Tag: গ্রেফতার

  • রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ  মাদক ব্যবসায়ী হান্নান গ্রেফতার।

    রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেফতার।

    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
    গ্রেফতারকৃত মাদক কারবারী হলো রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে হান্নান শরিফ ওরফে (৪৫)।
    বৃহস্পতিবার (৪ নভেম্বর)  সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে তাকে ৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
    পরিদর্শক জিল্লুর রহমান জানান, সদরের বিনোদপুর (লোকোশেড সংলগ্ন) এলাকায় বাবুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিক বস্তা থেকে ৭টি পলিথিনের ব্যাগে এক কেজি করে মোট ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    তিনি আরো জানান, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
  • মাধবপুরে ডাকাত দলের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

    মাধবপুরে ডাকাত দলের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ কূখ্যাত ডাকাত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত ডাকাত সোহাগ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমির আলীর ছেলে। রোববার রাতে ছাতিয়াইন সড়কে সংঘবদ্ধ একটি ডাকাতদল সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে যাত্রীবাহি গাড়ি ভেবে ডাকাতরা পুলিশের গাড়ির গতিরোধ করে।

    এ সময় পুলিশ শর্টগানের চালিয়ে ধাওয়া করে ডাকাত সোহাগকে আটক করে।ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মাধবপুরে মাদকসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে মাদকসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানের ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড় টার সময় উপজেলার শাহজাহানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাব্বির আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক জিয়া উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লোহাইদ গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ ২০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ প্রবীর চন্দ্র শীলের ছেলে প্রসেনজিৎ চন্দ্র শীল(৩২) গ্রেফতার করেছে পুলিশ।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

  • তানোরে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সারোয়ার হোসেন, তানোরঃ রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ২গ্রাম হেরোইন ও ১কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোহনপুর উপজেলার আত্রাই গ্রামের কফিল উদ্দিনের পুত্র গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম(৩৪) ও তানোর পৌর এলাকার জিওল চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও হেরোইন ব্যবসায়ী ওয়াসিম আলী সোনার(৩৫)।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, জোলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা ও হেরোইন সহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

  • রাজবাড়ীর কালুখালী হতে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী  গ্রেফতার।

    রাজবাড়ীর কালুখালী হতে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী  গ্রেফতার।

    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)  অভিযান চালিয়ে দেশীয় লোহার তৈরি একটি পুরাতন রিভলবারসহ দুই’জনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পুরাতন অ্যান্ড্রয়েড ওয়ালটন মোবাইল ফোন এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ জব্দ করা হয়েছে।

    সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামের মৃত আব্দুর রউফ জোয়াদ্দারের ছেলে মোঃশিহাব উদ্দিন জোয়াদ্দার (৩৮) ও মাগুরার শ্রীপুরের তেতুলবাড়ীয়া গ্রামের অমল মণ্ডলের ছেলে অসিত কুমার মণ্ডল (৩৫)।

    রাজবাড়ী জেলা গোয়ান্দা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারি উপপরিদর্শক মোঃ আব্দুল লতিফ এবং সঙ্গীয় ফোর্সসহ কালুখালী থানার বি-কয়া টু জামালপুর বেরি বাঁধ রোডের দক্ষিণ নগর বাথান গ্রামে জনৈক মোঃআলীম মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দেশীয় তৈরি একটি রিভলবারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

  • তানোরে মাদক ও জিআর মামলায় গ্রেফতার ৫ জন।

    তানোরে মাদক ও জিআর মামলায় গ্রেফতার ৫ জন।

     

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার আসামি ও গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(২১ অক্টোবর)রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের মাদক ব্যবসায়ী খুসবর আলীর স্ত্রী সাথী খাতুন(২০),নওগাঁ জেলার মান্দা থানার হোসেনপুর গ্রামের মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাকের ছেলে রাসেল হোসেন(২০) ও তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের হাসেম আলীর ছেলে তুষার হোসেন(২৩),জিওল চাঁদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে বাদল আলী(৪৫),ভদ্রখন্ড গ্রামের সালামের ছেলে সারোয়ার হোসেন সাকিল(২২)জে জিআর মামলায় গ্রেফতার করা হয়।

    তানোর থানার অফিসার ওসি রাকিবুল হাসান রাকিব জানান,গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মোংলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার।

    মোংলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার।

    এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় নিজের শিশুকে কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে মাকড়ঢোন এলাকা থেকে পুলিশ ধর্ষক মালেককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    পুলিশ, স্থানীয়রা ও শিশুর মা জানান, পৌর শহরের মাকড়ঢোন এলাকার বাসিন্দা মালেক হাওলাদার (৩৫) মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্লেড হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার নিজ শিশু কন্যাকে (১৪) ধর্ষণ করেন। এর আগের দিন সোমবারও একই সময়ে মেয়েকে ধর্ষণ করেন পিতা মালেক। মালেকের স্ত্রী হেপি বেগম (২৭) ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার কাজ থেকে বাড়ীতে ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সব কিছু তার মায়ের কাছে খুলে বলেন। বিষয়টি আশপাশের মানুষের মাঝে জানাজানি হলে বুধবার দুপুরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ এ ঘটনায় বিকেলে ওই এলাকা থেকে ধর্ষক পিতা মালেককে আটক করেন।

    মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন শিশুটির মা ও ধর্ষকের স্ত্রী হেপি বেগম। মালেক ও হেপি বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়েটি ছোট। মেয়েটি আরাজী মাকড়ঢোন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী।

    এ বিষয়ে শিশুটির মা হেপি বেগম বলেন, আমি ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকুরী করি। ছেলেটি অন্যের দোকানে কাজ করে। আর মেয়েটি বাড়ীতে থাকে। ওর বাবা কিছুই করেনা। গত দুইদিন ধরে মেয়েটির সাথে তার বাবা খারাপ কাজ করেছে। মেয়ের গলায় ব্লেড ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে ওরা বাবা মালেক। ভয়ে মেয়েও আমাকে প্রথমে কিছু বলেনি, আমি ওর শরীরে ও ঘরের বিছানা-কাপড়ে রক্ত দেখে জিজ্ঞাসা করলে মেয়ে তখন সব বলে। পরে ওর বাবাকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলে আমার ভুল হয়েছে। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।

  • মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    গত শুক্রবারের (১৫ অক্টোবর) সন্ধ্যায় ছয়টার সময় পৃথক অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে বহরা ইউনিয়নের দলগাও ব্রিজের নিকট অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেন।

    গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের উমর আলীর পুত্র মামুন মিয়া (৩৭), একই জেলার কুলিয়ারচর উপজেলার খরকমারা গ্রামের সেনু খানের পুত্র এজহার খান (ওরুফে)এরশাদ(৩৫),ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রামপুর গ্রামের জারু মিয়ার পুত্র রাজন মিয়া (৩১) ও একই জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল খালেকের পুত্র রুবেল মিয়া (৩৩)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (১৬ অক্টোবর) বিকালে সাড়ে ৩টায় দিকে আদালতে পাঠানো হয়েছে।

  • কুরআন অবমাননাকারীদের গ্রেফতারের দাবীতে কানাইঘাটে জমিয়তে উলামার বিক্ষোভ।

    কুরআন অবমাননাকারীদের গ্রেফতারের দাবীতে কানাইঘাটে জমিয়তে উলামার বিক্ষোভ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ বুধবার কুমিল্লা শহরের একটি পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে অবমাননার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় জমিয়তে উলামা কানাইঘাট শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারন মানুষের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।পরে মিছিলটি দারুল উলূম মাদ্রাসা থেকে শুরু হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিন করে উত্তর বাজারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ লক্ষিপুরীর সভাপতিত্বে ও সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা হারুন রশিদ চতুলীর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমির আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী বলেন, কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে অবমাননার ঘটনায় বিশ্ব মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে।

    দেশে যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান সহ অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন কখনো এ ধরনের নেক্কার জনক ঘটনা ঘটেনি। এটি আর্ন্তজাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে যা দেশের জন্য বিরাট ষড়যন্ত্র।কোন অপশক্তি পবিত্র কুরআন শরীফ মূর্তির পায়ের নীচে রেখে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়।

    এ ঘটনার সাথে কোন হিন্দু,মুসলমান জড়িত থাকতে পারে না। যারাই পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেই করতে না পারে। সেই সাথে প্রতিবাদ সভায় বক্তারা কুরআন অবমাননার মিছিল করতে গিয়ে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তার নিন্দা জানিয়ে বলেন শান্তিপূর্ণ মিছিল করার অধিকার সবার রয়েছে। আর কোন মিছিলে গুলি করা হলে আলিম উলামা রাজপথে নেমে আসবে।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা শামছুদ্দিন দূর্লভপুরী, সহ-সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম সহ জমিয়তে উলামা, জমিয়তে তালাবা, জমিয়তে আনসারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে জমিয়তে উলামার মিছিলকে কেন্দ্র করে দুপুর থেকে কানাইঘাট পৌর শহর সহ আশপাশ এলাকায় বিজিবি,থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের টহল দিতে দেখা গেছে।

    এ নিয়ে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কানাইঘাট সার্কেল এ এসপি আব্দুল করিম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম,আলিম উলামাদের সাথে কথা বলেন। মিছিলকারীরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচী পালন করবে বলে থানা পুলিশকে আশ্বস্থ করেন।

  • উল্লাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

    উল্লাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মজনু মোল্লা নামের এক বৃদ্ধকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছে শিশুটির মা । ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামে।

    থানার মামলা সূত্রে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর চরবর্ধনগাছা গ্রামের মৃত্যু করিম মোল্লার ছেল প্রতিবেশির ৬ বছরের এক শিশু কন্যাকে দোকানের সদাই কিনে দেবার কথা বলে নিজ বাড়িতে ঘরের মধ্যে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে এমন সময় শিশুটির মাতা খুজতে ওই বৃদ্ধর ঘরে ঢুকে পড়ে।

    শিশুর মাতা কন্যাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ মজনু মোল্লা পালিয়ে যায়।

    মঙ্গলবার ১২ সেপ্টেম্বর মামলা দায়ের হলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালাম আসামি মজনুকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েদেন। শিশু কন্যাকে ধর্ষণের আলামত আছেকিনা জানার জন্য শিশুটিকে উদ্ধার করে পরিক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    উল্লাপড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান আইনী ব্যাবস্তার জন্য সকল প্রকৃয়া সম্পন্ন করা হয়েছে।