Tag: কমিটি

  • নলডাঙ্গায় রাজনৈতিক দলের নারী কমিটিদের সাথে মতবিনিময় সভা।

    নলডাঙ্গায় রাজনৈতিক দলের নারী কমিটিদের সাথে মতবিনিময় সভা।

    নলডাঙ্গায় রাজনৈতিক দলের নারী কমিটিদের সাথে মতবিনিময় সভা

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি ও অপরাজিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে অপরাজিতা প্রকল্পের আয়োজনে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অপরাজিতা প্রকল্পের খান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পদিকা মমতাজ পপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদিকা রওশন আরা বেগম,উপজেলা মহিলা আওয়ামীলীগের নারী কমিটির সদস্য শ্রী মতি মিনতি রানী,উপজেলা বিএনপির নারী কমিটির সাধারন সম্পাদিকা শামসুনাহার,খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের সম্বনয়কারী কারিনা খাতুন ও মুজিবুর রহমান প্রমুখ।

  • গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন।

    গোয়ালন্দ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন।

    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়ালন্দ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ এবং সদস্য সচিব হিসেবে মোশারফ হোসেন মুসা’কে নির্বাচিত করা হয়েছে।

    গত ১৮ অক্টোবর রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন।

    কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু,মোঃ আয়ুব আলী খান,মোঃ আমজাদ হোসেন, মোঃ সেলিম খান সলিম,রাজ্জাক প্রামানিক, মোক্তার হোসেন বেপারী ও মোঃ আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য নির্বাচিত করা হয়েছে ৩২ জনকে।

    আহবায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের  মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেয়া হয়েছে।

     

  • জেলা ছাত্রলীগের কমিটি,ওসমানীণগরে অভিনন্দনের সরব।

    জেলা ছাত্রলীগের কমিটি,ওসমানীণগরে অভিনন্দনের সরব।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃসিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি প্রায় চার বছর কমিটিহীন থাকার পর অবশেষে ঘোষণা করা হয় গত ১২ অক্টোবর ২০২১। ঘোষিত কমিটিতে জেলা ছাত্রলীগের নতুন সভাপতি মোঃনাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম ঘোষণা করা হয়।এই কমিটি নিয়ে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন বিভাজনে জড়ালেও ওসমানীনগর ছাত্রলীগ সেক্ষেত্রে ব্যতিক্রম।

    কমিটি ঘোষণার পর থেকেই তাদের মাঝে আনন্দ, উদ্দিপনা আর কর্মচাঞ্চল্য লক্ষণীয়।কমিটি ঘোষণার পরপর আনন্দ মিছিল, মিষ্টিমুখ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

    এবার উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে দেখা যায় গাছে, বৈদ্যুতিক খুঁটিতে ও রশি দিয়ে টানানো দড়িতে ঝুলছে অসংখ্য বিলবোর্ড। যেখানে জেলা কমিটি,সভাপতি ও সাধারণ সম্পাদকে স্বাগত জানিয়ে এসব বিলবোর্ড টানিয়েছেন উপজেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা।

    বিলবোর্ড টানানোর ছবি দিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ওসমানীনগর বুবলীগ নেতা ইউসুফ হোসেন চৌধুরী নিজের ফেসবুক পেজে লিখেন,“সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের প্রাণপ্রিয় কর্মী ভাইদের নিজ উদ্যোগে সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে বিলবোর্ড দিয়ে সারা ওসমানীনগর উপজেলা সয়লাব।

    রাত হতে ভোর পর্যন্ত বিলবোর্ড লাগানো হয়। তারপর শেরপুর ভাঙ্গার বাজারে গিয়ে পেটের ক্ষুধা নিবারণ করে নিজের স্বপ্ন কুটিরে পৌঁছে যাই।ধন্যবাদ ভাই আমার সুলতান রাজু,শাহরিয়ার সিজিল রুদ্র,হানিফ আহমেদ,লিটন মিয়া। তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল একদিন পাবে। ওসমানীনগর উপজেলা যুবলীগ ও সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

  • লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃকুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

    এসময় তিনি বলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক কুমিল্লা উত্তর জেলা শাখা ও লক্ষ্মীপুর জেলা শাখার আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    মোস্তাফিজুর রহমান মাসুদ আরো বলেন,আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লিখিত জেলা শাখা সমূহের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে বিআইইএ’র কমিটি গঠন।

    সিরাজগঞ্জের বেলকুচিতে বিআইইএ’র কমিটি গঠন।

    সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন” (বিআইইএ)’র কমিটি গঠিত হয়েছে। ৪ (সেপ্টেম্বর) শনিবারে বিআইইএ’র কমিটিতে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ-সম্পাদক আশারাফুল ইসলাম সহ ২১ সদস্য বিশিষ্ট বিআইইএ বেলকুচি উপজেলা শাখায় পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

