Tag: কমিটি

  • আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয়  নির্বাহী সংসদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি পদে দ্বায়িত্ত্ব পালন করেন। তিনি তিনি রাণীশংকৈল উপজেলার ৮ং নন্দুয়ার ইউনিয়ন আ.লীগের সদস্য এবং ঠাকুরগাঁও কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
    সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন ইস্যুতে রাজনীতিতে সরব ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন তিনি এরপর তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
    শাহারিয়ার আজম মুন্না ২০১৯ সালে রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালের ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
    গত শনিবার (১০ ফেব্রুয়ারি) আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
    এদিকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    শাহারিয়ার আজম মুন্না তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই ছাত্র নেতা।
  • নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত।

    নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাজার মনিটরিং, জনদুর্ভোগ ও যানজট নিরসন, ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বিরাজ রাখা, মাদক নির্মূল সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করা হয় এবং জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন সহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ।
  • রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আনোয়ার হোসেন ওরফে আলীকে সভাপতি ও গপেশ বসাককে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে।
    গত ৬ নভেম্বর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক রমজান আলী স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটিতে জিয়াউল ইসলাম জিয়াকে জৈষ্ঠ্য সহ-সভাপতি করে মোট ৭ জনকে সহ-সভাপতি, চন্দন বসাককে জৈষ্ঠ্য যুগ্ন-সম্পাদক করে মোট তিন জন যুগ্ন সম্পাদক করা হয়েছে।
    একইভাবে সাংগঠনিক সম্পাদক পদে মো: রকিসহ তিনজন, প্রচার প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে মোট ২৩ জনকে মনোনীত করা হয়েছে। একইভাবে ২৩ জনকে কাযর্করী কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
    ঘোষিত পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আলী বলেন, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের মূল্যয়ন করা হয়েছে। ছাত্রলীগের পদধারী সাবেক নেতাদের এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এবারের কমিটি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কমিটি হয়েছে।
  • বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত।

    বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর ) দুপুর দেড় টায়  উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
    সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জুয়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের  সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ,  খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে প্রমুখ।
    সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ আইনশৃঙ্খলা ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবার উপজেলার ৪৭টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে জানা গেছে।

  • নাগরপুরে ভোট কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা।

    নাগরপুরে ভোট কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার উপজেলার নাগরপুর সদর ইউনিয়নের পানান,মামুদনগর ইউনিয়নের মামুদনগর হাই স্কুল ভোটকেন্দ্র,সলিমাবাদ ইউনিয়নে খাষ ঘুনিপাড়া ভোট কেন্দ্র কমিটি গঠনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কেন্দ্র ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ভোট কেন্দ্র কমিটি গঠনের ব্যাপারে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি বলেন,মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় একজন দূরদর্শিতা সম্পন্ন নেতা। এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা নাগরপুরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করছি। আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ভাতৃপ্রতীম সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ভোট কেন্দ্র কমিটি হচ্ছে। এই ভোট কেন্দ্র কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    নাগরপুর উপজেলার বিভিন্ন ভোট কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর,মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, মোহাম্মদ আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক সজিব মিয়া,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত শিকদার,সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল, সম্পাদক কেবি খান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, মিষ্টির দোকানে ওজনে কম দেয়া, ফলমূলে ফরমালিন ব্যবহার, মোবাইলে জুয়া খেলা, নেকমরদ বাজারের হাইওয়ে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং, পৌরসভার ফুটপাত দখল, নোটিশ বিহীন গাড়ীর কাগজপত্র চেকিং ও জরিমানা, প্রেট্রোল পাম্পে তৈল ওজনে কম দেয়া এবং যততত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করা, সন্ত্রাস,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
    আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  শাহরিয়ার আজম মুন্না।
    এসময় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, ধর্মগড় বিওপি কমান্ডার জহিরুল ইসলাম, কোচল বিওপি কমান্ডার আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির কর্মকর্তা আবুল কাশেম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।
    সভার শুরুতে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
    এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
  • গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সানাউল্লাহ (সানা) এবং সাধারণ সম্পাদক সাকিল। সাধারণ সম্পাদক সুমন

    আজ মঙ্গলবার (১৮ জুলাই) সংগঠনের সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি ও রাজশাহী,১ গোদাগাড়ী, তানোরের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। আজ বিকেল ৫ টায় গোদাগাড়ী মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সানাউল্লা বলেন, আমাকে দল থেকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে রাখবো।

    বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে উত্তাল রাজপথে এবং মহান মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোতে যুদ্ধের রসদ সরবরাহের দুঃসাহসী ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবক বাহিনী। মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও স্বেচ্ছাসেবক বাহিনীর নানা অবদান আছে। সেই প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৭ জুলাই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবক বাহিনীকে পুনর্গঠিত করার উদ্দেশে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে

    ২০০৩ সালে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো করার পর সেবা-শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশ ও জাতির সব দুর্যোগ-দুর্বিপাকে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। বিশেষজ্ঞ করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন বিপন্ন হয়ে পড়েছে, সেই চরম দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের সব পর্যায়ের নেতা-কর্মীরা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা থেকে টিকা কার্যক্রম।

  • শ্রীমঙ্গলে চা শ্রমিক(একাংশ)বর্তমান কমিটির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    শ্রীমঙ্গলে চা শ্রমিক(একাংশ)বর্তমান কমিটির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    শ্রীমঙ্গলে চা শ্রমিকদের একাংশ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন করারও দাবি জানান।

    রোববার (১৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে চা শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চা শ্রমিক নেত্রী গীতা কানু।এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক বিশ্বজিৎ রিকমন, কাজল বাকতি, শংকর ভূমিজ, সুমন সাঁওতাল, পরিমল সিং বাড়াইক, লচমন রানী রাজভর, রামদয়াল গোয়ালা, মনুজ সিং বাড়াইক, মধুসূদন মুন্ডা।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে মেয়াদ শেষ হওয়া পর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সদস্যদের দিয়ে নির্বাচন কমিশনার গঠন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমান কমিটি গড়িমসি করে সম্পূর্ণ অবৈধভাবে আরও প্রায় এক মেয়াদ কাটায়। এখন আবারও ক্ষমতায় থাকতে নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। গঠনতন্ত্র পুনঃসংশোধন না করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গঠনতন্ত্র দিয়ে নির্বাচন না করতে সিলেট শ্রম আদালতে মামলাও হয়েছে।
    এ সময় বক্তারা বলেন, একই সাথে এই নির্বাচনের জন্য সাধারণ শ্রমিকের শ্রম ও ঘামের উপার্জিত অর্থ থেকে ৭০ লক্ষ টাকা কর্তন করা হবে। যা তারা লুটেপুটে খাবে। তাই তারা গঠনতন্ত্র পুন সংশোধন না করে ও সমন্বিত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার দাবি জানান।
  • শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি প্রথম সভা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ জুলাই ২০২৩ ইং, বিকেল ০৩টা থেকে শুরু করে ০৬টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মহসিন অডিটোরিয়ামের পাশে একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
    পরিচিতি সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তানে নবগঠিত পৌর বিএনপির সম্মানিত সদস্য এবং শ্রীমঙ্গল পৌরসভার ৪র্থবারের বর্তমান পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
    শ্রীমঙ্গল নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান (লাল হাজী), শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক ৪বারের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান জরিফ, বিএনপি নেতা মকবুল হোসেন মকবুল-সহ প্রমুখ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইয়াকুব আলী তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন- সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
    এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলকাস মিয়া, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য মিরাশদার মিলাদ হোসেন, সদস্য আব্দুল জব্বার আজাদ, মোঃ আব্দুস শহিদ, নজরুল ইসলাম জাহান, মকবুল মিয়া, টিটু দাস, সাইফুল ইসলাম টমাস, মইনুল ইসলাম চৌধুরী, মোঃ নুহেল, মোঃ মোবারক হোসেন, শেলী খান, শিরিন আখতার ও অন্যান্য নেতৃবৃন্দরা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা মহিলাদল ও পৌর মহিলাদলের পরিচিতি প্রথম সভা অনুষ্ঠিত হয়।
    এছাড়াও এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ-সহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা প্রমুখ উপস্থিত ছিলেন।
    পরে সন্ধ্যা সাড়ে ৭টার সময় মৌলভীবাজারে জেলা বিএনপির নেতৃবৃন্দরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম সফল করার লক্ষ্যে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে জেলা বিএনপির নেতৃবৃন্দের আমন্ত্রণে এই মত বিনিময় সভায় শ্রীমঙ্গল নবগঠিত পৌর বিএনপি সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
  • রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    বাগেরহাটের রামপালের ৬নং হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪.০০ টায় হুড়কা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার’র সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ চন্দ্র হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বীর মুক্তিযোদ্ধা দিজেন্দ্রলাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে প্রমুখ। সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার (ওসি) এস.এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগনের সেবক।  দেশের যেকোন দূর্যোগে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদক সেবন ও জুয়া থেকে রক্ষা করতে হবে। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ইউনিয়নের কিশোর গ্যাং,মাদক ব্যবসায়ী, ক্রিকেট জুয়া, চুরি-ছিনতাই ও বাল্য বিবাহ রোধ করতে সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
    এ সময় তিনি আরো বলেন যে, যেকোন ধরনের আইনি সহায়তা পেতে কোন দালালের সহযোগিতা না নিয়ে সরাসরি সরসরি ওসি’র সাথে যোগাযোগ করবেন। থানার সর্ব সাধারণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকবে। আপনাদের সহযোগীতায়  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।