Tag: গাজীপুর

  • কালিয়াকৈরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরেন্দ্র গ্রেফতার।

    কালিয়াকৈরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরেন্দ্র গ্রেফতার।

    স্টাফ রিপোর্টারঃ
    গাজীপুরের কালিয়াকৈর টাঙ্গাইলের নাগরপুর এলাকায় পুলিশের অভিযানে হরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
    গাজীপুর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় ৭ বছরে কন্যা শিশুকে করা হয়েছে। ধর্ষনের অভিযোগে হরেন্দ্র মনি দাসকে গ্রেফতার করেছে। পুলিশ।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর গজারিয়া গ্রামের অখিল চন্দ্র মনিদাসের শিশু কন্যা কোহেলী (৭) কে তার প্রতিবেশী অমুল্য মনিদাসের পুত্র হরেন্দ্র মনি দাস (৩৫) প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে কোহলীকে টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষন করে। এ সময় তার চিৎকারের লোকজন এগিয়ে আসলে হরেন্দ্র দৌড়ে পালিয়ে যায়।
    পরে বাড়ির লোকজন রক্তাক্তবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
    এ ঘটনায় শিশুর মা ফুলতুলি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ হরেন্দ্র কে গ্রেফতার করে।
    কালিয়াকৈর থানা পুলিশের (এস আই) জাহাঙ্গীর হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে হরেন্দ্র কে গ্রেফতার করা হয়।
  • গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যালি ।

    গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যালি ।

    স্টাফ রিপোর্টার
    গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে  কালিয়াকৈর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে  বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় ।
    মঙ্গলবার দুপুরে  উপজেলার মৌচাক  এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
    দলীয়সূত্রে জানাযায়,  ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
    কমিটিতে,মোঃ  ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
    এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল সহ,  বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ।
  • গাজীপুর কালিয়াকৈরে সড়কের পাশে বৃদ্ধর মরদেহ উদ্ধার।

    গাজীপুর কালিয়াকৈরে সড়কের পাশে বৃদ্ধর মরদেহ উদ্ধার।

    স্টাফ রিপোর্টার
    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর উত্তর গজারিয়া এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার আব্দুল জলিলের ছেলে সাহেব আলী(৬০)  এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সূত্রাপুর গজারিয়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।
    পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় নাওজোড় হাইওয়ে পুলিশ ।এসময় নিহতের সাথে থাকা ভোটার আইডি কার্ডে থাকা পরিচয় পত্রের মাধ্যেমে ওই ব্যাক্তির পরিচয় সনাক্ত করে পুলিশ ।
    নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক আল আমিন জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।নিহতের স্বজনদের খবর পাঠনো হয়েছে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সড়ক র্দূঘটনায় নিহত হতে পারে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ রয়েছে ।এ বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।
  • গাজীপুরের নাওজোরে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা।

    গাজীপুরের নাওজোরে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা।

    স্টাফ রিপোর্টার
    গাজীপুরের নাওজোরের বাসস্ট্যান্ড এবং রিয়াজ পাম্পের সংকল্পে ফ্লাইওভারের নিচে মহাসড়কের বিভিন্ন অংশ ও রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা বাণিজ্য । শুধু কিছু অসাধু ব্যক্তির হাত ধরে হকার ও ব্যবসা প্রতিষ্ঠান নয়,বিভিন্ন পরিবহণের দখলেও রয়েছে মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট । এর ফলে দুর্ঘটনা সহ সৃষ্টি হচ্ছে নানা রকমের ভোগান্তি ।
    সরেজমিনে দেখা গেছে,মহাসড়কের পাশে নাওজোর বাসস্ট্যান্ড, রিয়াজ পাম্পের সংকল্পে ফ্লাইওভারের নিচে থেকে বাইপাস মোড় থেকে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে কড্ডা, ও বাইমাল পর্যন্ত । এছাড়া বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে রাস্তার পাশে ফুটপাতে দোকান করে গড়ে উঠেছে শতশত ব্যবসা প্রতিষ্ঠান । এই সব ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও পণ্যবাহী যানবাহনের দখলে রয়েছে মহাসড়কের সার্ভিস লাইনগুলো । মহাসড়কের দুইপাশের ফুটপাত ও সার্ভিস লাইনের কয়েক কিলোমিটার অংশ দখল করে গড়ে উঠেছে ফলের দোকান,জামা-কাপড়,গ্যারেজ,জুট গুদাম,রেন্ট কারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান । দুইপাশের সার্ভিস লাইন দখলে থাকায় ছোট ছোট যানবাহনগুলো বাধ্য হয়েই প্রধান সড়কে চলাফেরা করে । এর ফলে হরহামেশাই ঘটছে নানা রকম দুর্ঘটনা ।
    সরজমিনে গিয়ে লোক মারফত শোনা যায় ,কিছু অসাধু ব্যাক্তির হাত ধরে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগসাজশে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপনা বসিয়ে মাসিক চাঁদা আদায় করে যাচ্ছে । এইসব স্থানে বলে হাইওয়ে পুলিশের চলাচল থাকলেও মহাসড়ক দখল বাজদের অপরাধ এর দিকে কোন নজরদারি নেই । সড়ক দখল করে থাকা অবৈধ এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান,পুলিশকে মোটা অংকে মাসোহারা দিয়ে তাদের ব্যবসা চালাতে হয় ।
    সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এই ব্যাপারে তিনি বলেন, আমার কাছে কোন ফুটপাতের ব্যাবসায়ী লোক আসে নাই এইসব মিথ্যা কথা, মহাসড়কে এসব স্থাপনা ও মহাসড়ক দখল করে কোন ব্যবসা প্রতিষ্ঠান চালানো যাবে না।কোথাও এই রকম ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
  • কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক কাউন্সিলর মো. আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা।

    রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

    তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।