Tag: গ্রুপ

  • মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সংবর্ধনা প্রদান।

    মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সংবর্ধনা প্রদান।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে  সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনে উক্ত এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়।
    সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ)।
     প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিন। বক্তব্য রাখেন সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস্ লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ এবিএম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,  সায়হাম নীট কম্পোজিট লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সমকালের সহ সম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাও: আমীর হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ আাছাদুজ্জামান প্রমূখ।
    সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর পৃষ্ঠপোষকতায় এবছর ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত ৬০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫০০০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ছাত্রছাত্রী ও অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজার অতিথিবৃন্দ।
  • নিঃস্বার্থে মানব সেবা গ্রুপ প্রবাসী সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক।

    নিঃস্বার্থে মানব সেবা গ্রুপ প্রবাসী সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক।

    নিজস্ব প্রতিবেদকঃ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার ০৪ নভেম্বর ২০২৪ইং, রাত সাড়ে ৮টার সময় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড চৌমুহনার পাশে সাতকরা রেস্টুরেন্টে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সন্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ রহিম নোমানী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদ, সদস্য মোঃ ফখরুল আহমেদ, সদস্য মোঃ জাফর আহমেদ, সদস্য মোঃ তাজুল ইসলাম, প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয় ও অনুষ্ঠানের শেষে, প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরী-সহ দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
    প্রবাস থেকে বাংলাদেশে নিজ জন্মস্থানে আগমন উপলক্ষে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাই।
  • মাইকিং করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০।

    মাইকিং করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০।

    ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বিএনপির মাইকিং করাকে কেন্দ্র করে রেদো সাহা এবং আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং দুইজনকে আটক করা হয়েছে।

    এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়। পরে এদিন রাতে মো. নুর আলম সাহার ছেলে মো. সোহেল এবং তমিজ উদ উদ্দিনের ছেলে বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

    এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ৯টায় গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে রেদো সাহা ও আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে রেদো সাহা গ্রুপের লেলিনের ছেলে উৎপল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্যান্য আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে তারেক রহমান নামে একটি ক্লাব আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমানের ক্লাবের পক্ষ থেকে একটি মাইকিং বের করা হয় যার নেতৃত্ব দেন আখতারুল। তিনি গড়েয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম গ্রুপের সদস্য। আখতারুল নিজেকে তারেক রহমান ক্লাবের সভাপতি দাবি করেন।

    পরবর্তীতে গড়েয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রেদো সাহা বিষয়টি জানতে পেরে তার লোকজন পাঠিয়ে সেই মাইকিংয়ের মেমোরি কার্ড নিয়ে যান। কিছুক্ষণ পর আবারও আক্তারুলের লোকজন মাইকিং বের করে। পরে রেদো সাহার লোকজন আবার এলে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আখতারুল গ্রুপের শ্রাবণ, রেদো সাহা গ্রুপের উৎপলের বুকে খুর মারেন। এতে উৎপল গুরুতর আহত হলে তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনা হয় পরবর্তীতে সেখান থেকে তাকে রংপুর নিয়ে যাওয়া হয়। বর্তমানে উৎপল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সংঘর্ষে আহত হন রেদো শাহা গ্রুপের, হাসান, নুর মোহাম্মদ, বাপ্পি ও মিলটন এবং আলম শাহ গ্রুপের রাশেদ অন্তর।

    এ ঘটনায় উৎপলের মা করুনা রানী বাদী হয়ে শুক্রবার সদর থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে এদিন রাতে সোহেল ও বুলবুলকে আটক করে পুলিশ।

    গড়েয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলম সাহকে রাতে ফোন করা হলে তিনি বলেন, এমন ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে আপনার সঙ্গে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল (শনিবার) আপনার সঙ্গে দেখা করে বলবো।

    এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের বিএনপি সভাপতি রেদো সাহা বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল রাত্রে গড়েয়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উৎপলের মা বাদী হয়ে শুক্রবার সদর থানায় একটি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এদিন রাতে দুইজনকে গ্রেপ্তার করি।

  • নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।

    নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।

    নিজস্ব প্রতিবেদকঃ
    শ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
    শনিবার ০৬ এপ্রিল ২০২৪ ইং, (২৬ রমজান) দুপুর ২টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে ও নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য মোঃ ফখরুল আহমেদ, মোঃ জাফর আহমেদ।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, ক্বারী মাওলানা মোঃ নোমান আহমেদ। অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী।
    উক্ত অনুষ্ঠানে নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক শতাধিক গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
  • ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ।

    ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ।

    ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের শীর্ষস্থানীয়  প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের (ড্রিম নাইট) মশার কয়েল বিক্রেতাদের ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (৪জানুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রী কলেজের হল রুমে পুরুষ্কার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে ক্রেতা ডিলারশীপ প্রায় ১০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।
    ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গাজিউর রহমান।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ভরসা এন্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ,  চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।
    অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুল হক ভরসা, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী, বিক্রয় কর্মীসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে ড্রীম নাইট কয়েল সর্বোচ্চ এক হাজার কার্টুন বিক্রয় করে সানন্দবাড়ী বাজার জাকির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: নজরুল ইসলামকে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল  এবং কাঠারবিল বাজার গালিব স্টোরের মো: দুলাল এর হাতে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।
  • প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ প্রতিবন্ধী শাহিদার জন্য নির্মীত ঘরের চাবি হস্তান্তর।

    প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ প্রতিবন্ধী শাহিদার জন্য নির্মীত ঘরের চাবি হস্তান্তর।

    ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ” প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের উপহার, প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ” এর কাজ সম্পন্ন হওয়ায়, মঙ্গলবার ১৪ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। কবি আলহাজ্ব আজিজুর রহমান এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন লেখক গবেষক ও সাহিত্যিক এমএ বারী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম।
    মুল্যবান বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মো: মমিনুল ইসলাম, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন রাশেদ আকন্দ, এডমিন প্যানেলের ফরিদুল ইসলাম ফরিদ, মেহেদী মিরাজ প্রমুখ।
    জানা যায়, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ এর উদ্যোগে ও এসএসসি ব্যাচ ২০১০ শাহিদার বন্ধু মহল এর সহযোগিতায় এবং সুধী মহলের বিশেষ সহায়তায় শারিরীক প্রতিবন্ধী শাহিদাকে এটাস্ট বাথরুম সহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের সকল কাজ সম্পন্ন শেষে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এডমিন রাশেদ আকন্দ বলেন- আমরা প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন প্রকার মানবিক কর্ম করে আসছি এবং সানন্দবাড়ীকে থানা করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আসছি, আমরা সুধী মহল সহ সকলের সুদৃষ্টি কামনা করছি।
    চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন- সানন্দবাড়ীকে আধুনিক সানন্দবাড়ী গড়তে সানন্দবাড়ীর নদী ভাঙ্গন রোধে সরকারি ভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
    ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন- প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ সহ সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে তাদের সকল মানবিক কাজের প্রতি সমর্থন করছি।
    সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম বলেন- প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের  মাধ্যমে সানন্দবাড়ীতে থানার লক্ষ্যে লেখালেখি করে যে দাবী করছে সেটা একদম যুক্তি সংগত দাবী। আমি মনে করি সানন্দবাড়ীকে অতিশীঘ্রই থানা ঘোষণা করার প্রয়োজন। সানন্দবাড়ীকে থানা ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
    এমএ বারী আকন্দ বলেন- প্রিয় সানন্দবাড়ী কেউ মুখে উচ্চারণ করলে, সে আর নিজের থাকেনা, সে নিজেই প্রিয় সানন্দবাড়ী হয়ে যায়।
    আমি প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের সকল উদ্যোগ ও উদ্দেশ্যের বাস্তবায়ন এবং সফলতা কামনা করছি।
  • উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ।

    উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ।

    উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

    উত্তরের হিমালয় ছুয়ে আসা বাতাস জন জীবনে উষ্ণতার অভাব যখন চোখে পড়ার মত তখনই একদল মানবিক সৈনিক এর গড়ে তোলা রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা” প্রতিষ্ঠা যাদের মানবিকতার চর্চায় ৷

    মানবিক ঐতিহ্য বজায় রেখে বিগত সময়ের মত শীতকালীন কম্বল বিতরণের কার্যক্রম পরিচালনা করেছে। মুষ্টি বদ্ধ হাত উঁচিয়ে একদল মানবিক মানুষের আত্মবিশ্বাসী স্লোগান যখন, “উৎসবে-দুর্যোগে নিঃশ্বাসে বিশ্বাসে,আমাদের বাঘা আপনার পাশে” দীপ্ত স্লোগানের উপর ভর করে চলা “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ যখন হয়ে উঠে মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণ তখন প্রতিবছরের মত এবারো উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রতিটিতেই কিছু প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের মন শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে হাতে ১ টি করে কম্বল তুলে দিয়েছেন।

    “আমাদের বাঘা” ফেসবুক কমিউনিটি শুধু ফেসবুকে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে সকল শ্রেণির মানুষের ভালোবাসার মিলন মেলা ৷ মানবিক পরিবারের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, গ্রুপের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও গ্রুপের পরিচালনা পর্ষদ সহ সকলের সহযোগিতা ও মনস্তাত্ত্বিক চিন্তাধারার ক্রমগতিতে পরিচালিত হয়৷

    কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে গ্রুপের সিনিয়র এ্যাডমিন সুমন কুমার কর্মকার (সিনিয়র সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ), উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে সার্বক্ষণিক আলোচনা করে সমন্বয় সাধন করেছেন।

    অসীম মনের সাধনায় সীমিত সাধ্যের মধ্যেই ফেসবুক ভিত্তিক “আমাদের বাঘা” গ্রুপটি সারা বছর বিভিন্ন বিপদে-আপদে মানুষের পাশে থেকে সুনাম ও খ্যাতি অর্জন করে হয়ে উঠেছে ভালোবাসার উর্বর ভূমি।

    উবছে পড়া ভালোবাসা থেকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন এর কিশোরপুর গ্রামের এনামুল হক বলেন “বিগত বছরের চেয়ে এ বছর শীত অনেক বেশি পড়ছে এ শীতে কম্বল টি পেয়ে আমার খুব উপকার হলো, আমাদের মতো অসহায় মানুষদের জন্য যারা ভাবে তাদের আল্লাহ ভাল রাখুক”

    গ্রুপের সিনিয়র এ্যাডমিন এস আর সাকিব রহমান জানায়, আমাদের বাঘা ফেসবুক গ্রুপ বিভিন্ন উৎসবে ফুড প্যাক বিতরণ, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিভিন্ন দূর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, শীতে শীত বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কাজকর্মের মাধ্যমে বাঘার অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে।

    গ্রুপের অন্যতম সিনিয়র এ্যাডমিন মুঞ্জু হাসপাতাল এর পরিচালক মিঠুন কুমার কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে বিভিন্ন ভাবে শরীক হওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি পরিবারের পরিচালনা পর্ষদ এর সদস্যদের ধন্যবাদ জানান।

    আমাদের বাঘা ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন মীর রাসেল গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্য, শুভানুধ্যায়ী ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে নিয়ে ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।

    প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।

    প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।


    সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদে সকাল ১১.টার সময় পরিত্রান, বিশুদ্ধতা কল্যাণ ও মানবসেবার লক্ষে প্রতিষ্ঠিত প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে অসহায় বন্যায় প্লাবিত মানুষদের মাঝে ত্রাণ বিতরন করা হয়। প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী রুকনুল কবির এর নিজ অর্থায়নে, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের ত্রাণ বিষয়ক সম্পাদক এম.আফতাব উদ্দীন এর সঞ্চলনায় ৬নং সদর ইউনিয়ন ও কানাইঘাট পৌর সভার ১১০টি পরিবার কে ত্রাণ বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রুকশানা জাহান,সার্ভেয়ার বাবুল আহমদ,সংবাদকর্মী মিজানুর রহমান লাভলু,সংবাদকর্মী মোহাম্মদ সাকিব, আরিফ আহমদ,তারেক আজিজ সাগর,সাইফুল আলম, নজরুল ইসলাম,ফরিদ আহমদ প্রমুখ।

    এসময় ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ চৌধুরী বলেন ৬নং ইউনিয়ন ও কানাইঘাট পৌরসভার পানিবন্ধী পরিবারগুলোর কাছে শুকনো খাবার সহ চাল,ডাল,আলু,পিয়াঁজ,তেল, লবণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানাই ।

    এসময় তিনি সমাজের বিভিন্ন সামাজিক সংস্থা ও বিত্তবানদের সাধ্যমত বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।

  • মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ,আহত ২৫।

    মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ,আহত ২৫।

    মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ,আহত ২৫।

    হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই দল লোকের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ জনকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।

    ঘটনা সুত্রে জানা যায় গত মঙ্গলবার (৫এপ্রিল) সকাল ১১ টার দিকে মনতলা শাহজালাল কলেজ মাঠে ইউনিয়নের ঘিলাতলী ও আফলপুর গ্রামের দুই দল শিক্ষার্থী ও বহিরাগতেৱ মধ্যে তর্ক বিতর্ক হয়। এতে ঘিলাতলী গ্রামের ২জন আহত হয়।
    পরবর্তীতে বুধবার বিকালে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এর ছেলে কৌশিক এই আহত বিষয়টি তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে বসে মীমাংসা করে দেন।
    এসময় ঘিলাতলী গ্রামের তৌহিদ মিয়ার ছেলে নয়ন মিয়া বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি করলে কৌশিক এর সঙ্গে তার বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে চেয়ারম্যান আলাউদ্দিন ও তার স্ত্রী নয়নের বাবা-মার সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দেন বলে জানান ।
    এ বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সাবেক চেয়ারম্যান রাজাপুর গ্রামের আরিফ রহমান আরিফ এর ছোট ভাই আনিসুর রহমানের নেতৃত্বে একদল লোক আফজল পুর গ্রামের রহিম মিয়ার মালিকানাধীন মনতলা বাজার কলেজ রোড প্লাস পয়েন্ট গার্মেন্টস এর দোকানে হামলা ও ভাঙচুর করে দোকানের কর্মচারীর শাহেদ আলী কে মারপিট করে গুরুতর আহত করেন।
    রহি মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে জানায়, এ সময় তার ক্যাশ লুট করে প্রায় আড়াই লক্ষ টাকাসহ গার্মেন্টস সামগ্রী নিয়ে যায়।পরে বহরা ইউনিয়ন পরিষদে স্থানীয় চেয়ারম্যানের অফিসে হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ফিরিয়ে দেয়। এর প্রতিবাদে প্রায় ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনসহ কয়েকজন মেম্বার তাদের লোকজন নিয়ে কলেজ রোডের মাথায় যাওয়া মাত্রই উভয়পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়।
    সংঘর্ষের ইউনিয়ন পরিষদের সদস্য শ্রীধরপুর গ্রাম এর ফয়সল সহ প্রায় ২৫ জন লোক আহত হয়। ইউপি সদস্য ফয়সাল আহত হওয়ার খবর পেয়ে শ্রীধরপুর গ্রামের লোকজন ধাওয়া-পাল্টাধাওয়া জড়িত হয়, প্রায় ঘন্টা দেড়েক এই ধাওয়া পাল্টা দাওয়া হয় ।
    এই সংঘর্ষের খবর পেয়ে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ওসি তদন্ত কাশিমনগর ফাঁড়ি ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ বিপুল সংখ্যক পুলিশ চেষ্টা চালিয়ে দুপুর একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি বর্তমানে শান্ত তবে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি।
  • বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    আর্তমানবতা ও প্রবাসীদের কল্যাণে কাজ করা প্রবাসীদের বৃহত্তর সংগঠন বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের উদ্যোগে পৌরসভাস্থ সংগঠনের অফিসে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা সদরের পৌরসভাস্থ অফিসে সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মুহাম্মদ আব্দুর রহমান সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমির হোছাইন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সরোয়ার আলম লিটন, রেজাউল করিম তালুকদার, জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ফরিদুল আলম আল হোছাইনী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক শিব্বির আহাম্মদ রানা, বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির মহাসচিব মাওলানা মহিউদ্দীন খান জসিম। এছাড়াও বিজনেস গ্রুপের প্রতিনিধি মিনহাজুল ইসলাম, হাফেজ আজিজুল্লাহ, সাইফুল আলম, দেলোয়ার সহ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
    বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন- আমরা শুধু বাঁশখালী উপজেলা নয়, সারাদেশের প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসন করা, বিদেশে অবস্থানরত প্রবাসীদের নানা সমস্যা সমাধানে, চাকরিচ্যুতদের চাকরির ব্যবস্থাগ্রহণসহ প্রবাসীদের যাবতীয় সমস্যা দূরীকরণে আমাদের সহাবস্থান উন্মুক্ত।
    আমাদের এ সংগঠনের মাধ্যমে বাঁশখালীর বিভিন্ন প্রান্থে ঘটে যাওয়া অগ্নিদূর্গতদের, অসহায় ও নিঃস্বদের মাঝে ত্রাণ সহায়তাসহ আর্তমানবতার কাজ করে যাচ্ছি। আমরা বৃহত্তর পরিধিতে সকল প্রবাসীদের নিয়ে আর্তমানবতার কাজ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ইতোমধ্যে বাঁশখালী প্রাবাসী বিজনেসগ্রুপ বাঁশখালীতে মানবতার কাজে ব্যাপক ছাড়া ফেলেছে।
    প্রবাসীদের অর্থ দিয়ে গড়া আর্তমানবতার সংগঠনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।