Tag: ঘোষণা

  • পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৪ কোটি টাকা বাজেট ঘোষণা।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৪ কোটি টাকা বাজেট ঘোষণা।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৪ কোটি টাকা বাজেট ঘোষণা।


    “বাজেট সভায় অংশ নেবো, নিজের চাহিদা নিজেই বলবো” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

    পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রায় ৪ কোটি টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৯২০ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৩০৫টাকা।

    বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন বাবলু, ইউপি সচিব রাফিজুল ইসলাম, ইউপি সদস্য নাসির উদ্দিন, মানিক হোসেন ও পঞ্চক্রোশী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মুকুল হোসেন প্রমুখ।

  • বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দু‘গ্রæপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ২৮ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পিকআপ ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পুলিশ।

    সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে  পরিস্থিতি শান্ত হলে কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা সম্মেলন মঞ্চের সামনে প্রবেশ করে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। এ সময় তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম ,দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়। প্রায় আধা ঘন্টা এই সংঘর্ষ চলে ।
    এ সময় সম্মেলনে আসা আগত লোকজন দৌড়া দৌড়ি ও ছুটা ছুটি করে সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সংঘর্ষে আহত হয়েছে, একজন নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,শাহরিয়ার হোসেন,সিরাজুল ইসলাম,সাইফুর ইসলাম,মুরাদ হোসেন,লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলী , বাঘা থানার এসআই তৈয়ব আলী, জাহাঙ্গীর হোসেন, এএসআই সাজদার রহমান, পুলিশ সদস্য শাজাহান আলী, মতিউর রহমান, তাজুল ইসলাম, মনি হোসেনসহ অন্তত ২৮ জন। এর মধ্যে আহত পুলিশদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    পরিস্থিতি শান্ত হলে ঘণ্টাখানেক পর হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে,সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),যুগ্ন সাধাারন সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
    এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, বিনা উস্কানীতে চলমান সমাবেশে প্রবেশ করে  আক্কাছ আলী ও তাঁর লোকজন এসে হামলা করেছেন। আ.লীগের কেন্দ্রীয় নেতার সামনে অনেক নেতাকর্মীকে আহত করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
    এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, শান্তিপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। আমার নেতাকর্মীদের নিয়ে শ্লোগান দিতে দিতে সম্মেলন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন বাধা দেন। এতে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একটি পিকআপ গাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
  • মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।

    মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।

    বিলালুর রহমান জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের একটি মাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২১ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।

    আজ রবিবার সকাল ১২টা ৩০মিনিটে উক্ত ইস্কুলের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা অন্জনা নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল আহমদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমদ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন প্রমুখ।

    উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথিরা বক্তিতায় উক্ত ইস্কুলের লেখা পড়ার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন।

    পরিশেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

  • বজরা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলে উপজেলা চেয়ারম্যান।

    বজরা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলে উপজেলা চেয়ারম্যান।

    রোকন মিয়া(উলিপুর কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন উলিপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মন্টু ।
    বুধবার  (৮ ডিসেম্বর) দুপুরে  উপজেলার এল কে আমীন ডিগ্রী কলেজ মাঠে বজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি, আরডিআরএস) সহযোগিতায় বজরা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
    অনুষ্ঠানে বজরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব
    মোঃ রেজাউল করিম আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মন্টু ।
    এসময় উলিপুর  উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরকার, আরডিআরএস বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী এস এম আরিফ উজ-জামান, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার মোঃ আহদুজ্জামান, ইউনিয়ন ফেসিলিটেটর মোঃ আমিনুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, জীবন চন্দ্র বমন, জুলিয়া খানম জ্যোতি, নাসরিন  পারভীন, পারুল চক্রবতী,  আলিফা  বেগম,  লাকী বেগম  প্রমুখ উপস্থিত ছিলেন।
  • নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুর কমিটি ঘোষনা।

    নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুর কমিটি ঘোষনা।

    আহাদ প্রামাণিক,স্টাফ রিপোর্টারঃ বগুড়া’র নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে বগুড়া হোটেল পার্কে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মির্জা সেলিম রেজা । জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক মহাস্থান পত্রিকার সাংবাদিক মোঃ আবু সাঈদকে সভাপতি ও দৈনিক মুক্তবার্তার পত্রিকার সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন’কে সাধারণ সম্পাদক করে একটি ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

