Tag: গ্রেফতার

  • শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। মামলার এজাহার ও ভিকটিমের পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুল করিমের ছেলে নাহিদুল ইসলাম (৮) কে ২১ আগস্ট মাদ্রাসা থেকে বাড়ীতে চলে যায়।

    ২৩ তারিখ সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে নাহিদুল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কারন জানতে চাইলে, মায়ের কাছে বলে, মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগষ্ট নাহিদুলকে বাথরুমে নিয়ে গিয়ে জোরপুর্বক বলৎকার করেছে।

    এ ঘটনা জানাজানি হলে, এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে নাহিদের বাবা আব্দুল করিম বাদী হয়ে আরিফুল ইসলামকে আসামী করে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
    থানা পুলিশ সোমবারই আরিফুল ইসলামকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    এ ব্যাপারে, শাহজাদপুর থানার ওসি(ওপারেশন) আব্দুল মজিদ বলেন, আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষককে কোর্টে পাঠানো হবে।
    এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে এলাকার স্থানীয় জনসাধারণ ।

  • উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৬ বোতল ফেন্সিডিলসহ সোহরাব হোসেন(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

    এ তথা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
    এ সময় ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    তিনি আরোও জানান ২১ আগস্ট শনিবার রাত ১.২০ মিনিটের সময় নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি ট্রাভেলস দূড়পাল্লার কোচের গতিরোধ করে তল্লাশি করে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।আটককৃতর বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে আব্দুস সামাদ(৪২), দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের কাইয়ুম হোসেনের স্ত্রী নূপুর আক্তার(১৮) ও একই এলাকার মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ(২৫)।

    র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল উপজেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামের মা বাবার দোয়া রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১০৯ বোতল ফেন্সিডিল ও নগদ ৫ হাজার টাকা,২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    দীর্ঘদিন যাবত হলো পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • বগুড়ার শেরপুরে ৬ জুয়ারি গ্রেফতার।

    বগুড়ার শেরপুরে ৬ জুয়ারি গ্রেফতার।

    বগুড়া শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের দিক নির্দেশনায় উপপরিদর্শক আব্দুস সালামের সহযোগীতায় পুলিশ সদস্যরা খামারকান্দি ইউনিয়নের মাগুড়ার তাইর গ্রামে মোঃ এনামুল হক রানার ভাড়া দেওয়া ঘরে ১২ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে নগদ সর্বমোট ২০,৭৪২ টাকা, দুই প্যাকেট তাস সহ ৬ জুয়ারিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের সুবলি গ্রামের মুকুল হোসেনের ছেলে আব্দুল লতিফ(৩৭), গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ফারুক হোসেন(৩২),খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল কাফির ছেলে আলম বাবু(৩৩), একই এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে আব্দুস সবুর(৩৭),মাগুড়ার তারই গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দল কুদ্দুস(৩৪) ও শিবগঞ্জ উপজেলার তেঘরী গ্রামের মৃত জব্বার শেখের ছেলেআব্দুল মোতালেব (৪৫)।

    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।সকল আইনীপ্রক্রিয়া শেষে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • লালমনিরহাট হাতীবান্ধায় নব্য জেএমবিথর সদস্য ঢাকায় গ্রেফতার

    লালমনিরহাট হাতীবান্ধায় নব্য জেএমবিথর সদস্য ঢাকায় গ্রেফতার

    লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ ও এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র যৌথ অভিযানে পালাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিব (২৬) কে ঢাকার খিলগাঁও হতে গ্রেফতার করেছে।

    বুধবার (১১ আগস্ট) দুপুরে ১টার দিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

    প্রেসব্রিফিং এ তিনি আরোও জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং হাতীবান্ধা থানার পুলিশের একটি যৌথ অভিযানিক দল দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি ঢাকার খিলগাঁও এলাকা হতে পলাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিবকে গ্রেফতার করে হাতীবান্ধা থানায় আনা হয়।
    আজ বুধবার দুপুরে তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেফতারকৃত পলাতক নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। তার পিতা স্থানীয় একটি মসজিদের ইমাম।

