Tag: কালিয়াকৈর

  • কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    গাজীপুর(কালিয়াকৈর)প্রতিনিধিঃ

    প্রতিদিনের মতো ঘটনার দিনও ভোরবেলা হাতে দামী মোবাইল ফোন হাতে নিয়ে শিহানের নিজ কর্মস্থলে যাতায়াত করতেন।ছিনতাইকারীরা ওই দামী মোবাইল ফোনকে টার্গেট করে দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। তাদের কেউ চায়ের দোকানদার, কেউ পরিবহন চালক, কেউ কেউ পেশাদার ছিনতাইকারী।গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫ টা ২০ মিনিট।

    শিহান অফিসে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গেলে সড়কের অপরপাশ থেকে আচমকা এসে শিহানকে পথরোধ করে আটকে দেয় ছিনতাইকারীরা। এসময় হাতের মোবাইলটি ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় শিহান। পরে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা। দাঁড়ালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শিহান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনার পর নিহতের পিতা তানভির হোসেন নান্নু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
    মামলার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইলের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়।

    সর্বশেষ সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জেলার সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন—তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম উলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরী বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) এবং চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ছয়জন গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন।

  • কালিয়াকৈর চন্দ্রা বিডি ক্লিন সদস্য সম্মেলন অনুষ্ঠিত।

    কালিয়াকৈর চন্দ্রা বিডি ক্লিন সদস্য সম্মেলন অনুষ্ঠিত।

    কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা সরকারি স্কুল মাঠে বিডি ক্লিন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় সদস্য সম্মেলন অনুষ্ঠানটি শুরু হয় বিডি ক্লিন যার মূল লক্ষ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ।
    বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘ ৮ বছর কাজ করে যাচ্ছে বিডি ক্লিন । বাংলাদেশ ৬৪ জেলা এবং ২০০ এর অধিক উপজেলা টিম রয়েছে। যার মাঝে বিডি ক্লিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা টিম অন্যতম। বিডি ক্লিন কালিয়াকৈর উপজেলায় বর্তমানে ২০০ শতাধিক সদস্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে। আজকের আমাদের সদস্য সম্মেলনে মূল লক্ষ হচ্ছে ২০২৫ সালে আমারা আমাদের কার্যক্রম কি ভাবে পরিচালনা করব তা নিয়ে আমারা আমাদের আলোচনা করে থাকি।
    আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাওসার মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিয়াকৈর।
    উক্ত প্রোগ্রামের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ডা. বখতিয়ার উপদেষ্টা বিডি ক্লিন।
    ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদোজ্জা মর্ডান হাসপাল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম তালুকদার পৌর নির্বাহী কর্মকর্তা কালিয়াকৈর পৌরসভা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেকেই ছিলেন জেলা সমন্বয়ক বিডি ক্লিন গাজীপুর আরিফ হোসেন
    জেলা সহ-সমন্বয়ক বিডি ক্লিন গাজীপুর আনোয়ার উল্লাহ
    উপস্থিত ছিলেন উপ-সমন্বয়ক বিডি ক্লিন কালিয়াকৈর মনির ছালেকিন উপজেলা সমন্বয়ক সাগর আহমদ সহ উপজেলা বোর্ড প্যানেলের সকল সমন্বয়ক বিন্দু।

  • কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    গাজীপুর(কালিয়াকৈর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ পরিচালক মোঃ মাসুম রানা।

    এ সময় বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন, চন্দ্রা ছিন্নমূল হকার্স কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী কালিয়াকৈর উপজেলার কমিটি সেক্রেটারি শাহা আলম সহ ছিন্নমূল হকার্স সদস্য ও পথচারী মানবাধিকার সংস্থার কর্মী ও সাংবাদিক বৃন্দ। এই এলাকার সকল দোকান্দার ও ব্যবসায়ীরা।

  • কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালন।

    কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর)দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়ীতা’দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল,জেন্ডার প্রমোটার রাজন খান সহ নির্বাচিত জয়ীতা,’গণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারীবৃন্দ।

    এবছর উপজেলা পর্যায়ে ৪ টি ক্যাটাগরিতে ৪ জনকে জয়ীতা নির্বাচিত করা হয়।এদের মধ্যে সফল জননী হিসেবে মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রাথমিক শিক্ষিকা লাইলি আক্তার,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাঈদা জান্নাত ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে জেসমিন বেগম কে নির্বাচিত করা হয়।পরে জয়ীতা দের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক কাউন্সিলর মো. আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা।

    রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

    তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।