Tag: গ্রেফতার

  • ঠাকুরগাঁয়ে শিশু ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেফতার।

    ঠাকুরগাঁয়ে শিশু ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেফতার।

    ঠাকুরগাঁয়ে শিশু ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেফতার।


     ঠাকুরগাঁও সদর উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে নাঈমউদ্দিন শরিফ(২৩) নামের এক কলেজছাত্র  গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১ মার্চ) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়।

    রাতেই ঐ এলাকার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি থানায় জানান। পরে পুলিশ গিয়ে নাঈমকে গ্রেফতার করে। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় একমাত্র নাঈম উদ্দিন শরিফকে আসামি করা হয়।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।গ্রেফতার- নাঈম উদ্দিন শরিফ ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী কন্যা শিশু নাঈমের বাড়িতে আসে। এসময় ফুসলিয়ে শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে যায়। এরপর মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে নাঈম। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দেওয়ানগঞ্জে ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    দেওয়ানগঞ্জে ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    দেওয়ানগঞ্জে ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    আজ মঙ্গলবার ১ মার্চ ২০২২ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল বক্স এলাকা থেকে ঢাকা-রৌমারী মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ টিম।

    জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আঃ খালেক, এ এস আই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাথরেরচর ব্রিজের টোল বক্সের সামনে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর-বামনেরচর গ্রামের আঃ ছাত্তারের পুত্র মাইদুল ইসলাম (৩২) কে ০৫ (পাঁচ ) বোতল ভারতীয় মদ সহ আটক করা হয়।
    সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক জোয়াহের হোসাইন খান সত্যতা নিশ্চিত করে জানান- মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৩৭৫ মিলিগ্রামের ০৫ (পাঁচ) টি ভারতীয় মদের বোতল সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। দেওয়ানগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে, মামলা শেষে আসামীকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
  • দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্য পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেন সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ প্রশাসন।

    জানা যায়, জামালপুরের জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর দিকনির্দেশনায় মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার ২৭ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৪.৩০ টায় সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আঃ খালেক, এএসআই সোহেল রানা, এএসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সানন্দবাড়ী মধ্য পাড়া মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আলম এর বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আলম এর বড় ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ও ছোট ছেলে মোঃ মানিক মিয়া (১৮) কে গ্রেফতার করা হয়। স্ত্রীসহ জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। গ্রেফতার কৃতদের সানন্দবাড়ী পিআইসি’তে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম প্রস্তুতি চলছে।
    সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী মধ্য পাড়া জাহাঙ্গীর আলম এর বসত ঘর তল্লাশি করে ১৫ কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার করা হয় এবং স্বামী স্ত্রী দুজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।
  • মাধবপুরে দীর্ঘ ২৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। 

    মাধবপুরে দীর্ঘ ২৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। 

    মাধবপুরে দীর্ঘ ২৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।


    মাধবপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে দানু মিয়া (৪৫) কে বাংলাদেশ বন আইনে ১৯৯৪ সালে মামলা হওয়ার ৩/১৭/১৯৯৯ সালে ৬ মাসের সাজা ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসে সাজা হয় তারপর থেকে দানু মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল।
    আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নির্দেশে এসআই মোঃ আব্দুর কাদের সঙ্গে ফোর্স নিয়ে শাহজীবাজার দরগা গেইট থেকে দানু মিয়া কে আটক করেন।
    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন ১৯৯৪ সালে বাংলাদেশ বন আইনে একটি মামলায় দানু মিয়া ৬ মাসের সাজা হয় সে দীর্ঘ দিন পলাতক ছিল।
  • মাধবপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    মাধবপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    মাধবপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই কারবারি কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি বিকালে সাড়ে ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ২কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার অফিসার বাড়ীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে স্কুল ব্যাগ থেকে ৪কেজি গাঁজা ও ৮বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ   দুই কারবারি কে আটক করে বিজিবি।
    আটককৃতরা হলো বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের রফিস খাঁনের ছেলে নুরনবী (৩২)একই গ্রামের
    শেখ আমজাদ হোসেন এর ছেলে শেখ  সানি(৩০)।
     বিজিবি জানান, ওইদিন বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের টহল কমান্ডার হাবিলদার কবির আহমেদ এর নেতৃত্ব একদল বিজিবি অভিযান পরিচালনা করে আসামীদের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি।
  • ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    নীলফামারীর ডিমলায় ৭২ পিচ ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে । থানা সুত্রে জানা যায়, নীলফামারী ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাইকারটারী গ্রামের তবিবুল ইসলামের পুত্র আসাদুল ইসলাম (২১) কে রবিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা অনুমান ৬.০০ টায় চাপানী বাজারের তাজ পরিবহন কাউন্টার হইতে আটক করে অত্র এলাকার যুবসমাজ।