    কোরবান আলী জামায়াতের এক জন স্থানীয় নেতৃত্বদানকারী ব্যক্তি তার নামে একটি নিয়মিত মামলা রয়েছে। তারা ৪ ভাই ও ১ বোনের মধ্যে নাজমুস সাকিব সবার বড়। তার ছোট ভাই রাকিবুল ইসলাম অরফে রাকিব অরফে নাঙ্গা তরবারী অরফে প্রভাতের মুয়াজ্জিন স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিলো।

    রাকিব নব্য জেএমবিথর সদস্য। সে ২০১৭ সালে গ্রেফতার হয়ে বর্তমানে লালমনিরহাট কারাগারে আটক আছে। তার ভাই রাকিবের নামে ২টি মামলা রয়েছে। নব্য জেএমবিথর সদস্য রাকিবের অন্যতম প্রধান সহযোগী নব্য জেএমবিথর নেতা আজাদুল ইসলাম কবিরাজ অরফে বিপ্লব।

    নাজমুস সাকিব স্থানীয় শিশু নিকতন স্কুল হতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। পরবর্তীতে ভবানীপুর ছেফাতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে আলিম পাশ করে। সে ২০১৫ সালে তিতুমীর কলেজে সমাজ বিজ্ঞান অনার্সে ভর্তি হয়। বর্তমানে সে কেক এন্ড সুইটস কোম্পানির খিলগাঁও এর একটি ব্রাঞ্জ অফিসে চাকরিরত ছিলো। তার নামে হাতীবান্ধা থানায় দুইটি (পুলিশ এসল্ট ও সরকার বিরোধী অন্তর্ঘাতমুলক কার্যক্রম) নিয়মিত মামলা রয়েছে।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, নব্য জেএমবিথর সদস্য নাজমুস সাকিবকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

    থানাসূত্রে জানাযায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদের দিক-নির্দেশনায় উপপরিদর্শক রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৬ই আগস্ট) দুপুর দেড় টার সময় উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামে অভিযান চালিয়ে ইদ্রিস আলী (৪২)কে ৫০গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। সে তেঘরী গ্রামের মৃত উজির উদ্দিন প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

    অপরদিকে, এসআই এটিএম রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও মাতলামি করা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রনবাঘা গ্রামের মৃত গনেশ চৌধুরির ছেলে শ্রী রাজিব চৌধুরী (৩৩), শ্রী মহাদেভ চন্দ্র কর্মকারের ছেলে শ্রী গোপাল কুমার কর্মকার (৩২) এবং নাটোর জেলাধীন সিংড়া উপজেলার বিবি আধখোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)। উভয় ঘটনায় পৃথক মামলা হয়েছে। শনিবার (৭ই আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ।

  • পরকীয়ার বলি শাহআলম;রহস্য উদঘাটন সিআইডি’র জালে আসামী গ্রেফতার

    পরকীয়ার বলি শাহআলম;রহস্য উদঘাটন সিআইডি’র জালে আসামী গ্রেফতার

    ত্রিভূজ পরকিয়ার বলি শাহ আলম: সাড়ে ৪ বছর পর রহস্য উদঘাটন: স্বামী পরিত্যক্তা এক নারীর তিনজন প্রেমিক। প্রেমিকার কাছে বাকি দুজনকে আসতে নিষেধ করায় পরিকল্পিতভাবে বালিশচাপা দিয়ে খুন করা হয় শাহ আলম নামে এক প্রেমিককে।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর বেলকুচি গ্রামের বেকারি দোকানের কর্মচারি শাহ আলম (৩৫) হত্যার রহস্য দীর্ঘ ৪ বছর ৭ মাস পর উদঘাটন করেছে সিআইডি পুলিশ।

    বুধবার (৪ জুলাই) সিরাজগঞ্জ সিআইডি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার বিকেলে এ হত্যাকান্ডের মূল আসামী জুলহাস ওরফে জুলু (৫৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    সিরাজগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, ২০১৭ সালের ২৭ জানুয়ারি বেলকুচি উপজেলার যমুনার চরাঞ্চলে ছোনের ভেতর থেকে দোকান কর্মচারি শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহ আলম উপজেলার বওড়া গ্রামের মৃত জামাল মোল্লার ছেলে। ওইদিন নিহতের স্ত্রী মোছাঃ শিরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে ক্লু-লেস এ মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।

    এরপর সিআইডি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে তদন্ত কার্যক্রম চালায়। মঙ্গলবার (৩ আগষ্ট) এ মামলার অন্যতম আসামী জুলহাস ওরফে জুলুকে কামারখন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে মামলার সব রহস্য উন্মোচিত হয়। বুধবার জুলহাস ওরফে জুলু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন।

    আদালতে জুলহাস ওরফে জুলুর জবানবন্দীতে জানা যায়, বওড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীর শাহ আলম ও জুলহাসসহ তিনজনের প্রেমের সম্পর্ক হয়।

    বিষয়টি শাহ আলম জানতে পেরে প্রেমিকাকে গালিগালাজ করেন এবং বাকি প্রেমিকদের আসতে বারণ করেন। এতে জুলহাস ও তাদের প্রেমিকাসহ তিনজনই ক্ষুব্ধ হয়ে শাহ আলমকে হত্যার পরিকল্পনা করে। এরই এক পর্যায়ে ২০১৭ সালের ২৫ জানুয়ারী রাতে শাহ আলম কাকলির সাথে দেখা করতে এসে তার বিছানায় ঘুমিয়ে পরে। এ সুযোগে কাকলি ও তার দুই পরকিয়া প্রেমিক বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে দূর্গম যমুনা নদীর চরের ছোনের ভিতরে

  • সিরাজগঞ্জে মাসুদ রানা নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার ।

    সিরাজগঞ্জে মাসুদ রানা নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার ।

    সিরাজগঞ্জে র‍্যাব-১২’র বিশেষ অভিযানে মাসুদ রানা বাচ্চু (৩৫) নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার  করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার,সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান গতকাল রবি বার রাত ০৯.০৫ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ জন ভূয়া সাংবাদিক গ্রেফতার করা হয়।

    এছাড়াও তাহার নিকট হইতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড ১ টি, মোটর সাইকেল-১ টি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা (বাচ্চু)(৩৫) সিরাজগঞ্জ জেলার সদর থানার রতনকান্দী একডালা দক্ষিনপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করিয়া দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

    বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

    বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে আবু বক্কর সিদ্দিক (৪০)নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ওমর ফারুক উপজেলার তেতুলিয়াগাড়ি গ্রামের আবু জাফর প্রামানিকের ছেলে।

    শুক্রবার (৩০শে জুলাই) রাত ১১টার সময় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী ও উপপরিদর্শক তরিকুল ইসলাম কাহালু থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    উল্লেখ্য,গ্রেফতারকৃত আসামি ওমর ফারুক যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক (সিআর মামলায়) দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ আমারজমিনকে জানান, বগুড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত)মোহাম্মদ বিল্লাল হোসাইনের পরোয়ানা মূলে উল্লেখিত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ শেখ হাসেম(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুরাভিটা এলাকায় শেখ হাসেম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশ প্রসাশনের চোক ফাঁকি দিয়ে দীর্ঘদিন হলো মাদকের ব্যবসা চালাচ্ছে।

    এমন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই বৃহস্পতিবারে সন্ধার সময় গোয়ালন্দর সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলদিয়ার পুরাভিটা গ্রামের শেখ হাসেমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

    অভিযানের সময় পুলিশ প্রসাশনের উপস্থিতি টেরপেয়ে রোজিনা নামের অপর মাদক ব্যবসায়ী রাতের অন্ধকারে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে শোকেসের ভিতর থেকে ১’শটি হোরোইনের পুরা উদ্ধার করা হয়।যাহার ওজন ১০ গ্রাম। গ্রেফতারকৃত হলেন উপজেলার উত্তর দৌলদিয়া এলাকার পুরাভিটা গ্রামের মৃত-আব্দুর রহমান শেখের ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম আমারজমিনকে জানান,আমরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে দৌলতদিয়া পুরাভিটা গ্রামের শেখ হাসেম বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় ১০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার ৩০ জুলাই গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।