মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাটি রাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রবিবার (৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের লিখিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার রাত প্রায় দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৫৩ পিস ইয়াবাসহ আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) কে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া এলাকার প্রমতোষ বড়ুয়ার ছেলে আকাশ বড়ুয়া। মাটিরাঙ্গা পৌরসভাধীন ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকার রাজু বড়ুয়া’র ছেলে জয় বড়ুয়া। এবং খাগড়াছড়ি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বটতলী কালা দাবা এলাকার থৈয়ারী মারমা’র ছেলে চেংলামো মার্মা।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীগনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।