Tag: কালিয়াকৈর

  • কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত-৩, আহত-১।

    কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত-৩, আহত-১।

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব সুদেব দাস, বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানয়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসা অপরিক্সাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে ইট বোঝা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো রিক্সা যাত্রী অয়ন রায় ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হসপিটালে নেওয়ার কর্তব্যরত ডাক্তার অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন ও রিপন মিয়ার অবস্থা আশঙ্কা জনক থাকায় ফজিলাতুন্নেসা হসপিটালে রেফার করা হয়।
    কালিয়াকৈর থানার এস আই মোঃ জাহিদ হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হসপিটালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে ও একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তবে ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

  • কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু।

    কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ জন বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০বছর বলে ধারণা করা হচ্ছে।রোববার (৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    এ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধটি রেললাইনের পাশে হাঁটছিলেন।হঠাৎ করেই ট্রেন চলে আসলে তিনি রেললাইনের ওপর পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

    জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

  • কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের মাঠে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লঙ্খে
    শনিবার বিকালে ৪:৩০টায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
    অনুষ্ঠানে সভাপত্বিত করেন,কর্মীসভার প্রস্তুতি কমিটির আহবায়ক সামাদ মন্ডল।
    এসময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান,কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি, মোয়াজ্জেম দেওয়ান,গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ হযরত আলী মিলন, গাজীপুর জেলা বি এন পির সদস্য খন্দকার পাভেলুর রহমান,কালিয়াকৈর পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।

  • কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার।

    কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পড়নে সাদা কালো টি-শার্ট ও খয়েরি রঙের লুঙ্গি ছিল।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মন্ডলপাড়া এলাকার গজারীবনের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।খবর পেয়ে পুলিশ নিহত অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

    কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • কালিয়াকৈরে বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

    কালিয়াকৈরে বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে BDSET প্রকল্পের আয়োজনে এবং ডি ক্রাউড আইটি লি. এর পরিচালনায় শিক্ষার্থীদের এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।

    আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকালে ১০:২৫টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রক্তিম শর্মা।
    BDSET এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ।
    উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

  • কালিয়াকৈরে স্কুলের জমি জবর দখলের অভিযোগ।

    কালিয়াকৈরে স্কুলের জমি জবর দখলের অভিযোগ।

    কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের গোসাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে বাঁশের বেড়া দেওয়ায় শিক্ষার্থীদের খেলাধূলায় প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। খেলা ধূলা থেকে বঞ্চিত হচ্ছে দুই শতাধিক শিক্ষাথী। বিদ্যালয়ের জমি দখল করে সীমানা প্রাচীর ও জমি জবর দখল করে বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া ও চারা রোপন করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী জমির মালিক শওকত হাসান খান ও মহসিন আলী খানের বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ মহসিন আলী খান বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবী তিনি যে জায়গায় বাঁশের বেড়া দিয়েছেন তা অন্য দাগের জমি। তাই স্কুলের খেলার মাঠ দখলের প্রশ্নই উঠে না। বিষয়টি সুরাহা করার জন্য স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন

    শনিবার দুপুরে দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোসাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেটসহ তিনটি ভবন রয়েছে। ছাদ পেটানো স্কুলের মাঠের পূর্বপাশের ভবনের দক্ষিণ পাশ ঘেষে আশা ইকো পার্কের জন্য যাতায়াত সড়ক ও গেইট তৈরি করা হয়েছে। এই পার্কের গেইট দিয়ে যাতায়াতের জন্য স্কুল মাঠের দক্ষিণে একটি বহুতল বাড়ী রয়েছে। সেই বাড়ীর মালিক মোঃ মহসিন আলী খান ও শওকত হাসান খান স্কুল মাঠের অধিকাংশ এলাকায় বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন। এ বিষয়টি নিয়ে গ্রামের সাধারণ মানুষের মিশ্র প্রতিকৃয়া দেখা দেয়। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা ছালমা বেগম স্কুলের জমি বুঝিয়ে দেওয়ার এবং সীমানা নির্ধারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন দিয়েছেন।
    গ্রামবাসীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৩৯ সালে ওই গ্রামের সালে আফসার উদ্দিন দেওয়ান নামের এক গ্রামবাসী স্কুলের নামে গোসাত্রা মৌজায় এসএ দাগের ৬১১ দাগের ২৯ শতাংশ, ৬১১ দাগে ৪ শতাংশ মরিয়ম আক্তার নামের আরেক নারী দশমিক ২৫শতাংশ এবং অভিযুক্ত মহসিন আলী খান ৪ শতাংশ জমি লিখে দেন। স্কুলের নামে ৩৭ দশমিক ২৫ শতাংশ জমি থাকলেও মুলত স্কুলের দখলে ২৫ শতাংশের কম রয়েছে। এতে ১২ দশমিক ২৫ শতাংশ জমি বেহাদ হয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষের টনক নড়েনি। স্কুলের জমি ঘেষে স্কুলের সাবেক সভাপতি মোঃ মহসিন আলী খান ও শওকত হাসান খান বহুতল ভবন তৈরি করে বাড়ীর সীমানায় বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেন। এতেই স্কুল কর্তৃপক্ষের টনক নড়লে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি সুরহা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাও কাছে একটি আবেদন দেন।
    শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলের পাশে একটি পার্ক ও খেলার মাঠে বাঁশের বেড়া দেওয়াতে খেলাধুলা করতে পারছে না। অভিলম্বে বাঁশের বেড়া সরিয়ে খেলার মাঠটি অবমুক্ত করার দাবী জানায়।
    প্রধান শিক্ষক ছালমা বেগম জানান, আফসার উদ্দিন দেওয়ান স্কুলে জমি লিখে দিলেও নানা জটিলতায় জমিটি স্থানীয় ডা. জলিলুর রহমানের নামে আরএস রেকর্ড হয়ে যায়। ওই সময় হয়তো স্কুলে যারা দায়িত্ব পালন করেছিলেন তারা রের্কডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। গত এক সাপ্তাহে স্থানীয় মহসিন আলী খান ও তার ভাই শতকত আলী খান স্কুল মাঠে বাঁশের বেড়া দিয়ে কিছু গাছের চারা লাগিয়েছেন। স্কুলের দেওয়াল ঘেষে কিছু অংশে সীমানা প্রাচীর নির্মাণও করেছেন। ফলে স্কুলের সীমানা নির্ধারণ না করে বাঁশের বেড়া দেওয়াতে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। তাই স্কুলের জমি মাপা ও সীমানা নির্ধারণ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন দিয়েছি।
    অভিযুক্ত মহসিন আলী খান বলেন, গোসাত্রা মৌজায় ৬১০ ও ৬১১ দাগে আফছার উদ্দিন দেওয়ান ভুয়া দলিল বানিয়ে স্কুলকে জমি লিখে দেওয়ায় স্কুলের জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আমি নিজেও স্কুলকে চার শতাংশ জমি লিখে দিয়েছি। আরো ২৫ শতাংশ আমরা ভাইবোন মিলে স্কুলের নামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে যে দাগে বাঁশের বেড়া দিয়েছি সেই দাগ হলো ৬১০ দাগে ২৮ শতাংশ জমি রয়েছে। যা ২৮ শতাংশ জমিই আমাদের নামে এসএ ও আর এস রের্কড রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি, বিষয়টি দ্রুত সীমাংসা করার জন্য অনুরোধ করেছি। তবে আমি স্কুলের জমি বাঁশের বেড়া দিয়ে দখল করিনি। আমার বের্কডী জমিতে বাঁশের বেড়াতে অনেকেই ভুল বুঝতে শুরু করেছেন।
    উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন জানান, এ বিষয়ে লিখিত আবেদন পেয়েছি। শীঘ্রই বিদ্যালয়ের জমি মেপে সীমানা নির্ধারণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি মেপে সীমানা নির্ধারনের আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি কেউ দখল করে নিয়ে আত্মসাৎ করার কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কালিয়াকৈরে আনন্দ উৎসবে খৃষ্টান ধর্মালম্বীদের বড়দিন পালন।

