফলে ক্ষুদ্ধ সাধারন সদস্যরা উল্লেখিত তিন ব্যাক্তিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্চিত ঘোষনা ও স্থায়ী বহিস্কার করার দাবী তোলেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ হেলাল,আবদুল মালেক ও কাউছারকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

    এছাড়া অনিয়ম করার অপরাধে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করা, নতুন সদস্য অন্তভূক্তি ও পুরাতন সদস্যপদ নবায়ন করার জন্য কামালুর রহিম সমরকে প্রধান করে তিন সদস্যের একটি যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।

  • উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন। তাকে বুধবার রাতে পৌরসভার শ্যামলীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    ইকবাল উল্লাপাড়ার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।তিনি বিভিন্ন অপরাধে তিনবার গ্রেপ্তার হলেন। এর আগেও ওই শিক্ষক চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হয়েছেন।

    উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গ্রেফতার শিক্ষক ইকবাল হোসেনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

    উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবীর জানান, সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় বুধবার রাতে ইকবাল হোসেনকে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

    উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী একরাম হোসেন জানান, বার বার বিভিন্ন মামলায় জড়ানোর কারনে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, ইকবাল হোসেন এর আগেও চাঁদাবাজী ও তার দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।