Tag: কর্মকর্তা

  • ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আটক।

    ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আটক।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টার পর পৌরশহরের গোবিন্দনগর বিসিক এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করে সদর থানা পুলিশ।

    ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান।

    আটক সোহেল রানা ঠাকুরগাঁও রোড এলাকার মৃত খোরশেদ আলীর (মংলু মেকার) ছেলে এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশীর সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা এই অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহেল রানা তার বাড়িতে অবৈধ অস্ত্র রেখেছেন। পরে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বালিয়াডাঙ্গী সীমান্তে আটক সেনাকর্মকর্তাকে ২৪ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

    বালিয়াডাঙ্গী সীমান্তে আটক সেনাকর্মকর্তাকে ২৪ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে  অনুপ্রবেশের দায়ে আটকের ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান (৪৫)কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
    বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় এক ঘন্টা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসফের মধ্যকার পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।
    পতাকা বৈঠকে ঠাকুরগাঁও ৫০  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিম আহমেদ এবং বিএসএফ সিও কমান্ড্যান্ড জি পামেই উপস্থিত ছিলেন।
    সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।
    এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
    বেউরঝাড়ী বিওপি ক্যাম্প থেকে জানানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিজিবি’র তত্বাবধায়নে চিকিৎসা প্রদান করা হবে।
  • বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে সাবেক সেনা কর্মকর্তা আটক

    বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে সাবেক সেনা কর্মকর্তা আটক

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অনুপ্রবেশের পর শেখ আলিমুর রহমান (৪৬) নামের এক সাবেক সেনা কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

    গতকাল সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। আটক সাবেক সেনা কর্মকর্তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি, সেখানে সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত পাওয়া যাবে।’

    বিএসএফের হাতে আটক সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।

    বিজিবি’র কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবি’র পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলছে, সীমান্ত এলাকায় কদিন ধরে ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন শেখ আলিমুর রহমান। গতকাল তিনি সীমান্তের নাগর নদী পার হয়ে অপর পারে চলে যান। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।

    এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবি’র প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

    বিজিবি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • ডিমলায় সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা।

    ডিমলায় সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মত বিনিময় সভা করেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ডিমলা, নীলফামারীর আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে জেলা প্রশাসকের মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আলী বান্না, উপজেলা প্রকৌশলী মো. শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মদন কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার সেক্রেটারী মো. রোকনুজ্জামান বকুল, প্রেসক্লাব ডিমলার সভাপতি ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সবুজ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জামান মৃধা ও মো. রবিউল ইসলাম, সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ পারবেজ রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রেজোয়ান ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক আমার বার্তার প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও দি ডেইলী ম্যাসেনজার পত্রিকার প্রতিনিধি রিপন ইসলাম শেখ, ডিমলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মহিবুল ইসলাম,  দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ময়েন কবীরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।  এসময় বক্তারা, মাদক, চোরাচালান, সীমান্ত দিয়ে সার পাচার, থানায় তদবির, বালুমহল সিন্ডিকেট, রেজিষ্ট্রি অফিসের অনিয়ম-দূনীতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম, উপজেলা প্রকৌশলী এর বিভিন্ন অনিয়ম দূর্নীতি, সার সিন্ডিকেট, শব্দ দূষন, অর্থনীতি, কৃষি এবং সাধারন মানুষের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বক্তাদের কথা গুরত্ব সহকারে শ্রবন করেন এবং সকল সমস্যার সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বস্ত করেন। মত বিনিময় সভা শুরু হওয়ার আগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়াকে নিয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন জয় (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত জাকারিয়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার পরিবারে এক স্ত্রী,৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও এক শিশু সন্তান রয়েছে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন জয় সন্ধ্যার পর তার অফিসের সকল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া পৌর শহরে নিজ বাসা ঝিকিড়ায় আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি অটোভ্যানকে অভারটেক করার সময় যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকারিয়া হোসেনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • ৩০ নভেম্বরের মধ্যে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের নিজ সম্পদের হিসাব দিতে হবে।

    ৩০ নভেম্বরের মধ্যে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের নিজ সম্পদের হিসাব দিতে হবে।

    আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

    রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এসব তথ্য জানান।

    জনপ্রশাসন সচিব জানান, প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে।

  • গ্রাহকদের বিদ্যুৎ বিলের রিডিং হিসাব মিলছেনা,সদুত্তর দিতে ব্যর্থ কর্তকর্তারা।

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের রিডিং হিসাব মিলছেনা,সদুত্তর দিতে ব্যর্থ কর্তকর্তারা।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির মার্চ মাসের বিদ্যুৎ বিলের হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকদের। অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ভ্যাট, বিলম্ব মাসুল যোগ করেও চূড়ান্ত বিলের সাথে গড়মিল পাওয়া গেছে বিলের কপিতে। এ অবস্থায় এমন ভুতুড়ে বিল নিয়ে বিপাকে গ্রাহকরা।
    গ্রাহকদের অভিযোগ বিল নিয়ে অফিসে ঘুরার পরেও কোন সমাধান দিতে পারছেনা সমিতির লোকজন। আর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের দাবি গত মাসের মাঝামাঝিতে বিদ্যুৎ বিল বেড়েছে। সফটওয়্যারে সক্রিয়ভাবে সেটি যোগ হওয়ার কারণে এমন সমস্যা সৃষ্টি হয়েছে।
    ফুলতলা গ্রামের নাছিমা বেগমের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ১০০ কিলোওয়াট। বিদ্যুতের মুল্য অনুযায়ী ১০০ কিলোওয়াটের মূল্য ৫৭৫ টাকা, এর সঙ্গে ডিমান্ড চার্জ ৪২ টাকা, মিটার ভাড়া ১০ টাকা, ডাবল ভ্যাট ৭২ টাকা  যুক্ত করে বিলের পরিমাণ দাড়ায় ৬৯৯ টাকা। অথচ সর্বমোট বিল দেখানো হয়েছে ৭৬২ টাকা। ৬৩ টাকা বিল অতিরিক্ত দেখানো হয়েছে।
    ওই গ্রাহকের অভিযোগ, বিলটিতে হিসাবের গড়মিল থাকলেও ৭৬২ টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। অফিসকে জানানোর পরও  সমাধান হয়নি। এ ধরনের অভিযোগ ফুলতলা শুধু ফুলতলা গ্রামের নাছিমা বেগমের নয়, উপজেলার ৮ ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাহকের।
    বালিয়াডাঙ্গীর ভাঙ্গামিল এলাকার তসলিম উদ্দীন নামে এক ব্যবসায়ী জানান, বাড়ির মিটারে ৯ হাজার টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। বিল ইস্যু হলেই পরিশোধ করতে বাধ্য গ্রাহকরা, এমন অদ্ভুদ নিয়ম এই  দপ্তরটির। ভুল নিজেদের হলেও সেটার দায় গ্রাহকের উপর চাপানো হয়।
    স্থানীয় জৈষ্ঠ্য সাংবাদিক হারুন অর রশিদ জানান, ২০১০ সালের জুন মাসের বিল বকেয়া দেখিয়ে আমাকে ২০২৩ সালে নোটিশ পাঠিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি। অথচ তাদের দেওয়া প্রত্যয়ন রয়েছে আমার নিকট, ওই বিল পরিশোধ করা হয়েছে। অভিযোগতো অনেক আছে, সমাধান করার কেউ নেই।
    জানতে চাইলে বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের মহাব্যবস্থাপক আহসান হাবিব বলেন, বিলের ফরম্যাটটি সরকার কর্তৃক প্রদত্ত। বর্তমানে গোটা বাংলাদেশের সব বিদ্যুৎ কম্পানির একই ফরম্যাটে বিল করা হচ্ছে। তবে বিলে অতিরিক্ত বিলের যোগফল, ভ্যাট ও সমুদয় প্রদেয় ভ্যাটের ব্যাপারে তিনি কোনো সদুত্তর দেননি।
    এদিকে সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, গত মাসের মাঝামাঝিতে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সক্রিয় ভাবে যোগ হয়েছে মুল বিলে। সফটওয়্যার আপডেট না হওয়ার এটি বুঝতে সমস্যা হচ্ছে। সফটওয়্যার আপডেট এবং বিলে ‘রো’ বাড়িয়ে উল্লেখ করে দিলেই এ সংক্রান্ত সমস্যা আর তৈরি হবে না। আরও বিস্তারিত জানতে জেলায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।
  • বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ 