    ঘোষিত প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর (জাতীর দৈনিক আলোকিত সকাল ), যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আব্দুল আহাদ( জাতীয় দৈনিক লাখো কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক (জাতীয় দৈনিক চৌকস) দপ্তর সম্পাদক মো: শাহীন আলম সাজু( জাতীয় দৈনিক ভোরের চেতনা) প্রচার সম্পাদক মো: শফিউল আলম( পল্লী টিভি) অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের (দৈনিক সকলের বার্তা) সদস্য মোঃ মজনুর রহমান জাতীয় দৈনিক সংবাদ সারাদেশ ।

  • বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা।

    বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম প্রতিনিধিঃ অবশেষে বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে। তপশীল অনুযায়ী আগামী (১৬ জানুয়ারী২২) বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
    (৩০ নভেম্বর) মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষণা করেন। তপশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
    বাঁশখালী পৌরসভার কাঙ্খিত নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছিল। মেয়াদোর্ত্তীণ হলেও নানা জটিলতায় এতদিন বাঁশখালী পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষনা করা হয়নি। গতকাল অবশেষে তপশীল ঘোষণা করা হলে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও তাদের সমর্থকরা নড়েচড়ে বসেছে। নতুন করে দৌড়ঝাপ শুরু করেছে প্রার্থীরা।
    বিভিন্ন সূত্র ও বিভিন্নস্তরের পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, বাঁশখালী পৌরসভায় সরকারি দল আওয়ামীলীগের নৌকা প্রতীকে কে মনোনয়ন পাচ্ছেন সেদিকেই মূলতঃ সবার দৃষ্টি। আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বর্তমান মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী,আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোছেন,যুবলীগ নেতা এম.মনছুর আলী,যুবলীগ নেতা হামিদ উল্লাহ হামিদ,আওয়ামীলীগ নেতা শেখ আলী মোজতবা চৌধুরী মিশু, মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহামুদুল ইসলাম ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী প্রমুখ।
    এছাড়াও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে সাবেক মেয়র ও পৌর বিএনপি আহবায়ক কামরুল ইসলাম হোছাইনী,লায়ন নাছির উদ্দীন এবং জামায়াতের শেখ মোহাম্মদ ইসমাইল,এলডিপির আনিছুর রহমান ও ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ প্রার্থী হতে পারেন।
    এদিকে গতকাল নির্বাচনের তপশীল ঘোষণার পর চায়ের দোকান, পাড়া মহল্লা, আলোচনা আড্ডা সর্বত্রই এখন বাঁশখালী পৌরসভা নির্বাচন প্রসঙ্গ আলোচিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মী সমর্থক ও ভোটারদের সাথে নতুন করে যোগাযোগ শুরু করেছে।এর আগে আরও একবার নির্বাচনী তপশীল ঘোষণার কথা থাকলেও সে সময় তপশীল ঘোষণা না হওয়ায় প্রার্থী ও সমর্থকরা অনেকটাই ছিলেন হতাশায়। এবার নতুন করে তপশীল ঘোষণার পর নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা।
  • লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের প্রতারনা, অর্থ আত্মসাৎ সংখ্যালঘু নারী নির্যাতন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের সভাপতি মো: হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক মো: আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো: কাউছারকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ইং সনের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক,দেশটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি ও নির্বাচন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী,প্রেসক্লাব্রে সাবেক সহ-সভাপতি এমজে আলম, আহবায়ক প্রস্তুুতি কমিটির সদস্য সহিদুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও আব্বাছ হোসেন, সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ,মুক্তবাঙ্গালীর সম্পাদক মন্ডলীর সভাপতি কামালুর রহিম সমর, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর,সাংবাদিক আহম্মদ আলী, আলমগীর হোসেন,ভাস্কর বসু রায়,মফিজুর রহমনা মাষ্টার, আবদুল মালেক নিরব ও মনির হোসেন প্রমুখ।

    এই সময় বক্তারা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো. কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম দূনীতি ও চাঁদাবাজি এবং দালাল বাজারে এক সংখ্যালঘু নারীর সাথে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ আতœসাৎ ও অপর সংখ্যালঘু পুরুষের প্রতারনার মাধ্যমে ৭ লাখ টাকা অর্থ আতœসাৎসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন। এই ছাড়া করোনাকালীন সময় জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন,জেলা পরিষদ ও পৌর মেয়রসহ বিভিন্ন স্থান থেকে সদস্যদের নাম প্রনাদনা নিয়ে তা গোপনে আত্বসাৎ করেন তারা।

    অপরদিকে ভূমি রেজিষ্ট্রি ও উন্নয়নের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা আদায় করে প্রেসক্লাবের ফ্যান্ডে জমা না করে নিজেরাই আত্বসাৎ করা হয়। কথায় কথায় সিনির্য় সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করা,প্রেসক্লাবে ডুকতে বাধা দেয়া, সাধারন সভা না করে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি করে ও মনগড়া সিদ্ধান্ত গ্রহন, প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে নানা অপকর্মে করে যাচ্ছে।

    ফলে ক্ষুদ্ধ সাধারন সদস্যরা উল্লেখিত তিন ব্যাক্তিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্চিত ঘোষনা ও স্থায়ী বহিস্কার করার দাবী তোলেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ হেলাল,আবদুল মালেক ও কাউছারকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

    এছাড়া অনিয়ম করার অপরাধে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করা, নতুন সদস্য অন্তভূক্তি ও পুরাতন সদস্যপদ নবায়ন করার জন্য কামালুর রহিম সমরকে প্রধান করে তিন সদস্যের একটি যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।

  • তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন স্থগিত ঘোষণা।

    তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন স্থগিত ঘোষণা।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন  স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

    ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় সরনজাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,সরনজাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মালেকের ঋণ খেলাপীর মামলায় তার প্রার্থীতা বাতিল চেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান সাঈদ সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন। কোর্ট বুধবার আব্দুল মালেকের প্রার্থীতা স্থগিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর চিঠি ইস্যু করেন।

    এতে আব্দুল মালেক নির্বাচন স্থগিত চেয়ে শুনানি করার আবেদন জানালে সুপ্রিম কোর্ট তা আমলে নিয়ে নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কর্মকর্তা(ইসি)কে চিঠি পাঠিয়ে নির্দেশ দেন।

    তিনি আরো বলেন,আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পূর্ণ করতে সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।

    ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট বাক্স ও পুলিশ, বিজিপি, আনসার ও ভিডিপি মোতায়েন করা সম্পূর্ণ হয়েছে।শুধু রাত পোহালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার দিয়ে ভোট শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ইমেইল করায় শুধু ৪নং সরনজাই ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। অবশিষ্ট ৬টি ইউনিয়নের ভোট গ্রহন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, নির্বাচন স্থগিত করা হয়েছে কিন্তু কবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বিষয়টি এখনো সঠিক ভাবে জানা যায়নি।

  • বাড়ীতে বসে কাজ করার সুবিধা কমানোর ঘোষনা গুগলের।

    বাড়ীতে বসে কাজ করার সুবিধা কমানোর ঘোষনা গুগলের।

    বাড়ীতে বসে যারা ইন্টারনেটে কাজ করে বাড়তি সুবিধা পেত তাদের সুবিধা কমানোর ঘোষনা দিয়েছে গুগল।মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সিদ্ধান্ত নিয়েছে,স্থায়ীভাবে যারা বাসায় বসে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মাসিক বেতনের কিছু অংশ কর্তন করা হবে। বিশ্বে করোনা মহামারি বিস্তারের আগে অফিসে বসে কাজ করতেন কর্মীরা।

    এখন যদি তারা স্থায়ীভাবে বাসায় বসে কাজ করার সিদ্ধান্ত নেন,তাহলে তাদের মাসিক বেতন থেকে কিছু অংশ কর্তন করা হবে। গুগলের এমন একটি পে ক্যালকুলেটর’র স্কিনশট পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। সেখানে দেখা গেছে বর্তমানে সিলিকন ভ্যালি বা প্রযুক্তি জগতে বাসায় বসে থেকে কাজ করলে তাদের মাসিক বেতন থেকে কিছু অংশ কাটার উদ্যোগ গ্রহন করেছে গুগল।বেতন কর্তনের সিদ্ধান্তটি পরিক্ষামুলক ভাবে নিয়েছে গুগল কর্তৃপক্ষ।

    গুগলের পে ক্যালকুলেটর অনুযায়ী কর্মীদের মাসিক বেতন নির্ধারন করা হবে।মাসিক বেতন কর্তনের বিষয়ে বলা হয়েছে কোন কর্মী কোথায় থাকেন,সে অঞ্চলের জীবনমানের ব্যয়সহ বেশ কিছু বিষয় দেখে কর্মীদের বেতন নির্ধারন করা হবে।বেতন কর্তনের বিষয়ে গুগলের মুখপাত্র এক বার্তায় জানিয়েছেন কর্মীদের আবাসস্থলের উপর ভিত্তি করেই তাদের মাসিক বেতন নির্ধারন করা হবে। একজন কর্মী কোথায় থেকে কাজ করেন তার উপর ভিত্তি করে গুগল কর্মীদের বেতন দিয়ে থাকে।