    কমিটিতে বাকী সদস্যরা হলেন রুবেল আহমেদ
    সহ- সভাপতি হাবিবুল বাশার (সুমন), সহ সভাপতি সুজিত মোস্তফা,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল রেজা, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক- রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন শেখ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহ-আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিব হাসান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা খাতুন, শিক্ষা গবেষনা ও ট্রেনিং বিষয়ক সম্পাদক তৌয়ব আলী মন্ডল, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: জুবায়ের হোসেন, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, আইন বিষয়ক সম্পাদক বাবু মিয়া, নির্বাহী সদস্য মারুফ হাসান রিমন,নির্বাহী সদস্য আব্দুল মোতালেব ।

    সিরাজগঞ্জ জেলা শাখা আহবায়ক কমিটির আহবায়ক-প্রকৌশলী খাজা এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইউসুফ আলী মিঠুর ও রাজশাহী জোন সমন্বয়ক শরিফুল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী দুই (০২) বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে।

  • তানোর মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

    তানোর মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

    রাজশাহীর তানোর মডেল প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার(২৬আগস্ট) তানোর গোল্লাপাড়া বাজার মর্ডান মার্কেটে তানোর মডেল প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সর্ব সদস্যদের সম্মতিক্রমে আমাদের রাজশাহী পত্রিকার প্রতিনিধি আলিফ হোসেন সভাপতি ও মনিরুজ্জামান মনি(উপচার)কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

    এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (লাখো কষ্ঠ ও জি নিউজ) সহসভাপতি আবুল কাসেম বাবু(দৈনিক পুনরুত্থান ও সূর্যের আলো), যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন(দৈনিক ঢাকার ডাক ও স্বদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজ(মানবজমিন ও জনতার বিবেক টিভি)

    দপ্তর সম্পাদক শানাউল্লাহ স্বপন(বাংলার নবকষ্ঠ ও এই বাংলা), নির্বাহী সদস্য-আব্দুল হান্নান(দৈনিক সংগ্রাম) নুর হাসান মাহমুদ রাজা(সূর্যের আলো) গোলাম মোস্তফা লাল্টু(অপরাধ বার্তা) সৈয়দ মাহমুদ শাওন (আলোকিত৭১সংবাদ ও টপ নিউজ২৪ অনলাইন) কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

    কমিটির সর্ব সদস্যেরে মতামতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য তানোর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,জঙ্গীবাদ, ধর্ষণ, ইভটিজিং এ সকল ঘটনা যে কেউ ঘটালে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার এ সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের।শুধু প্রশাসনের ভরসায় বসে থাকলে চলবে না। আইন শৃংখলা বাহিনীকে সবার সহযোগীতা করতে হবে। তবেই দেশ থেকে উৎখাত হবে সকল ধরনের অপরাধ।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস,সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান,পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার,উদুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ।

  • মন্দির কমিটির বিরুদ্ধে জোরপূর্বক জমি জবর দখলের অভিযোগ

    মন্দির কমিটির বিরুদ্ধে জোরপূর্বক জমি জবর দখলের অভিযোগ

    লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা রাজস্মৃতি সার্বজনীন মন্দির কমিটির বিরুদ্ধে আয়নুল হক নামে এক মুসলিম পরিবারের ক্রয় কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিনা ইউনিয়নে।

    কাগজপত্র থেকে জানা যায় যে, ১৯৪০ সালের সিএস মোতাবেক উল্লেখিগ জমির মালিক কুসুমকুমারী দেববা। তিনি ওই জমি ১৯৫৪ সালে খোরকান আলী ওরফে কোরবান আলীর নিকট ২৮ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমি মন্দিরের জন্য দান করে অবশিষ্ট ২৪ শতাংশ জমি বিক্রয় করেন। ক্রয়সুত্রে উক্ত জমি ১৯৬২ সালে ২৭ শতাংশ জমি খোরকান আলী কোরবান আলীর নামে এস এ রেকর্ড ভুক্ত হয়।

    কোরবান আলী উক্ত জমি ১৯৭৪ সনে এস এ রেকর্ড মূলে ফজলুল হক ও আইনুল হক এর নিকট বিক্রয় করলে ১৯৯০ সনের বিএস রেকর্ড এ ফজলুল হক ও আমিনুল হকের নাম অন্তর্ভুক্ত হয়। ১৯৭৪ সন হতে ২০১৮ সন পর্যন্ত উক্ত ক্রয় কৃত ২৭ শতাংস সম্পত্তি ভোগ দখল ও আজ না পরিশোধ করে আসছিলেন ফজলুল হক ও আইনুল হক এ দু;ভাই।

    সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে ১০আগস্ট দেখা যায় যে, মন্দির কমিটির পক্ষে লোকজন বাউন্ডারি ওয়ালের কাজ চলমান রেখেছেন।

    এ সময় তাদের নিকট মন্দির কমিটির লোকজনের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাওয়া হলে উপস্থিত লোকজন তা দিতে অস্বীকার করেন। ফলে মন্দির কমিটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে জমির মূল মালিক ফজলুল হক বলেন, জমিটি আমরা ভোগ দখল করে আসছিলাম কিন্তু হঠাৎ করে উক্ত জমিটি রাতের আধারে মন্দির কমিটির লোকজন জবরদখল করে ফেলে এবং মন্দিরের জমি বলে দাবি করেন।

    এ বিষয়ে মন্দির কমিটি লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করেন মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত একটি নিষেধাজ্ঞা জারি করে কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মন্দির কমিটির লোকজন উল্লেখিত জমি বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন।

    এ বিষয়ে আমি গত ৬ আগস্ট কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক সরোজমিনে ঘটনা পরিদর্শন করে মন্দির কমিটিকে কাজ বন্ধ রাখার জন্য বলেন। মন্দির কমিটির লোকজন নিষেধ অমান্য করে কাজ চলমান রেখেছেন।

    এই বিষয়ে কাকিনা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অশ্বিনী কুমার পাল পাল এর সহিত যোগাযোগ করা হলে তিনি বলেন, কি সত্য মন্দির কমিটির লোকজন জায়গাটি দাবি করেছেন এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে বিষয়টি দ্রুত খবর নিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

    অপরদিকে গত ১১ আগস্ট ( বুধবার) জমির মূল মালিক ফজলুল হক ও আইনুল হক কোন উপায় না পেয়ে লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ফলে উক্ত জমির উপর আদালত ১৪৪ ধারা নির্দেশনা জারি করেছেন।

    এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো: সাজ্জাদ হোসেন আদালতের নির্দেশনার কথা স্বীকার করে বলেন,, আদালতের নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শনে জেলা পরিদর্শন কমিটি।

    ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শনে জেলা পরিদর্শন কমিটি।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সাথে কথা বলেছেন জেলা মনিটরিং কমিটি। ৩১ জুলাই শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

    পরিদর্শনে নেতৃত্ব দেন জেলা মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুল ইমাম চৌধুরী, সদস্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মুরাদ হোসেন,সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, জেলা পরিষদ সদস্য মো: কামরুজ্জামান,উপজেলা প্রকৌশলী রায়হানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: এনামুল হকসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।
    দিকে উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া ও দৌলতপুর তেলিপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরের বাসিন্দাদের খোঁজ খবর নেন মনিটরিং কমিটির সদস্যরা। পরে তারা দৌলতপুর ইউনিয়নের পানি নিস্কাশন ক্যানেল পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে কমিটির সদস্যরা উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় উপকারভোগীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শিঘ্রই সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন তারা।

    এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিহীনদের জন্য এই ঘর নির্মান করেছেন। এই ঘর নির্মানে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও প্রকৃত ভুমিহীনরা যেন এই ঘর বরাদ্দ পান সে ব্যাপারে জেলা মনিটরিং কমিটি কাজ করছে। উপকারভোগীদের সাথে আমরা কথা বলেছি। যাদের অভিজ্ঞতার উপর বিবেচনা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা।

    এছাড়াও আগামীতে আমাদের মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকতে। উল্যেখ: ফুলবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুস্থ্য অসহায় গৃহহীনদের মাঝে মোট এক হাজার ১টি ঘর বরাদ্দ দেয়া হয়।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

    দিনাজপুরের ফুলবাড়ীতে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

    দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়র মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে পৌরসভা মিলনাতয়নে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

     আয়োজিত সভায় প্রায় ৮৮ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন পৌর পরিষদের কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। প্রাক বাজেট আলোচনায় রাজস্ব খাতে ৫ কোটি ৫০ লাখ ১ হাজার ৩৯০ টাকা এবং উন্নয়ন খাতে ৮২ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯৬২টাকা আয় নির্ধারণ করে নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

    এসময় পৌরসভার সচিব মো: মাহবুবর রহমান,সহকারী প্রকৌশলী মো: লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র মো: মামুনুর রশীদ চৌধুরী,পৌর কাউন্সিলর হারান দত্ত,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল সহ পৌর পরিষদের সকল পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।