Tag: গ্রেফতার

  • ডিমলায় কুপিয়ে পিতা হত্যার অপরাধে ছেলেকে গ্রেফতার।

    ডিমলায় কুপিয়ে পিতা হত্যার অপরাধে ছেলেকে গ্রেফতার।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলায় ঔরষজাত ছেলের কোদালের কোপে সত্তুর বছর বয়সী বৃদ্ধ পিতা আব্দুল আজিজ হত্যাকান্ডের ঘটনায় ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশের সদস্যরা।

    গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে নীলফামারী জেলার জলঢাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত নুর ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখূলী মিলনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় গণমাধ্যমকর্মীদের বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বৃদ্ধ পিতাকে হত্যার প্রধান আসামী ছেলে নুর ইসলামকে জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আব্দুল আজিজ তার ভোগদখলীয় জমি ঔরষজাত মেয়েদের নামে দলিল করে লিখে দেন। সেই জেড়ধরে ছেলে নুর ইসলাম তার বৃদ্ধ পিতাকে অমানবিক নির্যাতন করে আসছিল। নিহত আব্দুল আজিজ জমিতে ভুট্টার বীজ রোপন করতে গেলে পারিবারিক জমি জায়গার জেড়ধরেই নুর ইসলামের সাথে মারামারির ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে।

    এ সময় নুর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে স্বজরে তার বৃদ্ধ পিতা আব্দুল আজিজের মাথায় চোট দেয়। সেই চোটে আব্দুল আজিজ রক্তাক্ত গুরুতর হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ পিতার মৃত্যু হয় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ-ধর্ষক গ্রেফতার।

    প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ-ধর্ষক গ্রেফতার।

    মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ঝিংঙ্গাবাড়ী ইউনিয়নের লামা ঝিংঙ্গাবাড়ী পূর্বগ্রামের মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ইলিয়াছ উপর ঝিংঙ্গাবাড়ী হরিশিংমাটি গ্রামের মন্তাজ আলীর ছেলে।

    অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী মাদ্রসায় আসা যাওয়ার সময় অটোরিক্সা (সিএনজি) চালক ইলিয়াছ প্রেম নিবেদন করিয়া উত্যক্ত করিত। ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তাঁর মা বাবা আত্মীয়স্বজনকে জানায় । ভুক্তভোগীর পরিবার ইলিয়াছের আত্মীয়স্বজনের কাছে বিচার দেন।পরে ইলিয়াছ ভুক্তভোগীর প্রতি আক্রোশান্বিত হয়ে উঠে। গত শনিবার রাত অনুমান ১০টার সময় ভিকটিম প্রকৃতির ডাকে বসত ঘর বাহির হয় এই সুযোগে ইলিয়াছ ঘরের ভিতরে প্রবেশ করে খাঁটের নিচে লুকিয়ে পড়ে। ভিকটিম ঘরে প্রবেশ করিয়া বিছানায় ঘুমানোর পর ইলিয়াছ বিছানায় উঠে এবং  ভুক্তভোগীকে জড়াইয়া ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাকে বাধা/নিষেধ করলে বিয়ের প্রতিশ্রুতি দেয় তাতেও রাজি না হলে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।

    ঘটনার সময় চিৎকার ও চেঁচামেচি শুনিয়া ভাই ইমরান উদ্দীন আগাইয়া আসিয়া ইলিয়াছ কে ঘরের ভিতরে রেখে দরজা বন্দ করে রাখেন।পরে ভুক্তভোগী বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

    কানাইঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরপরই এস আই সনজিত কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি ইলিয়াছ কে গ্রেফতার করেন এবং ইলিয়াছ এর বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে ।

  • রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
    আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল। শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে  এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
    আটককৃতরা হলেন-চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)।

    সোমবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পায়  যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ  (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ (পাঁচশত দশ) লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম ১৮ নভেম্বর ২০২৩ইং, দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামিরা হলেন, মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
  • মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে  উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার বড়জ্বালা বাজার থেকে  মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মোক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত ছহল উদ্দীনের ছেলে।মোক্তার হোসেন দীর্ঘ দিন পলাতক ছিল। মামলা সূত্রে জানা যায়, সে মাধবপুর থানাধীন জি আর ১১৮/২১( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিজ্ঞা আদালতে ১ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় হয়।
    এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুল ইসলাম খাঁন, জানান, গ্রেফতার কৃত আসামি মোক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে  প্রতিপক্ষের হামলায়  মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিজানুর উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গত (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
    এ ঘটনায় একই এলাকার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  মোল্লা শাহিনকে পুলিশ গ্রেফতার  করে জেল হাজতে প্রেরণ করেছে।
    আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে,   ঘটনার দিন গত (১৬ নভেম্বর) সকালে মিজানুর রহমান  স্থানীয় দর্গাপুর  স্কুলের সামনে আসলে সেখানে ইউপি সদস্য শাহিনের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর তিনি তার বাড়ির দিকে রওয়ানা হয়। এসময় তিনি  প্রতিপক্ষ শাহিনের  বাড়ির সামনে পৌঁছালে শাহিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এক মারধরের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার পরিবার  তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে  জানান,এ ঘটনার পর আহত মিজানের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছেন। এ সংঘর্ষের মূলহোতা শাহিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।

    মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় বাহারকে গ্রেপ্তার করে। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।
    মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।
    ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।
    মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন বাহারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
  • রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার।

    রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)থেকেঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মুত্তাকিন শেখ (১৯) নামের এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত যুবক মুত্তাকিন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের রফিক শেখের ছেলে।
    বুধবার (১৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় দেবরাজ ঘাটে মাদক কেনা-বেচা লিপ্ত আছে কয়েকজন যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ  কুত্তাকিনের দেহ তল্লাশী করলে ৪০( চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান,  গতরাতে অভিযান চালিয়ে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুত্তাকিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে মাদকসহ যুবক গ্রেফতার। 

    রামপালে মাদকসহ যুবক গ্রেফতার। 

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ রাজু সরদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত যুবক রাজু উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।
    বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে একটা যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় রাজুর কাছে থাকা ৪৬( ছেচল্লিশ) গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে রাজু সরদার নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।