    ডিমলা থানার পুলিশ সূত্রে জানা যায়, তাজ পরিবহনে একটি চাউলের বস্তার ভিতরে ৭২ পিচ ফেন্সিডিল ঢাকায় উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি গ্রহন করে। গোপন সংবাদের ভিত্তিতে যুব সমাজ আসাদুল ইসলামকে সন্দেহ হলে তার চাউলের বস্তা খুলে ৭২ পিচ ফেন্সিডিল পাওয়া যায়।

    তাৎক্ষনিক ডিমলা থানায় সংবাদ দিলে ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়ের নেতৃত্ব এসআই আবুল কালাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭২ পিচ ফেন্সিডিলসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করে ডিমলা থানায় নিয়ে আসে। এ বিষয়ে ডিমলা থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে ।

  • মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। 

    মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। 

    মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগড় পুলিশ ফাঁড়ির এস আই বাবুর চৌধুরী ও এএসআই ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে উপজেলার আরিছপুর থেকে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এক আসামি কে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার কৃত আসামি উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মোঃ আব্দুল হাই এর পুত্র মোঃ আলমগীর মিয়া(১৯)।
    শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান,গ্রেফতার কৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • ছাতকে ওসি পরিচয়ে টাকা আত্নসাৎকারী প্রতারক সাদ্দাম হোসেন গ্রেফতার।

    ছাতকে ওসি পরিচয়ে টাকা আত্নসাৎকারী প্রতারক সাদ্দাম হোসেন গ্রেফতার।

    ছাতকে ওসি পরিচয়ে টাকা আত্নসাৎকারী প্রতারক সাদ্দাম হোসেন গ্রেফতার।


    সুনামগঞ্জের ছাতকে ওসি’র পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে নিরিহ লোকজনের নিকট হইতে নগদ টাকা আত্মসাৎ কারী প্রতারক চক্রের মুল হোতা সাদ্দাম হোসেন(৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে ব্রাম্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলাধীন

    দত্তখলা(শিকারপুর)এলাকার মৃত হিম্মত আলীর পুত্র। পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ বিল্লাল হোসেনের সার্বিক তদারকি ও অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ছাতক থানা পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায় আসামী সহ তাহার সহযোগী অপরাপর আসামীরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকজনের নিকট হতে নগদ টাকা আত্মসাৎ করে আসিতেছে। এই চক্রের সাথে জড়িত পলাতক সকল আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধ ছাতক থানার মামলা নং -৯,তারিখ -১৮/০২/২০২২ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৪১৭/৪১৯/১৭১/১০৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

  • তানোরে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদক এ্যালকোহল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক এ্যালকোহলসহ মেরাজ উদ্দিন নামের এক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন(ইউপি)’র জুড়ানপুর গ্রামের মৃত খাজা আহমেদের পুত্র মেরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে নিষিদ্ধ মাদক এ্যালকোহল বিক্রি করে আসছিলো।

    জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৯৫বোতল নিষিদ্ধ এ্যালকোহল সহ মেরাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৯৫বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ২৪হাজার ৩শত টাকা।

    তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ এ্যালকোহলসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • গোদাগাড়ীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

    গোদাগাড়ীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

    গোদাগাড়ীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।


    রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন রাজশাহীর ডিবি পুলিশের সদস্যরা।
    পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন,বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ও এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মোঃ শাহাজামাল, সাং-সাইধারা মধ্যপাড়া, থানা- তানোর, জেলা রাজশাহীকে ইং-১৪/০২/২০২২ তারিখ ২১.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মুন্ডমালার দিক হতে মোটরসাইকেল যোগে গোদাগাড়ী থানাধীন ভুষনা ব্রিজ মোড়ে জনৈক মোঃ ইমরান আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে ধৃত আসামীর হেফাজত হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা (যাহার আনুমানিক মূল্য ৭৫,০০০/- টাকা) ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি লাল কালো রংয়ের রেজিঃ বিহীন PLATINA 100 cc মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।

    এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।