    কালিয়াকৈরে আনন্দ উৎসবে খৃষ্টান ধর্মালম্বীদের বড়দিন পালন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে নানা উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয়েছে। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই এখন বড়দিন পালনের প্রস্তুতি সম্পন্ন। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠা। গির্জা ও পল্লিগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। প্রতিটি গ্রামেই এখন উৎসবের আবহ, চলছে নানা আয়োজন। তবে উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মালম্বীদের। এবার কালিয়াকৈরের গোয়ালবাথান, কালামপুর,হবুয়ারচালা, নিশ্চিন্তপুর, বৈথনিয়া, রামপুর, বগারপুরসহ বিভিন্ন গীর্জায় কেক কেটে বড়দিন পালন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করছে শিশু-কিশোরদের মাঝে।
    সীনয় ব্যাপ্টিস্ট চার্চের পালক যোহন বর্মন বলেন, বাড়িতে বাড়িতে কেক, আর পিঠাপুলির আয়োজন করা হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত সবাই।
    বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন জয়দেব বর্মন বলেন বড়দিনে আমাদের বড় প্রার্থনা হচ্ছে মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গাঢ় হয়, পৃথিবী থেকে যেন অস্থিরতা দূর হয় এবং সবার মধ্যেই যাতে শান্তি বিরাজ করে।
    উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, বড় দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

  • কালিয়াকৈরে নীট এশিয়া পোষাক কারখানায় আগুন।

    কালিয়াকৈরে নীট এশিয়া পোষাক কারখানায় আগুন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরে নীট এশিয়া লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিয়ন করজ করছে।

    সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ২:৪৫টায় উপজেলার সফিপুর বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও কারখানা কতৃপক্ষ জানায়, সোমবার বিকেল ২:৪৫টায় নীট এশিয়া কারখানার ঝুটের গোডাউনে কালো ধোয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঝুটের পুরো গোডাউন টিতে।এ সময় কারখানাটির পাশে অবস্থিত লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা খোঁজ পাইপ এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে চলে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, দুপুর ২ টা ৪৫ মিনিটে সফিপুরের নীট এশিয়া কারখানায় আগুন লাগে।খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।আগুন লাগা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

  • কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১।

    কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা উঠানো কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবুল কালাম(২৪)নামের এক যুবক নিহত হয়েছে ।নিহত কালাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামের আবুল কাশেমের ছেলে।বর্তমানে কালামের পরিবার উপজেলার কালাম পুর এলাকার খাজার ডেক নামক স্হানে ভাড়া থাকেন।
    স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত কালাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের কলেজ ছাত্রলীগ শাখার নেতা ছিলেন।স্হানীয় সন্ত্রাসী পিচ্চি আকাশের সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা উঠানো ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।পিচ্চি আকাশ সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে এলাকায় আসেন। গত শনিবার রাত ৮ টার দিকে কালাম তার দল বল নিয়ে স্থানীয় “আল্লাহর দান” নামের একটি বেকারিতে চাঁদাবাজি করতে গেলে পিচ্চি আকাশ সংবাদ পেয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কালামের উপর হামলা চালায় একপর্যায়ে পিচ্চি আকাশের লোকজন পিটিয়ে কালামকে মারাত্মক আহত করেন। পরে স্থানীয়রা কালামকে উদ্ধার করে, প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিন হসপিটালে স্থানান্তর করেন। সেখানে কালাম মারা যান।
    কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খানের নিকট জানতে চাইলে তিনি বলেন,এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ থানায় জমা দেননি। তবে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবার বা স্বজনেরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কালিয়াকৈরে আইডিয়াল বই মেলায় বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন।

    কালিয়াকৈরে আইডিয়াল বই মেলায় বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজন করা হয় বই মেলার।

    দ্বিতীয় দিনে শনিবার বিকেলে প্রতিষ্ঠানের অডিটরিয়াম হলে বাবার চশমা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের লেখা প্রথম কাব্য গ্রন্থ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক এ এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাইনুল সিকদার, তথ্য ও গবেষনা সম্পাদক শাহআলম সিকদার, সাহিত্য সম্পাদক ¯^পন সরকার, সিনিয়র শিক্ষক জি তারেক, সমাজ সেবক সবুজ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
    বই মেলার আয়োজক কমিটি জানায়, ৬টি ষ্টলে বই মেলায় প্রচুর বই শোভা পাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দুরদুরান্ত থেকে বই প্রেমিক লোকজন মেলায় আসছেন। অনেকেই নানা ধরনের বই কিনে নিচ্ছে। অনেক বইয়ের মাঝে স্থানীয় সাংবাদিক সরকার আব্দুল আলীমের বাবার চশমা বইটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অন্যের বইয়ের পাশাপাশি বাবার চশমা বই বিক্রি হচ্ছে। সমসাময়ি ৩৪টি কবিতা বইটিকে সমৃদ্ধ করেছে।
    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। তিন দিন ব্যাপী বই মেলায় লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা