স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী (১৪-২১ ডিসেম্বর) ক্ষুদ্রঋণ জাগরনী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিস কাযার্লয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে এই কর্মসুচির আওতায় মঙ্গলবার ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে সুদ মুক্ত ৭ লাখ টাকা ঋণ বিতরন করা হয়।
ক্ষুদ্রঋণ গ্রহিতা আব্দুর রশিদ জানান, সরকারের সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত এই ঋণ পেয়ে আমরা সুবিধা ভোগীরা ছোটখাটো ব্যবসায় বিনিয়োগ করে স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারছি।