Tag: ঘোষণা
-
গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র্যালি ।
স্টাফ রিপোর্টারগাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় ।মঙ্গলবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।দলীয়সূত্রে জানাযায়, ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।কমিটিতে,মোঃ ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল সহ, বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ। -
মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত। -
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন।রবিবার (০৭ এপ্রিল) সন্ধায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন।এসময় তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হাই প্রোফাইল আমার নাই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি। আমি সার্বজনীন জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কারো হক মেরে খাওয়ার চিন্তা নাই। আমি এই এলাকার সাধারণ মানুষদের মাঝ থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এলাকার উন্নয়ন করতে চাই।এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হারুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। -
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত ১৬ মে- ২০২৩ ইং রোজ শনিবার বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কৃষক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এ সময় উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আব্দুস সালাম।
বাজেট অধিবেশনে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ আনছার আলী, ইউপি সদস্য শারমিন খাতুন, মো: আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুল গফুর মন্ডল সহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।
সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহনে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতের সম্ভাব্য আয় ৩ কোটি ৮৪ লক্ষ ৪৮ হাজার ৪শত ৮৪টাকা ও ব্যয় ৩ কোটি ৮৩ লক্ষ ৬৮ হাজার ৪শত ৮৪ টাকা এবং উদ্বৃত্ত ৮০ হাজার টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
-
বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা:২৯ ডিসেম্বর নির্বাচন।
.বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষিত একটি পত্র সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাচন অফিস পেয়েছেন বলে জানা গেছে।এই নির্বাচন বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ন সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম বলেন, ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। -
নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।
নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল ১১টায় পৌরসভার হল রুলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম পৌরসভা। পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য নতুন কোনও করারোপ ছাড়াই ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।
পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমূখ ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ।
-
নলডাঙ্গা পৌরসভার পৌনে ১৬ কোটির টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।
নলডাঙ্গা পৌরসভার পৌনে ১৬ কোটির টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।
নাটোরের নলডাঙ্গা পৌরসভার২০২২-২০২৩ অর্থ বছরের ১৫ কোটি ৮৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এ বাজেট ঘোষণা করেন।এ বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ১৫ কোটি ৮৫ লক্ষ ৫৭ হাজার টাকা।
পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনছুর আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন মুশফিকুর রহমান মুকু,বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিনুর রহমান,কাউন্সিলর মাহমুদুর রহমান মুক্তা,মাহবুব রহমান,ফরহাদ হোসেন প্রমুখ।
-
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা।
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা ।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
৩০ মে সোমবার সকাল ১১ টার সময় সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা করেন ১১নং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে সম্ভাব্য আয় ১,২১,৭৯,৩২৫/= টকা এবং সম্ভাব্য ব্যয় ১,১৯,০৯,৩২৫/= টাকা এবং সমাপনী সম্ভাব্য (উদ্ধৃত্ত) জের ২,৭০,০০০/= টাকা। বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ বুরহান উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-১ ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বিলাল আহমদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াহিয়া, স্থানীয় গন্যমান্য ব্যক্তি মোঃ কাওছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল আহমদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শায়েস্তা হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর কবির, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুরেতাজ মিয়া, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হোসাইন আহমদ লনি, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ ছালেহা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ ইয়াছমিন আক্তার, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য পূর্ণিমা রানী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউডিসি উদ্যোক্তা মোঃ সুজেল মিয়া, গ্রাম পুলিশবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
-
মাধনগর ইউনিয়ন পরিষদের ২৩ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।
মাধনগর ইউনিয়ন পরিষদের ২৩ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।এতে রাজস্থ আয় ধরা হয়েছে ২২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা ও উন্নয়ন আয় ৪৫ লাখ ৬৬ লাখ ৬৬ হাজার ৮৭২ টাকাসহ মোট ৬৮ লাখ ৬২ হাজার টাকা।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ২ নং-মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব চেয়ারম্যান সাইফুল ইসলাম।এতে মোট ব্যায় দেখানো হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৪৭২ টাকা এবং উদ্বৃত্ত ১০ লাখ ৩ হাজার ৬০০ টাকা।
মাধনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে চেয়ারম্যান জব্বার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার।আরোও উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান হান্নান আলী,ইউপি সদস্য ফরিদ আলী,মালেক ব্যাপারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।