Tag: কর্মী

  • কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    কর্মী সভার সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক রেজভী আহমেদ দুলাল।
    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও ভারপ্রাপ সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মোঃ হুমায়ুন কবির খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য খন্দকার পাভেলুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সাহাবুল্লাহ,।

  • কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের মাঠে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লঙ্খে
    শনিবার বিকালে ৪:৩০টায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
    অনুষ্ঠানে সভাপত্বিত করেন,কর্মীসভার প্রস্তুতি কমিটির আহবায়ক সামাদ মন্ডল।
    এসময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান,কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি, মোয়াজ্জেম দেওয়ান,গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ হযরত আলী মিলন, গাজীপুর জেলা বি এন পির সদস্য খন্দকার পাভেলুর রহমান,কালিয়াকৈর পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।

  • মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুর প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো,  মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
    জানা যায়, ধৃত ব্যাক্তিরা সোমবার গভীর রাতে ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
  • মৌলভীবাজারে কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    মৌলভীবাজারে কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলায় ২১ শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন এ আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতির আয়োজন চলছে।
    আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ইং সকাল দশটার সময় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে আসেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নব জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা এসিস্টেন্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর আমীর মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর ও জেলা সভাপতি যথাক্রমে তারেক আজিজ ও হাফেজ আলম হোসাইন, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী-সহ অন্যান্য জামায়াত শিবিরের জেলা, উপজেলা, পৌর সভার স্থানীয় দায়িত্বশীলবৃন্দরা উপস্থিত ছিলেন।
    মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিতি মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন যে, আগামী ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার জেলার ঐতিহাসিক এই মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক  একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ সময় আরম্ভ হয়ে দুপুরে যোহরের নামাজের আগে শেষ হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক এ সম্মেলনে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আমাদের এই জেলার কৃতি সন্তান মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেশাজীবী সংগঠন-সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা আশা করি সকলেই  উপস্থিত হয়ে নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
  • রামপালে ইউনিয়ন বি.এন.পি’র কর্মী সমাবেশ।

    রামপালে ইউনিয়ন বি.এন.পি’র কর্মী সমাবেশ।

     মল্লিক জামান,রামপাল থেকেঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বি.এন.পি’র আয়োজনে কালীগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
    বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ কুতুব উদ্দিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পি’র যুগ্ম আহ্বায়ক মো.শহিদুল ইসলাম শহিদ ও মো.আলী আকবর সম্রাট।
    এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. নাহিদুল করিম সোহেল, মো.সরদার ফিরোজ,মো. সুজ্জত আলী,মো.আবু দাইয়ান,মো.আব্দুর রহমান,মো. সৈয়দ ইয়াছিন,মো.শারাফাত হোসেন, মো.আব্দুল হান্নান,মো. তারেক আনাম,মো. শেখ সাইফুল ইসলাম,মো.ফরহাদ হোসেন,মো.শেখ মহাসিন, ছাত্রদল নেতা শুভ, মোঃ অন্তর, মোঃ শাহিন প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫ আগস্টের পর থেকে রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। গত আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সবার স্থান থেকে রাষ্ট্র গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ মোঃ তুহিন।
  • ডিমলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

    ডিমলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

    হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী)প্রতিনিধি : 
    বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে এই আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা ।  দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উম্মুক্ত ভাবে এমন আয়োজন এর আগে কখনো হয়নি। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ,আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সম্মেলনকে সফল ও সাফল্য মন্ডিত করেছে।
    কর্মী সম্মেলনে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য রংপুর- দিনাজপুর অঞ্চলের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, টিম সদস্য রংপুর- দিনাজপুর অঞ্চল ও জেলা আমীর নীলফামারীর মুহম্মদ আব্দুর রশীদ, জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার,জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম সহ প্রমুখ।
    সম্মেলনে উপজেলার দশটি ইউনিয়নের জামায়াতের সভাপতি- সেক্রেটারী সহ কয়েক হাজার জামায়াতের কর্মী, ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
     এসময় সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাম্ভাব্য প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
    সম্মেলনে বক্তারা বলেন, ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গনঅভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়। এই আন্দোলন বাংলার বুকে কেউ নির্মূল করতে পারবে না।  ইতিহাসের সবচেয়ে বর্বর ও নির্মম জুলুম করেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমানো সম্ভব হয়নি, আর কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ।  এই দেশে জামায়াতের মত নির্যাতিত দল আর কোন দল হয়নি। সংগঠনের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারপরও শুধু দ্বীনি দায়িত্ব পালনে পিছপা না হওয়ায় আজ জামায়াতে ইসলামি দলটি ঠিকই আছে বরং যত বেশি নির্যাতন করা হয়েছে জামায়াত ও শিবির তারা ততো বেশি শক্তিশালী হয়েছে। বক্তারা আরো বলেন ১৭ বছর আগে নীলফামারী জেলায় জামায়াতের কর্মী ছিল কয়েক’শ আর এখন হয়েছে কয়েকগুন । এতেই প্রমাণিত হয়েছে জামায়াতকে কেউ ধ্বংস করতে পারবে না।  আমাদের হাতিয়ার হলো আল কুরআন আর রাসুল (সাঃ) এর দেখানো নীতিমালা।  জামায়াতের সম্ভাবনা যেভাবে বৃদ্ধি পেয়েছে জ্ঞানে ও চরিত্রে আরো উন্নত হতে হবে ।  ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এটা এই দেশের মানুষ এখন বুঝতে পেরেছে।
  • দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপ পাহারা দেবে বিএনপি’র কর্মী সংবাদ সম্মেলনে-আজাদ হোসেন।

    দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপ পাহারা দেবে বিএনপি’র কর্মী সংবাদ সম্মেলনে-আজাদ হোসেন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি’র পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেবার ঘোষানা দিলেন সংগঠনের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। প্রতিটি মন্দিরে তাদের ১৫ জন করে কমীর্দি নরাত অবস্থান করবেন।

    শনিবার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আজাদ হোসেন আজাদ এই ঘোষনা দেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল ওয়াহাব,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব নিকসন কুমার এতে বক্তব্য রাখেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাত করিম নয়ন,সদস্য সচিব আমিরুল ইসলাম,পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার।

    উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজাদ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। কাজেই হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে তাদের সকল ধমীর্য় অনুষ্ঠান পালন করবে। এ বছর উল্লাপাড়ায় আয়োজিত শতাধিক দুর্গাপূজা মন্ডপে নির্বিঘ্নে সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সার্বিক সহযোগিতা দেবে।

    প্রতিটি মন্ডপে প্রশাসনের দেওয়া নিরাপত্তা কমীর্দের সঙ্গে ১৫ জন করে কমীর্ দিনরাত মন্দির প্রাঙ্গনে উপস্থিত থেকে নজর দারি করবে। সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ পুরো উপজেলায় মন্দিরগুলো একাধিকবার পরিদর্শন করবেন বলে উল্লেখ করেন বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।

  • মৌলভীবাজারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

    মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার উপজেলার একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
    জেলা জামায়াতের আয়োজনে শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ইং, বিকাল তিনটা থেকে শুরু করেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
    এ সময় মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, সহযোগী সদস্য ও কর্মীরা একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। এর আগে সহিহ কুরআন অনুশীলন বিষয়ক আলোচনা রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সংগঠনের প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি বিষয়ক আলোচনা রাখেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
  • লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়া এনজিও কর্মীর হামলার শিকার নারী গ্রাহক।

    লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়া এনজিও কর্মীর হামলার শিকার নারী গ্রাহক।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে পৌর শহরে প্রত্যাশি ব্যাক এনজিও’র এক কর্মীর বিরুদ্ধে কিস্তি আদায় করতে গিয়ে টাকা না পাওয়ায় এক নারী গ্রাহকে মা’রদোর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর সাহাপুর ডাক্তার বাড়িতে (ভাড়াবাসায়) এ ঘটনা ঘটে।

    অভিযোগ সুত্রে জানা যায়, প্রত্যাশি ব্যাক এনজিও থেকে রেখা আক্তার ৬০ হাজার টাকা কিস্তি নিয়ে নন্দনপুরে জাহাঙ্গীর কে দিয়েছে। জাহাঙ্গীর ও সঠিক সময়ে পরিশোধ না করাতে এনজিও কর্মী সোহাগ সাহাপুর এলাকার মমিনের স্ত্রী রেখা আক্তারের ভাড়া বাসায় এসে খারাপ ব্যবহার করতে থাকে এতে খারাপ ব্যবহার করতে নিষেধ করলে এনজিও কর্মী সোহাগ রেখা আক্তার কে এলোপাথাড়ি মা’র দর শুরু করে। রেখা আক্তার শোরচিক্কারেৎ আশেপাশের লোকজন এগিয়ে এলে সোহাগ পালিয়ে যায়। আহত অবস্থায় রেখা আক্তার কে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

    রেখা আক্তার বলেন , আমি একা বাসায় থাকার সুযোগে এনজিও কর্মী সোহাগ বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাবে দেয় রাজি না হওয়া সে। খারাপ আচরণ করতে নিষেধ করায় সোহাগ আমাকে এলোপাথাড়ি মা’র দর শুরু করে। আমার একটি মোবাইল ফোন ও একটি কানের ঝুমকা সোহাগ নিয়ে যায়।

    রাত দশটার সময় প্রত্যাশি ব্যাক এনজিও অফিস থেকে কয়েক টা মোটরসাইকেল আরো কয়েকজন এনজিও কর্মী এসে বিভিন্ন হুমকি দেন এই বিষয়ে যেন আর কাউকে কিছু না বলতে ।

    এই বিষয়ে অভিযুক্ত সোহাগের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মী দের কে হুমকি দিয়ে বলেন, আমিও থানায় অভিযোগ দায়ের করেছি রেখা আক্তার আমার সাথে খারাপ আচরণ করেছে। আমার মুঠোফোন কেড়ে নিয়ে গেছে। আপনার সঠিক নিউজ করবেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    প্রত্যাশি ব্যাক দালাল বাজার শাখার ফিল্ড অফিসার মোঃ আবুল বাশার বলেন,একজন নারী গ্রাহকের গায়ে হাত দেওয়া সোহাগের ভূল হয়েছে। আমি চুটিতে আছি আপনি পরে আমার অফিসে আসলে এই বিষয়ে কথা হবে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার বলেন, রেখার আক্তার এনজিও কর্মীর হাতে হামলার শিকার হয়েছে এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বাংলাদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া।

    বাংলাদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া।

    আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া।বাংলাদেশি কর্মী নিয়োগে এজেন্সিগুলোর সহায়তা লাগবে না। ফলে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার খরচ কমছে।

    শুক্রবার (৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।

    মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসার আবেদন করা যাবে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করা হয়েছে।

    তিনি বলেন, যেসব কর্মীদের ভিসা অনুমোদন হয়েছে তাদেরকে মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। দেশের জনগণের সুবিধা বিবেচনায় মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নিয়েছে।

    এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে বিদেশিকর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

    তিনি বলেছিলেন, নেপালের কর্মীদের মালয়েশিয়ায় আসতে মাত্র ৩ হাজার ৭০০ রিঙ্গিত খরচ হয়। কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বেলায় তা ২০ হাজার থেকে ২৫ হাজার রিঙ্গিত লাগে। যা ‘আধুনিক দাসত্বের’ সমতুল্য।