Tag: গ্রেফতার

  • গোদাগাড়ীতে হিরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হিরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীরা হলেন মো. কাশিয়া ডাঙ্গা এলাকার বালিয়া সেনপকুর গ্রামের হোসেন আলীর ছেলে নুরুন্নবী(২৬) ও গোদাগাড়ী এলাকার পাথরঘাটা ঘোষপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে নাঈম আহম্মেদ (৩০)।

    পুলিশ সূত্রই জানা যায় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী মোড়ে ০২/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ৪ টা.৫০ মিনিট এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
    লিটন মিয়া পিতা-মৃত অকিল হোসেন এর বসত বাড়ির সামনে ০২জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে গাড়ীর জন্য অপেক্ষা করছিল।
    এসময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এসআই (নিঃ)/ মোঃ আঃ রহিম ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ঘটনাস্থলে আসামীদ্বয়কে হাতে নাতে করে,সাক্ষীদের উপস্থিতিতে ১নং আসামী মোঃ নুরুন্নবী এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া ০৫টি সাদা স্বচ্ছ ইয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামী বর্ণের হেরোইন (মাদকদ্রব্য) উদ্ধার করে।

  • অবৈধ ভারতীয় ওষুধসহ ২ চোরাই কারবারি গ্রেফতার।

    অবৈধ ভারতীয় ওষুধসহ ২ চোরাই কারবারি গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমান ওষুধসহ দুইজনকে আটক করা হয়েছে।
    আটক মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।
    ডিবি পুলিশ জানায়, সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।  এ সময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়।এ ছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
    মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
  • ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    বিনোদন ডেস্কঃ ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

    গত ৯ অক্টোবর শমী কায়সার, তারানা হালিমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা হয়। তবে তাকে হত্যাচেষ্টা নাকি অন্য কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

    শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

    অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-ক্যাবের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেন ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

  • উল্লাপাড়ায় অটো চালককে হত্যা-২ ছিনতাইকারী গ্রেফতার।

    উল্লাপাড়ায় অটো চালককে হত্যা-২ ছিনতাইকারী গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোবাইক চালক বাচ্চু মিয়া(৩৫)কে হত্যার পর বাইকটি ছিনতাই করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    নিহত চালক উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলীর ছেলে।

    জানা যায় রোববার রাতে মধুপুর করবস্থানের পাশের পুকুর থেকে হাত ও মুখ বাঁধাবস্থায় নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়।
    নিহত বাচ্চু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায় রোববার বিকেলে অটোবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত গভীর হওয়ার পরেও সে বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।পরে পরিবারের সবাই রাতের অন্ধকারে খুঁজতে বের হয়। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে মধুপুর কবরস্থানের পাশের পুকুরে বাচ্চুর লাশ পরে আছে।এমন সংবাদের ভিত্তিতে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চুর লাশ দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান নিহত যুবকের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা হত্যার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।তাদের তথ্য অনুযায়ী চিনতাই করা অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

  • রামপাল থানা পুলিশের অভিযানে পাইপগান ও গুলি সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

    রামপাল থানা পুলিশের অভিযানে পাইপগান ও গুলি সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে দুইটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে।
    বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
    আটককৃতরা হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহারিয়ার(২৩), কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ওবায়দুর রহমানের ছেলে মোঃ আসিফ মোল্লা(২০) ও আলমগীর হোসেনের ছেলে মোঃ ইমন হাওলাদার(২১)।
    থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে ফয়লাহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। এরপর তাদের সাথে নিয়ে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাগা বাজার সংলগ্ন জনৈক সাইফুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী দুইটি টি পাইপগান খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    ওসি সোমেন দাস আরো জানান, আসামিরা ভাগা এলাকার সাইফুলের ভাড়া বাড়িতে ঘর ভাড়া নিয়ে গত দেড়মাস অবস্থান করছিল। গতকাল অভিযান চালিয়ে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্ট মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার।

    ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার।

    ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
    সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি তিনি।
    বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
    বিষয়টা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।
    দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
    পুলিশ  সূত্রে জানা যায় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  তাকে গ্রেপ্তার করে পুলিশ।
    উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এই মামলার ২৮ জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এ এমপিকে।
    এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলার ৩৮ জন জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এমপি দবিরুল ইসলামকে।
    এছাড়াও ৫ আগস্ট ঠাকুরগাঁও সদরের পৌর শহরের ছিট চিলারং এলাকায় সাবেক কমিশনার একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা চারজন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিনিও আসামি।
  • উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত আসামিদের আটক করা হয়।

    আাসামিরা হলেন-উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬),বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০),বড়হর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০),মোঃ আলাউদ্দিন (৪২), আ’লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)।

    এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার ৫ আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • পীরগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৪ জন গ্রেফতার।

    পীরগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৪ জন গ্রেফতার।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুই মানবপাচারকারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে সীমান্তে ৩৩৩ -এর ৩ এস পিলার এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পীরগঞ্জ থানায় গ্রেপ্তার দেখানো হয়।
    আটক হওয়া ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৬), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪১), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৪) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৪)।
    চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। এদের মধ্যে ওবায়দুর রহমান ও আবায়দুর রহমান মানব পাচারকারী এবং আপর দুই জন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
  • রাণীশংকৈলে ২ হাজার ৪’শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার।

    রাণীশংকৈলে ২ হাজার ৪’শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ হাজার ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরান আলী(৩২)কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের লধাবাড়ী এলাকার ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত মাদককারবারী ইমরান উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনচহট লধাবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।

    গ্রেপ্তারের ঘটনায় বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন।পরে তাকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও  মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল বুধবার (০২ অক্টোবর ) সকালে লধাবাড়ী গ্রাম থেকে ইমরান আলীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার ঘরে তল্লাশি করে ছোট একটি লাল কাপড়ের ব্যাগের ভিতরে ১২টি আলাদা প্যাকেট থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা।
    এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়।
    এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক)ফরহাদ আকন্দ বলেন,মাদককারবারি ইমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইমরান আলীকে ২৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন,মাদকসহ ইমরান আলী নামের এক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • রামপালে আসামি গ্রেফতার না করার অভিযোগে সংবাদ সম্মেলন।

    রামপালে আসামি গ্রেফতার না করার অভিযোগে সংবাদ সম্মেলন।

    বাগেরহাটের রামপালে মামলা দায়েরের পরেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করে মামলার বাদি আবু তালহা শেখ এক সংবাদ সম্মেলন করেছেন।
    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামপাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদি আবু তালহা শেখ অভিযোগ করে জানান, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সদস্য ছিলাম। গত ১৩ আগস্ট, সকালে আমি হুড়কা ইউনিয়নে ছিদামখালী এলাকায় আমাদের মালিকানাধীন মৎস্য ঘেরে কাজের জন্য যাই। এসময় একই এলাকার আঃ আজিজ শেখ আমার ঘেরের বেড়িবাঁধের ওপর গরু চরাইতে থাকে। আমি তাকে বেড়িবাঁধের ওপর গরু চরাইতে নিষেধ করি। সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমার মা জেসমীনা বেগম, বাবা সফরুল শেখ ও ভাই আবু সাঈদ তাকে তার গরু নিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।
    সে আমাদের সবাইকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে স্থান ত্যাগ করে। এ ঘটনার কিছুক্ষণ পরে আজিজ শেখ তার আত্মীয় রফিকুল ইসলাম, আবু বকার রুমি, নুরুল শেখ, মুছা শেখ ও হারুন শেখ ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা করে।
    তিনি আরো জানান, তারা আমার মাকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়া মায়ের মাথার তালুতে আঘাত করে। তারা আমার পিতাকে খুন করার উদ্দেশ্যে হাতে থাকা ধারালো দাঁ দিয়া পিতার মাথায় কোপ দিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ভাইয়ের মাথায় দা দিয়ে কোপ দিয়ে জখম করে এবং আমাকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করে।
    আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার মায়ের শরীরে অনেক জখম হওয়ার কারণে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
    এরপর আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আমার মামার সহযোগিতায় গত ১৯ আগস্ট, রামপাল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলা দায়েরের অনেকদিন পার হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামি ধরতে সক্ষম হয়নি। বাদি লিখিত অভিযোগে আরো জানান যে, আাসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া আসামিদের সহযোগী ছিদামখালী এলাকার রুহুল আমিন, মোঃ রাজু শেখ, মাসুম মল্লিক আমাদের নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাদের বাড়ির সামনে এসে বলতেছে মামলা উঠিয়ে ফেলো। তা নাহলে হলে তোদের জীবনে শেষ করে দিব। এছাড়া তারা আমাদেরকে ও আমার পরিবারের লোকদের বেকায়দায় ফেলার উদ্দেশ্যে স্থানীয় লোকদের জমি দেওয়ার কথা বলে কাগজে স্বাক্ষর গ্রহণ করতেছে। তারা স্বাক্ষর দিয়া আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার পায়তারা করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আসামিদের আটক করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, পুলিশ আসামি ধরছে না এ কথাটি সম্পুর্ন ভুল। আমরা চেষ্টা চালাচ্ছি আসামিদের আটক করার জন্য। আইন সবার জন্য সমান, আমরা অল্প সময়ের মধ্যে আসামিদের ধরতে সক্ষম হবো বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।