Tag: ক্রীড়া

  • উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী)সকাল ১০ টার সময় পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদল এর সিনিয়র যুগ্ন আহবায়ক মো. তাজমুল হাসান(দুলাল),যুগ্ন আহবায়ক মো.মানিক উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো.মিজানুর রহমান সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. নায়েব আলী,নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আজমল হোসেন সরকার, মো.আব্দুল হামিদ জাতীয় পতাকা উত্তলোন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

    এ সময় শরিরচর্চা শিক্ষক ইব্রাহিম খলিলের সার্বিক তত্বাবধানে সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সহযোগিতায় ও সহকারী মাওলানা শিক্ষক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ,ক্রীড়া শপথ বাক্য পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্র মো. সিয়াম ভূঁইয়া। স্কাউট লিডার দশম শ্রেণির ছাত্র মো. রিফাত এর নেতৃত্বে মাঠ মার্চের পরে মশাল দৌড়ের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা শুরু হয়।

    বন্যাকান্দি আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাফর ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক,পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল মালেক,সাবেক সাধারন সম্পাদক মো. হায়দার আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আব্দুস সালাম,বিএনপি নেতা মো. আবু সালেক,পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রাউফুল ইসলাম,যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম,সেচ্চাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল হোসেন,মো.মেরাজ আলী, বণিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমূখ।

  • নাগরপুরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

    নাগরপুরে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ
    টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদয়তারা, জয়ভোগ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত।
    সোমবার ১২ফেব্রুয়ারী২০২৪ গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান “”উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি রেজা মোঃগোলাম মাসুম প্রধান বলেন পড়াশোনার পাশাপাশি খেলা ধুলা করতে হবে,খেলাধুলার বিকল্প নেই,  খেলা শরীর, মন  ভালো  রাখে। খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা যায়।
    এসময়  অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনার সন্তান কে  কোন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশাহিনুর ইসলাম।
    সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় অংশগ্রহণকারী ছাত্রদের উৎসাহ যোগান আগামীতে সবাইকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে।
  • আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয়  নির্বাহী সংসদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি পদে দ্বায়িত্ত্ব পালন করেন। তিনি তিনি রাণীশংকৈল উপজেলার ৮ং নন্দুয়ার ইউনিয়ন আ.লীগের সদস্য এবং ঠাকুরগাঁও কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
    সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন ইস্যুতে রাজনীতিতে সরব ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন তিনি এরপর তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
    শাহারিয়ার আজম মুন্না ২০১৯ সালে রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালের ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
    গত শনিবার (১০ ফেব্রুয়ারি) আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
    এদিকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    শাহারিয়ার আজম মুন্না তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই ছাত্র নেতা।
  • গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

    গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

    মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ
    “ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় বিকশিত হোক তারণ‍্য” এ প্রতিপাদ‍্যে লোটাস কলেজিয়েট স্কুল আয়োজিত তিনদিন ব‍্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১১ ফেব্রুয়ারি) দিনব‍্যাপী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে তিনদিন ব‍্যাপী এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লোটাস কলেজিয়েট মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালের সঞ্চালনায় অধ‍্যক্ষ মামুনুর রশীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ‍্যােতি বিকাশ চন্দ্র, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামসু মন্ডল, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখসহ লোটাস কলেজিয়েট স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।
  • রামপাল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।

    রামপাল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী রামপাল সরকারি ডিগ্রি কলেজের দুই দিনব্যাপী ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
    শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১.০০ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
    রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দীন,  সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ আলী আহমেদ।
    এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল হান্নান মোল্লা,  শেখ সাইদুর রহমান,  শেখ নজরুল ইসলাম, শেখ ইসরাফিল হোসেন, প্রভাষক কাজী ফারজানা মুন্নী,   অর্চনা রাণী পাল, মো: সাইফুল আলম বকতিয়ার, প্রভাষক দীপ্তি রাণী মন্ডল, শেখ শাহনেওয়াজ, জোহরা সুলতানা, সঞ্জয় পাল, শহীদুল ইসলাম,মোঃ মোস্তফা কামাল পলাশ, নিরুপম কুমার পাল, আব্দুর রউফ, মোঃ রবিউল ইসলাম, মোস্তাইন বিল্লাহ, চয়ন রায়,  কামনাশীষ মন্ডল, জোৎস্যা খাতুন, কল্লোল মজুমদার,  জীবন দ্যুতী চক্রবর্তী, আরিফা সুলতানা,  পুষ্পেন রায়, শেখ আবু বকার, লিখা রাণী পাল, মোঃ তাওহিদুল ইসলাম।
    কলেজ স্টাফ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসাদুর রহমান, মোঃ গোলাম ইয়াছিন রাজু, বিথীকা মন্ডল, মোঃ আতিয়ার রহমান, মোঃ শাহাদাৎ হোসেন,  মোঃ আকরাম হোসেন, খোদেজা বেগম, শেখ গোলাম আকতার,  মোঃ পারভেজ মোসাল্লী, মেহেদী হাসান ও মোঃ দেলোয়ার হোসেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেখ মোয়াজ্জেম হোসেন বলেন যে, এখন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বড় বড় মাঠ করে দিয়েছেন লেখাপড়ার জন্য সুন্দর সুন্দর ভবনও তৈরি করে দিয়েছেন। কিন্তু আজকাল শিক্ষার্থীরা খেলাধুলার আগ্রহ হারিয়ে ফেলছে। শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। এছাড়া বর্তমানে ছাত্রছাত্রীদের যে মোবাইল আসক্তি ঘটেছে তার থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষার্থীদের নানামুখী খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হবে।
  • উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক।

