Tag: গ্রেফতার

  • লক্ষ্মীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    লক্ষ্মীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউয়িননের রাজিবপুর গ্রামের মো. মারফত উল্যার পুত্র মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুক্তল হোসেনের পুত্র মো. মাঈন উদ্দিন (৩৪)।

    রাত ১২ টার দিকে ডিবি পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
    জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।

    এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দুইজন আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।

  • মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার।

    মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার।

    মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় থানার এস আই ওয়াহেদ গাজী,এস আই ইসমাইল সহ সঙ্গী ফোর্স নিয়ে শনিবার সকালে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত দুইজন আসামী হলো উপজেলা বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের মৃত ফুল মিয়া ছেলে মোঃ জসিম উদ্দিন(২৬) মোঃ জারু মিয়ার ছেলে মোঃ শারফিন মিয়া(১৯)।

    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আব্দুর রাজ্জাক তিনি সততা নিশ্চিত করে আরো বলেন যে,গ্রেফতারকৃত দুই আসামী কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • তানোরে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা মদ হেরোইন সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চুলাই মদ,গাঁজা, হেরোইন সহ ৩ জন নারী ও ২জন যুবককে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কচুয়া আদিবাসী পাড়ার চুলাই মদ ব্যবসায়ী মিষ্টার নরেন মুর্মুর স্ত্রী শ্রীমতি রীতা রানী বাস্কি, নওগাঁ জেলার মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের চুলাই মদ ব্যবসায়ী শ্রী কার্তিক সরকারের পুত্র শ্রী কৃষ্ণ কুমার(১৯),নিয়ামতপুর উপজেলার বালাতৈড় গ্রামের নিরেন হাওলাদারের পুত্র শ্রী রনজিত হাওলাদার(২৫), উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের গাঁজা ব্যবসায়ী আজিমউদ্দিনের মেয়ে মোসাঃ ববিতা খাতুন (৩২),পাঁচন্দর গ্রামের আবুল কাসেমের স্ত্রী মোসাঃ খালেদা বিবি(৩৭) কে ২গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে তানোর থানার পুলিশ।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান,জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা, চুলাই মদ,হেরোইন সহ ৩জন নারী ও ২জন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • চিলমারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    চিলমারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রোকন মিয়া,উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃচিলমারীতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার  চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকালে চিলমারী থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান সহ একটি অভিযানিক দল চিলমারী রমনা সোনারী পাড়া রমনা ঘাটের ১’শ গজ দক্ষিনে নৌকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে৭৮ (আটাত্তর) পিস ইয়াবা সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন চিলমারী মডেল থানা পুলিশ।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন চিলমারী সরকার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের ছেলে মোহাম্মদ তানভীর রহমান (২৮) ও দক্ষিণ খরখরিয়া (ঝাকুয়া পাড়া)গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো:জাহিদুল ইসলাম।দুজনকে গ্রেফতার করে।

    চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আসামীদের শুক্রবার দুপুরে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

     

  • তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৮

    তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৮

    সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার(৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে তানোর থানার পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার কলমা ইউনিয়নের দিবস্থলী গ্রামের মৃত মনির ডিলারের পুত্র সিআর মামলার আসামি সারোয়ার হোসেন ওরফে বাবু ও একই এলাকার ইউনুস আলীর পুত্র ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কন্দুপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন,তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের আকরার হোসেনের পুত্র ইমন হোসেন, বাধাইড় ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মোবারক আলী, কলমা ইউনিয়নের কন্দপুর গ্রামের মৃত চান মোহাম্মদের পুত্র ইউনুস আলী সহ নিয়মিত মামলার আসামি কলমা ইউনিয়নের মৃত নাসির উদ্দীনের পুত্র আব্দুল হালিম ভুট্রু ও আব্দুল হালিমের স্ত্রী রেহেনা বেগম।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। এতে করে আসামীদের গ্রেফতার করতে জেলা পুলিশ সুপার কঠোর নির্দেশনা দেয়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, আসামীরা দীর্ঘদিন ধরে নিজেদের আড়াল করে আত্নগোপনে ছিলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

  • মাধবপুরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকা হইতে ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে উপজেলার ১নং জগদীশপুর ইউনিয়নের ৭নং বেরগর গ্রামের জনৈক শ্রী বাবুল চৌহানের রাজলক্ষী টায়ারের দোকানের সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ের পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা জব্দসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নির্ধন সরকার (২১), পিতাঃ শশী মোহন সরকার, গ্রামঃ সুলতানপুর,কে গ্রেফতার করে।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারা মূলে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে

  • নলডাঙ্গায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার।

    নলডাঙ্গায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় প্রধান আসামী গ্রেফতার।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ পরকীয়া প্রেমের ঘটনায় নাটোরের নলডাঙ্গায় পল্লী চিকিৎসক রহিদুল ইসলামকে ফালা ও ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী মহসিন আলী ভুট্রু(৩৮)কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করে সন্ধ্যায় নলডাঙ্গা থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লী চিকিৎসক রহিদুল ইসলামকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