    রাজশাহীর বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন  হরিয়ান চিনিকলের (রাচিক)দুই কর্মকর্তা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর সড়ক দিয়ে শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার পথে খায়েরহাট পশ্চিমপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। রাচিকের জীফ গাড়ীর সাথে ব্যাটারি চালিত উলকার মুখোমুখি ধাক্কা লাগে। এতে রাসিকের সিপিও নজরুল ইসলাম ও আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    ব্যটারি চালিত উলকার চালক পুঠিয়ার মাসুম আলী বলেন, পদ্মা নদীর বাঁধের উপর সড়কটি হওয়ায় জীফ গাড়িতে সাইড দিতে গিয়ে  ধাক্কা লাগে। এতে উলকা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমিও কিছুটা আহত হয়েছি।
    এ বিষয়ে ( রাজশাহী হরিয়ান চিনিরকলের (রাচিক) জীফ গাড়ির চালক মোবারক হোসেন জানান, রাচিককের দুই কর্মকর্তাকে নিয়ে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখক্রয় কেন্দ্রে  যাওয়ার পথে ব্যাটারি চালিত উলকা সরাসরি ধাক্কা দেয় জীফ গাড়িতে। এতে জীফগাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গেলেও প্রাণে বেঁচে গেছেন দুই কর্মকর্তা। তারা সামান্য আহত হয়েছে।
  • নাগরপুরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সমবায় কর্মকর্তাকে ইউএনও’র শোকজ।

    নাগরপুরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সমবায় কর্মকর্তাকে ইউএনও’র শোকজ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের নাগরপুরে সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন এর খেয়াল-খুশিতে চলছে উপজেলা সমবায় অফিস। এতে সেবা নিতে আসা জনসাধারণ নানা ভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে। অসুস্থতার অজুহাত ও কর্মসূচি পরিদর্শনের নামে অধিকাংশ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। গত ১৬ ই ডিসেম্বর জাতীয় দিবস পালনেও অনুপস্থিত ছিলেন অনিয়মিত এই সমবায় কর্মকর্তা। এছাড়াও ১৭ ও ১৮ ডিসেম্বর সরেজমিনে গিয়েও অফিস সময়ে অনুপস্থিত পাওয়া যায় তাকে। এমন অভিযোগ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, সমবায় অফিস নিয়ে আমি নিজেও বিব্রত। এই অফিস সরাসরি জনসাধারণে সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট বিধায় সবসময় এই অফিসের চলমান কার্যক্রম আমাদের প্রয়োজন। অথচ কর্মস্থলে সমবায় কর্মকর্তার উপস্থিতি সন্তোষজনক নয়। গত ১৬ ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ জাতীয় দিবসেও তিনি অনুপস্থিত ছিলেন না। এটি মোটেও কাম্য নয়। ফলে আমি উপজেলা প্রশাসনের সমন্বয়ক কর্মকর্তা হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
    এ বিষয়ে নাগরপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন বলেন, ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে করা কোনো কমিটিতে আমাকে রাখা হয় নাই। সেইদিন আমার উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ না বিধায় ছিলাম না অফিসে। এছাড়াও আমি অসুস্থ থাকায় কয়েকদিন অফিসে অনুপস্থিত ছিলাম। ছুটি সংক্রান্ত কাগজ ই-মেইলে যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করেছি।
    উল্লেখ্য, সমবায় কর্মকর্তা ছুটি সংক্রান্ত ও যথাযথ তারিখের চিকিৎসা ব্যবস্থাপত্র সহ অন্যান্য কোনো কাগজপত্র প্রদর্শন করতে সক্ষম হয়নি।
  • লক্ষ্মীপুরে ভূমি উপ-সহকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৫।

    লক্ষ্মীপুরে ভূমি উপ-সহকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৫।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি।

    মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরে দুই ইউনিয়ন পরিষদের (ভূমি) উপ-সহকারী আরিফুর রহমান (৪৪) ও মোহাম্মদ ওমর ফারুককে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শ্রমিকদের বিরুদ্ধে।

    এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২ শ্রমিককে হোটেল থেকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায় আহত ভূমি কর্মকর্তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ।

    আহত মো. আরিফুর রহমান রায়পুর উপজেলার চর বংশি ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদের ছেলে। ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী ও বীর মুক্তিযোদ্ধা সুজায়েতর উল্ল্যার ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ওই হোটেলে খাবার খেতে এসে পতাকার অবমানার প্রতিবাদ করেন ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা ওমর ফারুক। এতে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চড়থাপ্পড় দেওয়া হয় হোটেল ম্যানেজারকে।

    এতে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালায়। ফারুককে রক্ষা করতে গিয়ে আরিফুর রহমানও হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ১২ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

    লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে