হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে গরু নিয়ে পালানোর সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag: গ্রেফতার
-
মাধবপুরে প্রাইভেটকারে গরু চুরির সময় চোর গ্রেফতার।
মাধবপুরে প্রাইভেটকারে গরু চুরির সময় চোর গ্রেফতার।
কারাগারে আটক তিন ব্যাক্তি হল ব্রাহ্মনবাড়ীয়া জেলার ঘাটুরা গ্রামের ছালেক মিয়া (৩০) কাজীপাড়ার নাসির মিয়া (৩৮) ভাদুঘরের জুলেয় মিয়া (৩০)।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার সন্ধ্যায় বানেশ্বর সড়কের পাশে ওই গ্রামের খোকন মিয়ার একটি গরু রাস্তার পাশে বাধা ছিল।এসময় উল্লেখিত তিন ব্যাক্তি গরুটি প্রাইভেটকারের (ঢাকামেট্রো গ-২৫-২০১৯) ভেতরে ডুকিয়ে চুরি করে পালানোর সময় গরু সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।প্রাইভেটকারটি থানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক খোকন মিয়া তাদের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা দিয়েছে। -
মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ রমিজ উদ্দিন (৫০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে উপজেলার শিয়ালউড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত মন্নর উদ্দিনের ছেলে।
মনতলা পুলিশ ফাঁড়ির এস আই মঞ্জরুল ইসলাম জানান, স্ত্রীর যৌতুকের মামলায় আদালতের এক বছরের সাজা নিয়ে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। -
ডিমলা থানার পলাতক আসামী আশুলিয়ায় গ্রেফতার।
ডিমলা থানার পলাতক আসামী আশুলিয়ায় গ্রেফতার।
নীলফামারীর ডিমলায় দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা যায়, এএসআই বসন্ত কুমারের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে ডিমলা থানার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে ডিমলা থানায় নিয়ে আসা হয়। পলাতক আসামীরা হলেন বাবুরহাট গ্রামের মমিনুর রহমানের পুত্র সোহেল, মতিয়ার রহমানের পুত্র মমিনুর রহমান। ডিমলা থানার তদন্ত ওসি বিশ্বদেব জানান, আসামীদের আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতারের পর ডিমলা থানায় নিয়ে আসা হয় শুক্রবার ১১ ফেব্রুয়ারি পুলিশ স্কুটের মাধ্যমে বিজ্ঞ আদালত প্ররন করা হয়।
-
মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৯ই ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টিম মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার হতে ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ১২(বার)কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলোঃ- সমীর হোসেন মীর এর ছেলে মোঃ নাঈম হোসেন মীর(২১) ও আফরোজ আলী মীর এর ছেলে মোঃ লিটন আলী মীর(২২)।হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা ব্রিফিংয়ে জানান,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। -
গোদাগাড়ীতে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।
গোদাগাড়ীতে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক ।
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের,একটি অপারেশন দল গত ৯ ফেব্রয়ারি ২০২২ ইং তারিখ রাত্রি ১০:১০ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৮নং বাসুদেবপুর ইউনিয়েনের বাসুদেবপুর সুইচ গেট নামক স্থানের জনৈক দুরুল এর বাসার সমানে চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী গামী পাকা রাস্তার পাশের্ব একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে,ওয়ান শুটারগান-০২টি, মোবাইল সেট-১টি ,সীমকার্ড-১টি,মেমোরি কার্ড-১টি সহ আসামী মোঃ আজিজুল হক (২০), পিতা- মৃত হোসেন আলী, মাতা- মৃত ছফেদা বেগম, সাং- কানসার্ট বাগদুর্গাপুর, থানা- থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ থকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
-
উল্লাপাড়ায় বিএনপি নেতা ও পৌরসভার মেয়র বেলাল হোসেন গ্রেফতার।
উল্লাপাড়ায় বিএনপি নেতা ও পৌরসভার মেয়র বেলাল হোসেন গ্রেফতার।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তিনি ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা।
জানা যায় ৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার সময় পথিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের বিষয়ে পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সরকারি ইসলামীয়া কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।ওই সমাবেশকে কেন্দ্রে করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনাসহ ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামীলীগ মামলা দায়ের করেন।সেই মামলার আসামি বেলাল হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ গত পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। বিএনপি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেন।
-
কাজীপুরে সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কাজীপুরে সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জের কাজীপুরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম(৪২)কে করেছে কাজিপুর থানা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলার কুনকুনিয়া প্রামাণিক(পাড়া)গ্রামের হবিবর রহমানের ছেলে।শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,শফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলছিল। মামলার শেষে তাকে আড়াই বছরের সাজাও দেন আদালত। এতো দিন আত্মগোপনে ছিলেন তিনি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্তের নেতৃত্বে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় পরে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
-
শরনখোলায় ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শরনখোলায় ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ তারেক হাওলাদার (৪০) ও রুবেল আহম্মেদ (৩২) নামের শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩ টার সময় উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় এলাকায় শরণখোলা থানা পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে সাত পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রজু করে আজ রবিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
-
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।
রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩,টাঙ্গাইল এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন আশিকপুর বাইপাশ সাকিনস্থ ভাই ভাই হোটেল এন্ড ইত্যাদি স্টোরের পূর্ব পাশে টাঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী অফিজুল ইসলাম (২৬), পিতা-মোঃ শাহজাহান আলী, সাং- ভাটো পাড়া, থানাঃ গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩১,০০,০০০/-), ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ- ৯৫০ টাকা সহ হাতেনাতে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীকে উদ্ধারকৃত হেরোইন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, সে মাদক দ্রব্য হেরোইন উত্তর বঙ্গের বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
-
তানোরে চোলাই মদসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদসহ সিআর মামলার পলাতক ৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার(২ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,উপজেলার কলমা ইউপির গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাই হেমরমের পুত্র নুকুল হেমরম(৩৮),মৃত রুপাই হেমরমের পুত্র বলরাম হেমরম(৬০)কে ১০ লিটার দেশীয় চুলাই মদসহ গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর মামলার পলাতক আসামিরা হলেন, কলমা ইউপির চোরখৈল পুরাতন গ্রামের আব্দুল কাসেমের স্ত্রী মতিজান বিবি ও সাজাপ্রাপ্ত আসামি রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র রাশিদুল আলম।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলো। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।