    বুধবার আসামী মহসিন আলী ভুট্রুর জবানবন্দি রের্কড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার পল্লী চিকিৎসক রহিদুল ইসলামকে হত্যার করার ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মহসিন আলী ভুট্রুকে প্রধান আসামী করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামী মহসিন আলী ভুট্রু উপজেলার কোমরপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।

    নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার নলডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মহসিন আলী ভুট্রুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পল্লী চিকিৎসক রহিদুল ইসলামের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মহসিন আলী ভুট্রুকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,আসামী মহসিন আলী ভুট্রুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মহসিন আলী তার স্ত্রীর সাথে পল্লী চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্কের কারনে ক্ষিপ্ত হয়ে ফালা ও ছরিকাঘাত করে হত্যা করে।

    উল্লেখ্য,গত ২৭ সেপ্টম্বর সোমবার রাত ৯ টার দিকে পল্লী চিকিৎসক রহিদুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামী মহসিন আলী ভুট্রুর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের জেরে ফালা ও ছুরিকাঘাত করে পেটে গুরুতর জখম করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। ঘটনার ৭ দিন পর গত ৩ অক্টোবর রোববার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পল্লীচিকিৎসক রহিদুল ইসলাম।

  • বগুড়ার মাটিডালী বন্দরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১।

    বগুড়ার মাটিডালী বন্দরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১।

    গোলাম রব্বানী শিপন,বগুড়াঃ বগুড়ার শহরতলীর মাটিডালী বন্দরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মিল্লাত খন্দকার (৩৩), সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত লাবলু খন্দকারের পুত্র।

    বুধবার ৬অক্টোবর ডিবির সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, ডিবি, বগুড়াথর ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে বুধবার ৬ অক্টোবর সকাল ৯টায় বগুড়া জেলার শহরতলীর মাটিডালী বন্দরে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশের্ব তালহা এন্টার প্রাইজ নামক মোটর গাড়ীর পার্সের দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী মিল্লাত খন্দকারকে আটক করা হয়।
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখ্য গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানাসহ বিভিন্ন থানায় পূর্বের ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • উল্লাপাড়ায় আলোচিত রুমা হত্যা মামলার আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আলোচিত রুমা হত্যা মামলার আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রবাসীর মেয়ে এক সন্তানের জননী আলোচিত গৃহবধূ রুমা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদুল ইসলাম (২৩)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার ৪ অক্টোবর উপজেলার গয়হাট্রা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদুল উপজেলার ছোট্র কোয়ালিবেড় গ্রামের হায়দার আলীর ছেলে।

    রুমা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রাখাল গাছা গ্রামের প্রবাসী মোঃ রফিকুল ইসলামের কন্যা রুমা খাতুন ( ২২) এর সঙ্গে গত ৩ বছর পূর্বে একই উপজেলার পূর্ণিমা গাঁতী ইউনিয়নের গয়হাট্রা কামালপুর গ্রামের মৃত গোলবার হোসেনের পুত্র আলামিনের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের এক বছর পুর্ণ হতে না-হতেই অর্থলোভী স্বামী ও তার স্বজনেরা রুমার প্রবাসী পিতাকে যৌতুকের জন্য মোটা অংকের টাকার চাপ দেয়। কয়েক দফা জামাই আল আমিন ও তার পরিবারের কথা মতো আলামিনকে বেশকিছু টাকা প্রদান করেন রুমার প্রবাসি বাবা। পরে আবারও টাকার জন্য চাপ দিলে গৃহবধূ রুমা টাকা দিতে অস্বীকার করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে রুমাকে তার স্বামী আল আমিন ও পরিবারের অন্য সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ উঠানে ফেলে রেখে বাড়ী থেকে পরিবারের সকল সদস্য পালিয়ে যায়।

    পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। গত ২ অক্টোবর হাসপাতাল কতৃপক্ষ গৃহবধু রুমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে লিখিত রিপোর্ট প্রদান করেন। রির্পোটমুলে নিহতের মা খুশি খাতুন বাদী হয়ে রুমার স্বামী ও শ্বশুর বাড়ীর ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

    উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির জানান, গৃহবধু রুমা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ফরিদুল (২৩) কে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা ছলছে।

  • ছাতকে এনাম হত্যা মামলার আসামী স্বামীস্ত্রী গ্রেফতার।

    ছাতকে এনাম হত্যা মামলার আসামী স্বামীস্ত্রী গ্রেফতার।

    ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে এনাম হত্যা মামলার প্রধান আসামি দবির আলম (৪২) ও আসমা আক্তার লাভলী (৩০) কে ঢাকা নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

    সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় উপ পরিদর্শক আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেলের সহযোগিতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার সার্বিক সহযোগিতায় শনিবার ২ সেপ্টেম্বর সন্ধা ৭ টার সময় রাজধানীর নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
    উল্লেখ্য,নোয়ারাই এলাকায় পুর্ব বিরোধের জেরে তুমূল সংঘর্ষে গুরুতর আহত হন এনাম পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন নিহত হন। পরে নিহতের ছোট ভাই জুবায়ের আহমদ বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান দীর্ঘ তিন মাস পলাতক থাকা অবস্থায় মামলার প্রধান আসামি দবির আলম ও তার স্ত্রী লাভলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।