Tag: কম্বল

  • কাজিপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন।

    কাজিপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন।

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই শতাধিক বাক,বুদ্ধি, শারিরীক ও মানসিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    ২৭ শে জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্হার উদ্যেগে যমুনা আহাদ আলী শেখ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল,সুয়েটার ও লেপ বিতরন করা হয়।

    বাংলাদেশের অন্যতম তৈরী পোশাক শিল্প খাত স্ট্যান্ডার্ড গ্রুপের কর্ণধার আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সাংবাদিক হাবিবুল্লাহ সিদ্দীকির সহায়তায় এসব অসহায় দুঃস্হ প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

    প্রচন্ড শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে এসব শীতের পোশাক পেয়ে আনন্দ প্রকাশ করেছে বিশেষ প্রতিবন্ধী সম্পূর্ণ শিশু ও নানা বয়সী।

    বাক প্রতিবন্ধী আশা খাতুনের মা বলেন,”স্বপনের হাত দিয়া ম্যালা কিছু পাছি,আমার ম্যাছাল (মেয়ে) এর জন্য স্বপন হুইলচেয়ার,কম্বল,নগদ টাকাও দিছে”।

    আরেক শারীরিক প্রতিবন্ধী সুজন বলেন,”আমি হাঁটতে পারি না,স্বপনের জন্য হুইলচেয়ার পাইছি,এখন অন্যদের মতো আমিও হাঁটতে পারি চেয়ারে বসে”।

    প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা জাহিদুল হাসান স্বপন বলেন,” প্রথমেই আমি ঔই সমস্ত লোকজনকে ধন্যবাদ দিতে চাই,যাদের সহযোগিতার মাধ্যমেই এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারি”।

    তিনি আরও বলেন,” প্রথম প্রথম আমি যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করি তখন অনেকেই হাসি তামাশা করত, মা-বাবার,ভাই-বোনদের কটু কথা শুনতে হতো।এখন আর কারও কথা খারাপ লাগে না। এসব বাচ্চাদের মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই।

  • বেলকুচিতে সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

    বেলকুচিতে সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে ১’শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা ব্যাংকের সৌজন্যে বেলকুচি পৌরশহরের চালা মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

    ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, স্বর্ণা পারভীনসহ এলাকার মুরুব্বিগন উপস্থিত ছিলেন।

    এ সময় অসহায় শীতার্ত দেড় শতাধিক নারী পুরুষ কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

  • উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    মজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫’শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫’শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন।

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী ও আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

  • বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে কম্বল বিতরণ।

    বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে কম্বল বিতরণ।

    সিরাজগঞ্জ বেলকুচিতে পৌর মেয়রের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা চত্বরে ১৪’শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, প্রশাসনিক কর্মকর্তা ওয়ারেজ কবীর, কাউন্সিলর ফজলুল রহমান ফজল, উপজেলা স্বেচ্ছাসসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মোল্লা প্রমুখ।

    পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের শীত নিবারণের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীত যতদিন আছে ততদিন আমাদের কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অসহায় শীতার্ত নারী পুরুষ কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।

  • তাড়া‌শে অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    তাড়া‌শে অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।

    সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব)’র উদ্যোগে ২০০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ডি.এম মামুনুর রশিদ, সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, সহ-সভাপতি আইয়ুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক সিরাজুল হক সিরাজ, সদস্য লায়লা আনজুমান খলিল, লাবনী পারভীন প্রমূখ।

  • লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুর জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫পাঁচ হাজার মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম কম্বলগুলো শীতার্তদের গায়ে জড়িয়ে দেন। করোনামুক্ত হয়েই তিনি প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে শীতার্তদের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন।

    লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না,জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু,পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাটছে।

  • সলঙ্গায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও কম্বল বিতরন।

    সলঙ্গায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও কম্বল বিতরন।

    সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়ায় এশিয়ান টেলিভিশনের উদ্যোগে মাদ্রাসার এতিম,অসহায় শিশু ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৫ জানুয়ারি২০২২) সকাল ১০ টায় সলঙ্গার আমশড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে – এক অনুষ্ঠানে – ২২ টি মাদ্রাসার এতিম অসহায় শিশুদের এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৪৫০ পিচ শীতবস্ত্র কম্বল বিতরন করেন, অনু্ষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

    অনু্ষ্ঠানটির সভাপতিত্ব করেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রাসেল তালুকদার। এবং পরিচালনায় ছিলেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক।

    এসময় আমশড়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মুফতি আখতারুজ্জামান ও সাখাওয়াত মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।

  • মৌলভীবাজারে আর্ন এন্ড লিভ এর শীতবস্ত্র কম্বল বিতরণ।

    মৌলভীবাজারে আর্ন এন্ড লিভ এর শীতবস্ত্র কম্বল বিতরণ।

    আর্ন এন্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক ও একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিজয়ের ৫০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
    সোমবার (১০ জানুয়ারি) রাত ১০ ঘটিকায় শহরের কোর্ট রোড, সেন্টার রোড, শমশেরনগর রোড, কুলাউড়া রোড (মনু ব্রিজ) সহ পৌরসভার বিভিন্ন রাস্তায় অসহায় হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এপ্রতিষ্ঠানটি। এই  কম্বল বিতরণে সাংবাদিক মোঃ রুহুল আলম রনি’র তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা ও জেলার সিনিয়র সাংবাদিক শ.ই সরকার জবলু,  দৈনিক মানবকণ্ঠ এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মসু প্রমূখ।
    আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমাদের সংগঠন প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্রদের নিয়ে কাজ করছে। এই শীতের মৌসুমে সারা বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে  আমাদের জেলা কমিটির মাধ্যমে মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে যাচ্ছি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো,  শিক্ষা উপকরণ, বিশুদ্ধ পানি সহ চিকিৎসায় নগদ অর্থ দান করে যাচ্ছি।
  • রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরীব,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরীব,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ) পক্ষ থেকে ৬ হাজার শীতার্ত,অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ মুখে জিরোপয়েন্ট এলাকায় এ কম্বল বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের মাননীয়  মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট লিঃ প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মন্ডল ও ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসলাম।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, এ তাপ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এই এলাকায় একটি উপশহর গড়ে উঠবে। এর সুফল ভোগ করবেন আশপাশের লোকজনই। এছাড়া এটি আলো ছড়াবে এই এলাকাসহ সারাদেশে।
    বাগেরহাটের রামপালের ১০টি, মোংলার ১টি ও খুলনার দাকোপ উপজেলার ২টি ইউনিয়নের মোট ৬ হাজার মানুষের মাঝে সোমবার এ কম্বল বিতরণ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
    তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি,এম তারিকুল ইসকাম বলেন, আগামী মার্চে এ বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামুলকভাবে চালু করা হবে। এরপর মে-জুনে বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখানে ৬৬০ মেগাওয়াটের দুইটি ইউনিটের কাজ চলছে। প্রথম দফায় ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটটি উৎপাদনে যাবে। প্রথম ইউনিটটির ও চিমনির কাজ প্রায় শেষের পথে। এ পর্যন্ত মুল প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।