    ক্রীড়া অনুষ্ঠানে উপজেলার ৮ টি জোন পর্যায়ের বিজয়ী খেলোয়ারা উপজেলা পর্যায়ের খেলায় অংশ নেয়। খেলায় ছাত্র-ছাত্রীরা অ্যাথলেটিকস্ক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল একক ও দ্বৈত, সাইক্লিং সহ বিভিন্ন দৌড় প্রতিযোগিতা অংশ নেয়।

    ক্রীড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পুর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দত্ত, খোর্দগজাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জলিল প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক আলহাজ্ব মোঃ রমজান আলী, খোরশেদ আলম, নাইম হোসেন, বন্দনা রানী, ফরিদুল ইসলাম সহ আরও অনেকে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মোঃ শফি কামাল।

  • ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে  ভূঁইয়ারকান্দর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,  নবীন বরণ এবং এস, এস, সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
    ৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪.০০ টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল হোসেন।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,    ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান,  সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলী ভুট্টো, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ।
    ৪ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
    একই সাথে উক্ত বিদ্যালয় থেকে যারা এস, এস, সি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে ও সংবর্ধনা দেওয়া হয়।
    উপজেলার ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বাঘার সিফাত জাতীয় পর্যায়ে তৃতীয়।

    শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বাঘার সিফাত জাতীয় পর্যায়ে তৃতীয়।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর দীর্ঘ লম্ফ (মধ্যম বালক)  প্রতিযোগিতায়  জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার লাভ করে মোঃ সিফাত আলী। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) যশোর ভ্যানুতে এই খেলা অনুষ্ঠিত হয়।
    যানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪ দলে ৮ জন প্রতিযোগী  প্রতিযোগিতা করে।  এদের আলাদা ভাবে নাম দেওয়া হয়, রাজশাহী বিভাগকে চাপা অঞ্চল, ঢাকা বিভাগকে পদ্মা, সিলেট বিভাগকে গোলাপ, খুলনা বিভাগকে বকুল। ৩০ জানুয়ারী সোমবার বাঘা উপজেলার ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের হয়ে  রাজশাহীতে বিভাগীয় ভাবে ২য় স্থান অধিকার লাভ করে (০১ ফেব্রুয়ারী) যশোর ভ্যানুতে খেলতে যায় বলে জানান উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহতাব আলী।
    তিনি আরো বলেন, সিফাতের জীবনে নতুন একটি অভিজ্ঞতা অর্জন হলো। তার সাথে আমি ইউনিয়ন থেকে শুরু করে
    খেলার শেষ পর্যন্ত আছি। সিফাতের মন বল অনেক বড় ছিলো বলে সে এই জাইগাতে পৌঁছাতে পেরেছে।  আমি আশা করি সিফাত পরবর্তীতে যে কোন খেলাই আরো ভাল কিছু করবে। তার জন্য সব সময় শুভকামনা রইল।
    পিতা সানোয়ার আলী বলেন, আমার ছেলে জাতীয় পর্যায়ে খেলে পুরস্কার অর্জন করবে কখনো ভাবি নি৷ সে জাতীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করছে। আমি এতে অনেক আনন্দিত। আমার অনেক ইচ্ছে তাকে কোন ভাল  খেলার ক্লাবে ভর্তি করার। কিন্তু আমি দিন এনে দিন খাই। সেই সার্মথ্য আমার নেই।
    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হুদা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত সিফাত জাতীয় পর্যায়ে ৩য় হয়েছে।  সিফাত অর্থনীতির সাপোর্ট পেলে আরও অনেক দূর যাবে। আমি তার সাফল্য কামনা করছি।